মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্র পঞ্চগড়

শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরে সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
৩ মার্চ, ২০২৩ ১৯:৫৩
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ১৭:০৩

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামা’তের সালানা জলসাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ওই জলসা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে এই সংঘর্ষে জড়িয়েছেন। এতে পুলিশ, সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মহাসড়কে জড়ো হন জলসা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা। তারা রাস্তায় বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন। এতে পঞ্চগড় শহর রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে ওই জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। প্রায় ৫ ঘণ্টা ওই অবরোধ চলে। বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমঝোতার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

প্রতি বছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে বার্ষিক সালানা জলসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামা’ত (কাদিয়ানি)। তিন দিনব্যাপী এই জলসা শুক্রবার থেকে শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা দৈনিক বাংলাকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিজিবি তৎপর রয়েছে। কোনো প্রাণহানি যেন না ঘটে সেদিকেও সোচ্চার রয়েছে প্রশাসনের সর্বমহল।

বিষয়:

টঙ্গীতে দোয়া-মোনাজাতে পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শেষ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পুরানাদের জোড় ইজতেমা’ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ‘আমিন… আমিন…’ ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গী ময়দান। দোয়ার মুহূর্তে মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি আরও জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো- পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, জোড় চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ০২, ০৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর প্রায় সাত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুপুরে দুদকের সম্মিলিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে আদালতের নির্দেশনায় দেলুর অবৈধসম্পদ ক্রোক করা হয়। এ সময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকীকে রিসিভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দেলোয়ার হোসেন দেলু পলাশ উপজেলার কাজিরচর গ্রামের মো. সুরুজ আলীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

দুদক জানায়, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু আয় বহির্ভূত ৮ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরের সহকারী পরিচালক মো. এনামুল হক মামলা দায়ের করেন। মামলায় তদন্তকালে কর্মকর্তারা জানতে পারে দেলোয়ারের অবৈধ সম্পদের ৬ কোটি ৮১ লাখ টাকার সম্পদ হস্তান্তর ও বিক্রির চেষ্টা করছেন। পরে দুদক সম্পদ বেহাত হয়ে যাবে আশায় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর সম্পদগুলো ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দেন। ক্রোককৃত সম্পদ হলো, পলাশের কাজিরচর গ্রামে ২৭ শতাংশ জমির ওপর নির্মিত ২ হাজার ৩০৪ বর্গফুটের তিনতলা ডুপ্লেক্স বাড়ি। যার মূল্য ৩ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৪৪ টাকা। আর একই গ্রামে ৬ শতাংশ জমির ওপর নির্মিত তিন হাজার ৬৫০ বর্গফুটের পাঁচতলা ভবন। যার মূল্য ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার ২৫৭ টাকা। দেলুর মোট ৬ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৩০১ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে।

অভিযানে দুদকের সম্মিলিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. মশিউর রহমান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য হলধর দাসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী বলেন, আদালতের নির্দেশনায় দুইটি ভবন আমরা ক্রোক করেছি ও রিসিভার হিসেবে আমি দায়িত্ব নিয়েছি। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পদ যেন বেহাত ও বিক্রি না হয় সেজন্য আমরা ক্রোক করেছি।


ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করব

সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি

ফেনীতে নবাগত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেছেন, আমার কাছে এসে ফুল দিয়ে ছবি তুলে বিশেষ সংখ্যতা পাবেন না। যে কয়দিন থাকব ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিত ও ভালো রাখতে কাজ করব। মহান আল্লাহ যেন আমাকে সেই পথে রাখেন ও হেফাজত করেন, সেজন্য সকলের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোটার অত্যন্ত নিরাপদে কেন্দ্রে যাওয়া থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিগত সময়ে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাবিত করা হয়েছিল সেখান থেকে বের হয়ে এবার নির্বাচনে পুলিশ সক্ষমতা প্রমাণ করতে চায়। পুলিশের সম্পর্ক হবে নির্বাচনী নিরাপত্তার সঙ্গে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে নয়-এটিও আমরা এবার প্রমাণ করতে চাই। গত সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিয় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ ক্লিয়ারেন্সে টাকা আদায়ের অভিযোগ দুঃখজনক উল্লেখ করে মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের অর্থনীতি যারা সচল রাখেন সেই প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্সে টাকা আদায়ের অভিযোগ অত্যন্ত দুঃখজনক । প্রথমদিনে এমন কিছু শুনব আশা করিনি। এ বিষয়ে আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। এছাড়া টাকা দিয়ে কেউ নেগেটিভ রিপোর্টকে পজিটিভ করার সুযোগ নেই। যদি কখনো কোন থানা থেকে আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলা হয় সেই বিষয়ে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনের মাধ্যমে যেসব আবেদন করা হয় সেগুলোও যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে কি না তা যাচাই করা হবে।

পুলিশ সুপার বলেন, থানায় গিয়ে সেবা পেতে ঘুষ বা এ ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ঘুষ না দিলে সেবা না পাওয়ার এমন ঘটনা ঘটলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জেলা পুলিশের আওতাধীন সকল কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। সবমিলিয়ে ফেনীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করব।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ২৭ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রথম গোপালগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।


অগ্রগতি নেই চট্টগ্রাম নগরীর স্মার্ট সিটি ও মেট্রোরেল প্রকল্পের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও নগর বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম একটি মহাপরিকল্পনা তিন বছর ধরে অন্ধকারে পড়ে আছে। ২০২২ সালে চারটি চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি নিজেদের অর্থায়নে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের পাশাপাশি মিরসরাই উপকূলে সাগর ভরাট করে একটি অত্যাধুনিক ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)-এর কাছে। সিডিএ প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠালেও রহস্যজনক কারণে আর কোনো অগ্রগতি হয়নি। দেশি-বিদেশি নানা চক্রান্তে প্রকল্পটি আটকে গেছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের ১৩ মাস পরও প্রকল্পটি একইভাবে ফাইলবন্দি পড়ে আছে।

সিডিএ সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের নগরায়ণ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতো। পাশাপাশি সাগরতীরে নতুন একটি আধুনিক শহর গড়ে উঠত, যেখানে হাজার হাজার মানুষের জন্য মনোমুগ্ধকর আবাসন ব্যবস্থা তৈরি করা যেত। বে-টার্মিনালের নির্ধারিত স্থান থেকে মিরসরাই পর্যন্ত সাগরের ভেতরে দীর্ঘ এলাকাজুড়ে যে চরসদৃশ অংশ রয়েছে, সেটি রিক্লেইম করে বিশাল টাউনশিপ নির্মাণের ইচ্ছা প্রকাশ করে কোম্পানিগুলো। বিনিময়ে তারা মেট্রোরেল প্রকল্পে সম্পূর্ণ অর্থায়ন করবে- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ কাজে কোনো ব্যয় লাগবে না বলেও জানায় তারা।

চীনের প্রস্তাবে উল্লেখ করা হয়, উদ্ধার করা সাগরের জমিতে পূর্ণাঙ্গ স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনা তাদের দায়িত্বেই থাকবে। সেখানে সৃষ্টি হওয়া প্লট বিক্রির আয় সরকার ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ভাগ হবে। বে-টার্মিনাল থেকে মিরসরাই ইকোনমিক জোন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভূমি উদ্ধার করা হবে; তবে জাহাজভাঙা শিল্পসহ মাঝখানের কিছু প্রতিষ্ঠান এই প্রকল্পের বাইরে রাখা হবে। চীনা কোম্পানিগুলোর দাবি, এটি সাগরের ‘ডেড অ্যান্ড’ হওয়ায় ভূমি উদ্ধার প্রক্রিয়ায় পরিবেশের কোনো ক্ষতি হবে না। তারা জানায়, সাগরের পানিকে স্বচ্ছ রাখার বিশেষ প্রযুক্তিও তাদের রয়েছে। সিঙ্গাপুর, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে সাগরভূমি উদ্ধার করে যেভাবে টাউনশিপ গড়ে তোলা হয়েছে, তাদেরও সে অভিজ্ঞতা রয়েছে।

এদিকে বিগত সময়ে যখন কোরিয়ার একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোরেল প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির জন্য প্রায় ৭০ কোটি টাকার প্রস্তাব দেয়, তখনই চীনা কোম্পানি সিসিসি পুরো সমীক্ষা বিনা খরচে করার প্রস্তাব দেয়। শুধু সমীক্ষাই নয়-৮০ হাজার কোটি থেকে এক লাখ কোটি টাকার পুরো মেট্রোরেল প্রকল্প তাদের নিজেদের অর্থায়নে বাস্তবায়নের আগ্রহও জানায়। মিরসরাই ইকোনমিক জোন থেকে বিমানবন্দরসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টারগুলো সংযুক্ত করে মেট্রোরেল রুট নির্ধারণ ও প্রয়োজনীয় সমীক্ষাও সম্পূর্ণ নিজেদের অর্থে করার আশ্বাস দেয় তারা। এই মেট্রোরেল প্রকল্পের বিনিময়ে চীনা প্রতিষ্ঠানগুলো পতেঙ্গার বে-টার্মিনালের পাশ থেকে মিরসরাই ইকোনমিক জোন পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলের অংশবিশেষ ভরাট করে দুবাই ও সিঙ্গাপুরের আদলে একটি স্মার্ট সিটি গড়ে তুলতে চায়। তারা অন্তত ৫০ হাজার একর নতুন ভূমি উদ্ধারের পরিকল্পনা দিয়েছে। সাগরের এই অংশ ভরাট করলে পরিবেশগত ক্ষতির ঝুঁকি নেই বলে চীনা কোম্পানিগুলো দাবি করে। বিশ্বের বিভিন্ন দেশে সাগরভূমি উদ্ধার করে যেমন বিমানবন্দর, বন্দর, স্মার্ট সিটি তৈরি হয়েছে- সেই মডেলেই সীতাকুণ্ড উপকূলে নতুন উপশহর তৈরি করার প্রস্তাব দেয় তারা। নতুন শহর থেকে আয় সরকার ও কোম্পানি যৌথভাবে ভাগাভাগি করবে বলেও জানানো হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ-২) মো. শামিম বলেন, ‘চীনের প্রস্তাবনাটা আমরা ২০২২-২৩ সালে পেয়েছিলাম। প্রস্তাবটি যথারীতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি ভালো ছিল। বাস্তবায়িত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আবাসনে ব্যাপক পরিবর্তন আসত। তবে কেন প্রকল্পটি বাস্তবায়িত হলো না, সেটি মন্ত্রণালয় বলতে পারবে।


পঞ্চগড়ে বেড়েছে শীতের অনুভূতি

*তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৭ ডিগ্রি *পাঁচ দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১৩ ডিগ্রি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ তেঁতুলিয়া। এক দিনের ব্যবধানে ১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। গত কয়েক দিন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে ১৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। ফলে বাড়ছে শীতের প্রকোপ। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর ৩ ঘণ্টা আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসের প্রভাবে জেলার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ওঠানামা করার ফলে বেড়েছে মানুষের ভোগান্তি। এক কথায় হিমালয়ের কন্যা খ্যাত পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। স্থানীয়রা জানান, হিমালয় পাদদেশে অবস্থানের কারণে প্রতি বছরই এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়।

এদিকে উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। সকালের দিকে সূর্যের দেখা মিললেও বিকেল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়। পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠাণ্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠাণ্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়া দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া আর শেষ বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে শীতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়ে যায়। বিশেষ করে পাথর শ্রমিক, ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষরা ঠাণ্ডার কারণে সময়মতো কাজে যেতে পারছেন না এবং কাজেও অসুবিধা হয়। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই।

মহনন্দা নদীতে পাথর উত্তোলনকারী শ্রমিক মহসিন ইসলাম জানান, ‘কয়েকদিন ধরে শীত বাড়ছে। ঠাণ্ডা পানিতে কাজ করতে কষ্ট হয়।’

ভ্যানচালক জব্বার বলেন, ‘সকাল-সন্ধ্যায় কুয়াশা ও ঠাণ্ডার দাপট বেশি। তিনি জানান, শীতবস্ত্র সহায়তা পেলে গরিব মানুষদের কষ্ট কিছুটা লাঘব হবে।’

তেঁতুলীয়া এলাকার আরেক রিকশাচালক বলেন, ‘ভোরে রাস্তায় নামলেই হাত-পা ঠাণ্ডায় অবশ হয়ে আসে। কুয়াশায় কিছুই দেখা যায় না, হেডলাইট জ্বালিয়ে খুব ধীরে চালাতে হয়। শীতের কারণে আগের মতো যাত্রীও পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।’

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রির ঘরে নেমে গেছে। উত্তর হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।’

এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের কয়েকদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। যদিও দিনে রোদ থাকে; কিন্তু ভোর ও সকালের ঠাণ্ডা বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে।

এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠাণ্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠাণ্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষগুলো। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া থাকলেও শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন নতুন নতুন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।


পাংশায় নবাগত ইউএনও রিফাতুল হকের যোগদান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রিফাতুল হক। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন।

তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকা জেলার রমনা থানার বড় মগবাজার এলাকার বাসিন্দা মো. রিফাতুল হক পূর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সকালে পাংশা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

ইউএনও মো. রিফাতুল হক নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে পাংশা উপজেলার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


চার মাসে ভারত থেকে এলো ১৮ হাজার মেট্রিক টন চাল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বেনাপোল (যশোর) সংবাদদাতা

সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে গত ৩০ নভেম্বর। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে চার মাসের মধ্যে ৫৫ কার্যদিবসে বেনাপোল বন্দরে এসেছে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল। গত ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ দিনে প্রায় ১৫৫টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। অর্থাৎ আগস্ট মাসে ১,২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবর মাসে ৫ হাজার ১৮৮ মেট্রিক টন এবং নভেম্বরে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। পুনরায় খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলে গত ২১ আগস্ট থেকে আবার চাল আমদানি শুরু করে। অর্থাৎ ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চার মাসের মধ্যে মধ্যে ৫৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ইতোমধ্যে কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছে। এ ধান বাজারে এলে চালের দাম কমে আসবে এবং দেশে চালের ঘাটতি পূরণ হবে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, চার মাসে ভারত থেকে ১৫৫টি চালানে প্রায় ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। গত ৩০ নভেম্বর সরকার ঘোষিত শেষদিনে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।


১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জয়পুরহাট এলাকাজুড়ে শোকের ছায়া
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জয়পুরহাট প্রতিনিধি

বিকেল তখন গড়িয়ে গেছে। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামের বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা। স্বজনদের চাপা কান্নায় ভারী হয়ে আছে পরিবেশ। উঠানে পাশাপাশি রাখা দুটি খাটিয়ার একটিতে নিথর হয়ে শুয়ে আছেন মা সালেহা বেগম (৬২), আর ঠিক হাতছোঁয়া দূরত্বে অন্য খাটিয়ায় শুয়ে আছেন তার মেয়ে বিলকিস বেগম (৪০)।

এই মৃত্যুর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছেন বিলকিসের স্বামী ছানোয়ার হোসেন। প্রিয়তমা স্ত্রী ও শাশুড়ির মরদেহের পাশে বসে তিনি বাকরুদ্ধ। পাশে চলছে কবর খোঁড়ার কাজ, যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন মা ও মেয়ে। এর আগে গত রোববার রাতে সালেহা বেগমের নাতি তুহিন হোসাইন (২৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র সাড়ে ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সালেহা বেগম বড়মাঝিপাড়া গ্রামের মৃত খাজামদ্দিনের স্ত্রী। বিলকিস বেগম জর্ডান প্রবাসী ছিলেন এবং তিন বছর আগে দেশে ফিরেন। আর জয়পুরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিলকিসের শাশুড়ি শেফালী বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। বিলকিস তাকে দেখাশোনা করতে গিয়ে নিজেও ডায়রিয়ায় আক্রান্ত হন এবং গত রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই বিলকিসের মা সালেহা বেগমও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই ওয়ার্ডে ভর্তি হন। তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি তারা ডায়রিয়ায় নয় শ্বাসকষ্টে মারা গেছেন।

এদিকে সালেহা বেগমের নাতি তুহিন হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার রাত ৮টার দিকে তিনি মারা যান এবং সোমবার সকালে তাকে দাফন করা হয়। এরপর সোমবার দুপুর পৌনে ১টায় সালেহা বেগম হাসপাতালে মারা যান। মায়ের মৃত্যুর মাত্র ৩৫ মিনিট পর বিলকিস বেগমও মৃত্যুবরণ করেন। বিকেলে মা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়।

প্রতিবেশী রুবেল হোসেন বলেন, মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বিলকিসের স্বামী ছানোয়ার হোসেন বলেন, আমার মা, স্ত্রী ও শাশুড়ি তিনজনই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু আজ আমার শাশুড়ি ও স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ মিনিটের ব্যবধানে মারা গেলেন। এর আগে রোববার রাতে হাসপাতালে আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে তুহিন মারা গেছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ‘হাসপাতালে যে দুজন মারা গেছেন, তারা মা ও মেয়ে। তারা ডায়রিয়ায় নয়, শ্বাসকষ্টে মারা গেছেন। তারা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলেন না।’


পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল: উ উইন মং জলি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)-সহ সাধারণ সম্পাদক উ উইন মং জলি। মঙ্গলবার সকালে বান্দরবান সদরের রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

উ উইন মং জলি বলেন, দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি টানতে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সমাধানে বিএনপি সরকারের সময় ১৬-বার এবং আওয়ামী লীগ সরকারের সময় ৭-বার বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলাপ-আলোচনার ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্রীয় বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্বাক্ষর করেন। তবে এই চুক্তি সম্পন্ন করার ২৮টি বছর পার হলেও আজও এই চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা হয়নি। ফলে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজ প্রতারণার দলিলে পরিণত হয়েছে।’চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা ক্ষুণ্ণ হয়েছে।

তিনি আরও বলেন, ভূমি কমিশনের কার্যক্রম শুরু করতে গেলেই তথাকথিত বাঙালি সংগঠনগুলো হরতাল ডাকে এবং মিটিং বানচাল করে।

যারা সংবিধানে সম্পৃক্ত হতে চায় তারা কী বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা সংবিধানে তাদের অন্তর্ভুক্ত করতে চায় না তারাই বিচ্ছিন্নতাবাদী?’

এ সময় জেএসএস বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেএসএস নেতা থুই মং প্রু মারমা,

হিল উইমেন ফেডারেশনের জেলা সভানেত্রী উলিসিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির সদস্য সিং ওয়াই মং মারমা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের আইন সম্পাদক মংনু মারমা হেডম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মেঞোচিং মারমা প্রমুখ।


জলবায়ু অভিবাসন নিয়ে কুড়িগ্রামে আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জলবায়ু অভিবাসন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপ। মঙ্গলবার খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপের আয়োজন করে সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাস বাংলাদেশ। সহায়তায় ছিল অ্যাক্সেস প্রকল্প, যা বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

দিনব্যাপী এই সংলাপে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর যুব প্রতিনিধিরা অংশ নেন। তারা স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম, নদী ভাঙন ও বন্যা মোকাবিলা, আবাসন সংকট, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু অভিবাসীদের অধিকার সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশ উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম, ইন্সট্রাক্টর তাজউদ্দীন, অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

আয়োজকদের মতে, উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম জেলার নদী ভাঙন ও চরম আবহাওয়াজনিত দুর্যোগে অভ্যন্তরীণ অভিবাসন উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে যুবসমাজকে সচেতন করা এবং সমাধান প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত জরুরি।

জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপে নাগেশ্বরী, উলিপুর এবং কুড়িগ্রাম সদর উপজেলার ৯টি ইউনিয়নের তরুণ-তরুণী অংশ গ্রহণ করে।


গঙ্গাচড়ায় আগাম আলু তোলার ধুম

*বাড়তি লাভের আশায় ক্ষুদ্র-প্রান্তিক চাষিরা *এ বছর আগাম আলুর চাষ হয়েছে ৫ হাজার হেক্টর জমিতে
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষকরা এবার বাজারে সবচেয়ে আগে আগাম আলুর সুখবর নিয়ে এসেছেন। উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন আলু উত্তোলনের ব্যস্ততা, যেন উৎসবের রঙে মুখর নবান্নের হাওয়া। শীতের শুরুতেই বাজারে নতুন আলু ওঠায় ভোক্তাদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন আলুর স্বাদ, কোমলতা ও ঘরোয়া রান্নায় বিশেষ আবেদন চাহিদা ও দামে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। গত বছরের মৌসুমে আলুর ব্যাপক উৎপাদন হওয়ায় বাজারদর ধসে পড়ে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাড়তি লাভের আশায় গঙ্গাচড়ার ক্ষুদ্র-প্রান্তিক চাষিরা আশ্বিনের বৃষ্টি-বাদল উপেক্ষা করে ঝুঁকি নিয়ে আগাম জাতের সেভেন আলুর বীজবপন করেন। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যায় খেতজুড়ে সবুজের ঢেউ তুলে দিগন্ত বিস্তৃত মাঠ এখন বাম্পার ফলনের সম্ভাবনা দেখাচ্ছে।

বাজারদর ঠিক থাকলে কৃষকরা আগের লোকসান পুষিয়ে লাভের মুখ দেখবেন এমনটাই আশা স্থানীয় কৃষকদের। ইতোমধ্যে যেসব জমিতে আগাম বপন করা হয়েছিল, সেসব মাঠের আলু উত্তোলন শুরু হয়েছে। মাঠে প্রতি কেজি নতুন আলু ৫০-৫৮ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় মৌসুমি ব্যবসায়ীসহ ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা সরাসরি মাঠ থেকে আলু কিনে ট্রাকে লোড করে নিয়ে যাচ্ছেন।

সরেজমিনে নোহালী ইউনিয়নের কচুয়া সদ্দারপাড়া গ্রামে দেখা গেছে, কৃষকরা উৎসবমুখর পরিবেশে ব্যস্ত সময় পার করছেন। খেতের আলু তোলা, বাছাই এবং ওজন করে ব্যবসায়ীদের কাছে বিক্রির ধুম লেগে গেছে।

কচুয়া সদ্দারপাড়ার কৃষক আব্দুল মালেক জানান, ‘তিনি এবার ৫ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। জমি উঁচু থাকায় আশ্বিনের বৃষ্টিতে তেমন ক্ষতি হয়নি। তিনি বলেন, ৩ বিঘা জমির আলু তুলছি। প্রায় ৫৫ দিনের মাথায় আলু বাজারে তুললাম। খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। দেড়শ বস্তার মতো আলু উঠবে বলে আশা করছি। মাঠে ৫৬ টাকা কেজি দরে বিক্রি করলে খরচ বাদে ভালো মুনাফা হবে।’

আরেক কৃষক ওমর ফারুক জানান, ‘পাইকাররা মাঠে দাম কম বলায় তিনি ও গ্রামের আরও কয়েকজন কৃষক মিলে আজ বুধবার রাতেই ট্রাকে আলু তুলে ঢাকার কাওরান বাজারে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। সরাসরি ঢাকায় নিলে প্রতি কেজিতে অন্তত তিন-চার টাকা বেশি মিলবে,’ বলেন তিনি।

এদিকে নোহালীর আরেক কৃষক মোহাম্মদ ছাবের আলী জানান, ‘তিনি ৪ বিঘা জমিতে আগাম আলু তুলেছেন। প্রতি কেজি ৫২ টাকা দরে মাঠেই বিক্রি করেন। আগাম বৃষ্টির কারণে কিছু ক্ষতি হলেও দুই হাজার কেজি আলু উঠেছে। এক লাখ টাকার মতো বিক্রি হয়েছে, খরচ বাদে প্রায় ৫০ হাজার টাকার মুনাফা হয়েছে।’

স্থানীয় কৃষকরা জানায়, গত বছরের লোকসান কাটিয়ে উঠতে তারা নতুন উদ্যমে ঝুঁকি নিয়ে আগাম আলু চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৩০ শতাংশ জমির আলু কয়েক দিনের মধ্যেই বাজারে উঠবে। তখন গঙ্গাচড়ার ১০ ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে আলু তোলার মহোৎসব শুরু হবে। কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন।

আলু তোলার পর ওই জমিতে পুনরায় সাথী ফসল হিসেবে নমলা আলু, ভুট্টা, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ ও শীতকালীন সবজি চাষ করা হয়, যার জন্য বাড়তি সারও প্রয়োজন হয় না।

গঙ্গাচড়া উপজেলার মৌসুমি আলু ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘নতুন আলু বাজারে উঠতেই ক্রেতা বেড়েছে। আগাম হওয়ায় দামও ভালো। প্রতিদিন লেনদেন বাড়ছে। ভোক্তাদের মতে, নতুন আলুর স্বাদ আলাদা। পুরোনো আলুতে সেই স্বাদ নেই, তাই দাম বেশি হলেও নতুন আলু কিনছেন তারা।’

গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম জানান, ‘চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার হেক্টরের বেশি জমিতে আগাম আলুর চাষ হয়েছে। সঠিক সময়ে কৃষি পরামর্শ ও অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আলুর চাহিদা বেশি থাকায় বাজারদরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

উপজেলা কৃষি অফিস জানায়, গত বছর ৬ হাজার ৩৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর এ বছর ৫ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ২৫ হাজার ৯৪০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যা থেকে উৎপাদন হয়েছে ৫ লাখ টন। জেলায় ৭টি হিমাগারে ধারণক্ষমতা ৪৬ হাজার ৫৩০ টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু পাশের জেলাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।


ভূমি কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে যত অভিযোগ 

*জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধন টাকা ছাড়া মিলছে না *খাজনার হার অটোমেটিক সফটওয়্যার অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা থাকলেও বাস্তবে কার্যকর নয়, দাবি সেবাপ্রত্যাশীদের
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর, মথুরাপুর, পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা ও অন্য সেবা ঘিরে চলছে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ। সরকারি নিয়মে খাজনার হার অটোমেটিক সফটওয়্যার অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি কার্যকর নয় বলে দাবি করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বরং অতিরিক্ত অর্থের বিনিময়ে খাজনার পরিমাণ কমিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে ওই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রাসেল হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ অফিসটিতে একটি সক্রিয় দালালচক্রকে ব্যবহার করে নিয়মিত ঘুষ আদায় করা হয়। জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধন, খাজনা প্রদান, যে সেবাই প্রয়োজন হোক না কেন, টাকা ছাড়া নাকি মিলছে না কোনো কাজ। ফলে কর্মব্যস্ত কৃষক থেকে শুরু করে সাধারণ ভূমি মালিক, সবাইকে বারবার অফিসে ঘুরতে হচ্ছে, পোহাতে হচ্ছে অব্যাহত হয়রানি।

স্থানীয় সুজাউল হোসেন জানান, ‘তার শ্বশুরের তিনটি খতিয়ানের ১৫ শতাংশ জমির জন্য প্রথমে ৬৯ হাজার ৪১৪ টাকার খাজনা রশিদ দেন তহশিলদার রাসেল হোসেন। পরে স্থানীয় এক দালালের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ দিলে অনলাইনে সেই একই খতিয়ানের জন্য ৫ হাজার ৮৪২ টাকার রশিদ পাই। সফটওয়্যারে খাজনা কমানো-বাড়ানোর সুযোগ নেই, অথচ ঘুষ দিলে টাকাই কমে যায়, এটা কীভাবে সম্ভব। প্রতিদিন আমাদের মতো কৃষকদের কাছ থেকে লাখ টাকার মতো অর্থ হাতিয়ে নিচ্ছে তিনি তার বিচার চান।’

ফাতেমা বেগম বলেন, ‘চেক তুলতে গেলে প্রথমে ২৮ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। দিতে না পেরে ফিরে আসি। দ্বিতীয়বার গিয়ে ২০ হাজার টাকা দিলে ৫৭১ টাকা চেক তুলে দেয়। পরে বাকি টাকার ব্যাপারে জানতে চাইলে বলে এটাই কমিয়ে দিয়েছি। আমার সেই টাকা আজও ফেরত পাইনি।’

গত ১৪ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিঠাপুর ভূমি অফিস পরিদর্শনে গেলে উপস্থিত মানুষের তোপের মুখে পড়েন অভিযুক্ত কর্মকর্তা রাসেল হোসেন। সেই তদন্তের প্রায় দুই মাস পার হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

তৌহিদ হোসেন নামের এক কৃষক জানান, ‘তিনটি খতিয়ানের জন্য প্রথমে ৪ লাখ টাকার রশিদ দেওয়া হয়। পরে এক মহুরীর মাধ্যমে ২ লাখ টাকা ঘুষ দিলে মাত্র ২ হাজার ২০০ টাকার রশিদ হাতে পান।’

আলেপ উদ্দিন, যিনি ৪০ বছর ধরে পাহাড়পুর বাজারে ব্যবসা করছেন। তিনি জানান, ‘দোকানের ডিসিয়ার কাটার জন্য ১ লাখ টাকার চুক্তি করে ৪০ হাজার টাকা নেওয়া হলেও ছয় মাসেও কাজ হয়নি। টাকা ফেরত চাইলে টালবাহানা করা হচ্ছে।’

এনামুল হক অভিযোগ করেন, ‘খারিজ করে দেওয়ার আশ্বাসে ৩ হাজার টাকা নিলেও চার মাসেও তার খারিজ হয়নি বরং আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে।’

স্থানীয় ফজলে মওলা বলেন, ‘খাজনার বিষয়ে মৌখিকভাবে এক রকম কথা বলে, পরে চেকে কম টাকার রশিদ দিলেও পুরো টাকা নেয়। প্রশাসন কঠোর নজরদারি দিলে এসব বন্ধ হবে।’

ঘুষের বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা রাসেল হোসেনের কার্যালয়ে গেলে তিনি উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে অফিস ত্যাগ করেন। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন বলেন, ‘রাসেল হোসেনের বিরুদ্ধে কিছু মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, ‘অভিযোগগুলো নওগাঁ জেলা প্রশাসনের মাধ্যমে তদন্তাধীন। লিখিত অভিযোগ পেলে উপজেলা প্রশাসন থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সোহেল রানা বলেন, ‘রাসেল হোসেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’


ক্যাশিয়ার পদে একই কর্মস্থলে ১১ বছরেও বেশি!

ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে মোটা অঙ্কের উৎকোচ আদায়ের অভিযোগ, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে কার্যাদেশের মালামাল সরবরাহ না নিয়েও অর্থ ভাগাভাগি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

বুলবুল আহমেদ ক্যাশিয়ার পদে কর্মরত আছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দুই-তিন বছর নয়, ১১ বছরের বেশি সময় একই কর্মস্থলে রয়েছেন তিনি। যদিও নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না। সে দীর্ঘ ১১ বছরেও বেশি একই কর্মস্থলে কীভাবে রয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনসাধারণের মুখে। তিনি দীর্ঘদিন থাকায় হাসপাতালটি তার হাতে মুঠো করে নিয়েছেন। বর্তমানে তার হুকুমে হাসপাতালটি চলছে।

একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর এমন কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে। অনেকেই বলছেন, এখানে ক্যাশিয়ার পদে কী এত মধু যে, চেয়ার আঁকড়ে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুলবুল আহমেদ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রথম চাকরিতে যোগদান করেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৩ সালে ৯ জানুয়ারি। সেখান থেকে তিনি স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী নেতা ও কর্মকর্তার সঙ্গে আতাত করে ক্যাশিয়ার পদে প্রমোশন নিয়ে পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হন ২০১৮ সালে ১৫ মে। তবে তিনি সেখানে মাত্র ১ বছর কর্মরত ছিলেন। পরে তিনি ২০১৯ সালে ডিপোটিউশনের মাধ্যমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করা অবস্থায় এক অদৃশ্য শক্তির প্রভাবে ৪ মে ২০২১ সালে বদলি নিয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়ে যান এবং এখনো রয়েছেন। এতে বোঝা যায় ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত মোট ১২ বছরের মধ্যে মাত্র ১ বছর দেবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। অবশিষ্ট ১১ বছরেও বেশি একই কর্মস্থলে রয়েছেন। যোগদানের পর থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাজত্ব চালিয়ে যাচ্ছেন তিনি।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় বুলবুল আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব একটি বলয় গড়ে তুলেছেন। অনিয়মকে নিয়মে পরিণত করে হাসপাতালের উন্নয়নকাজসহ যাবতীয় হিসাব নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গড়ে তুলেছেন ‘একচেটিয়া রাজত্ব’। তাকে ম্যানেজ করা ছাড়া ঠিকাদারির কাজ পাওয়া অসম্ভব। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে তার কাছে জিম্মি। তাকে কেউ বদলি করানোর ক্ষমতা রাখে না উল্লেখ করে বুলবুল প্রায়ই দম্ভোক্তি করেন বলে জানিয়েছেন তার একাধিক সহকর্মী। আর এতে করে বুলবুলের অনিয়মগুলো দেখার পরও সহকর্মীরা চুপ থাকেন।

বুলবুলের বিস্তর অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সরকারি কর্মচারী হয়েও বুলবুল আহমেদ স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে হাসপাতালে, রোগীদের খাদ্য ও পথ্যসামগ্রী সরবরাহের ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। এ নিয়ে তার বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। এখনো কি সেই স্বৈরাচার সরকারের ক্ষমতা রয়েছে। কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থাসহ অতি দ্রুত বদলি চাই।

ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে মোটা অঙ্কের উৎকোচ আদায়, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে কার্যাদেশের অনেক মালামাল সরবরাহ না নিয়ে অর্থ ভাগাভাগি, প্রতিদিনের নগদ টাকা হিসাব করে তা ব্যাংকে জমা দেওয়ার নিয়ম থাকলে তিনি তা না করে নিজের কাজের জন্য রেখে দেন। পরে তার সময়মতো জমা করেন। এছাড়া হাসপাতালের বাসা বরাদ্দের ফাইল নিজ হাতে রেখে যা ইচ্ছা তাই করছেন। তাকে ম্যানেজ করা না গেলে হাসপাতালের বাসা বরাদ্দ পাওয়াও মুশকিল। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও হাসপাতালের এমটি ইপিআইয়ের জন্য নির্ধারিত মোটরসাইকেল নিজে ব্যবহারের অভিযোগও রয়েছে বুলবুলের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন, বুলবুল বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে স্বাস্থ্য কমপ্লেক্সে এমএসআর, খাদ্য ও পথ্যসামগ্রী সরবরাহের ব্যবসায় সম্পৃক্ত। কিন্তু ২ বছর আগে টেন্ডারের মাধ্যমে আমি কাজ পেয়ে হাসপাতালে রোগীদের খাদ্য দিতাম। কিন্তু তার ঠিকাদার না পাওয়ায়, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতেন। আমার কাছে টাকা চাইতেন। টাকা না দিলে আমাকে নানা ধরনের হয়রানি করেছিল। বাধ্য করে আমার কাছে মাস মাস টাকা নিয়েছে।

ক্যাশিয়ার বুলবুল আহমেদ বিষয়গুলো অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভুয়া ও মিথ্যা আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ আপনার কাছে করেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর চেয়ে ভালো হয় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট কেউ অভিযোগ করলে তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। এছাড়া ৩ বছরেরও বেশি একই কর্মস্থলে এই বিষয়টি সরকারের বিষয়। সরকার মনে করলে ৩ বছরের আগেও বদলি বা ৩ বছরের পরেও বদলি করতে পারে।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, বিষয়গুলো জেনে ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


banner close