বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২

পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

বাবুল আক্তার। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪১

হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের বিরুদ্ধে করা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে বাবুলের কারাকক্ষে তল্লাশি ও নিরাপত্তা চেয়ে করা আবেদনটিও খারিজ করে দেয়া হয়।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত আবেদন দুটি খারিজ করে দেন। আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী বলেন, বাবুল আক্তার একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ছিলেন। এর মধ্যে তিনি অনেকবার আদালতে এসেছেন। কিন্তু একবারও নির্যাতনের বিষয়ে আদালতে কোনো অভিযোগ করেননি। কিন্তু এখন অভিযোগ করে মামলার অগ্রগতিতে বাধা সৃষ্টির চেষ্টা করছেন। সবকিছু বিবেচনায় আদালত তার আবেদন দুটি খারিজ করে দিয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, আদালত আবেদন দুটি খারিজ করে দিয়েছেন। আমরা উচ্চ আদালতে যাব।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের নামে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করেন বাবুল আক্তার। এরপর আদালত শুনানি শেষে আদেশের জন্য ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

আবেদনে বনজ কুমার মজুমদার ছাড়া যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, এ কে এম মহিউদ্দিন সেলিম ও চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবির।

সে সময় মামলার শুনানিতে বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, পিবিআই বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে মিতু হত্যা মামলায় স্বীকারোক্তি আদায়ে নির্যাতন করেছে। এই ঘটনায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫ (১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫ (২) ধারায় মামলার আবেদন করা হয়েছে। বাবুল আক্তার নিজেই আবেদনটি করেছেন।

এ ছাড়া, ১২ সেপ্টেম্বর বাবুল আক্তারের কারাকক্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন তল্লাশি চালিয়েছেন অভিযোগ তুলে তদন্তের আবেদন করেন। আদালত শুনানি শেষে এই আবেদনটিও ১৯ সেপ্টেম্বর আদেশের জন্য রেখেছিলেন। পরে ১৯ সেপ্টেম্বর এই দুই আবেদনের আদেশের সময় পিছিয়ে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেন আদালত।

১২ সেপ্টেম্বর আইনজীবী গোলাম মাওলা মুরাদ দাবি করেন— পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদনের পর আসামিরা মারমুখি আচরণ করছেন। তাদের নির্দেশে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জেল কোডের তোয়াক্কা না করে কারাগারে বাবুলের কক্ষে প্রবেশ করেন।

তিনি (ওসি) দীর্ঘ সময় ওই কক্ষে তল্লাশির নামে বাদীর জীবনের ক্ষতি করার চেষ্টা করেন। তবে তল্লাশির বিষয়টি ওসি এবং জেল সুপার আনোয়ারুল করিম অস্বীকার করেন।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় জঙ্গিরা জড়িত দাবি করে বাবুল আক্তার মামলা করেন পাঁচলাইশ থানায়। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ হলে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন আরেকটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখায়।

বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেন বাবুলের আইনজীবী। আদালত ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে আদালত বাবুলকে নিজের করা মামলাতেই গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর মধ্যে চলতি বছরের ২৫ জানুয়ারি পিবিআই মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে ওই মামলায় গ্রেপ্তার বাবুলসহ অন্যদের অব্যাহতির সুপারিশ করা হয়। মামলাটিতে পাওয়া সব তথ্য-উপাত্ত বাবুল আক্তারের করা মামলায় একীভূত করতেও আবেদন জানানো হয়।

পিবিআইয়ের অধিকতর তদন্তে বাবুল আক্তারের করা মামলায় তাকেই আসামি করা হয়।


মৌলভীবাজারে বিজিবির বড় সাফল্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান।

তিনি জানান, সরাইল রিজিয়নের অধীন দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের আওতায় ১৩টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। গত ১ নভেম্বর ২০২৫ থেকে অদ্যাবধি পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৭২ জন আসামিসহ ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

কর্নেল তৌহিদ হাসান আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে- যাতে যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধ করা যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।


বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ইলিশ মাছের চালান আটক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের জ্বালা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালান টিতে সাদা মাছের সাথে ঘোষণা বহির্ভূত প্রায় সাড়ে ৩ টন ইলিশ মাছ আমদানি করা হয়েছে। মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্যের চালানের সাথে পরীক্ষণ সুপারেন্টেনডেন্ট এর জোকসাজেস থাকতে পারে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা পচনশীল পণ্য বিবেচনায় নিয়ে অন্যান্য মাছগুলি খালাসের ব্যবস্থা করা হলেও ইলিশ মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল কাস্টমস হাউসের ৩১ নম্বর কাঁচামালের শেডে গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করা হয়। আমদানিকৃত দুটি ভারতীয় ট্রাক (WB25K-3029 ও WB11E-5027) থেকে পণ্য খালাসের সময় সন্দেহ দেখা দিলে বেনাপোল কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা চালানো হয়। কায়িক পরীক্ষায় ঘোষণাপত্রে ‘সুইট ফিস’ বোয়াল, ফলিও ও বাঘাইর মাছ উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজের মধ্যে ৫৪ প্যাকেজে পাওয়া যায় প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঘোষণার সঙ্গে পণ্যের এই স্পষ্ট অমিলের কারণে পুরো চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

পণ্য চালানটির ভারতীয় রপ্তানিকারক ছিল মেসার্স আরজে ইন্টারন্যাশনাল আমদানিকারক বাংলাদশের সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ। উভয় পক্ষের সমন্বয়েই ঘোষণাপত্রে পণ্যের প্রকৃতি গোপন রেখে উচ্চমূল্যের ও নিয়ন্ত্রিত পণ্য কম শুল্কে খালাসের চেষ্টা করা হচ্ছিল বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের প্রকৃত অবস্থার স্পষ্ট অমিল পাওয়া গেছে, যা শুল্ক আইনের গুরুতর লঙ্ঘন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমদানিকারক, সি অ্যান্ড এফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই তদন্তের আওতায় রয়েছে।

তিনি আরও বলেন, কাস্টমসের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি এই ধরনের অনিয়মে জড়িত থাকেন, তদন্তে তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


রাণীনগরের ২ সরকারি ডেইরি খামার প্রকল্প এখন পরিত্যক্ত

* সর্বহারা সদস্যদের পুনর্বাসনের ১ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলায় চরমপন্থী (সর্বহারা) সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার দুটি সরকারি ডেইরি খামার প্রকল্প বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় শতাধিক গরু ও প্রয়োজনীয় সরঞ্জামে সমৃদ্ধ এই প্রকল্পগুলো এখন কার্যত ‘ভূতের বাড়ি’তে পরিণত হয়েছে।

জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামসংলগ্ন খানপুকুর–রাতোয়াল সড়কের পাশে বড়ইতলা নামক স্থানের খাস জমিতে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়।

২০২৪–২০২৫ অর্থবছরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বপ্ন চাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি.-এর নামে ৭৫ লাখ টাকা এবং আশার আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নামে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এই প্রকল্পগুলোর সদস্য ছিলেন উপজেলার চিহ্নিত চরমপন্থীরা, যারা খামারের লভ্যাংশের অংশীদার ছিলেন। প্রকল্প বাস্তবায়ন শেষে ২০২৪ সালের শুরুর দিকে শতাধিক গরু ক্রয়ের মাধ্যমে খামার দুটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী সদস্যরা রাতারাতি গরুসহ খামারের প্রায় সব সম্পদ লুট করে নিয়ে যান। এরপর থেকে খামার দুটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে সেখানে ভবন ও কিছু অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সমিতির সব সদস্য পলাতক থাকায় খামার দেখভালের দায়িত্বেও কেউ নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, জব্বার আলীসহ অনেকে জানান, খামার স্থাপনের পর প্রথমদিকে প্রকল্প দুটি ভালোভাবেই পরিচালিত হচ্ছিল। কিন্তু আন্দোলনের পর সবকিছু লুট হয়ে যাওয়ায় সরকারের কোটি টাকার সম্পদ কার্যত ধ্বংস হয়ে গেছে। নির্জন এলাকায় অবস্থিত হওয়ায় সন্ধ্যার পর পরিত্যক্ত এসব ভবনে মাদক সেবন ও মাদক কারবারীদের আসর বসছে। পাশাপাশি দুষ্কৃতিকারীরা এই স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করে আশপাশের এলাকায় নানা অপকর্ম চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত সরকারি উদ্যোগে প্রকল্প দুটি পুনরুদ্ধার করে নিরাপদ ও সঠিক ব্যবহারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, প্রকল্পটির বিষয়ে অবগত হয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাকৃবি প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক সংগঠন এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার নামে পরিচিত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬ এর গ্র্যান্ড ফিনালে। গাকৃবিতে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান উদ্ভাবনই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আইকিউএসি’র পরিচালনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ সময় হাল্ট প্রাইজ ন্যাশনাল টিম থেকে উপস্থিত ছিলেন রুদ্রনীল মন্ডল। পুরো আয়োজনটি পরিচালনা করেন হাল্ট প্রাইজের গাকৃবি ডিরেক্টর সৃজন পণ্ডিত দিব্য, ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম সিফাত এবং তাদের সংগঠক দল। ফ্রেশ অনন্যার সৌজন্যে মাসব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘হাল্ট প্রাইজের এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের প্রতিফলন। হাল্ট প্রাইজ তরুণদের সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার সাহস দেয় যা অত্যন্ত প্রশংসনীয়।’


ইলিশ ও ক্রেতা সংকটে বড় স্টেশন মাছঘাট

* বেনাপোলে ভারতীয় ইলিশ মাছের চালান আটক * বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায়
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
 দৈনিক বাংলা ডেস্ক 

চাঁদপুরে দেশের অন্যতম প্রধান ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট সংকটের মুখে। গত বছরের জানুয়ারি মাস থেকে ইলিশের সরবরাহ ক্রমশ কমতে শুরু করে। এটি এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। এমনকি ইলিশের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়েনি এ অঞ্চলে। এদিকে গত মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ওদিকে জেলেদের ভাষ্য অনুযায়ী, পদ্মা-মেঘনায় আগের মতো ইলিশের ঝাঁক দেখা যাচ্ছে না। এতে সরাসরি প্রভাব পড়েছে বড় স্টেশন মাছঘাটে। একদিকে যেমন ইলিশের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে, অন্যদিকে তেমনি কয়েকগুণ বেড়েছে দাম। ফলে ক্রেতা সংকটে পড়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা।

বিশেষ করে বর্তমানে ইলিশের মৌসুম না থাকলেও বিগত বছরগুলোতে এ সময় বড়স্টেশন মাছঘাটে প্রতিদিন আনুমানিক ১৫০ থেকে ২০০ মণ ইলিশের সরবরাহ থাকত। কিন্তু এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বর্তমানে দৈনিক সরবরাহ ২০ মনেও পৌঁছাচ্ছে না, যা এ মাছঘাটের ইতিহাসে বিরল।

সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে বর্তমানে ১ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায়। মাঝারি ও ছোট আকারের ইলিশও উচ্চমূল্যে বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তারা ইলিশ কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ইলিশ কিনতে আসা সুমন রহমান বলেন, ‘ইলিশ প্রিয় মাছ হলেও দামের কারণে এখন অপ্রিয় হয়ে উঠছে। বড় স্টেশন মাছঘাটে এসে ইলিশের দাম এতটাই বেশি যে পছন্দমতো বা প্রয়োজন অনুযায়ী কেনা সম্ভব হচ্ছে না। আগে যে দামে মাঝারি আকারের ইলিশ কেনা যেত, এখন সেই টাকায় ছোট মাছও পাওয়া যাচ্ছে না। ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

ইলিশ ব্যবসায়ী মনছুর আহমেন মাহিন বলেন, ‘ইলিশের দাম বেশি হওয়ায় বিক্রি কমছে, ফলে আড়তে লোকসান গুণতে হচ্ছে। এ ছাড়া নদীতে মাছ না থাকায় জেলেরা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। ঘাটে ইলিশ কম আসায় মূলত দাম বেশি। এখনকার বাজারে ১ কেজি ওজনের ইলিশ ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়। আর ১ কেজি ওজনের নিচের ইলিশ ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর ছোট সাইজের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’

আরেক ব্যবসায়ী বিজয় সরকার বলেন, ‘আনসিজনে ইলিশের বিক্রি নেই বললেই চলে। মাছঘাটে ইলিশও কম দামও বেশি। যার কারণে ক্রেতারা ঘাটে আসলেও না কিনে চলে যায়। আমরা ব্যবসায়ীরা চাই ইলিশের সরবরাহ বাড়ুক, আর দামও যাতে নাগালের মধ্যে থাকে।’

ভারতে রপ্তানির খবরে দাম বৃদ্ধির বিষয়টিকে ‘সিন্ডিকেটের চক্রান্ত’ বলে অভিহিত করেছেন এ ক্রেতা। তিনি বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে তাতে ভারতে রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়ার কথা না। এটা কোনো সিন্ডিকেটের চক্রান্ত হতে পারে। এর আগে ভারতে অনেক বেশি ইলিশ গেছে। তারপরও দাম কম ছিল, কিন্তু ইদানীং দাম অনেক বেশি।’

বেনাপোল প্রতিনিধি জানান: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

পণ্য চালানটিতে সাদা মাছের সঙ্গে ঘোষণা বহির্ভূত প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ আমদানি করা হয়েছে। পচনশীল পণ্য বিবেচনায় নিয়ে অন্য মাছগুলো খালাসের ব্যবস্থা করা হলেও ইলিশ বাজেয়াপ্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ৩১ নম্বর কাঁচামালের শেডে গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

আমদানি করা দুটি ভারতীয় ট্রাক (WB25K-3029 ও WB11E-5027) থেকে পণ্য খালাসের সময় সন্দেহ দেখা দিলে বেনাপোল কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা চালানো হয়। কায়িক পরীক্ষায় ঘোষণাপত্রে ‘সুইট ফিস’ বোয়াল, ফলিও ও বাঘাড় মাছ উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজের মধ্যে ৫৪ প্যাকেজে পাওয়া যায় প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঘোষণার সঙ্গে পণ্যের এই স্পষ্ট অমিলের কারণে পুরো চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

পণ্য চালানটির ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরজে ইন্টারন্যাশনাল। আর আমদানিকারক প্রতিষ্ঠান হলো বাংলাদেশের সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ। উভয়পক্ষের সমন্বয়েই ঘোষণাপত্রে পণ্যের প্রকৃতি গোপন রেখে উচ্চমূল্যের ও নিয়ন্ত্রিত পণ্য কম শুল্কে খালাসের চেষ্টা করা হচ্ছিল বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘ঘোষণাপত্রে উল্লিখিত পণ্যের সঙ্গে কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের স্পষ্ট অমিল পাওয়া গেছে। এটি শুল্ক আইনের গুরুতর লঙ্ঘন। আমদানিকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট সি অ্যান্ড এফ এজেন্টের ভূমিকা তদন্তাধীন রয়েছে এবং দোষ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সারিয়াকান্দিতে কেশর আলুর বাম্পার ফলনে কৃষকের হাসি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে কেশর আলুর বাম্পার ফলন হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকরা। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় প্রতি বিঘা জমিতে লাখ টাকার বেশি আয় হচ্ছে তাদের। আলুর পাশাপাশি বীজ বিক্রি করেও বাড়িতে আয় করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর এ উপজেলায় ৫ হেক্টর জমিতে কেশর আলুর আবাদ হয়েছিল। ফলন হয়েছিল হেক্টর প্রতি ২০ থেকে ২২ টন। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা পেড়িয়ে ৭ হেক্টর জমিতে কেশর আলুর আবাদ হয়েছে। সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত কেশর আলু জমিতে রোপণ করতে হয়। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা, ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর (জোড়গাছা), বাঁশহাটা গ্রামসহ বাঙালি নদীর কিনারাযুক্ত জমিগুলোতে কেশর আলু চাষ বেশি হয়েছে। গত বছর ভালো লাভ পেয়ে এ বছর তারা অধিক জমিতে কেশর আলু চাষ করেছেন। এটি চাষ করতে সাধারণত খুবই কম খরচ হয় এবং রোপণের পর পরিচর্যাও কম করতে হয়। সাধারণত দু-একটি চাষ দিয়ে জমিতে কেশর আলুর বীজ বপন করতে হয়। তারপর আর কোনো পরিচর্যা না করলেও চলে। শুধু উত্তোলনের সময় জমি থেকে কেশর আলু উত্তোলন করতে হয়।

সব ফসলের চেয়ে কেশর আলুতে লাভ খুবই বেশি। প্রতি বিঘা জমিতে ৬০ মণের বেশি কেশর আলু পাওয়া যায়। সাধারণত প্রতি বিঘা জমিতে কেশর আলু চাষ করতে মাত্র ১৫ হাজার টাকা খরচ হয়। কেশর আলু চাষ করতে জমিতে কোনো পরিচর্যা নেই বললেই চলে। এ বছর প্রথমের দিকে সর্বোচ্চ ৮০ টাকা কেজি পর্যন্ত কেশর আলু বিক্রি হয়েছে। বর্তমানে ৪০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, গত বছর তারা ৪০ হাজার টাকা মণ দরে কেসুর আলুর বীজ বিক্রি করেছেন। এতে তারা খুবই লাভবান হয়েছেন।

ছাগলধরা গ্রামের এক কৃষক জানান, গত বছর তিনি ১ বিঘা জমিতে আগামভাবে কেশর আলু চাষ করে ২ লাখ টাকার বেশি কেশর আলু বিক্রি করেছেন। এ বছর তিনি তা বাড়িয়ে ২ বিঘা জমিতে কেশর আলু আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় তার জমিতে আলুর বাম্পার ফলন হয়েছে।

সোনাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন ও মোস্তা প্রামাণিক জানান, তারা দুই ভাইসহ এলাকার অনেকেই কেশর আলু চাষ করে আসছেন। এ বছর কেশর আলুর ফলন ভালো হলেও উঠাতে বিলম্ব হওয়ায় অধিকাংশ আলু ফেটে গেছে। এতে কম দামে বিক্রি করতে হচ্ছে। ভালো আলু প্রতি কেজি ৪০ টাকা বিক্রি করতে পারলেও ফেটে যাওয়া আলু মাত্র ২০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘গত কয়েক বছর ধরেই কৃষকরা কেশর আলু চাষ করে লাভবান হচ্ছেন। কেশর আলু ভিটামিন সি, আঁশ, শর্করা, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে, এবং এতে থাকা অ্যান্টি-ক্যান্সার উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এটি মিষ্টি ও ঠাণ্ডা স্বাদের হওয়ায় কাঁচা বা রান্না করে খাওয়া যায় এবং ডায়াবেটিস রোগীর জন্যও উপকারী।


উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গত ১২ জানুয়ারি’২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র আওতাধীন ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকায় অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, দনিয়া টিবিএস হতে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএস গামী উচ্চচাপ বিশিষ্ট ১৬"X১৫০ পিএসআইজি মেইন লাইন হতে অবৈধভাবে ২" লাইনের মাধ্যমে সংযোগ নিয়ে এলাকাবাসী অবৈধভাবে আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছে। উক্ত অবৈধ লাইনটি উচ্চচাপ বিশিষ্ট বিতরণ লাইন হতে গ্রহণ করায় যে কোনো মুহূর্তে বিস্ফোরণসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই বিশেষ অভিযানে অবৈধ বিতরণ লাইন উত্তোলনকালে কিছু উশৃঙ্খল লোকজন জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং অবৈধ লাইন উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে। এ সময় তারা উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ তিতাস গ্যাস কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ভাংচুর করাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন হতে অবৈধভাবে ব্যবহৃত লাইন উচ্ছেদ ব্যতিরেকে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

এমতাবস্থায়, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত উচ্চচাপ বিশিষ্ট ১৬"X ১৫০ পিএসআইজি বিতরণ লাইন হতে সংযোগকৃত ২" অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকাবাসীকে অনুরোধ করা হলো। উক্ত উচ্চচাপ বিশিষ্ট অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ গ্রহণের জন্য কোন দূর্ঘটনা/জানমালের ক্ষতি হলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোন দায় বহন করবে না। উক্ত উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনসহ অপরাপর সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট এলাকার আপামর জনগন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা কামনা করা হলো।


মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা: দুই ছেলে গ্রেফতার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক লোমহর্ষক ও অমানবিক ঘটনার জন্ম দিয়েছে দুই পাষণ্ড সন্তান। জমি বিক্রির টাকা না দেওয়ায় জন্মদাতা মা ও বাবাকে মারধর করে বাড়ির উঠানে কবর খুঁড়ে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ছেলে রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতি দীর্ঘদিন ধরে তাদের বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানার দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। গত রবিবার (১১ জানুয়ারি) জমি বিক্রির টাকার ভাগ নিয়ে ছেলেদের সঙ্গে বাবা-মায়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই ভাই মিলে তাদের বৃদ্ধ মা-বাবাকে বেধড়ক মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে তারা বাড়ির উঠানে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করে এবং মা-বাবাকে সেখানে জীবন্ত মাটি চাপা দেওয়ার প্রস্তুতি নেয়।

জীবন বাঁচাতে সত্তার মোল্লা ও আসমা বেগম চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের হস্তক্ষেপে ওই দম্পতি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান। প্রতিবেশী আক্কাস ভূঁইয়া জানান, ছেলেদের কবর খোঁড়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান এবং সত্যিই উঠানে গর্ত খোঁড়া অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের ভাষ্যমতে, সম্পত্তির লোভে এই দুই ছেলে দীর্ঘদিন ধরেই তাদের বাবা-মায়ের ওপর অত্যাচার চালিয়ে আসছিল।

ভুক্তভোগী মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, যে সন্তানদের অনেক কষ্ট করে বড় করেছেন, আজ তারাই তাদের ভরণপোষণ দেয় না। তারা এখন সরকারের দেওয়া একটি ঘরে বসবাস করছেন। অথচ জমি বিক্রির সামান্য টাকার জন্য ছেলেরা তাদের মারধর করে জীবন্ত কবর দিতে চেয়েছিল। বাবা সত্তার মোল্লা জানান, ছেলেদের এই অমানবিক আচরণের বিচার চেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সত্তার মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেফতার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিতা-মাতার ওপর এমন বর্বরোচিত হামলার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


গোপালগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। গত শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও আদালতের নির্দেশনার বিষয়ে জানা গেছে, গত সোমবার ট্রাইব্যুনালের বিচারক ভুক্তভোগীর অভিযোগটি আমলে নিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করার এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশের বিষয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন, আদালতের আনুষ্ঠানিক আদেশ হাতে পাওয়ার পরপরই এ বিষয়ে পরবর্তী কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং এক সন্তানের জননী। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে আটক করে এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র ধরিয়ে দিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার খায়েরহাট গ্রামের খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) এবং জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা শুরু হবে এবং ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ প্রশাসন সচেষ্ট থাকবে।


এলপিজি সিলিন্ডারে সিন্ডিকেট, হাত ঘুরলেই বাড়ছে দাম

*অনেক দোকানেই ঝুলছে এলপি গ্যাস নেই লেখা নোটিস *দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের
আপডেটেড ১৪ জানুয়ারি, ২০২৬ ০২:০৬
নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে চাহিদার অর্ধেকও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মিলছে না। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাতসংশ্লিষ্টদের মতে, ঋণপত্র (এলসি) খোলার জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও সময়মতো সরকারি অনুমতি না পাওয়ায় তৈরি হয়েছে নজিরবিহীন এই সংকট।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের অনেক দোকানেই ঝুলছে-‘এলপি গ্যাস নেই’ লেখা নোটিস। গ্যাসের তীব্র সংকটের মধ্যেই বাজারে চলছে লাগামহীন দাম বাড়ানোর প্রবণতা। অনেক ক্ষেত্রে সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন সিন্ডিকেটের বেড়াজালে আটকে গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের। তাও সব জায়গায় মিলছে না।
ভোক্তাদের অভিযোগ, এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। কেউ কেউ ফোন দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না। সরকারি দামে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩০০ টাকা হলেও বাজারে এখন ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। অথচ এই বাড়তি দাম নিয়ন্ত্রণে দেখার কেউ নেই।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, সিলিন্ডার থাকলেও সব বোতল খালি। তাই বাধ্য হয়েই দোকানে ‘গ্যাস নেই’ বোর্ড টানাতে হচ্ছে।
সংকটের প্রভাব পড়েছে শুধু বাসা-বাড়ির রান্নাবান্নায় নয়, এলপিজি বা অটোগ্যাসনির্ভর পরিবহন খাতেও। কোথাও অটোগ্যাস স্টেশন বন্ধ, আবার কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়েছে গ্যাস নেয়ার জন্য। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও গ্যাস পাচ্ছেন না।

অটোগ্যাস ব্যবহারকারীরা জানান, দাম বাড়ার পর থেকেই এই সংকট চলছে। কোনো স্টেশনে গেলে লাইন দিয়ে আটকে রাখা হচ্ছে, আবার অনেক জায়গায় জানিয়ে দেওয়া হচ্ছে-গ্যাস নেই, স্টেশন বন্ধ।
ব্যবসায়ী সমিতির তথ্যমতে, দেশে মাসিক এলপিজির চাহিদা এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টন। অথচ বর্তমানে সরবরাহ হচ্ছে চাহিদার মাত্র ৪০ শতাংশ। সাড়ে ৫ কোটি সিলিন্ডারের বিপরীতে মাসে রিফিল হচ্ছে মাত্র সোয়া কোটি। অন্যদিকে যানবাহনে যেখানে মাসিক চাহিদা প্রায় ১৫ হাজার মেট্রিক টন, সেখানে সরবরাহ মিলছে মাত্র ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন।
খাতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজ সংকট, ঋণপত্র খোলার জটিলতায় একাধিক কোম্পানির উৎপাদন বন্ধ এবং আমদানি বাড়াতে আবেদন করেও সময়মতো জ্বালানি বিভাগের অনুমতি না পাওয়া-সব মিলিয়েই এই নজিরবিহীন সংকট তৈরি হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশীদ বলেন, দেশে মোট ২৮টি লাইসেন্সপ্রাপ্ত এলপিজি কোম্পানি রয়েছে। এর মধ্যে নিয়মিত আমদানি করতে পারতো সাত থেকে আটটি কোম্পানি। বাকি ২০টির বেশি কোম্পানি বিভিন্ন জটিলতায় আমদানি করতে পারেনি। ফলে দীর্ঘদিন ধরেই এ খাতে একটি চ্যালেঞ্জ ছিল। তবে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করলে সব কোম্পানি আমদানি করতে পারবে এবং তখন এলপিজিতে উদ্বৃত্ত তৈরি হবে।
তবে তীব্র এই সংকটের প্রেক্ষাপটে সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাদের আশা, এসব সিদ্ধান্ত কার্যকর হলে আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সবশেষ গত ৪ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে সেই গ্যাসই এখন নগর থেকে গ্রাম-সবখানেই বিক্রি হচ্ছে ২ হাজার টাকার ওপরে।
এলপিজি ব্যবসায়ীদের মতে, এই দামের পেছনে রয়েছে জটিল সরবরাহ ব্যবস্থা। সেফটেক এনার্জি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লিয়াকত আলী বলেন, এলপিজি পুরোপুরি আমদানিনির্ভর একটি পণ্য। আমদানি হওয়ার পর ভোক্তার হাতে পৌঁছাতে এলপিজিকে দুই থেকে তিনটি ধাপ পার হতে হয়।
তিনি বলেন, কোথাও সিলিন্ডার সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে যায়, কোথাও অপারেটরের মাধ্যমে ডিস্ট্রিবিউটর কিংবা ডিলারের কাছে পৌঁছায়, আবার কোনো ক্ষেত্রে অপারেটর সরাসরি শেষ ব্যবহারকারীর কাছেও সরবরাহ করে। ফলে একক কোনো পদ্ধতিতে এলপিজি ভোক্তার কাছে পৌঁছায় না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সমালোচনা করে লিয়াকত আলী বলেন, এলপিজি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সরকার ও অপারেটরদের। বাংলাদেশে প্রতি মাসে কত এলপিজি প্রয়োজন, সে বিষয়ে আগাম পরিকল্পনা থাকলে এই সংকট তৈরি হতো না। অপারেটরদের এলসি জটিলতা বা জাহাজ সংকটের সময় সরকার যদি আর্থিক সহায়তা কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট অনুমোদনে সহযোগিতা করত, তাহলে সরবরাহে এই শূন্যতা তৈরি হতো না।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেলিম খান বলেন, ভোক্তা অধিদপ্তরের অভিযান দেশের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যা সংকট পরিস্থিতিকে আরও তীব্র করছে। এর প্রভাবে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে, সরকার যদি আমদানির প্রক্রিয়া সহজ করে এবং নীতিগত সহায়তা দেয়, তাহলে আগামী মাসেই সংকট কাটতে পারে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, জানুয়ারিতে আমদানি করা গ্যাস ফেব্রুয়ারিতে এসে পৌঁছাবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে নীতিগত সহায়তা না পেলে এই সংকটের দায় ব্যবসায়ীরা নিতে পারবে না।


অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে।

প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে এটি স্পষ্ট যে, অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না। অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে বাহিনী সর্বদা আপসহীন।


গাইবান্ধায় ডিভাইস জালিয়াতি: ২ দিনের রিমান্ডে ২৬ আসামি

শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ৫২, মামলা ৫৫ জনের বিরুদ্ধে
আপডেটেড ১৩ জানুয়ারি, ২০২৬ ১৯:০৫
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় দায়ের করা সদর থানার মামলায় আটক ২৬ জন আসামির প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহান আসামিদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি সূত্র জানায়, রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিভাইস সরবরাহকারী, পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করা মধ্যস্থভোগী, প্রশ্ন সমাধানকারী এবং বাইরে থেকে রিয়েল-টাইম সাপোর্ট দেওয়া ব্যক্তিদের শনাক্তে জোর তদন্ত চালানো হবে। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ের যোগাযোগব্যবস্থা, অর্থ লেনদেন এবং ডিভাইস সংগ্রহের উৎস খতিয়ে দেখা হবে।

জানা গেছে গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলায় মোট আসামি ৪০ জন। এর মধ্যে ২৬ জন পুরুষ আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। ১১ নারী আসামিদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় এবং শিশু সন্তানের বিষয়টি মাথায় রেখে রিমান্ড আবেদন করা হয়নি। মামলার তিন আসামি এখনো পলাতক রয়েছে।

গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার দিন গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক হওয়া পরীক্ষার্থী ও জালিয়াতি চক্রের সদস্যসহ মোট ৫৫ জনের বিরুদ্ধে জেলার তিন থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পলাশবাড়ী থানায় তিনটি, গাইবান্ধা সদর থানায় একটি এবং ফুলছড়ি থানায় একটি মামলা হয়েছে। একই ধরনের অপরাধে একাধিক ঘটনায় দায়ের হওয়া এসব মামলায় আলাদা আলাদা তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। এর মধ্যে গাইবান্ধা সদর থানার মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার দিন আটক হওয়া পরীক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পরীক্ষার্থীদের সঙ্গে আগেই পরিকল্পিত চুক্তি, ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ, বাইরে বসে প্রশ্ন সমাধান এবং নির্দিষ্ট লোকেশন থেকে রিয়েল-টাইম সাপোর্ট দেওয়ার প্রমাণ মিলেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পুরো চক্রকে আইনের আওতায় আনতেই এই রিমান্ড।

মামলায় বলা হয়, জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র থেকে অভিযুক্তদের আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ১৯টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ীর ৩টি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়। এসব ঘটনায় পরদিন (১০ জানুয়ারি) আটক ৫২ জনসহ মোট ৫৫ জনের বিরুদ্ধে তিন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার বাদী হন দুই উপজেলার চার কেন্দ্র সচিব এবং গাইবান্ধা সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণ কুমার দাশ দৈনিক বাংলাকে জানান, পাঁচ মামলায় মোট আসামি করা হয় ৫৫ জনকে।

ঘটনাগুলো সুষ্ঠু ও অধিকতর তদন্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। রিমান্ডের মাধ্যমে প্রকৃত মূলহোতাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৮ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক আদেশে জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। ওইদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

আগেও গাইবান্ধায় ধরা পড়েছিল ডিভাইস চক্র: পুনরাবৃত্তি হওয়া ডিভাইস জালিয়াতি নিয়ে উদ্বেগ:

এর আগেও একাধিকবার গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির ঘটনা ধরা পড়ে। সর্বশেষ ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির অভিযোগে র‍্যাব ৩৮ জনকে আটক করে। ওই সময় পরীক্ষার্থী ও বহিরাগতসহ একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। অভিযানে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস, ১৬টি মোবাইল ফোন, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ১১ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। একই কার্যালয়ে ২০২৩ সালের ২৫ অক্টোবর চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায়ও ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থী আটক হন।

একাধিকবার প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ডিভাইস জালিয়াতির ঘটনা সামনে আসায় নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রিমান্ডেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি মূলহোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়, তবে ভবিষ্যতে এমন সংঘবদ্ধ জালিয়াতি দমন করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলার সাথে গাইবান্ধাতেও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার ৪৩টি কেন্দ্রে ৪০০-এর অধীক শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৬৮৮ জন।


সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৬

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারীসহ তিনজন নিহতের ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করেন। ছবি : দৈনিক বাংলা।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন, গোপালগঞ্জে একজন, সাতক্ষীরায় এক স্বেচ্ছাসেবী ও নোয়াখালীর কবিরহাটে এক যুবক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত;

মাদারীপুর প্রতিনিধি জানান: ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাদারীপুর তাতীবাড়ী অংশে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপরে এ দুর্ঘটনার ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিররণে জানা যায়, মাদারীপুর টেকেরহাট বন্দর থেকে একটি কাভার্ড ভ্যান বরিশালের উদ্দেশে রওনা হয়ে তাঁতীবাড়ী নামক স্থানে পৌঁছালে একই সড়কে চলা একটি যাত্রীবাহী ভ্যান রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে তখন ওই এলাকার বিক্ষুব্ধ বাসিন্দাদের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে, তারা টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেড তৈরি করলে সড়কের উভয় দিকে প্রায় ৩ ঘণ্টা যাববাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বরিশাল অঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা-খুলনা-ফরিদপুর অঞ্চল থেকে বরিশালমুখী হাজার-হাজার যাত্রীরা বিপাকে পড়েন। কিছু যানবাহন বিকল্প পথে যাতায়াত করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায়ও মামলা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান: জেলার কোটালীপাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কাশেম মোল্যা (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মোল্যা জেলার কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকার রাজ্জাক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী কাশেম মোল্যা সৌদি আরব থেকে কিছুদিন আগে বাড়িতে আসেন। গতকাল মঙ্গলবার সকালে শখের বশে তার ভাই হোসেন আলী মোল্যার ইজিবাইক নিয়ে কাশেম মোল্যা চালাতে যান। একপর্যায়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পানির মধ্যে পড়ে যায়। স্থানীয়রা কাশেম মোল্যাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান:

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সরদার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি হাজরাকাটি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার উপজেলার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

মানবিক ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি।

তালা থানার ওসি শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নোয়াখালী প্রতিনিধি জানান: ‎নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক যুবক। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত, বিপ্লব চন্দ্র শীল (৩৮), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। আহত -পলাশ চন্দ্র শীল (৩৫), চট্টগ্রামের মিরসরাইয়ের রাজাপুর গ্রামের মন্টু চন্দ্র শীলের ছেলে।

‎নিহত বিপ্লব চন্দ্র শীল মেটলাইফ ইন্স্যুরেন্স বসুরহাট শাখার কর্মকর্তা ছিলেন।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব চন্দ্র শীল ও পলাশ চন্দ্র শীল কবিরহাট থেকে মোটরসাইকেলযোগে বসুরহাট যাওয়ার পথে গলাকাটা নামক স্থানে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে কভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।

‎স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।

‎কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঞা বলেন, ‘দুর্ঘটনার খবর শোনেছি। একজন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেক জনের অবস্থাও গুরুতর। তারা দুজনেই মোটরসাইকেলে ছিলেন। কভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।’


banner close