ডিএমপির ১৩ পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হন
ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিম সুপার থেকে পুলিশ সুপার পদে উন্নীত হন
অতরিক্তি ডিআইজি (উপ-মহাপরিদর্শক) ও পুলশি সুপার (এসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত র্কমর্কতাদের র্যাঙ্ক ব্যাজ পরালনে ডিএমপি কমশিনার মো. শফিকুল ইসলাম। গত রোববার ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন তিনি।
গত ৩১ মে ও ২ জুন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরতি পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে এই পদোন্নতি প্রদান করা হয়। ডিএমপির ১৩ পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হন।
অপরদিকে ৫ জুন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরতি অপর এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে উন্নীত হন।
রাজধানীর উত্তরায় একটি ব্যাংকের এটিএম বুথের ভেতর টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ (৪০)। আজ শুক্রবার দুপরে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন শরিফ। বুথের ভেতর টাকা গোনার সময় আব্দুস সামাদ (৩৮) নামে এক ছিনতাইকারী সেখানে যান। টাকা ছিনিয়ে নেওয়ার জন্য বুথের ভেতর শরিফ উল্লাহকে তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতে বুথের ভেতরে অচেতন হয়ে পড়েন শরিফ। পরে পুলিশ তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শরিফ টাইলস ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। উত্তরায় জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তার একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে। শরিফ টঙ্গীতে থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের মধুপুর গ্রামে।
আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।
গত বুধবার রাজধানীর একটি হোটেল থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর একটি হোটেলে নারী চিকিৎসককে হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, অবিশ্বাস থেকে হত্যার ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নারী চিকিৎসকের স্বামীকে গ্রেপ্তারের কথা জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তারকৃতের নাম রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনে হত্যার নানা তথ্য তুলে ধরেন র্যাব কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারী চিকিৎসকের সঙ্গে পরিচয় হয় রেজাউলের। সেখান থেকে প্রেম। এক বছর পর পরিবারের অমতে বিয়ে করেন তারা। কিন্ত বিয়ের পর থেকেই পরস্পরকে সন্দেহ করতে শুরু করেন। স্বামীর একাধিক সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন স্বামী। জন্মদিন পালন করার কথা বলে স্ত্রীকে হোটেলে নিয়ে যান রেজাউল। সেখানেই গলাকেটে হত্যা করা হয় নারী চিকিৎসককে।
র্যাব বলছে, অভিযুক্ত রেজাউলের ফোনকল বিশ্লেষণ করে একাধিক প্রেমের ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার দায়ও স্বীকার করেছেন।
এর আগে গত বুধবার সকালে ওই নারী চিকিৎসককে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ঢাকার পান্থপথের ‘ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ হোটেলের একটি কক্ষে ওঠেন রেজাউল। দুপুরের দিকে তিনি ঘরে তালা দিয়ে বেরিয়ে যাওয়ার পর রাতে ওই কক্ষ থেকে ২৭ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন ছিল।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষে ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন ওই চিকিৎসক। হত্যার ঘটনায় রেজাউলকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, ভুক্তভোগীর পাশাপাশি একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। বিষয়টি ভুক্তভোগী জানতে পারলে বিভিন্ন সময় তাদের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে রেজাউল তার প্রতিবন্ধকতা দূর করতে ভুক্তভোগীকে হত্যার পরিকল্পনা করেন।
ট্রেনের সঙ্গে ধাক্কায় ইয়ামিন আহম্মদ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রাজধানীর কুড়িল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ইয়ামিন মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন কনস্টেবল ইয়ামিন। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৮টায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই স্কুলছাত্রী সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে পড়ত। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ওই ছাত্রীর বাবা বলেন, পড়াশোনার জন্য বকাঝকা করলে আমাদের সঙ্গে অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করার পর দরজা না খুললে জানালার ফাঁক দিয়ে দেখি ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় দেলোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের একটি এলাকা থেকে পুলিশ ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩৫) বরাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামলার পরপরই দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার সাটুরিয়া থানায় ইউপি সদস্যের নামে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড দেওয়ার কথা বলে ফোন করে ওই গৃহবধূকে নিজ বাড়িতে ডেকে নেন দেলোয়ার হোসেন। কিন্তু ওই নারী পরদিন সকালে যাওয়ার কথা বলে কল কেটে দেন।
পরে ওই রাতেই দেলোয়ার কার্ডের অজুহাতে গৃহবধূর বাড়িতে গিয়ে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে দেলোয়ারকে আটক করেন। পরে মীমাংসার কথা বলে স্থানীয় মাতব্বর তাকে ছাড়িয়ে নিয়ে যান।