সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

উপহার পাওয়া গাড়ি আনতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম

মঙ্গলবার উপহার পাওয়া গাড়ি আনতে সুনামগঞ্জের চুনারুঘাটে যান হিরো আলম। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫৪
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫৩

উপহার হিসেবে পাওয়া গাড়ি আনতে সুনামগঞ্জের চুনারুঘাটে গিয়ে জরিমানা গুনতে হলো নানা বিষয়ে আলোচনার জন্ম দেয়া হিরো আলমকে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, হিরো আলমকে বহন করা গাড়ির অতিরিক্ত গতি ছিল। এজন্য পুলিশ আড়াই হাজার টাকার মামলা দিয়েছে।

গত ৩১ জানুয়ারি বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন চুনারুঘাটের নরপতি গ্রামের একটি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এম মুখলিছুর রহমান ফেসবুক লাইভে ঘোষণা দেন, নিজের ব্যবহৃত গাড়িটি হিরো আলমকে দিতে চান তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পাশাপাশি পৌঁছায় হিরো আলমের কানেও। পরে মুখলিছুর গাড়ি দিতে গড়িমসি করছেন এমন খবর প্রকাশ হলে আবারও ফেসবুক লাইভে এসে গাড়ি দেয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অবশেষে মঙ্গলবার চুনারুঘাটে গাড়ি নিতে যান হিরো আলম।

এদিকে উপহার হিসেবে পাওয়া গাড়ি নিজে ব্যবহার করবেন না বলে জানিয়েছেন হিরো আলম। অসহায় ও গরীব রোগীদের সাহায্যার্থে গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিয়েছেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। নির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে হেরে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। রাজনীতির মাঠেও আলোচনায় আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর।

বিষয়:

শতবর্ষী পথ হারিয়ে বিপাকে ৩৫ পরিবার

গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে শতবর্ষী চলাচলের পথসহ অন্যের জমি জবরদখল করে পাকা বসতঘর নির্মাণ করেছেন চরফ্যাশন উপজেলা মৎস্যজীবিলীগের সাবেক সভাপতি শফিউল্লাহ পালোয়ান। এতে ৩৫টি পরিবার দীর্ঘ সতেরো বছর ধরে বিপাকে রয়েছে। তৎকালীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন অনিয়ম করেছেন মৎস্যলীগের সাবেক এই সভাপতি।

রোববার (২ নভেম্বর) চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গণসাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নির্বার্হী কর্মকর্তা সরজমিন তদন্তের জন্য চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছেন।

জানাগেছে, চরফ্যাশন উপজেলার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড়ে শতবছর ধরে ভূমিহীন পরিবারগুলোর বসবাস করে আসছেন। পুকুর পাড়ের চারপাশে ভূমিহীন পরিবার বাদে পালোয়ান বাড়ীর অন্যান্য পরিবারগুলোও বসবাস করেন। পুকুরপাড়ের ৩৫টি পরিবারসহ বাড়ির বাসিন্দাদের চলাচলের একমাত্র এই পথটি আওয়ামীলীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে বসত ঘর নির্মাণ করেছেন। এতে পথটি সংকুচিত হয়ে গেছে।

ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ, শত বছর আগে তাদের যাতায়াতের জন্য ৬ ফুট চওড়া এই পথটি রাখা হয়। এখান দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতো। তাদের বাড়ীর কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স বাড়ীতে এসে রোগী নিয়ে যেত। এমনকি ফায়ার সার্ভিসের গাড়ী অনায়াসে প্রবেশ করতো। কিন্তু মৎস্যলীগের সভাপতি সফিউল্লাহ পালোয়ান আওয়ালীগের ক্ষমতা খাটিয়ে চলাচলের পথটি দখল করে সে এবং তার ছেলে পথজুড়ে পাকা বসতঘর নির্মাণ করেন। এতে ৬ফুট চওড়া পথটি আজকে দেড় ফুটে পরিণত হয়েছে। বসত ঘর নির্মাণের সময় ভূমিহীনরাসহ বাড়ীর অন্যান্য পরিবারগুলো সে সময়ে প্রতিবাদ করলেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ও দলীয় ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্মাণ কাজ চালিয়ে যান। এমনকি বাড়ির প্রায় ৩৫টি পরিবারের জন্য সরকারি বরাদ্দের টিউবওয়েলটি সে ক্ষমতা খাটিয়ে নিজস্ব আয়ত্তে রেখে ব্যবহার করছেন তার সৌদিপ্রবাসী ছেলের পরিবার ও তিনি। এতে অন্যান্য পরিবারগুলোর টিউবওয়েলটি ব্যবহারের থেকে বঞ্চিত রয়েছেন।

অভিযোগ রয়েছে, একইসাথে প্রভাব খাটিয়ে পালোয়ান বাড়ির স্থায়ী বাসিন্দা মো. শাহাবুদ্দিন এর চার শতাংশ, আবদুল মুনাফ এর এক শতাংশ, মমতাজ বেগম এর দুই শতাংশ, হাবুল্লা মাঝির দুই শতাংশ জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জমি দখল ছাড়াও শতাধিক অনিয়মের পাহাড় গড়েছেন তিনি। এছাড়াও মৎস্যলীগের সভাপতি থাকাকালীন জেলেদের নামের সরকারি খাদ্য সহায়তা থেকে তিনি নামে-বেনামে তালিকা করে সরকারি বিভিন্ন ত্রাণ ভোগ করতেন। এতে প্রকৃত জেলেরা খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিনের এমন অনিয়মে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকিতে গলদ থাকায় তিনি পার পেয়ে যান।

ভুক্তভোগী মালেক পালোয়ান বলেন, ‘বর্তমানে বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেয়ায় দৈনন্দিন কাজ কর্মের জন্য ঘর থেকে বের হওয়া এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কোন প্রকার দুর্যোগ কিংবা দুর্ঘটনা ঘটলে, কেউ অসুস্থ হলে কোন প্রকার অ্যাম্বুল্যান্স বা ফায়ার সার্ভিসের গাড়ি অথবা কোন চিকিৎসক, উদ্ধারকর্মী যাতায়াত করতে পারবেন না। একজন মানুষ মারা গেলে তার লাশ নেয়ার পথটিও নেই। এমনকি কোন বৃদ্ধ ব্যক্তি মসজিদে যেতে পাঁচ মিনিটের পথ আধাঘন্টা ঘুরে যেতে হয়। তাও অন্যের বাড়ির উপর দিয়ে।’

একই বাড়ীর শাহাবুদ্দিনের স্ত্রী নাছিমা বলেন, ‘পথটি এতোটাই ছোট হয়েছে যে, যাতায়াতে কষ্ট হচ্ছে। আমাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ বা কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য তাকে বের করে আনারও কোনো পথ নেই।’

শতবর্ষী চলাচলের পথ দখলের বিষয়ে অভিযুক্ত শফিউল্লাহ পালোয়ান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সম্পত্তির মধ্যে আমি ঘর নির্মাণ করেছি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণসাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়টি তদন্ত করার জন্য চরফ্যাশন পৌরসভার প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।


জয়পুরহাটে হিমাগারে ৩৪ লাখ বস্তা আলু, কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা

হিমাগারে পঁচা ও নষ্ট আলু বাছাইয়ের কাজ করছেন নারী শ্রমিকরা। ছবি: দৈনিক বাংলা 
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাব্বিউল হাসান, জয়পুরহাট 

আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এ জেলার আলুর গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে। তবে, এবার জেলায় আলুর উৎপাদন বেশি হওয়ায় ও আলুর দাম না থাকায় ব্যাপক লোকসান গুনছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। ফলে আলু চাষি ও ব্যবসায়ীরা এবারের মৌসুমে মারাত্মক আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। ভালো দামের আশায় হিমাগারে সংরক্ষিত আলু এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

জেলার ২১টি হিমাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এখন পর্যন্ত হিমাগারে ১৩ লাখ ৮০ হাজার ৬৫০ বস্তা আলু মজুত রয়েছে। প্রতি বস্তায় গড়ে ৮৫০ টাকা লোকসান ধরলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২০ কোটি টাকা। এছাড়া পূর্বে হিমাগার গেট থেকে আলু বিক্রি হয়েছে ২০ লাখ ৬৪ হাজার ৬১৬ বস্তা। যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। আলু বিক্রি বাবদ ও আলু বিক্রি না হওয়ায় মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

স্থানীয় কৃষকরা জানান, সরকারিভাবে আলু কেনার কোনো উদ্যোগ না থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আবার বাজারে আলুর দাম না বাড়া ও ক্রেতা সংকটের কারণে হিমাগারে জমে থাকা আলু বিক্রি করতে না পেরে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে জেলায় ৪৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে প্রায় ১০ লাখ ৬১ হাজার ৭৪ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। এরমধ্যে ২ লাখ ৬ হাজার ৭১৬ মেট্রিক টন বা ৩৪ লাখ ৪৫ হাজার ২৬৬ বস্তা আলু ২১টি হিমাগারে সংরক্ষণ করা হয়। বর্তমানে ৮২ হাজার ৮৩৯ মেট্রিক টন বা ১৩ লাখ ৮০ হাজার ৬৫০ বস্তা আলু এখনো হিমাগারে পড়ে আছে।

সরেজমিনে জেলার বিভিন্ন হিমাগার ঘুরে জানা যায়, নভেম্বর-ডিসেম্বরে নতুন মৌসুমে আলু রোপণের সময় ঘনিয়ে এলেও পুরনো আলু এখনো হিমাগারে পড়ে আছে। হিমাগারের বেঁধে দেয়ার সময় ১৫ নভেম্বর মধ্যে হিমাগার খালি না করলে সংরক্ষণের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু বর্তমান বাজারদরে আলু বিক্রি করলে প্রতিটি বস্তায় অন্তত ১০৫০-১০৭০ টাকা করে লোকসান গুনতে হচ্ছে, ফলে কেউই আলু তুলতে আগ্রহী নন।

সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের কৃষক ফেরদৌস মোল্লা বলেন, সার সিন্ডিকেটের কারণে সার পায় না। আবার বস্তাপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে সার কিনে যদিও বা ফসল রোপন করি। কিছুদিন পরেই পড়ে সেচ সিন্ডিকেটের পাল্লায়। ঋণ করে সমস্ত টাকা দিয়ে ফসল ফলায় কিন্তু ফসলের ন্যায্য দাম পাই না। আবার এরকম প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকে। এদিকে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল বাড়ে আর ট্যাক্স বাড়ে এই দুর্ভাগা কৃষকের ওপর। কারণ কৃষকরা আন্দোলন করতে পারে না।

কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামের আলু ব্যবসায়ী আব্দুল আলিম আকন্দ বলেন, ভালো দামের আশায় আমি ৪ হাজার বস্তা আলু ৫৬ লাখ টাকায় কিনে হিমাগারে রেখেছিলাম। কিন্তু এখন দামের পতনে মাত্র ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে। প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি হয়েছে, আমার সব সঞ্চয় শেষ।

জেলার প্রতিটি হিমাগারেই একই চিত্র। কালাই পৌর শহরের এম ইসরাত হিমাগারে কৃষক ও ব্যবসায়ী মিলে ৫ হাজার ২৬০ জন আলু সংরক্ষণ করেছিলেন। শুধু এই হিমাগারেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

কালাই পৌরশহরের শিমুলতলী এলাকার আর বি স্পেশালাইজড কোল্ড স্টোরেজের মালিক প্রদীপ কুমার প্রসাদ বলেন, আমাদের হিমাগারে দুই লাখ ৬০ হাজার বস্তা আলু সংরক্ষিত ছিল। দেড় মাস আগেই এগুলো বের করার কথা ছিল, কিন্তু ব্যবসায়ীরা তুলতে পারছেন না। আলু তুললেই বড় ক্ষতি নিশ্চিত, তাই সবাই দ্বিধায় আছেন।

ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর এলাকার আলু ব্যবসায়ী কামরুজ্জামান মিলন বলেন, উৎপাদন থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি খরচ পড়েছে ২৪-২৫ টাকা। এখন বিক্রি হচ্ছে মাত্র ৯-১০ টাকায়। এতে প্রতি কেজিতে ১৬ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

আরেক আলু ব্যবসায়ী মিঠু ফকির বলেন, আমি ১২ হাজার বস্তা আলু রেখেছিলাম। এর মধ্যে ১০ হাজার বস্তা বিক্রি করেছি, বাকি দুই হাজার বস্তা এখনো হিমাগারে রয়েছে। প্রতি বস্তায় ৯০০ টাকা লোকসান ধরলে প্রায় ৯০ লাখ টাকা লোকসান হয়েছে।

এই বিপর্যয়ের শিকার হয়েছেন জেলার হাজার হাজার কৃষক। ক্ষেতলাল উপজেলার শিশির নাজিরপাড়ার কৃষক রকিব উদ্দিন মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে আলু চাষ করছি, কিন্তু এমন ক্ষতি কোনোদিন দেখিনি। এ বছর ১ হাজার ২০০ বস্তা আলু রেখে ১০ লাখ টাকা লোকসান হয়েছে।

কালাই পৌর শহরের সড়াইল এলাকায় অবস্থিত এম ইসরাত হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক রায়হান আলম বলেন, সরকার আলুর ন্যূনতম দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করলেও বাজারে তা কার্যকর হয়নি। প্রশাসনের তৎপরতা না থাকায় দাম কমছেই। বর্তমানে প্রায় ৪০ শতাংশ আলু হিমাগারে পড়ে আছে। এতে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক সবাই ক্ষতিগ্রস্ত।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম বলেন, গত বছর আলুর চাহিদার চেয়েও উৎপাদন হয়েছে বেশি, তাই দামও কমেছে। সরকার ২২ টাকা কেজি দরে ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে, তবে বাজারে তা এখনো কার্যকর হয়নি। কার্যকর হলে কৃষকদের লোকসানের পরিমাণ কিছুটা কমতো।

জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। সরকারিভাবে আলু কেনার বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হলেও এখনো কোনো নির্দেশনা আসেনি। রপ্তানি ও বিকল্প বাজার তৈরির চেষ্টা চলছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত ৫ সেপ্টেম্বর আক্কেলপুর সফরে ঘোষণা দিয়েছিলেন, সরকারিভাবে আলু কেনা হবে এবং টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। তিনি হিমাগার গেটে কেজিপ্রতি ২২ টাকা দরে আলু কেনা ও রপ্তানির আশ্বাস দিয়েছিলেন। তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। ফলে কৃষক ও ব্যবসায়ীরা এখন কপালে চিন্তার ভাঁজ পড়েছে।


দৌলতপুর সীমান্তে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি আটক, পরিবারের নিকট হস্তান্তর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখার নিকট থেকে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৭ ব্যাটালিয়ন। পরে মানবিক বিবেচনায় তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ নভেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহ জনক অবস্থায় ঘোরাঘুরি করতে থাকা ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর এলাকার তোফাজ্জেল শেখের ছেলে এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবারের মুচলেকা নিয়ে ফিরোজ আহম্মেদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকেও বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ঘটনার মাধ্যমে তা আবারও প্রতিফলিত হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির এমন মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ প্রশংসা করেছেন এবং আটক ব্যক্তির পরিবার বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, আজ সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তঘেঁষা এলাকা থেকে ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী।

তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যসমূহ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ১৪০০ কেজি জাটকা জব্দ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পটুয়াখালী প্রতিনিধি

জেলার কলাপাড়া উপজেলায় ঢাকাগামী ছয়টি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা (বাচ্চা ইলিশ) জব্দ করা হয়েছে। একইসাথে বাস চালকদের প্রত্যেককে ১২,০০০ টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করে। অভিযানকালে মিজান, ডলফিন, মিমসহ ছয়টি বাস তল্লাশি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, মহিপুর-আলীপুর রুটের বিভিন্ন বাসের ৩১টি কর্কসিটে লুকিয়ে রাখা এসব জাটকা বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরে জব্দকৃত জাটকা বিতরণ করেন। স্থানীয় ৫০টি এতিমখানার শিক্ষার্থী এবং কলাপাড়া পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এসব মাছ বিতরণ করা হয়।


নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামাণিককে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিকের বিরুদ্ধে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তবে তাকে আটক করতে গিয়ে সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

‎পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামাণিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাড়িতে ফেরেন। এরপর তিনি রাতের খাবার শেষে এশার নামাজে দাঁড়িয়েছিলেন। এ সময় আগে থেকে ঘরে ওঁৎপেতে থাকা ছেলে মোস্তফা দরজা বন্ধ করে দেন। এর পর ধারালো হাসুয়া দিয়ে বাবা নিজাম প্রামাণিককে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়ে যান।

ঘাতক মোস্তফা এরপর পাশের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকেন। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিজাম প্রামাণিকের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলে মোস্তফাকে আটক করে।

এদিকে অভিযুক্ত ছেলে মোস্তফাকে‎ আটকের সময় মোস্তফার ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজন এসআই আহত হয়েছেন।


সেতুর কাজে ধীরগতি, দুর্ভোগে ৩২ গ্রামের লাখো মানুষ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর ওপর নির্মাণাধীন কদমতলী-হাসনাবাদ সেতুর কাজ শুরু হয়েছে ২০২০-২১ অর্থ বছরে। ৫৭০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৬৬ কোটি টাকা।

কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইএএম হোল্ডিং লিমিটেড। চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের মে মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। মাঝে ২ বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল নির্মাণ কাজ।পরে সময় বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু পাঁচ বছরেও প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৮ শতাংশ। সেতুর কাজে ধীরগতিতে দুর্ভোগে আছে লাখো মানুষ। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের মাঝে।

প্রাশাসনিক নজরদারির ঘাটতি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা। শ্রমিক বেতন বকেয়া। সব মিলিয়ে প্রায়শই থমকে থাকে সেতুর নির্মাণ কাজ। ফলে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়

দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার অন্তত ৩২ গ্রামের লাখো মানুষকে। তাদের নিত্যদিন পারাপারের একমাত্র বাহন নৌকা। এতে নষ্ট হচ্ছে সময়। পারাপারে আছে জীবন ঝুঁকি। গুনতে হচ্ছে বাড়তি টাকা।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা ও শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। গত চার মাস ধরে প্রকল্প এলাকায় কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

চর কুমারিয়ার কৃষক লিয়াকত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন নদী পার হয়ে মাঠে যাই। আসা-যাওয়ার পথে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নৌকার জন্য। ভিটিকান্দি গ্রামের নুরুল হক সরকার বলেন, আমরা হয়তো বেঁচে থাকতে এই সেতুর উদ্বোধন দেখতে পারব না। তিনি দ্রুত সেতুর কাজ শেষ করার দাবী জানান। দুধঘাটা গ্রামের গৃহবধূ রিনা আক্তার বলেন, ডাক্তারের কাছে যাওয়া বা বাজারে যাওয়া সব কিছুতেই এখন ভয় আর কষ্ট। একবার যেতে ও ফিরতে ২০০ টাকার মতো খরচ হয়।

ভিটিকান্দি গ্রামের রুমা বেগম জানান, অসুস্থ বাচ্চা নিয়ে নদী পার হওয়া যেন এক যুদ্ধের মতো। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।

সাইট সহকারী প্রকৌশলী মো. নাঈমুর রহমান বলেন, “জমি অধিগ্রহণে জটিলতা, বন্যা ও করোনা মহামারির কারণে প্রায় আড়াই বছর কাজ বন্ধ ছিল। ২০২৫ সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে কাজের মেয়াদ। তবে আরও কিছু সময় প্রয়োজন।

অন্য সহকারী প্রকৌশলী অসিত কুমার রায় জানান, শ্রমিকদের বেতন বকেয়া থাকায় অনেকে কাজ ছেড়ে চলে গেছেন। তাই আপাতত কাজ বন্ধ আছে।

দাউদকান্দি উপজেলা (এলজিইডি) প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, গোমতী নদীর ওপর ৬৬ কোটি টাকায় ৫৭০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজের দায়িত্ব পায় দুটি প্রতিষ্ঠান মঈনউদ্দিন বাশী লিমিটেড ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেভি)। নির্ধারিত সময়েও কাজ শেষ হয়নি। প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করেছে। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে।


৩ মাসে দুই দফায় বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২গরু লুট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের গরু নিয়ে গেছে ডাকাতদল। জেলার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনায় শিক্ষক, কেয়ারটেকার ও ছাত্রসহ আটজনকে আহত করেছে ডাকাদল। রোববার মাদ্রাসায় গিয়ে এই তথ্য জানা যায়।

জানা যায়, এই খামারের আয় দিয়ে প্রতিষ্ঠানটি চলতো। ৩ মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খামারের বড় গরু গুলো লুট হয়ে গেছে। খামারের এক পাশ খালি পড়ে আছে। এখন ১১টি গরু আছে। খামারের সামনে পড়ে আছে ডাকাতদলের আনা তুষের বস্তা। যেগুলোর মাধ্যমে গরু ভ্যানে ওঠানো হয়। এলাকাবাসী গরু উদ্ধার ও ডাকাত দলের গ্রেপ্তার দাবি করেছেন।

মামলার বাদী ওই মাদ্রাসা শিক্ষক ইমরান হোসাইন জানান, ‘গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুইটি পিকআপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের মুখে মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের জিম্মি করে। এ সময় শিক্ষকদের মারধর করে তাদের মুঠোফোনগুলো ডাকাতদের কাছে নিয়ে যায়। এরপর তারা মাদ্রাসার পাশ্ববর্তী গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে ৫ টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, এ গরু খামারের আয়ের অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হয়। এছাড়াও এ মাদ্রাসার খামারে গত তিন মাসে আগে ৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, লুট হওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।


বাগাতিপাড়ায় শিক্ষকের রাজকীয় বিদায়

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি অবসরে গেলেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান। রোববার বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন দিলীপ কুমার সরকার। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকে অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) অনিতা রানী বলেন, ‘দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে এসেছে বহু সাফল্য। তাকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।’

বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, ‘এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি খুব আবেগেরও।’

জানা গেছে, তিনি ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমতায় সবার হৃদয়ে জায়গা করে নেন।


বোয়ালিয়া খাল দখল ও দূষণমুক্ত করে সরূপে ফিরিয়ে আনার দাবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী শহরের পাশ দিয়ে বয়ে চলা একমাত্র বোয়ালিয়া খাল এখন বিলীন প্রায়। এক যুগ আগেও এই খাল কই, মাগুর, শিং, টেংরা, টাকি, শোল, বোয়াল প্রভৃতি পাঁচমিশালি মাছে ভরপুর ছিল। সহজেই দেখা মিলতো সাপ, ব্যাঙ, কুচিয়া, কচ্ছপ ইত্যাদি জলজ প্রাণীর।

জানা যায়, একসময় খালে বড়শি ও জাল ফেলে হরেক রকমের মাছ পাওয়া যেত। খালের পানি কৃষি ও গৃহস্থলির কাজে ব্যবহার করা যেত। এখন বোয়ালিয়া খালে মাছ তো দূরের কথা, ব্যাঙও দেখা যায় না। খালটি এখন মশার আস্তানা। একসময় খালের স্বচ্ছ পানিতে গোসল করা যেত। এই খাল দিয়ে অনায়াসে নৌকা চলতো। সেসব এখন সোনালি অতীত।

ভয়াবহ দূষণ, দখলসহ বিভিন্ন কারণে বোয়ালিয়া খাল থেকে মাছ ও জলজ প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দূষণের ফলে পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানির ওপর নানা ধরনের পোকা ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধের কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাচলও করতে পারছে না। খালটি বর্তমানে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে মশাবাহী নানা রোগ। বর্তমানে তিন শতাধিক অবৈধ স্থাপনা খালটির প্রস্থ প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে।

জানা গেছে, বোয়ালিয়া খালের উৎপত্তিস্থল লোহাগাড়া উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণে উত্তর কলাউজান মিশ্রী বর পাড়া এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে। উৎপত্তিস্থল থেকে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন, লোহাগাড়া সদর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গিয়ে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাতকানিয়া-লোহাগাড়া সীমান্তে টঙ্কাবতীর মুখ এলাকায় গিয়ে টঙ্কাবতী নদীতে বোয়ালিয়া খাল মিশেছে।

বটতলী শহর এলাকায় বোয়ালিয়া খালের এক কিলোমিটার অংশে দখল ও দূষণের মাত্রা সবচেয়ে বেশি। খালের জায়গা দখল করে দুপাশে একাধিক দোকানপাট ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।

উপজেলা ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী খালটির গড় প্রস্থ প্রায় ৩০ ফুট। কিন্তু দখলের কারণে খালটির কোনো কোনো অংশ ৮ থেকে ১০ ফুট পর্যন্ত সরু হয়ে গেছে। বটতলী শহরের নালা ও স্থানীয়দের শত শত সেফটি ট্যাংকের নল খালের দিকে প্রবাহিত করায় দূষণে খালটি ভাগাড়ে পরিণত হয়েছে।

এই খাল দিয়ে বৃষ্টি ও ঢলের পানি নিষ্কাশন হয়। কিন্তু দখল–দূষণে পানি নিষ্কাশনের এই পথ ক্রমাগত সরু হয়ে আসছে। এতে বাড়ছে দীর্ঘমেয়াদে বন্যার ঝুঁকি যার সাক্ষী হয়ে আছে ২০২৩ সালের ভয়াবহ বন্যা। শত শত মানুষ তাদের ঘরবাড়ি, জমির ফসল ও প্রাণহানির মতো ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন।

বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ শরীফ বলেন, আগে এই খালে বিভিন্ন দেশীয় মাছ পাওয়া গেলেও এখন শুধু মশা তৈরী হয়। খালটি রক্ষার দ্বায়িত্ব আমাদের সকলের। খাল অপরিষ্কার ও দূষিত হতে থাকলে একদিন এটি বিলুপ্ত হয়ে যাবে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর দেখা পাবে না।

বোয়ালিয়া খাল দখল ও দূষণমুক্ত করতে আগামীতে এই কমিটি সময়োপযোগী ও প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।


ময়মনসিংহে ডেঙ্গুরোগী বাড়ার শঙ্কা

*হাসপাতালের বারান্দায় ঠাঁই হচ্ছে ডেঙ্গুরোগীদের *এ বছরে মারা গেছে ১২ জন, দুই মাসে ভর্তি ভর্তি হয়েছে ১৪১০ জন *সচেতনতায় মাইকিং ও মশক নিধনের ওপর জোর দিচ্ছে সিটি করপোরেশন
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কামরান পারভেজ, ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের চারতলার একটি ওয়ার্ডকে ডেঙ্গু ডেডিকেটেট ওয়ার্ড করা হয়েছে। সে ওয়ার্ডে শয্যা সংখ্যা ৪০টি। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ৭৭ জন রোগী। যে কারনে ওয়ার্ডের বারান্দায় শয্যা পেতে আশ্রয় নিতে হয়েছে রোগীদের। শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি থাকায় ভোগান্তিতে পড়ছে রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, এ বছরের জানুয়ারী থেকে গত আগস্ট মাস পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৫০ জন। আর পহেলা সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬০ জন। অর্থাৎ দুই মাসে ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ১৪১০ জন। আর সর্বশেষ তথ্য অনুযায়ী এ বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪১ জন।

রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেট ওয়ার্ডে দেখা যায়, শয্যার পাশাপাশি ওয়ার্ডের বারান্দাও রোগীতে ঠাসা। পাশাপাশি রোগীদের স্বজনারাও ভিড় করছেন হাসপাতালের ওয়ার্ড এবং বারান্দায়। একাধিক রোগীর স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশি ভাগ রোগীই ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবারও ময়মনসিংহ নগরে বসবাস করা রোগীও আছে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিসংখ্যান থেকে জানা যায়, সম্প্রতি প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৭ জন। এরমধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৬৪ জন। নারী রোগী ছিল ১৩ জন।

ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফা ফয়সাল দৈনিক বাংলাকে বলেন, বিগত বছরগুলোতে কেবল ঢাকা ও ঢাকার আসপাশের এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসত। ময়মনসিংহে বসবাসকারী রোগীর সংখ্যা ছিল খুবই কম। এ বছরই প্রথম ঢাকায় না গিয়ে ময়মনসিংহ থেকে চিকিৎসা নেওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। যে কারণে রোগীর চাপ বেশি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি চাপ সামলে রোগীদের যথাযথ চিকিৎসা দিতে।

ডা. মোস্তাফা ফয়সাল আরও জানান, এ বছর বৃষ্টি বেশি হওয়ায় ময়মনসিংহে মশা বেড়েছে। যে কারণে ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখনো বাড়ছে। গত শনিবার এবং রোববারও ময়মনসিংহে বৃষ্টি হয়েছে। যে কারণে এখনো ডেঙ্গুরোগী বাড়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় সচেতনতা খুবই জরুরি।

খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ নগরের বাউন্ডারী রোডে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপর নগরের গুলকিবাড়ীসহ আরও কয়েকটি এলাকার বসবাসকারী মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর সিটি করাপোরেশনের পক্ষ থেকে কয়েকদিন মাইকিং করে নাগরিকদের সচেতন করা হয়। মাইকিংয়ের পাশাপাশি মশক নিধন কার্যক্রমের ওপর জোর দিচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর বিষয়টি জানার পর ময়মনসিংহ সিটি করপোরেশন সচেতনতা কার্যক্রমের পাশাপাশি মশক নিধনের কাজ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে পানি জমে থাকার খবর পেয়ে বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়েছে। নির্মাণাধীন বাড়িতে এডিস মশার লার্ভা পেয়ে জরিমানাও করা হয়েছে। তবে শেষ প্রায় এক সপ্তাহে কোথও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ দৈনিক বাংলাকে জানান, ময়মনসিংহে অনেক ডেঙ্গুরোগী সনাক্ত হলেও পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। উপজেলাগুলোর তুলনায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তিনি আরো বলেন, চিকিৎসার পাশাপাশি সচেতনতা জরুরী। তবে সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেড়েছে।


রাষ্ট্র কাঠামো মেরামতে কুষ্টিয়ায় বিএনপির লিফলেট বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নাব্বির আল নাফিজ, কুষ্টিয়া

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া সদর-৩ আসনে লিফলেট বিতরণ, পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

পথসভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বশিউর আলম চাঁদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি প্রমুখ।

লফিলটে বতিরণ ও র‌্যালী পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।

পথসভা শেষে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি এন এস রোড় ঘুরে বড়বাজার রকশী গলির মোড়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ২দিন ব্যাপী ২য় ব্যাচে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এবং কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, উপপরিচালক (অ.দা.) মোহাম্মদ ইসমাইল।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। গ্রাম আদালত পরিচালনার উপর বড় পর্দায় নাটিকা প্রদর্শন করা হয়। প্রশিক্ষনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গ্রাম আদালতের উপর একটি মক ট্রায়াল প্রদর্শন করেন।

প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও কোর্স ডিরেক্টর খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রামের বিরোধগুলো আপনারাই নিষ্পত্তি করে থাকেন। তবে সেই বিরোধগুলো যাতে গ্রাম আদালতের মাধ্যমেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধা করা হয় সে দিকে লক্ষ রাখবেন। আপনাদের আন্তরিকতায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো অল্প সময়ে গ্রাম আদালতের সেবা নিতে পারবে। ছোটখোটো কোনো বিরোধ নিয়ে পক্ষরা যাতে থানা বা জেলা আদালতে না চলে যায় তার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিষয়ে প্রচার প্রচারণার ব্যবস্থাও করতে হবে। গ্রাম আদালতে গত ৬ মাসে মামলা গ্রহণে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পুরস্কৃত করা হয়।

প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন। এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. নুরে আলম সিদ্দিক এবং চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান, প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট ফয়েজ আহমেদ।


banner close