বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ফেনীতে মা-ছেলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
আপডেটেড
৫ জুন, ২০২৩ ১৫:২৭
প্রতিনিধি, ফেনী
প্রকাশিত
প্রতিনিধি, ফেনী
প্রকাশিত : ৫ জুন, ২০২৩ ১৫:০৫

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে হাজেরা খাতুন মনি (২৭) নামে এক নারী ও ইমরান হোসেন ইয়ামিন (৬) নামে তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ইরফান হোসেন আরাফাত (৩) নামে তার আরেক ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়নের আহমদপুর কাজীকোনা এলাকার বাড়ি থেকে হাজেরা ও ইয়ামিনের মরদেহ দুটি উদ্ধার করা হয়। হাজেরা ওই এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই নারী তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য (মেম্বার) কামাল উদ্দিন স্বজনদের বরাত দিয়ে জানান, বেশ কিছুদিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারে কলহ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী হাজেরার ঝগড়া হতো। কলহের জের ধরে হাজেরা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আর আরাফাতকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মা-ছেলের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:

এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে: মোমেন

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ২০:২৮
সিলেট ব্যুরো

এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। এতে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

মোমেন বলেন, কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সঙ্গে আছে কি না সেটাই দেখার বিষয়।

সিলেট-১ আসনে এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মোমেন। গত নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর এ কে আব্দুল মোমেন আরও বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে।

তিনি দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন সিলেট-১ আসনের বর্তমান সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।


নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১৭:০৩
নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে চালক জাহিদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু সহযাত্রী ঈমন আলী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান পাশ্ববর্তী লালপুর উপজেলার শোভ গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত ঈমন আলী একই গ্রামের সুজন আলীর ছেলে। তারা দুজনই বাগাতিপাড়া বিএম কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, দুই বন্ধু জাহিদ ও ঈমন একটি মোটর সাইকেলে এবং অপর একটি মোটরসাইকেলে তাদের আরও দুই বন্ধু কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে জাহিদ তার বাইকটি অতিরিক্ত গতিতে চালাতে শুরু করলে মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান নিহত হন এবং ঈমন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা সেখান থেকে ঈমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ও খবর পেয়ে জাহিদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়ীতে নিয়ে আসেন।

বিষয়:

নওগাঁয় অন্যায্য দামে গরুর মাংস বিক্রি

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১৬:৫২
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অন্যায্য দামে গরুর মাংস বিক্রি করায় চারজন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মূল্য তালিকা দেখাতে না পারায় একজন সবজি বিক্রেতাকে আরও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর শহরে মাংসের বাজারে এক তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

তিনি জানান, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এ বাজারে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখেন তারা। ফলে ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘরকে ১ হাজার টাকা, মিজানুর গোস্ত ঘরকে ১ হাজার টাকা, নিউ মিট স্টোরকে ১ হাজার টাকা ও ভাই ভাই মিট স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করে তারা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা।

বিষয়:

মানিকগঞ্জে ৯ ডাকাত গ্রেপ্তার

আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১৬:১৭
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৯ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের করে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করার বিষয়াটি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

ঘটনার পরের দিন প্রবাসীর স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি ডাকাতির মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্নস্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে।

প্রবাসীর স্ত্রীর করা একটি এজহারপত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাতে সিংগাইরের ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার প্রবাসী জুয়েল রানার বাড়িতে প্রবেশ করে ৯ থেকে ১০জনের একটি ডাকাত দল। তারা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে ৩৩.১৪ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপা, সৌদি রিয়াল, মোবাইল ফোনসহ প্রায় ৩৫ লাখ ১৮ হাজার টাকা মূলের মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আদাজ খান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ৩৫ হাজার টাকা দামের একটি টিভি, ১৪ আনা স্বর্ণালংকার ও ২০ ভরি রুপা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতিতে ব্যবহার করা দুটি রাম দা, একটি শাবল, একটি কাটারসহ সাতটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একজন ডাকাত এখনো পলাতক আছেন তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিষয়:

নওগাঁয় গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৯ নভেম্বর, ২০২৩ ১৪:১৭
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে দুজন গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা এক ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ে তারা।

আজ বুধবার ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ঝাড়ঘড়রিয়া এলাকার সোহেল রানা (৩৪) ও শাহপুর এলাকার রিপন (৩৫)।

র‌্যাব-৫ জয়পুরহাট ফাঁড়ি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনতেন রিপন। জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে অর্থ যোগাতেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সোহেল রানার গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেলের ছিটের নিচে লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠক হোসাইনকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ২১:০৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার আমিনবাগ গেট বাঁশেরপুল এলাকার বাসিন্দা হোসাইন আহমেদ (২৫)। তিনি একজন সংগঠক ও স্বেচ্ছাসেবী। দীর্ঘদিন থেকে তিনি ফোরাম এসডিএ, উইন্টার প্রোজেক্ট, হিমু পরিবহন, আশার আলো সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন।

তিনি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (এভিএম) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১২ লাখ টাকা; কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই তার পরিবারের। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

হোসাইন গত ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভারতে নিয়ে দ্রুত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

হোসাইনকে আর্থিক সহযোগিতা করতে পারেন নিচের মাধ্যমগুলোতে

প্রাইম ব্যাংক শেরপুর, বগুড়া শাখা

  • অ্যাকাউন্টধারীর নাম: কারু (Karu)
  • অ্যাকাউন্ট নম্বর: ২২২৪১৭৯০০৪৭১১
  • সুইফট কোড: PRBLBDDH
  • রাউটিং নম্বর: ১৭০১০২৭৪৬

ইসলামী ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা

  • অ্যাকাউন্টধারীর নাম: কারু (Karu)
  • অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৭১৭০১০০০০৯৯০১
  • সুইফট কোড: IBBLBDDHFRD
  • রাউটিং নম্বর: ১২৫২৭৩২২০

বিকাশ/নগদ (মার্চেন্ট অ্যাকাউন্ট)

  • পেমেন্ট নম্বর: ০১৩২২৬৬৩৬৩৬

বিকাশ/নগদ (হোসাইনের ব্যক্তিগত অ্যাকাউন্ট)

  • অ্যাকাউন্ট নম্বর: ০১৯১৪৩৩৪০০৪

যেকোনো প্রয়োজনে রায়হান (০১৯৫৩৬১৯৪১৯), আশিক (০১৬১০২১৭০৬৪) ও তপুর (০১৫৬৮১০৯৯৫৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


রাস্তার পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী ছবি
আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ১৬:৪১
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় রাস্তার পাশে পড়ে থাকা মোছা. রিংকু (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আক্কেলপুর এলাকার তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মরদেহটি পাঠানো হয়।

এ বিষয়ে (ওসি) আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তারা মৃত্যুর সঠিক কারণ জানতে পারবে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিষয়:

লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ১৬:০৪
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে পৌরসভার চাপানগর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ময়নাল দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেনু দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্স পথচারী ময়নালকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে অ্যাম্বুলেন্সটি একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

এসআই বেনু দাশ বলেন, ‘ভোর ৬টার দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ওই ধাক্কায় যুবকের তার মৃত্যু হয়। এসময় ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বিষয়:

মানিকগঞ্জে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ১৫:২২
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আসিবুল ইসলাম (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসিবুল মানিকগঞ্জের দৌলতপুরের চকমিরপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে দৌলতপুরগামী ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঘিওরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক আসিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছেন।

বিষয়:

নির্বাচন নিয়ে বর্হিবিশ্বের কোনো চাপ নেই: ইসি আলমগীর

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:৫৮
মাদারীপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্হিবিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আমাদের নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি নেয়া সর্ম্পূণ হয়েছে। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো কর্মকর্তা যেন পক্ষপাতদুষ্ট না হয়, সেদিকেও আমাদের কঠোর নজরদারী থাকবে।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় ইসি আলমগীর এ কথা বলেন।

তিনি এসময় বলেন, ‘শুরু থেকেই নিবন্ধিত ৪৪টি দলকেই নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। তারপরেও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিক।’

ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটানিং কর্মকর্তারা মাঠে থাকবেন। সেই সাথে সেনাবাহিনীও মাঠে থাকার সম্ভবনা রয়েছে। কারণ অন্যান্য জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল, এবারও সেনাবাহিনী মাঠে থাকার বিষয় সিদ্ধান্ত রয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুখ।

বিষয়:

নাটোরে নিখোঁজের ৯ ঘণ্টা পর পাহারাদারের মরদেহ উদ্ধার

আপডেটেড ২৭ নভেম্বর, ২০২৩ ১৯:৪৮
নাটোর প্রতিনিধি

নাটোরে একটি দিঘি থেকে নবাব আলী (৫৫) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের লালদিঘি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নবাব আলী রাজশাহীর তালাইমাড়ি এলাকার দবীর হোসেনের ছেলে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকার মৃত মকবুল হোসেনের মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন আলী। তিনিসহ আরও চারজন লালদিঘিতে পাহারাদারের কাজ করতেন। রোববার রাতে দিঘিতে নৌকা দিয়ে পাহারা দেয়া শেষে ভোর থেকে নিখোঁজ হন তিনি।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাজশাহীর একটি ডুবুরি দলকে খবর দিলে তারা সেখানে নিখোঁজের ৯ ঘণ্টা পর দিঘি থেকে নবাবের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

গাজীপুরে স্বল্পমূল্যে চিকিৎসা দেয়ায় প্রতিষ্ঠানে হামলা

আপডেটেড ২৭ নভেম্বর, ২০২৩ ১৯:৪৭
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদরে উত্তর ছায়াবিথী এলাকায় স্বল্পমূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা দেয়ায় এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গাজীপুর সদরে উত্তর ছায়াবিথী এলাকায় এইচ.এম স্পিচ থেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির সত্বাধিকারী কুদরত-ই-খুদা আরিফ জানান, স্বল্পমূল্যে রোগীদের সেবা দানের জন্য একটি স্কুল এবং সেবা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় কিছু ব্যবসায়ী নানানভাবে তাকে প্রতিষ্ঠানটি বন্ধ করার কিংবা তাদের সঙ্গে যৌথব্যবসা পরিচালনা করার জন্য হুমকি দিয়ে আসছিলেন। আরিফ তাদের প্রস্তাবে রাজী না হলে মহলটি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। স্বল্পমূল্যে রোগীদের সেবা দেয়ায় তার প্রতিষ্ঠানে রোগীদের ভীড় বাড়তে থাকে ফলে আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।

আরিফ দৈনিক বাংলাকে আরও জানান, প্রতিদ্বন্দ্বী ওই ব্যবসায়ীরা সন্ত্রাসী পাঠিয়ে প্রতষ্ঠিানটি বন্ধ করে দেয়ার পায়তারা করছে। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়ায় আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে তারা। নাননভাবে তাকে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়:

চায়ের দোকান করেও জিপিএ-৫ পেল ফরিদপুরের স্মৃতি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৭ নভেম্বর, ২০২৩ ১৭:৩৩
ফরিদপুর প্রতিনিধি

সংসার চালাতে চায়ের দোকানে কাজ করার পাশাপাশি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ফাইভ পেয়েছেন স্মৃতি আক্তার নামে এক ছাত্রী। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বাসিন্দা। এবারের এইচএসসি পরীক্ষায় বোয়ালমারীর কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে এ ফলাফল অর্জন করে সে।

স্মৃতি আক্তার সাংবাদিকদের জানান, পরিবারের আয়ের সংস্থানের পাশাপাশি পড়াশোনার খরচ জোগানোর জন্য তারা দুই বোন বাড়ির পাশের মুদি দোকানে চা বিক্রি করেন। প্রথমে একটু সমস্যা হলেও এখন অভ্যস্ত হয়ে গেছেন। সারাদিন চা বিক্রির পাশাপাশি সময় পেলেই পড়াশোনার কাজ সেরে নেন। পাশাপাশি রাতে যেটুকু সময় পান তা কাজে লাগান। এভাবেই তারা দুই বোন পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পথ বেছে নিয়েছেন। তবে মেডিক্যালে পড়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে কাঙ্ক্ষিত বিষয়ে পড়াতে পারছেন না স্মৃতি।

বড় বোন মনিকা আক্তার দারিদ্রতার সঙ্গে সংগ্রামের পাশাপাশি ফরিদপুরের সারদা সুন্দরী কলেজ থেকে অনার্স পাশ করেন।

স্মৃতির মা আসমা আক্তার বলেন, ‘তার শ্বশুর প্রায় ৩০বছর আগে বাড়ির পাশেই একটি মুদি দোকান করেন। তিনি মারা যাওয়ার পরে তার স্বামী হারুন শেখ এই দোকানের দ্বায়িত্ব নেন। ছোটবেলা থেকে বাবাকে সহায়তা করতো তার মেয়েরা। তবে আয় উপার্জন তেমন না হওয়ায় এ দোকান ছেড়ে তিনি তালগাছ বেচাকেনার ব্যবসা শুরু করেন। এরপর পরিবারের অভাব ঘোঁচাতে বাবার বদলে দুই মেয়ে দোকানের দেখাশোনা শুরু করেন।

তাদের বাবা হারুন শেখ বলেন, ‘মেয়েদের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। এর আগে তার আরেক মেয়ে মনিকা অনার্স পাশ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ৫০ হাজার টাকা অনুদান দেন। এই টাকা কাজে লাগে তাদের পড়াশোনায়। মেয়েদের উচ্চশিক্ষা লাভে বড় বাধা আর্থিক সংকট। এই বাধা না থাকলে তারা আরও ভালো ফলাফল করতে পারত।’

স্থানীয় ইউপি মেম্বার মো. বাচ্চু শেখ বলেন, ‘মনিকা ও স্মৃতির এই সাফল্যের খবর জেনে তিনি তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানান। সারা গ্রামের মানুষ এ খবরে আনন্দিত। তারা ভবিষ্যতে পড়াশোনা করে আরও বড় হোক এই কামনা পুরো গ্রামবাসীর।’

বিষয়:

banner close