মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

আপডেটেড ১০ জুলাই, ২০২৪ ১৯:৩৯
জামালপুরে যুমনা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে ভোগান্তি কমেনি। এখনো পানিবন্দি রয়েছে অন্তত দেড় লাখ মানুষ। বন্যার পানি নেমে গেলেও এখনো তলিয়ে রয়েছে শত শত বসতবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মাছের ঘেরসহ ৮ হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে ১৯টি কমিউনিটি ক্লিনিক, ২৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৮৮টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। বন্যা দুর্গতদের জন্য স্থাপিত ১৫টি আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে।