নিজের ভিটেমাটি-জমিজমা সবকিছু লিখে দিয়েও সন্তানদের সঙ্গে থাকা হয়নি বৃদ্ধ লিয়াকত আলীর (৭০)। ফলে জরাজীর্ণ একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাড়িওয়ালা বৃদ্ধের সন্তানদের বলেন তাকে নিজেদের সঙ্গে রাখতে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ছেলেরা।
বৃদ্ধ লিয়াকত আলীকে ওই ভাড়া বাসা থেকে এনে নগরীর তালাইমারী এলাকার একটি গণশৌচাগারে রেখে আসেন সন্তানরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনাস্থলে গিয়ে সন্তানদের ডেকে বৃদ্ধ লিয়াকতকে তাদের বাড়ি নিয়ে যেতে বলেন। বর্তমানে ওই বৃদ্ধ তার বড় ছেলের বাড়িতে রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ লিয়াকত আলীর তিন ছেলে ও এক মেয়ে। তিন ছেলেই সচ্ছল। তাদের একজনের নগরীর কাজলা এলাকায় দোতলা বাড়ি রয়েছে। কিন্তু কোনো সন্তানের বাসাতেই স্থান হয়নি তার। বিষয়টি খুবই কষ্টদায়ক।
এ বিষয়ে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম পল্টু বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন লিয়াকত আলী। এরপর এই স্ত্রীকে নিয়ে এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি। বার্ধক্যজনিত কারণে লিয়াকত অচল হওয়ায় দ্বিতীয় স্ত্রী মানুষের বাড়িতে গিয়ে কাজ শুরু করেন।’
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানা ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘বিষয়টি এতটাই কষ্ট দিয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিজে তার ছেলের বাড়িতে গিয়ে তাকে রেখে আসি। শনিবার সকালেও আমি তার খোঁজখবর নিয়েছি। এখন বৃদ্ধ ভালো আছেন।’
শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইগাতী- গজনী সড়কের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন- কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও সিফাত (২০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক আবু বক্কর নিহত হলেও অপর মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় আজ রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে খাগড়াছড়ি-বান্দরবান রুটে চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, পাঁচটি দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে টার্মিনাল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই পার্কিং করে রাখা তিনটি বাসসহ পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে আনুমানিক এক কোটি টাকারও বেশি সম্পদ নষ্ট হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এই ঘটনায় ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় মাঝনদীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও চারটি যানবাহনকে ঠেলে নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় ট্রাকসহ মোট পাঁচটি যানবাহন পানিতে তলিয়ে যায় এবং এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিটি বক্তাবলি থেকে ছেড়ে মাঝনদীতে পৌঁছালে হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। চালক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িকে ঠেলে নিরাপত্তা রেলিং ভেঙে নদীতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে ট্রাকসহ সবগুলো যানবাহন পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য আরোহীরা নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার পরপরই রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে দিবাগত রাত ২টার দিকে নদী থেকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ওসি রকিবুজ্জামান জানান, চালক স্টিয়ারিংয়ে থাকলেও হঠাৎ ট্রাকটি চালু হয়ে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, উদ্ধারকৃত মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রবিবার সকাল থেকে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু হবে এবং আরও কেউ নিখোঁজ আছে কি না, তা খতিয়ে দেখতে পুনরায় তল্লাশি চালানো হবে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের জন্য দ্বিবার্ষিক এই কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম। কমিটির প্রধান পৃষ্ঠোপোষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল্লাহ মৃধা। ১নং যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জনাব খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ রেজাউর রহমান মিয়া রাজু।
বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হল ৫৯টি, এ সকল বিশ্ববিদ্যালয়ের অফিসারদের নিয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তার ৮ বছর বয়সের শিশু কন্যা মোসা. আয়শা আক্তারের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বেলাল হোসেনসহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতোমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের কর্তৃক সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস।
বিএনপি মহাসচিব বলেন, দুর্বৃত্তদের কর্তৃক অগ্নিসন্ত্রাসে শিশু মোসাঃ আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং অপর দুইবোন সহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহি:প্রকাশ। এ ধরণের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রুপ ধারণ করেছে।’
বিএনপি মহাসচিব অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু মোসা. আয়শা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন।
এরমধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয় ওইদিন বিকেল ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে (দিপুকে) ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে (ফ্লোর ম্যানেজার) হ্যান্ডওভার করে দেয়।
পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেননি সেজন্য পাইওনিয়ার কারখানার দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।’
এ সময় এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার চেষ্টা করেছি, কাকে বলেছে, কী বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখব। একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনে কভার করে না এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না।’
মামলা যেহেতু থানায় হয়েছে, ফলে থানা এই মামলা তদন্ত করবে। পাশাপাশি র্যাবের ‘ছায়া-তদন্তের’ কথাও জানান পরিচালক নাইমুল হাসান।
গ্রেপ্তার অন্য আটজন হলেন- তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল। এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
র্যাব-১৪- এর পরিচালক নাঈমুল হাসান বলেন, এরা কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অর্ধপোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
পুন্ড্র সভ্যতার ঐতিহ্যবাহী বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০০৩-০৪ স্নাতক সম্মান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ১ম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। শনিবার (২০ ডিসেম্বর) উক্ত কলেজের হলরুমে অনুষ্ঠিত পূর্ণমিলণীতে অত্র বিভাগের শিক্ষার্থীরা তাদের স্মৃতি রোমন্থন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, প্রফেসর মোঃ শাহজাহান আলী, শিক্ষকদের মধ্যে মোঃ ফিরোজ আল রেজা, সরোয়ার মোসেদ, মোঃ আসলাম মিয়া, মোঃ দেলোয়ার হোসেন।
পুর্ণমিলনী অনুষ্ঠানে আয়োজক কমিটির মোঃ রেজাউল করিম, আহসান হাবীব সেলিম, সাইফুল ইসলাম, তরুন অধিকারী, কে এম ইফরেখার ববি, কোহিনুর আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফারুক আরাফাত, রানী, রেজাউল লিটনসহ সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট চার লেন সড়ক নির্মাণ প্রকল্পটি কচ্ছপ গতির কবলে পড়েছে। ২০২২ সালে শুরু হওয়া আড়াই বছর মেয়াদি এই প্রকল্পের কাজ চার বছর পেরিয়ে গেলেও অগ্রগতি মাত্র ৫০-৬০ শতাংশ। জমি অধিগ্রহণ জটিলতা ও মামলার পাহাড় ডিঙাতে না পেরে প্রকল্পের মেয়াদ এখন ২০২৬ সালের জুন ছাড়িয়ে আরও দুই বছর বাড়ানোর তোড়জোড় চলছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ১২ কিলোমিটার সড়কের মধ্যে ৬ কিলোমিটার জমি অধিগ্রহণের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ হয়নি। এ অবস্থায় প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর জন্য মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে। সড়কের যেসব জমি অধিগ্রহণে জটিলতা রয়েছে, সেসব জমি অধিগ্রহণ না করেই বিকল্প জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। জমি অধিগ্রহণ শেষ হয়ে গেলে কাজ শেষ করতে ছয় মাস সময় লাগবে। এজন্য প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় আরও দুই বছর বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
জানা যায়, সিলেট নগরীর ভেতর দিয়ে প্রতিদিন শত শত পাথর বোঝাই ভারি ট্রাক চলাচল করে। এতে প্রায় সময় ট্রাক চাপায় প্রাণহানির ঘটনা ঘটে। এ অবস্থায় দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি এড়াতে নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচলের চাপ কমাতে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক নির্মাণের দাবি ওঠে। অবশেষে সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১২-২০১৪ দুই অর্থবছরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়কটি নির্মাণ করা হয়। পরবর্তীতে সড়কটি চারলেনে উন্নীত করার দাবি তোলেন সিলেটবাসী।
এ পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। পরের বছর চার লেন সড়কের সঙ্গে দুটি সার্ভিস লেন যুক্ত করে তৈরি করা হয় সংশোধিত প্রস্তাবনা। ২০১৯ সালের দিকে শুধু চারলেনের প্রস্তাবনা জমা পড়ে মন্ত্রণালয়ে। অবশেষে জটিলতা কাটিয়ে ২০২২ সালে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট চারলেন সড়কের উদ্বোধন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তথ্যমতে, প্রায় ৭২৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় মাটির কাজসহ ১১.৮৭১ কিলোমিটার (চার লেন) সড়ক হবে রিজিড পেভমেন্টের। আর ০.৭০০ কিলোমিটার হবে ফ্লেক্সিবল পেভমেন্টের। এছাড়া দুটি পিসি গার্ডার সেতু, ২৪টি ছোট আরসিসি কালভার্ট, দুটি লিংক রোড, ছয়টি বাস-বে, আরসিসি ড্রেনসহ ফুটপাত, সিগন্যাল স্থাপন ও সড়ক রক্ষা ব্যবস্থা ছিল প্রকল্পটিতে।
সওজ’র তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ হবে ৩১.৮২ একর। এতে ব্যয় ধরা হয় ২৪২ কোটি ১২ লাখ টাকা। ১ দশমিক ২ মিটার ডিভাইডার এবং দুই পাশে ৭ দশমিক ৯ মিটার করে ১৫ দশমিক ৮ মিটার প্রশস্ত চারলেন বিশিষ্ট এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ সড়কটিতে কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৭ কোটি টাকা।
সরেজমিনে দেখা গেছে, কুমারগাঁও থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার সম্মুখ পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়া সড়কের পাশ দিয়ে ড্রেনেজ নির্মাণও সম্পন্ন হয়েছে এ অংশে। তবে নির্মাণাধীন জায়গায় নয়াবাজার-বাদাঘাট রোড মসজিদ ও সোনাতলা বাজারে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। এসব জায়গায় স্থানীয়দের বাঁধায় কাজ বন্ধ রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার শাখাওয়াত হোসেন বলেন, প্রকল্পের আওতায় মোট ১২ কিলোমিটার রাস্তা ছিল। এরমধ্যে ৪ কিলোমিটার রাস্তা ছিলো যেখানে কোনো জমি অধিগ্রহণ করা লাগেনি। সে অংশে প্রায় সকল কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮ কিলোমিটার রাস্তার কাজ আমরা জমি অধিগ্রহণ ছাড়াই কাজ শুরু করি।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর কুমারগাঁও-বাঘাটাদের একটি স্থানে কবরস্থানের কিছু অংশ থাকায় সেখানে কিছু কাজ বাকি রয়েছে।
সড়ক বিভাগ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্উদ্দিন সোহাগ বলেন, এখানে চারটি মৌজার জায়গা নিয়ে কিছু জটিলতা এখনো রয়েছে। তবে শীগ্রই তা সমাধান হবে। তাছাড়া অন্যান্য জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা সমাধান হয়েছে এবং সেসব অংশে কাজ চলমান রয়েছে।
সালাহ্উদ্দিন সোহাগ বলেন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি না হলেও নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, আমরা এই প্রকল্পের জন্য আরও দুই বছর সময় চাইব। এখন পর্যন্ত প্রকল্পের ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ৩০ হেক্টরের মতো জমি অধিগ্রহণ করা হয়েছে।
আমরা আশা করছি, আগামী এক বছরের মধ্যে রাস্তা চালু করে দিতে পারবো। জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে ৭৭ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রকল্পের মধ্যে ২৪টি কালভার্ট করার কথা রয়েছে, এরমধ্যে ২২টি কালভার্ট করার কাজ সম্পন্ন হয়েছে।
সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ধুপনিখলা মৌজা ১.৫ কিলোমিটারের জায়গা নিয়ে স্থানীয়রা কাজে বাঁধা দেওয়ায় জমি অধিগ্রহণে সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে কাজে বাধা দেওয়া হচ্ছে। এ নিয়ে থানায় জিডিও করা হয়েছে।
সারিয়াকান্দির যমুনা চরাঞ্চল এখন ফসল উৎপাদনের হিমাগার হিসেবে স্থান করে নিয়েছে। এখানে মরিচ, মিষ্টি কুমড়া ভুট্টাসহ নানা ধরনের ফসলে ভরপুর হয়ে উঠেছে। একসময়ের পতিত জমিতে ফসল ফলিয়ে তারা লাভবান হচ্ছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে। জমিতে নিরানি, পরিপক্ব ফসল উত্তোলন বা নতুন ফসল আবাদ করতে কৃষক ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিনে দেখাগেছে, সারিয়াকান্দি উপজেলার উপর দিয়ে যমুনা, বাঙালি, সুখদহ নদী বয়ে গেছে। ফলে এ উপজেলার বেশিরভাগ এলাকায় চরাভূমি রয়েছে। প্রাচীনকাল থেকেই এসব চরণ ভূমিতে পানিসেচ দেয়ার সুবিধা না থাকায় এসব জমি পতিত হয়ে থাকতো। কিন্তু গত কয়েকবছর আগে থেকে কৃষকেরা মাটিতে বোরিং করে ইঞ্জিন চালিত শ্যালো মেশিনের সাহায্যে পানি উত্তোলন করছেন এবং পলিথিন পাইপের সাহায্য উচুঁ নিচু জমিতে তা সরবরাহ করে সেচ সুবিধা চালু করেছেন। ফলে নদীর মাধ্যমে উজান থেকে বয়ে আসা উর্বর পলিমাটিতে প্রচুর পরিমানে ফসল ফলছে। সেখানকার মাটি উর্বর হওয়ায় বসতবাড়ির আঙিনায় উচ্চ ফলনশিল হাইব্রিড জাতের মরিচ চাষ করছেন।
উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা যায়, সেখানে ধান, মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টাসহ নানা ধরনের ফসলে ভরপুর হয়ে উঠেছে। কৃষকেরা এখন এসব ফসলের পরিচর্যা করতে ব্যস্ত সময় পাড় করছেন। কেউবা জমিতে নিরানি দিচ্ছেন, কেউবা পানিসেচ দিতে ব্যস্ত রয়েছেন, কেউবা সদ্য পরিপক্ব হওয়া উচ্চ ফলনশীল জাতের কাঁচা মরিচ উত্তোলন করছেন, কেউবা বড়বড় মিষ্টি কুমড়া উত্তোলন করছেন, কেউবা উত্তোলিত ফসল ঘোড়ার গাড়িতে পরিবহন করতে ব্যস্ত সময় পার করছেন। চরাঞ্চলে উৎপাদিত ফসল কৃষকরা বাজারজাত করে ভালো দাম পাচ্ছেন। ফলে তারা লাভবান হচ্ছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে উপজেলায় ২৬৭০ হেক্টর জমিতে মরিচ, ৬৫২০ হেক্টর জমিতে ভুট্টা, ১৩০০০ হেক্টর জমিতে আমন ধান, ১১০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৬০৫ হেক্টর জমিতে আলু, ৩১৮০ হেক্টর জমিতে সরিষা, ৭৩৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি, ৪৮৫ হেক্টর জমিতে মিষ্টি আলু, ১২৬৫ হেক্টর জমিতে পিঁয়াজসহ রসুন, গম, মাসকলাই, বিভিন্ন প্রজাতির ডাল, তিল, তিসি, চিনাবাদাম, আখ, নেপিয়ার ঘাসসহ নানা ধরনের ফসলের আবাদ হয়েছে।
উপজেলার কাজলা ইউনিয়নের কৃষক আবু সাঈদ বলেন, চরের বিশালাকার জমিগুলো আগে পতিত হয়েই থাকতো। পানিসেচের অভাবে সেখানে বাদাম, কাউন, খেরাচি ছাড়া কোনও আবাদ হতো না। কিন্তু প্লাস্টিকের পাইপের সাহায্যে এসব জমিগুলোতে তারা এখন সোনার ফসল ফলাচ্ছেন। গত বছর ১৫ বিঘা জমিতে ভুট্টা, ১০ বিঘা জমিতে মরিচ, ৫ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করে বেশ লাভবান হয়েছেন। এসব দু'ফসলি জমিতে পাটেরও বাম্পার ফলন হয়েছে। এ বছরও মরিচ, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদামসহ বেশকিছু ফসলের আবাদ করেছেন তিনি।
কর্ণিবাড়ী ইউনিয়নের শোনপচা চরের মহব্বত হোসেন জানান, সেখানকার মাটি উর্বর হওয়ায় ধান, মরিচ, ভূট্টা চাষে তারা লাভবান হচ্ছেন। তবে এবছর বন্যার পানি জমিতে না উঠায় ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে সারিয়াকান্দির চরাঞ্চলে কৃষকেরা আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের বিভিন্ন ধরনের ফসল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এখানে অনেক বেকার যুবকরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একসময়ের পতিত চরাঞ্চল এখন নানা ধরনের ফসলে ভরপুর হয়ে উঠেছে এবং চরাঞ্চল অভিশাপ থেকে মুক্ত হয়ে আশীর্বাদে পরিণত হয়েছে।
ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক মাছের আড়ত থেকে তিনজনকে আটক করেছে স্থানীয়রা। আটকের পর উপজেলা মৎস্য অফিসের নিকট হস্তান্তর করলে প্রশাসন দুজনকে ৭ দিন করে জেল, একজনকে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন, গোয়লন্দ উপজেলার রাখালগাছি গ্রামের ইব্রাহিম শেখ ও সাইফুল শেখ এবং পাবনা জেলার আমিনপুর থানা ডালারচর গ্রামের কাউছার সরদার। এ সময় মাছ শিকারের সরঞ্জাম হিসেবে একটি ইলেকট্রিক ছুবনি/ছিপি, ১২ ভোল্টের তিনটি ব্যাটারি, ২৬,৮০,০০০ ওয়াটের একটি ইনভার্টার/আইপিএস, ২টি ফগ লাইট জব্দ করে থানার জিম্মায় দেওয়া হয়েছে। ইঞ্জিনচালিত ট্রলারটি ভাড়ায় চালিত হওয়ায় সেটি জব্দ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ব্যাটারি, ইনভার্টারের সাহায্যে হাই ভোল্টেজ তৈরি করে ইলেকট্রিক ছুবনি/ছিপি দিয়ে নিয়মিত মাছ শিকার করে আসছিল বেশ কিছু জেলে। এ কারণে মাছ মরে ভেসে উঠার পর বড়, মাঝারি, ছোট মাছগুলোকে তুলে উপজেলার বিভিন্ন আড়ত, বাজারে বিক্রি করা হয়। আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে মৎস্য আড়তে ইলেকট্রিক শক দিয়ে মাছগুলো বিক্রির সময় স্থানীয়রা মাছ ও নৌকা দেখে চারজনকে ধাওয়া করে। একজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে।
হরিরামপুর উপজেলা মৎস্য অফিসের ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মুস্তাফিজুর রহমান বলেন, ‘ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। এ রকম নিয়মিত অভিযান অব্যহত থাকবে।’ অবৈধ মৎস্য শিকারিদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বিসরাত হোসেন জানান, স্থানীয় জনতা কর্তৃক আটককৃত তিনজনের দুজনকে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। আর একজন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ তালিকায় ইলেকট্রিক শকার, ব্যাটারি, জালসহ যাবতীয় সরঞ্জামাদি পুলিশের জিম্মায় দিয়েছি।
নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে শহরের নওজোয়ান মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
জানাজা নামাজে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রটারি আ স ম সায়েম, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনের জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে। হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিল। হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে। কিন্তু তারা এক হাদিকে শহীদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে। আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সকলেই একেকটা হাদি হব এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়ব। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অতীতে নওগাঁতে যারা মানুষের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলকে সাথে নিয়ে নওগাঁর শান্তিশৃঙ্খলা রক্ষা করা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বারদী হাইস্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠান উদযাপিত হয়। ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ও পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান।
বারদী হাইস্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও মাইটিভির সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং রোকনুজ্জমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, বারদী হাইস্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব ইব্রাহিম আদহাম, মুখ্য সমন্বয়ক দেওয়ান ফজলুর রহমান, লায়ন তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা হাজী মুজিবুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগরসহ সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক শাহআলম, দেওয়ান হাবিবুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, বারদী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তফা, সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সোনালী ব্যাংকের এজিএম দেওয়ান মতিউর রহমান, ব্যাংকার মনির হোসেন, প্রকৌশলী মো. আসাদুজ্জামান, অধ্যাপক মোস্তফা কামাল প্রমুখ।
এদিকে সকালে পিঠা পুলি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর সাবেক শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে শিক্ষাঙ্গণ। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজন থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়।
সম্প্রতি কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে সন্ত্রাসী ও তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
গত কিছুদিনে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত ওসমান হাদীসহ একাধিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হয়ে ওঠে।
এরই অংশ হিসেবে গেল দুদিনে কুমিল্লায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা শহরতলীর সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করা হলে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় অস্ত্রধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল বলে জানায় র্যাব।
এছাড়া শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর ও র্যাব-১১ (সিপিসি-২)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসী মো. নজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ ডিসেম্বর ভোর ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে শামীমের নিজ বাসভবন থেকে তিনটি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, বিভিন্ন ধরনের গুলি, ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও জব্দ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃত শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। একাধিক সূত্রে তাকে কুমিল্লা শহরের চিহ্নিত চাঁদাবাজ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, যত বেশি অস্ত্র ও সন্ত্রাসী গ্রেপ্তার হবে, জনমনে তত বেশি স্বস্তি ফিরবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি সিন্ডিকেট বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আনার পরিকল্পনা করছে।
কুমিল্লা র্যাব-১১-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, অপরাধ নির্মূলে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মু. আনিসুজ্জামান জানান, অস্ত্রধারীদের গ্রেপ্তারসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে।