সম্প্রতি চট্টগ্রামের রাউজানে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে, যার বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রতি বিদ্বেষমূলক। এ বিষয়ে বানায়োট গল্প, ফটোকার্ড ও ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট ফেসবুক-টিকটকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব কনটেন্টে ওই কলেজছাত্রকে খুনের পর অভিযুক্তরা তার ‘মাংস রান্না করে খেয়েছে’ দাবি করে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে ‘মানুষখেকো’ হিসেবে গুজব ছড়ানো হচ্ছে। ওই জনগোষ্ঠীর বিষয়ে তৈরি করা হচ্ছে নানা সাম্প্রদায়িক বিদ্বেষ। ছড়িয়ে পড়া এসব গুজব ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণে নানা প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি ও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
শুধু তাই নয়, এই ধরনের গুজব ও পাহাড়ে বসবাসকারী গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়ানোর ফলে এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা মানবাধিকারকর্মী ও সমাজ বিশেষজ্ঞদের। অবশ্য পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ধরনের গুজব কারা কেন ছড়িয়েছে তা খুঁজে বের করতে সাইবার টিম মাঠে নেমেছে।
গুজবের কারণে নৃগোষ্ঠীর লোকদের হেনস্তার অভিযোগ
পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় শহর চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাতজন সদস্যের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাদের মধ্যে পাঁচজন অবাধে চলাচল করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই গুজবের ফলে কোনো না কোনো সমস্যার মুখোমুখী হওয়ার কথা জানিয়েছেন। তাদেরই একজন চট্টগ্রামের একটি আঞ্চলিক গণমাধ্যমে প্রতিবেদক হিসেবে কাজ করা নীলা চাকমা। তিনি জানিয়েছেন, কাজের সুবাদে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে থাকতে হয়। রাউজানের ওই কলেজছাত্র খুনের পর শহরে বসবাস করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
নীলা চাকমা বলেন, ‘নিজ এলাকার বাইরে ভাষাসহ নানা কারণে আমরা বুলিংয়ের শিকার হই। এখন মানুষের মাংস খাওয়ার আরেকটা ট্যাগ যুক্ত হলো। এই যে রিকশাওয়ালা মামা, সবজিওয়ালা, দোকানদাররা বলতেছে, আমি খুবই অনিরাপত্তায় ভুগী। যেমন কয়েকদিন আমি এক বান্ধবীর সঙ্গে অক্সিজেন এলাকার অনন্যা আবাসিকে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে একজন আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছে। আমি প্রতিবাদ করায় উনি আমার সঙ্গে মানুষের মাংস খাওয়ার বিষয় নিয়ে আসছেন।’
“আর সামাজিক যোগাযোগমাধ্যমে তো থাকতে পারতেছি না। নিউজফিডে ২০টা নিউজ থাকলে তার মধ্যে ১০টা আমাদের প্রতি বিদ্বেষমূলক। মেসেঞ্জারে বন্ধুরা বন্ধুরা বলতেছে, ‘তোরা তো এই খাস, তোদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না।’ এমনকি গণমাধ্যম সংশ্লিষ্ট মানুষও আছেন এই তালিকায়।”
এমনই আরেকজন ভুক্তভোগীর নাম অভি চাকমা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। অভি চাকমা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘রাউজানের ওই ঘটনার পর যখন ফেসবুকে আমরা মানুষের মাংস খাই বলে গুজব ছড়িয়ে পড়ল, এর কয়েকদিন পর ক্লাস থেকে ফেরার পথে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে দুজন মেয়ের সঙ্গে দেখা। দেখে দুজনকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়েছে। ওরা আমাদের দেখে এমনভাবে অভিব্যক্তি প্রকাশ করেছে, যেন আমরা বোধহয় জ্যান্ত মানুষ খেয়ে ফেলি। তারা আবার নিজেদের মধ্যে বলাবলি করছিল যে, রাউজানের ওই ঘটনার পর পাহাড়ি দেখলেই তাদের ভয় লাগে। তখন কথাটা আমি শুনে যাওয়ায় তাদের বলেছি, কয়েকজন অপরাধ করলেই তা পুরো জনগোষ্ঠীর দায় হতে পারে না। তাছাড়া মানুষের মাংস খাওয়ার বিষয়টাও গুজব।’
চট্টগ্রাম শহরে কর্মক্ষেত্রে হেনস্তার শিকার স্বপন চাকমা নামের আরও একজনের সঙ্গে কথা হয় দৈনিক বাংলার। শহরের বায়েজিদ বোস্তামি এলাকার কনডেন্স মিল্ক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। স্বপন বলেন, “ফ্যাক্টরিতে যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষজন আমাদের দেখলে বলে, ‘তোমাদের চাকমারা নাকি মানুষের মাংস খায়?’ এমনকি ফ্যাক্টরির ভেতর আমাদের সুপারভাইজারও বলে আমাদের চাকমারা নাকি মানুষের মাংস খায়। তখন স্বাভাবিকভাবেই মেজাজ খারাপ হয়ে যায়।”
যেভাবে ছড়াল মানুষের মাংস খাওয়ার গুজব
ঘটনার শুরু গেল ১১ সেপ্টেম্বর। ওইদিন রাঙামাটি জেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালু পাহাড় এলাকা থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম শিবলী সাদিক হৃদয়। তিনি রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চ পাড়ার মুহাম্মদ শফির ছেলে। কদলপুর স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মুরগির খামারে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি। মরদেহ উদ্ধারের ১৪ দিন আগে ওই খামার থেকে অপহরণ করা হয়েছিল তাকে।
পুলিশ জানায়, হৃদয়ের সঙ্গে শ্রমিক হিসেবে আরও ছয়জন কাজ করতেন। তারা সবাই পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। ঘটনার মাসখানেক আগে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় হৃদয়ের। খামার মালিক সেসময় ঘটনাটি মীমাংসা করে দিলেও ক্ষুব্ধ ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকরা। সেই ক্ষোভ থেকে ২৭ আগস্ট রাতে হৃদয়কে অপহরণ করে আট কিলোমিটার দূরের গহীন পাহাড়ে নিয়ে যান তারা। পরে স্বজনদের ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে ১ সেপ্টেম্বর হৃদয়ের বাবা শফি বান্দরবানে গিয়ে অপহরণকারীদের কথা মত দুই ব্যক্তিকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে আসেন। এর আগে ৩১ আগস্ট সর্বশেষ তাদের সঙ্গে হৃদয়ের কথা বলিয়ে দেন অপহরণকারীরা।
মুক্তিপণ দেওয়ার পর ‘হৃদয়কে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাসায় চলে যাবেন’ বলে অপহরণকারীরা স্বজনদের জানালেও বাসায় ফেরেননি তিনি। এই ঘটনায় ৭ সেপ্টেম্বর রাউজান থানায় একটি মামলা দায়ের করেন স্বজনরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুইচিংমং মারমা (২৪) ও অংথুইমং মারমা (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমংচিং মারমা (২৬) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাঙামাটি জেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালু পাহাড় এলাকা থেকে হৃদয়ের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। মরদেহ নিয়ে ফেরার পথে উমংচিং মারমাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা।
এই ঘটনার পরপরই নিহত হৃদয়ের দেহাবশেষের ছবি এবং নিহত ও অভিযুক্তদের একটি যৌথ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবির ক্যাপশনে ‘হত্যাকারীরা হৃদয়কে হত্যার পর তার মাংস রান্না করে খেয়ে হাড় পাহাড়ে ফেলে দিয়েছে’ বলে দাবি করা হয়। ফেসবুক, টিকটক ও ইউটিউবের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কনটেন্ট ক্রিয়টরদের অনেকেই এই গুজবের ওপর ভিত্তি করে ভিডিও তৈরি করে শেয়ার করতে থাকেন। কেউ কেউ ফটোকার্ড তৈরি করেও তা শেয়ার করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে শুধু ফেসবুক ও ইউটিউবে অধিকতর অনুসন্ধান পদ্ধতিতে (অ্যাডভান্স সার্স সিস্টেম) যাচাই করে এই গুজব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি বিদ্বেষ ছড়ানো সংক্রান্ত সহস্রাধিক পোস্টের সন্ধান পেয়েছেন এই প্রতিবেদক। এসব পোস্টের মধ্যে অধিকাংশের বক্তব্য আপত্তিকর হওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সারা বিশ্বের প্রান্তিক পর্যায়ের মানুষের হাতেও পৌঁছে গেছে। এতে গুজবটি এত দ্রুত ও কার্যকরভাবে ছড়িয়েছে যে দায়িত্বশীল অনেকেই বিশ্বাস করে তা নিয়ে কথা বলেছেন।
গুজবটি ‘সত্য’ দাবি করেছেন আওয়ামী লীগ নেতা
এই গুজবটি বাস্তব দাবি করে তা নিয়ে কথা বলেছেন রাঙামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর। তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের বক্তব্যের প্রথম অংশে তিনি সম্প্রতি চট্টগ্রামের রাউজানে খুনের শিকার এক কিশোরের মাংস রান্না করে খাওয়ার অভিযোগ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে।
ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথম ৪৩ সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, ‘গত দুই-তিনদিন আগে রাউজানের একটি ছেলেকে অপহরণ রাঙামাটির কাউখালিতে এনে তার মাংস পর্যন্ত তারা কেটে কেটে রান্না করে খেয়েছে। এটা দুঃখ জনক রাঙামাটিবাসীর জন্য। এই ধরনের ঘটনা যেন পরবর্তী আর না হয়, আমরা আবেদন জানাব সরকারের কাছে। এই সমস্ত এগুলো, এই হত্যাকাণ্ডগুলো আসলে মানুষ কোনো অবস্থাতে, যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। সবাইকে বলব, এই ধরনের ঘৃণ্য অপরাধ- মানুষের মাংস রান্না করে খাওয়া, এটা কতবড় অপরাধ! আমি বলার, মুখের ভাষাই পাচ্ছি না, কী বলব আমি!’
পরের ১ মিনিটে পাহাড়ে অস্ত্রধারীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।
অবশ্য পরে যোগাযোগ করলে বক্তব্যের বিষয়টি অস্বীকার করেন তিনি। ব্যস্ততার অজুহাতে তা নিয়ে বিস্তারিত কথা বলতেও রাজি হননি মুসা মাতব্বর।
তবে অনুসন্ধানে জানা গেছে, ১ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটি প্রথম প্রকাশ করে ‘সম্প্রীতির রাঙামাটি’ নামের এক ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের মালিক ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারের রাঙামাটি প্রতিনিধি শেখ ইমতিয়াজ কামাল ইমন। ১৯ সেপ্টেম্বর বিকেলে তার সঙ্গে কথা বলে দৈনিক বাংলা। তিনি বলেন, ‘৪ থেকে ৫ দিন আগে নির্বাচন নিয়ে আমরা চার থেকে পাঁচটা গণমাধ্যমের প্রতিবেদক ওনার সাক্ষাৎকার নিয়েছি। আমাদের মধ্যে একজন ওনাকে আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করলে উনি এই বক্তব্য দিয়েছিলেন। আমার কাছে র-ভিডিও (মূল ভিডিও) আছে।’
যা বললেন মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্যরা
শিবলী সাদিক হৃদয় হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তিনজন। জবানবন্দী দেয়া তিনজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে কেউই হৃদয়ের মাংস রান্না করে খাওয়ার বিষয়ে কিছু বলেনি বলে দাবি পুলিশের।
মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের সময় অভিযানিক দলে ছিলেন রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক। এই মামলার তদন্ত কর্মকর্তাও তিনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রান্না করে তার মাংস খাওয়ার বিষয়টা ভুয়া। এসবের ভিত্তি নেই। এই বিষয়ে আমরা নিজেরাই তো কিছু পাইনি। ব্লগাররা ভাইরাল হওয়ার জন্য এটা ছড়াচ্ছে। এটা নিয়ে আমাদের সাইবার টিম মাঠে নামছে। আমাদের স্যারও (ওসি) এটা নিয়ে কথা বলেছেন। যারা এসব ভুয়া নিউজ ছড়িয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা হচ্ছে।’
তিনি বলেন, ‘এই মামলায় সবচেয়ে বেশি সহযোগিতা করছেন একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে। তিনি আমাদের কনস্টেবল। যেহেতু ভাষার একটা সমস্যা আছে, আমরা ওনার সহযোগিতায় কাজগুলো করছি।’
প্রায় একই কথা বলেন রাউজান থানার পরিদর্শক (তদন্ত) ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘হত্যায় জড়িতরা নিহতের মাংস রান্না করে খেয়েছে- এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। যারা এগুলো ছড়াচ্ছে, তাদের এই বিষয়ে জিজ্ঞেস করা যেতে পারে-তারা কোথায় পেলেন!’
‘অপহরণের ১৪ দিন পর আমরা দেহাবশেষ পেয়েছি। যে এলাকা থেকে দেহাবশেষ উদ্ধার করেছি, এর আশেপাশের ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। এটা হলো পাহাড়ি গভীর জঙ্গল। যেহেতু জনবসতি নেই, বিভিন্ন প্রাণি থাকতে পারে জঙ্গলে।’
‘সেসব প্রাণীও হয়ত এভাবে মরদেহ পেলে খেয়ে ফেলতে পারে। তাছাড়া আমরা তো জানি যে, মানুষ যখন মারা যায়, তিন দিনের মধ্যে লাশের পচন শুরু হয়। তো মরদেহটি পাওয়া গেছে খুনের ৮ থেকে ১০ তিন পর। তাই আমাদের ধারণা শেয়ালে বা কোনো প্রাণি খেয়ে ফেলছে, নয়তো পচে গেছে’ যোগ করেন তিনি।
তবে জবানবন্দী দেয়া তিনজনের একজন ওই এলাকায় একদিন রাতে মুরগিসহ ভাত রান্না করে খাওয়ার কথা জানিয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘যেহেতু তারা সেখানে ছিল, তাই স্বাভাবিকভাবে মুরগি-ভাত রান্না করে তারা এক রাতে খেয়েছে।’
ফরেনসিক বিশেষজ্ঞ যা বললেন
পুলিশ ও হৃদয়ের স্বজনদের কাছে পাওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ ৩১ আগস্ট পরিবারের সঙ্গে হৃদয়ের কথা বলিয়ে দেন অপহরণকারীরা। এর পরপরই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট সবার। এরপর মরদেহ উদ্ধার করা হয় ১১ সেপ্টেম্বর। মাঝের ১১ থেকে ১২ দিন মরদেহটি গভীর পাহাড়ি জঙ্গলেই ছিল। সাধারণত মরদেহের পচন শুরু হয় পরিবেশ, তাপমাত্রা, ঋতু, মরদেহের ধরনসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে। রাঙ্গামাটির ওই পাহাড়ি গভীর জঙ্গলে ১০ থেকে ১২ দিনে একটা মরদেহের কী অবস্থা হতে পারে তা জানতে চাওয়া হয় ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মো. কাশেমের কাছে। তিনি বলেন, ‘মরদেহের মাংস পচে যাবে। কিছু মাংসসহ হাড় অবশ্যই পাওয়া যাবে। কিছু মাংস শরীরে সংযুক্ত থাকতে পারে।’
তবে গভীর জঙ্গলে একটা মরদেহ পড়ে থাকলে বিভিন্ন প্রাণী তা খেয়ে ফেলতে পারে বলে ধারণা তার।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রাণী মরদেহের বিভিন্ন অংশ খেয়ে ফেলতে পারে। তবে তা কোনো প্রাণী খেয়েছে নাকি কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে তা জানতে একজন ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে মরদেহটা পরীক্ষা করতে হবে। মোটামুটি পচে গেলেও তিনি এই বিষয়ে বলতে পারবেন।’
এই গুজবকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলছেন মানবাধিকারকর্মীরা
বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ প্রায়। তাদের অধিকাংশেরই বাস পার্বত্য চট্টগ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘মানুষের মাংস খাওয়া’ গুজবকে সাম্প্রদায়িক উসকানি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান দৈনিক বাংলাকে বলেন, ‘এটা একটা সাম্প্রদায়িক উসকানি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। এটা যারা করছে, তাদের খুঁজে বের করতে হবে, এতে নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে। একটা সম্প্রদায়কে টার্গেট করে এভাবে করা- এটা একটা গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে। যা-ই করুক, অতীতেও এই অঞ্চলের শান্তি নষ্ট করার চেষ্টা করেছে, পারেনি। ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।’
মাঠে নামছে সাইবার পুলিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গুজব যারা ছড়িয়েছে তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (সাইবার পুলিশ সেন্টার) খন্দকার তৌহিদ হাসান। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা হলে আমরা সাধারণত বিটিআরসির মাধ্যমে এই ধরনের গুজবের লিংকগুলো বন্ধ করে দেই। তাছাড়া এই ধরনের গুজব ছড়ানোর পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করা হবে। শনাক্তের পর আইনের আওতায় নিয়ে আসা হবে।’
চট্টগ্রাম বোয়ালখালীতে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে।
খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করে।
শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।
ভুয়া পরিচয়পত্র (এনআইডি) দিয়ে পাসপোর্ট করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। তাদের দুইজনকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, নতুন পাসপোর্টের জন্য এসবি ক্লিয়ারেন্স বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই রোহিঙ্গা আতঙ্কে রয়েছেন চাঁদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। বর্তমানে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হচ্ছে। এমন কঠোরতার মধ্যেও গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে এক কর্মকর্তার হাতে ধরা পড়েন দুই রোহিঙ্গা নারী।
আটক রোহিঙ্গা নারীরা হলেন, কক্সবাজার কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পেরই-১১ ব্লকের বাসিন্দা সহিদুল আলমের মেয়ে সুরাইয়া (১৮) ও সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি বলেন, ওই দুই নারীর সাথে আমি কথা বলেছি। তাদের ভাষা বোঝা যায় না। যতটুকু জানতে পেরেছি, তাদের ক্যাম্প এলাকার যুবক দালাল সোহাগের মাধ্যমে তারা চাঁদপুরে পাসপোর্ট করতে আসেন। কিন্তু তারা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠিকানায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করায় ধরা পড়েন।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুই নারী পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে প্রবেশ করেন। এরমধ্যে সুরাইয়া পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট, আবেদনসহ অন্যান্য কাগজপত্র নিয়ে আসেন। ভোটার আইডির ভেরিফায়েড ও ফটোকপি একই সাথে সংযুক্ত করেন। তবে দেখা যায়, সরবরাহকৃত ওই এনআইডিটি শাহরাস্তি উপজেলার বাসিন্দা রুমা আক্তারের। তারা কর্মকর্তাদের কাছে এসব জালিয়াতির কথা স্বীকার করেন।
জানা যায়, সুরাইয়া ও জহুরাকে সৌদি আরবে নেওয়ার কথা বলে এক লোক যোগাযোগ করে। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট করার জন্য তারা এসব কাগজপত্র জোগাড় করেন। তারা দাবি করেন, ওই লোককে তারা চেনেন না।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা উত্তম সাহা বলেন, আসলে আবেদনের মাধ্যমে এ ধরনের রোহিঙ্গাদের চিহ্নিত করা কষ্টকর। যদিও চেহারা ও ভাষার মাধ্যমে অনুমান করে আমরা পাসপোর্ট গ্রহীতাদের প্রশ্ন করি। এমন প্রশ্নের মাধ্যমেই রোহিঙ্গাদের চিহ্নিত করা সম্ভব হয়।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, এসবি ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরো সাবধান হয়েছি। তারপরেও আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ফাঁকফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা এক্ষেত্রে আরো সতর্ক হওয়ার চেষ্টা করছি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, যেহেতু আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। তাই তাদের আজ ভোরে থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে। ক্যাম্পে পৌঁছানোর পর ক্যাম্প প্রধান তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
কুষ্টিয়া বিভিন্ন স্থান ও মেহেরপুরে গাংনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান বিরোধী অভিযানে আসামিসহ ৫ গ্রাম ভারতীয় হেরোইন, ৪ পিস ইয়াবা। মালিকবিহীন অবস্থায় ৪ হাজা ৭০১ পিস ইয়াবা, ৫৬ বোতল ভারতীয় মদ এবং ২৭০০ পিস চকলেট বাজি উদ্ধার করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (৫ নভেম্বর) সকালে ৪৭ ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়।
গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোড এলাকায় আর বি অনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর মালিকবিহীন অবস্থায় ৪৭০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
এরপর ৪ নভেম্বর রাত ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মেহেরপুরের গাংনী সিমান্তের কাজীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৫/২-এস হতে ২০০ গজ ভেতরে কাজীপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ ও ২৭০০ পিস চকলেট বাজি আটক করে। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
এছাড়া একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর সিমান্তের চল্লিশপাড়া বিওপির টহল দল চরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হালসানা (পিতা: মৃত ইব্রাহিম হালসানা, গ্রাম: চরপাড়া, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া) নামে এক ব্যক্তিকে ৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। এসবের আনুমানিক মূল্য ২ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, অভিযানে উদ্ধারকৃত সব মাদক ও চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৬৪ হাজার টাকা। আটক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর এবং মালিকবিহীন মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি চালানো এসব অভিযান বিজিবির দৃঢ় অবস্থানেরই প্রতিফলন। ভবিষ্যতেও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শামীম হোসেন(১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শামীম হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকার হারান মন্ডলের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্মকর্তা ডাক্তার আব্দুল আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, শামীমকে গতরাত দুইটার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের লোকজন তাকে ঝোড়াগঘাট গ্রামের ওঝা আবেদ আলীর কাছে রাতভর ঝাড়ফুক করেছে। সকালের দিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। অনেক চেষ্টা করার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি জানান, হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন থাকার পরেও শুধুমাত্র সচেতনতার অভাবে এই উপজেলার প্রতিবছর সাপে কেটে অনেকের মৃত্যু হচ্ছে। সাপে কাটা রোগীকে ওঝা দিয়ে ঝাঁড়ফুক না দিয়ে দ্রিত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।’
এলাকাবাসী জানায়, ‘সকালে হঠাৎ ধোঁয়া দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নোয়াখালীর কবিরহাট, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, টাঙ্গাইলের মির্জাপুর এবং বাগেরহাটসহ চার জেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে নোয়াখালীর কবিরহাটে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন, টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক-যাত্রী দুইজন এবং বাগেরহাটের রামপালের খুলনা-মংলা মহাসড়কের ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীসহ মোট ১৪ জন নিহত হন।
মঙ্গলবার দৈনিক বাংলার জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য থেকে জানা যায়, জেলার কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট থেকে কবিরহাট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সোনাপুর থেকে বসুরহাটের উদ্দেশে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ পাঁচজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট আলীম মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। এরমধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহআলম খোকনও মারা গেছে। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। বাকিদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে নিহত ব্যক্তিদের কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে কবিরহাট পার হয়ে ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এছাড়া কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনার পর একজন নারী মারা যান। পরে বাকি দুজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠালে পথে তাদেরও মৃত্যু হয়।
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য থেকে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন– জেলার নবীগঞ্জ উপজেলার বড়চড় গ্রামের মুকিত মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবুল খায়েরের ছেলে হামিদ মিযা (৬০)। নিহত অপরজনের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে বলে জানা গেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের বলেন, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইলে বাস চাপায় দুইজন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যাত্রীসহ নিয়ন্ত্রনহীন হয়ে অটোরিকশাটি মহাসড়কে তুলে দেয়। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াইল হাইওয়ে পুলিশের ওসি সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। যাত্রীবাহি বাসটি আটকের চেষ্টা চলছে।
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে বাগেরহাটের রামপালের খুলনা-মংলা মহাসড়কের ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা এদিন বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এখনও ট্রাকটি জব্দে করতে পারি নাই। আমাদের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে এ পর্যন্ত ৪৮ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য এ নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলাই নির্বাচনী প্রশিক্ষণের মূল লক্ষ্য।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড় তদারকির মাধ্যমে পরিচালনার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে মনিটর করা হচ্ছে।
আইজিপি মাঠ পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য রোববার রাজশাহী ও বগুড়া সফর করেছেন। তিনি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
চলমান নির্বাচনী প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।
কুমিল্লার দাউদকান্দিতে প্রবাহমান ধনাগোদা নদীটি কচুরিপানায় পরিপূর্ণ। দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বিঘ্ন হচ্ছে মৎস্য আহরণ এবং নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। একসময় নৌকা, ট্রলার ও মাছ ধরার জালে মুখর ছিল এই নদী। এখন সেই নদীর বুকজুড়ে কচুরিপানার বিস্তীর্ণ স্তর। যার ওপর দিয়ে নির্বিঘ্নে হাঁটাচলা করছে মানুষ। বিকেলবেলা নদীর মাঝখানে খেলাধুলা করছে এলাকার শিশু-কিশোররা। প্রাণবন্ত জলপথ আজ পরিণত হয়েছে সবুজে ঢাকা নিস্তব্ধ এক মাঠে।
নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ায় আশপাশের বাজারগুলোতে পরিবহন ব্যয় বেড়ে গেছে। স্থানীয় জেলেরা দীর্ঘদিন মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র, কমে যাচ্ছে নদীর জলজ প্রাণী। একই সঙ্গে নদীজীবী শতাধিক পরিবারের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
কচুরিপানায় নদীর তলদেশে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়ায় দ্রুত হ্রাস পাচ্ছে পানি ধারণক্ষমতা। এর প্রভাবে আশপাশের কৃষিজমিতে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। বাড়ছে জলাবদ্ধতা।
দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ থেকে মতলব উপজেলার কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে জমে আছে কচুরিপানার স্তর। এর ওপর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে মানুষ। এদিকে ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, বাংলাবাজার, রায়েরকান্দি, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, টরকী, মাছুয়াখাল ও শাহপুরসহ সব জায়গায় একই চিত্র।
একসময় এই ধনাগোদা নদী ছিল বৃহত্তর মতলবের নৌপথের একমাত্র ভরসা। এখান দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জগামী লঞ্চ ও পণ্যবাহী জাহাজ নিয়মিত চলাচল করত। কিন্তু গত পাঁচ-সাত বছরে নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক স্থাপনের কারণে নদীটি এখন মৃতপ্রায়।
এলাকাবাসীর দাবি দ্রুত কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক গতিপথ উন্মুক্ত করা হোক।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার বলেন, বিষয়টি আমি জেনেছি। এরই মধ্যে নদী অধিদপ্তরের কাছে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। স্থায়ীভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কচুরিপানা অপসারণ ও অবৈধ ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। গত সোমবার দুপুর ১২ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরের রায়টায় পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসীদের হাতে নিহত লিটনের পরিবার ছাড়াও কয়েকশ স্থানীয় নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে নিহত লিটনের পরিবার ও স্থানীয়রা মানববন্ধনের ব্যানারের ফেস্টুনে থাকা লিটনের ছবিতে হাত বুলিয়ে উচ্চ শব্দে কান্নায় ভেঙে পড়েন।
নিহত লিটনের পিতা জামিরুল প্রামানিক জানান, নদীর চরে গেজে ওঠা আমার নিজের জমিতে কাশবনে খড় কাটতে গেলে আমার ছেলেকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের সাথে মাদককারবারী বিল্লাল মন্ডল, মুন্তাজ মন্ডল, জাকারিয়া পিন্টুসহ আরও অনেকে জড়িত রয়েছে। আমি দোষীদের ফাঁসি দাবি করছি।
নিহত লিটনের মা আলেয়া খাতুন বলেন, আমার ছেলে আগে কসমেটিকস এর ব্যবসা করত। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা সব জমা দিয়ে রেখেছে। কিছুদিন পর ছেলে বিদেশ যাবে। বিল্লাল মন্ডল, মুন্তাজ মন্ডল, জাকারিয়া পিন্টু আমার কলিজার ধনকে কেড়ে নিয়েছে। আমি তাদের ফাঁসি চাই।
স্থানীয়রা বলেন, মুনতাজ ও বিল্লাল বাহিনীর ভয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা চরের জমিতে ঠিকমতো চাষাবাদ করতে পারছে না। আবাদ করা ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছেন না। সন্ত্রাসীবাহিনীর সদস্যরা সবসময় ভয়-ভীতি প্রদর্শন করছেন। পুলিশ এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। এ কারণে তারা অনেকটা সন্ত্রাসীবাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন। তারা অবিলম্বে এই বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ভেড়ামারা উপজেলার রায়টা নতুনহাট এলাকার বাসিন্দা লিটন পদ্মাচরে নিজের জমিতে খড় কাটতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পদ্মায় ফেলে দেন।
পরের দিন ২৮ অক্টোবর নদী থেকে লিটনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। দোলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় একদিনের ব্যবধানে আবারো সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এবার উজেলার সাতকাহনিয়া গ্রামে বৃদ্ধ এক দম্পতির মাথায় পিস্তল ঠেকিয়ে সঙ্ঘবদ্ধ ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
গত সোমবার গভীর রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আলম মিয়া বলেন, ‘ব্যবসায়ী কাজে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকি। গত সোমবার বিকেলে পরিবার নিয়ে ঢাকায় চলে আসি। বাসায় ছিল আমার বৃদ্ধ বাবা-মা। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে সঙ্ঘবদ্ধ একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে আমাদের ঘরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে বাবা-মাকে জিম্মি করে ঘরে থাকা প্রায় তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।
আলমের বাবা সিরাজুল ইসলাম বলেন, গ্রিল কেটে যখন ডাকাতরা বাসায় প্রবেশ করে তখন আমার স্ত্রী বিষয়টি প্রথম খেয়াল করেন। বাসায় আমরা দুজনই ছিলাম। প্রথমে ডাকাত দলের ৬/৭ জন প্রবেশ করার পরে আরো ১৪/১৫ জন আসে করে। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন রুমে রুমে অবস্থান নেয় এবং আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি ও শোকেসের তালা খুলিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, এমন একটি খবর আমরাও পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে গত রবিবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনার সদস্য ফজলুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই কায়দায় জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫৪ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই স্থানীয়দের চোখে ধরা পড়েছিল পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশে এই পর্বত দেখা মিলছে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে। তবে গত মাসে খালি চোখেই ধরা পড়েছিল কাঞ্চনজঙ্ঘার রূপ।
স্থানীয়রা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। খালি চোখেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার রূপ।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে পর্বতশৃঙ্গটি যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের ওপর একগুচ্ছ রঙিন আঁচড়। কখনো তা শ্বেতশুভ্র, কখনো সূর্য-কমলা। বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে চলতি বছরও বেশ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এসব জেলায় ভিড় করছেন। ফেসবুকেও অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন।
পঞ্চগড়, তেঁতুলিয়া বাসিন্দা সোহরাব আলী, মোবারক হোসেন বলেন, ‘প্রতি বছরই এই সময়ে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এই বছরের মতো এতো পরিষ্কারভাবে অনেক বছর দেখা যায়নি।’
তিনি জানান, ‘জেলার সব প্রায় সব জায়গা থেকেই শুভ্র সাদা বরফে আচ্ছাদিত পর্বতমালাটি দেখা যাচ্ছে। এমনকি কোনো কোনো স্থান থেকে পর্বতমালার নিচের কয়েকটি শহরের ঘরবাড়ি, আলো, গাড়ি চলাচলও দেখা যাচ্ছে।’
কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। এটি ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।
কোথায়, কখন যাবেন বাংলাদেশ থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড় ভ্রমণে যেতে হবে। পঞ্চগড়ের অন্তর্গত তেঁতুলিয়া দেশের সর্ব উত্তরের উপজেলা। এই সদরের প্রাণকেন্দ্রে আছে একটি ঐতিহাসিক ডাকবাংলো। অনেক আগের এই স্থাপনাটির নির্মাণ কৌশল অনেকটা বিলেতি ভিক্টোরিয়ান ধাঁচের। কথিত আছে- এটি নির্মাণ করেছিলেন কুচবিহারের রাজা।
রোদের আলোয় চিকচিক করতে থাকে কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করার জন্য যেতে হবে শরতের শেষ কিংবা শীতের শুরুতেই। বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টাতে যাওয়া উত্তম। এই সময়টাতে আকাশ একদম পরিষ্কার থাকে। মেঘের সঙ্গে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলার কোনো উপায় থাকে না।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, ‘রাউজানের পরিস্থিতি ভয়ংকর মনে হলেও, বাস্তবে সব উন্নয়ন সূচকে রাউজান এগিয়ে আছে। এখানে শুধু হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, এজন্য রাজনৈতিক কমিটমেন্ট ও সমন্বিত প্রচেষ্টা জরুরি।’ গত সোমবার রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাউজান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নবী, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হারুন আর রশিদ ও উপজেলা প্রকৌশলী আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় ইউএনও জিসান বিন মাজেদ টিভি ডিসপ্লের মাধ্যমে ‘সম্ভাবনাময় রাউজান’ শীর্ষক একটি উপস্থাপনা প্রদর্শন করেন, যেখানে রাউজানের উন্নয়নচিত্র তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন বিভাগীয় কমিশনারের সামনে। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ইউএনও বাসভবনের পাশে নবনির্মিত ‘ফুলঝুরি পার্ক’ উদ্বোধন করেন।