যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদেশে দৈনিক বাংলার প্রতিনিধিদের পাঠানো খবর পড়ুন।
নওগাঁ
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃকি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
ভোলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল বাংলা ও বাঙালিদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয়ের ভালোবাসা আর দেশপ্রেমের বহিঃপ্রকাশ। ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তিপাগল জনতা দেশ স্বাধীনের প্রস্তুতি নিয়েছিল। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।
শেরপুর
শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ভাষণ প্রচার, র্যালি ও আলোচনা সভার মধ্যমে নীলফামারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।
দিনাজপুর
দিনাজপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। মঙ্গলবার বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, পৌর মেয়র মো. আক্কাস আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, আওয়ামী লীগের সহ সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
রাঙামাটি
রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আফসার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী।
ফেনী
ফেনীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেনী পৌর চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
গাইবান্ধা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। গত শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারী করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মুহাম্মদ নজরুল ইসলাম এর আগে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে গাইবান্ধার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আন্তর্জাতিক মানের ফ্যাশন মডেল এবং নকশাকার বিবি রাসেলের সম্মানে ফরিদপুরে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বিবির মেলার’ সমাপ্তি হয়েছে। ফরিদপুরের অম্বিকা ময়দানে গত বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এই মেলা শনিবার রাতে সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী শৈল্পিক কাজগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার এই আয়োজন ছিল পুরোপুরি সফল।
বিবি রাসেলের খ্যাতি বিশ্বজোড়া। তারই সম্মানে ফরিদপুরসহ দেশের ৩০ জেলার উদ্যোক্তাদের সমৃদ্ধ করতে ‘কৈফিয়া’ আয়োজন করেছিল এই মেলা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই বিবির মেলার অনুষ্ঠিত হলো ফরিদপুরে। দেশীয় পণ্যের প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের আগ্রহী করতে অম্বিকা ময়দানে হাজির হয়েছিলেন বিবি রাসেল নিজে।
বিবি গামছার শাড়ি, ফরিদপুরের নকশি কাঁথা, রাজশাহীর সিল্ক, মৃৎশিল্প, লাইব্রেরিসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার ৫০ টিরও বেশি স্টল ছিল মেলাজুড়ে। ঐতিহ্যকে ধারণ করে বসা স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা শেষ হয়ে গেলেও, উদ্যোক্তারা তাদের হাতে তৈরি শিল্পকে বিবির মেলায় তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত।
দর্শনার্থীদের ভিড় বলে দিয়েছে, দেশীয় ঐতিহ্য আর শিল্পকলার প্রতি তাদের টানটা এখনো কতটা গভীর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিবি রাসেলের নামে আয়োজিত এই মেলা যেন তাদের কাছে ছিল তিন দিনের এক মহোৎসব। নিজ দেশের শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক বাসনা নিয়ে তারা মেলায় এসেছিলেন।
মেলাটির আয়োজনে দ্বিতীয়বার সফল হওয়ায় উচ্ছ্বসিত আয়োজক কমিটি। তাদের কথায়, এই ‘বিবির মেলার’ মূল লক্ষ্য একটাই- বাংলাদেশের ঐতিহ্যবাহী শৈল্পিক কাজগুলোকে, যা এতদিন গ্রামের নিভৃতে ছিল, সেগুলোকে সরাসরি বিশ্বের কাছে তুলে ধরা।
দেশীয় শিল্পের এই শক্তি প্রমাণ করে, গ্রামবাংলার ঐতিহ্য বিশ্ব জয়ের জন্য প্রস্তুত। ফরিদপুরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী এই ‘বিবির মেলা’ গত শনিবার রাতে শেষ হয়েছে; কিন্তু এর প্রেরণা ছড়িয়ে থাকবে আগামী প্রজন্মের উদ্যোক্তাদের মাঝে।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটননগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। তবে কলেজ সড়কের একটি বৃহৎ এলাকাজুড়ে থাকা দীর্ঘদিনের ময়লার ভাগাড় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের জন্য জনস্বাস্থ্যের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভাগাড়টির পাশেই রয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দ্য বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, দুটি মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘনবসতি এলাকা। দুর্গন্ধ ও দূষণে দীর্ঘদিন বিপাকে আছেন সবাই।
দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় অবশেষে রোববার ওই ময়লার ভাগাড়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, জনবসতিপূর্ণ এলাকায় প্রতিনিয়ত ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও বর্জ্যের বিষাক্ত উপাদান পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। আমরা অনেক মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি।
স্থানীয়রা আরও বলেন, ১৯৩৫ সালে শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার সময়। তৎকালীন ভাড়াউড়া চা-বাগান রোড-সংলগ্ন এলাকাকে শহরের ময়লা ফেলার স্থান নির্ধারণ করা হয়েছিল। পরে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি তৈরি হলে পরিস্থিতি ঘনীভূত হয়। সমস্যার সমাধানে ২০১৩ সালে শ্রীমঙ্গল ইউনিয়নের জেটি রোড এলাকায় হাইল হাওরের পাদদেশে ২ দশমিক ৪৩ একর জমি ক্রয় করে পৌরসভা। তবে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরোধিতায় ভাগাড় স্থানান্তর কার্যক্রম থেমে যায়।
সম্প্রতি বিগত আওয়ামী সরকার পরিবর্তনের পর শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলন আবারও তীব্র হয়। চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভের পর অবশেষে আজ (রোববার) ভাগাড়ে তালা দেওয়া হলো। এলাকাবাসীদের দাবি, ভাগাড়টি দ্রুত স্থায়ীভাবে স্থানান্তর করতে হবে এবং বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইসলাম উদ্দিন দৈনিক বাংলাকে বলেন, ময়লার ভাগাড়টি দীর্ঘদিনের সমস্যা। দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি স্থানান্তরের জন্য আমরা কাজ করছি। প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে নিয়ে আমরা সমস্যাটির সমাধান করব।
‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারও অমূল্য রতন’ কবির এই অমর পঙ্গক্তির বাস্তব প্রতিফলন যেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ। অন্যদের চোখে যা বর্জ্য, তার চোখে সেটাই সোনার খনি। এক টুকরো চুম্বক আর এক দড়ির সাহায্যে তিনি বদলে দিয়েছেন নিজের ভাগ্য।
মাত্র ৫০০ গ্রাম ওজনের বিশেষ এক চুম্বক বেঁধে বাংলাদেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়ান মামুন শেখ। রাস্তার পাশে ছড়িয়ে থাকা তারকাঁটা, নাট-বল্টু, পেরেক কিংবা ভাঙা লোহার টুকরো—সবই তার চুম্বকের টানে ধরা পড়ে। প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করেন তিনি। ভাঙারির দোকানে বিক্রি করে মাসে আয় করেন প্রায় ৬০ হাজার টাকারও বেশি। এ কারণেই এখন সবাই তাকে ডাকে ‘চুম্বক মামুন’ নামে। সোশ্যাল মিডিয়া পোস্ট এসব দর্শকদের দেখাতে থাকেন।
গত শনিবার টাঙ্গাইলের গোপালপুরে রাস্তায় লোহা সংগ্রহ করতে দেখা যায় তাকে। কৌতূহলী মানুষজন আগ্রহভরে ঘিরে দেখছিলেন তার এই অভিনব কাজ। গোপালপুর পৌর শহরের রাস্তায় ঘণ্টা খানেকের মধ্যে প্রায় ১৩ কেজি লোহা সংগ্রহ করেছেন। কেউ ভিডিও তুলছিল, কেউবা অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন সেই দৃশ্যের দিকে। একটি চুম্বক, এক দড়ি আর এক ইচ্ছাশক্তি এই তিনে ভর করেই মামুন শেখ তৈরি করেছেন জীবিকার নতুন দিগন্ত।
কথা হলে মামুন শেখ বলেন, এই কাজ দেখতে হয়তো একটু অদ্ভুত লাগে; কিন্তু আমি এই কাজটা ভীষণ উপভোগ করি। দেশের নানা জায়গায় ঘুরি, নতুন মানুষের সঙ্গে পরিচিত হই, নানা খাবারের স্বাদ নেই। এই কাজের মাধ্যমেই জীবনটা উপভোগ করতে পারছি।
তিনি আরও বলেন, ৫ সন্তানকে বাড়িতে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়েই এই পেশায় নেমেছেন মামুন।
আভুঙ্গী এলাকার অটোভ্যানচালক আব্দুল বাছেদ বলেন, ‘রাস্তায় থাকা তারকাঁটায় গাড়ির টায়ার ফুটো হয়ে যেত। মামুন ভাই এসব লোহা তুলে নেওয়ায় এখন আমাদের অনেক উপকার হচ্ছে।’
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত অভিরন বাঁচতে চায়। দীর্ঘদিন ধরে বিধবা হলেও তার ভাগ্যে জোটেনি বিধবা ভাতার কার্ড। অভিরন সোরা গ্রামের মৃত ওয়াজেদের স্ত্রী।
সরজমিনে জানা যায়, অভিরোন বিবি লিভার ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটময় হয়ে উঠেছে। তার স্বামী বহু দিন পূর্বে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন স্বামী মৃত্যুবরণ করলেও এখন পর্যন্ত পাননি বিধবা ভাতার কার্ড। একটি মাত্র কন্যা বিবাহিত। অসহায় কষ্টও সীমাহীন। দীর্ঘদিন ধরে লিভার রোগে আক্রান্ত তিনি নিজের চিকিৎসার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। অভিরোন বিবির জীবনটা শুরু থেকে কষ্টের। স্বামীর মৃত্যুর পরে একটি মাত্র কন্যাকে বড় করার জন্য দিনমজুরের কাজ শুরু করে। অনেক কষ্ট করে মেয়েক বড় করে বিয়ে দেন। অন্যের বাড়িতে কাজ করে কোনভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ অভিরোন বিবি অসুস্থ হয়ে পড়ে অসহায় হয়ে পড়েন। পরে অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে যে, তার লিভারে ক্যান্সারের জটিল রোগ। চিকিৎসার জন্য অভিরোন বিবিকে বহু থেরাপি নিতে হবে, যার খরচ প্রতি থেরাপি প্রায় ৫০ হাজার টাকা। পুরো চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন। অভিরোন বিবির উন্নত চিকিৎসা করার জন্য কোন অর্থ সম্পদ নাই। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। ১/২ দিনের ভেতরে থেরাপি না দিলে তার বেঁচে থাকা অসম্ভব হতে পারে। অভিরোন বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী দীর্ঘদিন মৃত্যুবরণ করলেও বেশ কয়েকবার অনলাইনে আবেদন করে এখন পযর্ন্ত বিধবা ভাতার কার্ডটি পেলাম না। বর্তমানে আমি মরণব্যাধি লিভার ক্যান্সার রোগে আক্রান্ত। এ সময় তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিধবা ভাতার কার্ড ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আবেদন জানান। সমাজের দানশীল, সমাজসেবক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন যাতে তিনি বিবি বাঁচতে পারেন। এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ আল মামুন বলেন, আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করব এবং তার বিধবা ভাতার কার্ডটি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করব।
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘গণপ্রকৌশল দিবস ২০২৫’ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার সকাল ১০টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে ভায়না মোড়ে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী পলাশ কুমার ঘোষ, নির্বাহী প্রকৌশলী, ওজোপাটিকো মাগুরা; প্রকৌশলী এটিএম বেনজির রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মাগুরা; এবং প্রকৌশলী কাজী সিরাজুদ্দোহা, অধ্যক্ষ, টিটিসি মাগুরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, মাগুরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটো সাধারণ সম্পাদক আইডিইবি মাগুরা জেলা শাখা।
কুষ্টিয়া, ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন গত শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইকবাল হোসেন। তিনি এর আগে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদে কর্মরত ছিলেন।
একই প্রজ্ঞাপনে বর্তমান কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
প্রশাসনের এই নতুন রদবদলের ফলে কুষ্টিয়াতে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, ভোলার ডিসি আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।
বিগত ১০ বছর যাবত নরসিংদী জেলার উত্তরাঞ্চলের কৃষকরা জলপাই চাষে ঝুঁকে পড়েছে। জেলার পাহাড়ি এলাকা শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার কৃষকরা বর্তমানে বাণিজ্যিকভাবে জলপাই চাষ শুরু করেছে। এ অঞ্চলটি সবজি চাষের জন্য বিখ্যাত থাকলেও গত কয়েক বছর যাবত পাহাড়ি এলাকার অধিকাংশ চাষি সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষের প্রতি আগ্রহ হয়ে পড়ছে বেশি। রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দী গ্রামের জলপাই চাষি আলিম উদ্দিন জানান, ইতোমধ্যে তিনি তার জমিতে সবজি চাষ করতেন তার বাড়ির আঙিনায় মাত্র চারটি জলপাই গাছ ছিল।
এ চারটি গাছ থেকে তিনি ১ বছরে ১,৫০০ কেজি জলপাই পান এবং প্রতি কেজি জলপাই ৩০ টাকা করে মোট ৪৫ হাজার টাকা বিক্রি করেন। এরপর থেকে তিনি লাভ বেশি হওয়ায় সবজি চাষ বাদ দিয়ে জলপাই চাষ শুরু করেছেন। বর্তমানে তিনি ২ একর জমিতে প্রায় ৪০০ জলপাই গাছের চারা রোপণ করেছেন।
২ একর জমি থেকে এ বছর তিনি আনুমানিক ১২ হাজার কেজি জলপাই পেয়েছেন এবং প্রতি কেজি জলপাই পাইকারি ২০ টাকা দরে বিক্রি করেছেন। এতে তার সমস্ত খরচ বাদ দিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা লাভ হয়েছে। জেলার শিবপুর উপজেলার শিবপুর বাজার, যশোর বাজার, মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার, বেলাব উপজেলার বেলাব বাজার ও রায়পুরা উপজেলার বারৈচা, মরজাল ও জঙ্গী শিবপুর বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি জলপাই ২০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এসব জলপাই ক্রয় করে নিয়ে যাচ্ছে। শিবপুর উপজেলার কামারটেক গ্রামের জলপাই চাষি আব্দুর বারেক জানায়, তিনিও ইতোমধ্যে সবজির চাষ করতেন।
খরচ কম এবং লাভ বেশি হওয়ায় তিনি জলপাই চাষ শুরু করেছেন। তিনি বর্তমানে একজন সফল জলপাই চাষি হিসেবে নিজেকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছেন এবং এলাকায় জলপাই চাষি হিসেবে পরিচিত লাভ করেছেন। অধিকাংশ পাইকাররা তার বাড়ি গিয়ে জলপাই ক্রয় করে নিয়ে আসে।
নরসিংদী সদর উপজেলা কৃষি অফিসার স্বাক্ষর চন্দ্র বনিক জানান, বর্তমানে নরসিংদীতে বাণিজ্যিক ভিত্তিতে জলপাই চাষ করা হচ্ছে এবং সেগুলো দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হচ্ছে। এতে করে অর্থনৈতিক দিক দিয়ে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
জয়পুরহাটের তিনটি হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে হিমাগারে আলু সংরক্ষণের নির্ধারিত সময়ের আগে কৃষক ও ব্যবসায়ীদের ৫৫ হাজার বস্তা আলু গোপনে বিক্রি করেছে। এর মধ্যে ১০ হাজার বস্তা বীজ আলু ছিল। হিমাগার থেকে সংরক্ষিত আলু বের করতে এসে কৃষক ও ব্যবসায়ীরা গোপনে আলু বিক্রির ঘটনাটি জানতে পারেন। ইতোমধ্যে হিমাগারে আলু বিক্রি করার ঘটনাটি তদন্ত করছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। যে তিনটি হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের আলু বিক্রি করা হয়ে সেগুলো হচ্ছে, পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অবস্থিত সাথী হিমাগার লিমিটেড, ক্ষেতলালের ভাসিলা এলাকায় অবস্থিত মোল্লা হিমাগার লিমিটেড ও ক্ষেতলালের আয়মাপুরে অবস্থিত হাফিজার রহমান বীজ হিমাগার। এর মধ্যে সাথী হিমাগার লিমিটেড ২০ হাজার বস্তা, মোল্লা হিমাগার লিমিটেডে ৩০ হাজার বস্তা ও হাফিজার রহমান বীজ হিমাগার ৫ হাজার বস্তা আলু বিক্রি করে দিয়েছে। এই তিনটি হিমাগারে গিয়ে কৃষক ও ব্যবসায়ীদের না জানিয়ে সংরক্ষণের নির্ধারিত সময়ের আগেই আলু বিক্রির ঘটনার সত্যতা মিলেছে।
সরেজমিনে দেখা যায়, হিমাগার শেডে নষ্ট আলু বাছাই করছেন নারী শ্রমিকরা। অন্যদিকে সংরক্ষিত আলু না পেয়ে কৃষকরা হিমাগারের ব্যবস্থাপকের কক্ষে গিয়ে ভিড় করছিলেন। এ সময় কৃষকরা হিমাগারের ব্যবস্থাপকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। সেখানে ১০-১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সাথী হিমাগার লিমিটেডে বিপুল পরিমাণ আলু ও বীজ আলু সংরক্ষণ করেছিলেন। আগামী ১৫ নভেম্বর তাদের আলু ও বীজ আলু সংরক্ষণের মেয়াদ শেষ হবে।
তারা এখন তাদের সংরক্ষিত আলু ও বীজ আলু হিমাগারে নিতে আসেন। হিমাগার কর্তৃপক্ষ তাদের দীর্ঘক্ষণ আলুর জন্য বসিয়ে রাখেন। এরপর তাদের এক মাস আগে হিমাগার থেকে ২০ হাজার বস্তা আলু বিক্রির কথা জানানো হয়। এর মধ্যে তাদের আলু রয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার দেওনালা গ্রামের কৃষক ময়নুল ইসলাম মিলন বলেন, ‘সাথী হিমাগারে ৬০ বস্তা আলু রেখেছিলাম। আলু তুলতে এসে জানতে পারি আমার আলু বিক্রি করা হয়েছে। হিমাগার কর্তৃপক্ষ আমাকে আলু বিক্রির বিষয়টি আগে জানায়নি। এছাড়া আলু সংরক্ষণের মেয়াদ ছিল। টাকা দিয়ে আলু সংরক্ষণ করে আমার আলু তারা বিক্রি করে দেয়।’
পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকার কৃষক জাহিদুল ইসলাম বলেন, ‘আমি সাথী হিমাগারে ভালো মানের ১০০ বস্তা বীজ আলু সংরক্ষণ করেছিলাম। আলু রোপণের জন্য জমি প্রস্তুত করেছি। আজ হিমাগারে এসে দেখি আমার আলু নেই। কাগজপত্র দেখে হিমাগারের ব্যবস্থাপক আমাকে জানালেন একমাস আগে আমার আলু বিক্রি করা হয়েছে। এমনিতেই গত বছর আলুতে অনেক লোকসান হয়েছে। এখন আমি কী করে জমিতে আলু লাগাব।’
পাঁচবিবি উপজেলার কাঁকড়া এলাকার শিশির মণ্ডল বলেন, ‘আমি সাথী হিমাগারে ১২৪৩ বস্তা আলু রেখেছিলাম। এখন এসে দেখছি আমার শুধু ১৪৩ বস্তা আলু আছে। হিমাগার কর্তৃপক্ষ আমার ১,১০০ বস্তা আলু বিক্রি করে দিয়েছে। আমার আলু তারা তো বিক্রি করার কেউ না। এই ক্ষতির সুষ্ঠু বিচার চাই।’
পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অবস্থিত সাথী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, ‘এই বছর আমাদের হিমাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত ২৬ হাজার বস্তা আলু কৃষক জোর করে রেখেছিলেন। এ কারণে কিছু আলু নষ্ট হতে শুরু করেছিল। আমরা প্রায় ২০ হাজার বস্তা আলু বিক্রি করেছি। এখন কৃষকদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী টাকা দিচ্ছেন। কেউ বীজ আলু দাবি করলে তাদের আমাদের নিজস্ব সংরক্ষিত কিছু বীজ আলু আছে সেখান থেকে বীজ আলু দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘আমরা হিমাগার মালিকদের চিঠি দিয়ে জানিয়েছি যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখের আগে যেন কেউ কৃষকের আলু বিক্রি না করে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন মো. বাচ্চু মণ্ডল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সকল হিমাগারে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির বিষয়ে জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখার নেজারত ডেপুটি কালেক্টর উজ্জ্বল বাইন।
জয়পুরহাট আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষক ও ব্যবসায়ীদের সংরক্ষিত আলু তাদের না জানিয়ে বিক্রি করে হিমাগার কর্তৃপক্ষ ৪০৬ ধারার অপরাধ করেছে। যদি কেউ মামলা করতে চায়। তাহলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
জয়পুরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত তিনটি হিমাগারে কৃষক এবং ব্যবসায়ীদের আলু বিক্রি করার অভিযোগ উঠেছে। কৃষককে না জানিয়ে আলু বিক্রি করা একটা অপরাধ। বিষয়টি আমি নিজে তদন্ত করছি। এর মধ্যে মোল্লা হিমাগার লিমিটেডে স্থানীয় ব্যবসায়ীদের ৩০ হাজার বস্তা আলু বিক্রি করে দিয়েছে। এখন তাদের বর্তমান বাজার অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে হিমাগার কর্তৃপক্ষ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২০৬ কোটি ৪২ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ২৬২.৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, ৩৩,৯১০টি শাড়ী, ১৯,৫৮০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৬,৯৯১টি তৈরী পোশাক, ৫৬৯ মিটার থান কাপড়, ১,৭১,৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬,২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭,৬১,৫২৬টি আতশবাজি, ৬,০৫২ ঘনফুট কাঠ, ৪,৫৮৯ কেজি চা পাতা, ১০,৩৯২ কেজি সুপারি, ৩১,৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭,৩৫৫ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১,৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮,২৮৬টি চশমা, ৪০,৮২৬ কেজি জিরা, ৯,৯১৪ কেজি চিনি, ২৬,৪৫৮ কেজি পিয়াজ, ৬০১ কেজি রসুন, ৫,৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭,৬৯০ কেজি সার, ৫,০২৪ প্যাকেট কীটনাশক, ৩,০০২ লিটার ডিজেল, ১,০৯,৭৩২ পিস চকোলেট, ১,৫০০টি গরু/মহিষ, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ/মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি/ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৪টি দেশী/দেশীয় পিস্তল, ১টি রিভলবার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর, এবং ৭টি অন্যান্য অস্ত্র।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৩,৮২,৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫,৪৬৫ বোতল ফেনসিডিল, ১০,৫৮২ বোতল বিদেশী মদ, ২৫১.৫ লিটার বাংলা মদ, ১,২৬৭ ক্যান বিয়ার, ১,৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১,৩০,৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫,৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,০৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬,৩০৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭,২৭,৭৬৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশী নাগরিক ও ০৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় এক কৃষকের কলাক্ষেতের ছয় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার রাতে
উপজেলার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় টোকনগর গ্রামের ইউপি মেম্বার শফিকুল ইসলাম কবিরসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত রুস্তম আলী।
অভিযোগে বলা হয়, ওই কৃষক প্রায় এক যুগ আগে কবির মেম্বারের কাছ থেকে দেড় বিঘা জমি কিনে ভোগদখল করছেন। তিন-চার বছর ধরে জমি অর্ধেক দামে বিক্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি রাজি না হওয়ায় বাউন্ডারি ওয়াল দিয়ে জমি দখলের হুমকি দেওয়া হয়।
রুস্তম আলী বলেন, তার ক্ষেতে কলা পাকা শুরু হয়েছিল। দেড় বিঘা জমিতে কলা চাষে তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গাছগুলো কেটে ফেলায় তিনি এখন বড় বিপদে পড়েছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক নিভৃত পল্লি থেকে নিখোঁজের তিনদিনের মাথায় জরিনা খাতুন (৫০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জরিনা খাতুন হরিয়ারঘাট গ্রামের আশির উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে জরিনা খাতুন তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন। শনিবার গভীর রাতে পানের বরজ পাহারা দিতে গিয়ে কৃষকরা পচা গন্ধ টের পান। এরপর তারা খোঁজাখুঁজি করে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
হরিনাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ওই নারীর ছেলের বউয়ের সঙ্গে বনিবনা ছিল না। নিখোঁজ থাকলেও জরিনার পরিবার পুলিশকে কিছুই জানায়নি। থানায় জিডিও করেনি। জরিনার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর নিচ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৯টার দিকে বাস র্যাপি ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী স্টেশন রোড অংশের নিচে মরদেহটির সন্ধান মিলে।
থানার উপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ৬৮ নাম্বার পিলারের পাশে ওই যুবকের মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর পাঠালে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই যুবককে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে গেছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, যুবকের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।