বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ব্যবসায়ী নিহত

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান চালান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
২৯ মার্চ, ২০২৩ ২০:৪০
প্রতি‌নি‌ধি, মাদারীপুর
প্রকাশিত
প্রতি‌নি‌ধি, মাদারীপুর
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩ ২০:৩৯

মাদারীপুরের শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুমিনুর রহমান (৫৫) শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি হলেন শাহাদাত হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে একটি প্রাইভেটকার নিয়ে মমিনুর রহমান মাদারীপুর থেকে শিবচর আসছিলেন। পথে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে উত্তর বহেরাতলা ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মুমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হো‌সেন ব‌লেন, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে, ক্ষ‌তিগ্রস্ত মাইক্রোবাস‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে।


ভাগ্না-ভাগ্নীর রেজাল্টে স্কুলে হাতি নিয়ে মামা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৬
মৌলভীবাজার প্রতিনিধি

ভাগ্না-ভাগ্নীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ শুনার আনন্দে হাতি নিয়ে স্কুলে হাজির মামা। স্কুলের আঙ্গিনায় হাতির পিঠে উঠে আনন্দ উপভোগ করেন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিবাবক। বাড়তি আনন্দ উপভোগ করতে থাকেন একে একে সবাই। প্রায় সময় মৌলভীবাজারে রাস্তায় হাতি নিয়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে আনন্দ দেন হাতির মালিক সালমান। কমলগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে দেখা যায় এমন চিত্র।

হাতির মালিক সালমান বলেন, ‘আমাদের ২টা হাতি। প্রায় সময় আমি ও মাহুত এভাবে ঘুরে ঘুরে সবাইকে আনন্দ দেই। তবে কারো কাছ থেকে আমরা টাকা নেই না। স্থানীয় পৌর এলাকায় প্রতিষ্টিত কমলগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেনে আমার ভাগিনা পড়াশোনা করে। তাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে জেনে আমি মাহুতের সহযোগীতায় হাতিকে নিয়ে সেখানে যাই। রেজাল্ট প্রকাশ হয়। ছোট ছোট বাচ্চারা স্কুলের বাহিরে বের হয়। তখন তাদেরকে হাতির মাধ্যমে বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে আনন্দ দেই। পরে আমার ছোট ভাগিনাকে হাতির উপড়ে বসে বাড়িতে নিয়ে আসি। আসার পথে শত শত মানুষ হাতি ও আমাদের ছবি তুলতে ব্যস্ত সময় পাড় করে। তিনি আরও বলেন,আমরা হাতিকে বিভিন্ন জায়গায় সার্কাস ও গাছ টানার কাজে ব্যবহার করে থাকি।’

আম্বিয়া কিন্ডার গার্টেন শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, আসলে এখন হাতির সংখ্যা খুব কম দেখা যায়। এক সময় হয়তো বিলুপ্ত হয়ে যাবে। আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন ছিল আজ। প্রায় সময় দেখি সখের বসে হাতির মালিক ঘুরে ঘুরে সাধারণ মানুষদের আনন্দ দিয়ে থাকেন। উনার ভাগনী ও ভাগিনা আমাদের স্কুলে পড়াশোনা করেন। তাদের ও রেজাল্ট জানানো হয়। সেই আনন্দের খবর শুনে তিনি হাতি নিয়ে আমাদের স্কুলে হাজির হন। তখন আমাদের বাচ্চারা রেজাল্টের পাশাপাশি বাড়তি আনন্দ উপভোগ করেন।

বিষয়:

বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ডুলহাজারা ইউনিয়নের মাইজ পাড়া সৌদি প্রবাসী নাছির উদ্দিনের দুই সন্তান আব্দুর রহমান (৮) ‍ও সাবা আক্তার (৬)। এতে গুরুতর আহত হয়ে প্রবাসী নাছির উদ্দিনের এক ভাতিজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ডুলহাজারা এলাকায় দুই শিশু তাড়াহুড়ো করে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

বিষয়:

ধামরাইয়ে বাসচাপায় ২ পথচারী নিহত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম সোহেল পারভেজ (৩২), বাড়ি টাঙ্গাইল জেলায়। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘সকাল সোয়া ৯টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাই।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, ‘আমি যতটুকু শুনেছি, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানারোড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের আরেকটি বাস এটিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় আইল্যান্ড ঘেঁষে অপেক্ষারত তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের একটি বাস আটক করে ভাঙচুর চালিয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।’


নাটোরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৬
নাটোর প্রতিনিধি

নাটোরে গুলিসহ একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের সামনে অভিযান চালিয়ে তারা মোটরসাইকেলসহ দাঁড়িয়ে থাকা দুই যুববকে সন্দেহ হলে তল্লাশী করে। তল্লাশীকালে রিয়াজুল ইসলাম অন্তরের কোমর থেকে গুলি ভর্তি একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিস ইয়াবা উদ্ধার এবং তাদেরকে আটক করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিকভাবে আটককৃতরা জানান, অস্ত্র ও মাদক বিক্রির জন্য তারা এগুলো তাদের কাছে রেখেছিল।

বিষয়:

স্ত্রীর পরকীয়ার কারনে স্বামীর আত্মহত্যা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১৮:০১
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় গলায় পেঁচিয়ে মোস্তফা কামাল (৪২) নামে এক ব্যবসায়ী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

আজ বুধবার দুপুরে উপজেলার ফলদা ঘোনাপাড়া থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোস্তফা কামাল ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কামাল ও স্ত্রী রুনা খাতুনের একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার স্ত্রীর পরকীয়া আসক্ত হওয়া নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এতে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন কামাল। গতকাল মঙ্গলবার রাতের কোনো সময় শশুর বাড়িতে এসে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই সাজেদুল করিম বলেন, ‘কামাল হতাশাগ্রস্থ হয়ে তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিতে পারে বলে আমরা ধারণা করছি।’

এ বিষয়ে ফলদার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:

বড় ভায়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

ব্যবধান মাত্র ১ ঘণ্টা
মৃত ভাইযুগল। ছবি:দৈনিক বাংলা
আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৪
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় এক পরিবারে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে গিয়ে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের।

গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন বড়ভাই আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতা (৮৩)। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হলে মৃত ভাইকে দেখতে যান ছোটভাই জহুরুল ইসলাম তালুকদার (৭৮)। সে রাতেই ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।

মৃত আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম ও মৃতের ছোটভাই গোলকপুর ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতা বনবাড়িয়া গ্রামের একজন গর্বিত কৃতিসন্তান। তিনি বনবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ, নূরানী মাদরাসা ও কবরস্থানের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তার ছোট ভাই জহুরুল ইসলাম এলাকায় শ্রদ্ধেয় ব্যক্তি।

চেয়ারম্যান বলেন, আজ বুধবার সকাল ১১টায় স্থানীয় বনবাড়িয়া নূরানি মাদরাসায় মৃতদের জানাজা শেষে বনবাড়িয়া কবরস্থানে তাদের দাফন করা হয়।

বিষয়:

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৩
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যালিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প ১৭ ও ১৫ তে এ ঘটনা ঘটে। এতে পৃথক স্থানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহতরা হলেন ১৭ নম্বর ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫)। তিনি আরসা সদস্য বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জোবায়ের (১৬) ও ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭)। তারা দুজনও আরএসও সদস্য বলে ধারণা করছে আইশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও ক্যাম্পের একাধিক সূত্র বলছে, গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় ১০ থেকে ১২জন আরসা সদস্য একত্রিত হয়ে ১৭ নম্বর ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেমের মাথায় ২ রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন কাসেম।

এ ঘটনার পর ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকায় আরএসও সদস্যদের লক্ষ্য করে ১২ থেকে ১৩ রাউন্ড গুলি চালায় আরসার সদস্যরা। এতে আরএসও সদস্য জোবায়ের ও জয়নাল নিহত হন।

এরআগে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ তে ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে ক্যাম্পে ২৪ ঘন্টায় ৪ জন নিহত হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ক্যাম্প ১৫ এবং ক্যাম্প ১৭ এলাকায় আরসা ও আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ধে এসব হত্যাকান্ড ঘটছে। তবে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণত রোহিঙ্গারা নিরাপদে রয়েছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ মাসে নিহত ৫৬ রোহিঙ্গার মধ্যে ১৭ রোহিঙ্গা মাঝি (নেতা), ২১ আরসা সদস্য, ৩ আরএসও সদস্য ও ১ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। খুন হওয়া অন্যরা সাধারণ রোহিঙ্গা।


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৮:১১
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী রাসেল (২০) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।

নিহত আওলাদ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশে নামক স্থানে আসলে একটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে নিহত হন আওলাদ। মোটরসাইকেলে পেছনে বসা রাসেল গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগা গাড়িটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

প্রতীকী ছবি
আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৯
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ তে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


মাজারের দিঘী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৩
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজারের পাশের দীঘি থেকে প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দীঘিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ভোলা পেশায় ভ্যানচালক। তিনি কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। কয়েক দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

তার গায়ে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে তার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা জুথি জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি দীঘির ঘাটে থালাবাসন ধোয়ার জন্য গেলে অনেক দূরে একটি মরদেহ ভাসতে দেখেন তিনি।

ওসি আজিজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহটির বেশিরভাগ অংশ পঁচে গেছে। পুলিশ অনুমান করছে পাঁচ থেকে ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ওসি আরও বলেন, ‘নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও তার ভাই থানায় এসে মৃতের শরীরে কাপড় দেখে তাকে তাকে শনাক্ত করেছেন তার বাবা। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিষয়:

চট্টগ্রামে হেলে পড়েছে ৩ তলা ভবন

আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:২১
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি তিন তলা ভবন আংশিক হেলে পড়েছে।

মঙ্গলবার নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনটির পূর্বদিকে সিটি করপোরেশনের খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাজ করছে সিডিএ। এতে ভবনের পূর্বদিকে পাইলিংয়ের মাটি সরে গেছে। পাশে আরেকটি তিনতলা ভবন আছে। দুই ভবনের খুব অল্পই খালি জায়গা, ৬ ইঞ্চির মতো হবে।’

তিনি বলেন, ‘ভবনটি উত্তর দিকে হেলে গেছে বলে মনে হচ্ছে। তবে অন্য ভবনের সঙ্গে লাগেনি। আনোয়ারের ভবন নামের তিন তলার ওই ভবনে চারটা পরিবার বসবাস করে। যেহেতু আমরা কোনো স্ট্রাকচারাল ক্ষতি পাইনি তাই বাসিন্দারা এখনও ভবনেই আছে। বিশেষজ্ঞদের পরামর্শ পেলে তাদের সরিয়ে নেওয়া হবে। আপাতত তাদের সতর্ক করা হয়েছে।’

বিষয়:

গাইবান্ধায় মাদ্রাসার খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

ছবি: দৈনিক বাংলা।
আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:২৯
প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা জেলা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হওয়া ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন।

শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হলে একইদিন সকালে তাদের হাসাপতালে ভর্তি করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

আবাসিক মেডিকেল অফিসার এএসএম রুহুল আমিন বলেন, ‘সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ১৬ জন শিক্ষার্থী ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, তাদের ফুড পয়জনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।’

ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান মুঠোফোনে দৈনিক বাংলাকে বলেন, ‘মাদ্রাসায় প্রায় ২০০ জন শিক্ষার্থী আবাসিকে থাকে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকজনের ডায়রিয়ার সাথে বমিও করে। পরে আমরা স্যালাইনসহ প্রাথমিক ওষুধ খাওয়াই। তারপরেও কন্ট্রোল না হওয়ায় আমরা সকালে তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবদের খবর দিয়েছি।’

বিষয়:

আগুনে পুড়ল মেয়রের গাড়িসহ ১১টি যান

ছবি: দৈনিক বাংলা।
আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:২২
নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পৌরসভার গাড়ি রাখার গ্যারেজে আগুন লেগে মেয়রের গাড়িসহ আরও ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মিজানুর রহমান জানান, আজ ভোর ৪টার দিকে পৌরসভা ভবনের পাশে অফিসের গাড়ি রাখা একটি গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দূর্ঘটনাকবলিত স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গ্যারেজের ভেতর রাখা মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের একটি ব্যক্তিগত গাড়িসহ, দুটি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও আটটি ইজিবাইক পুড়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার মূল কারন এখনো জানা যায়নি।

বিষয়:

banner close