শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২

কক্সবাজারে গাড়ি থেকে নামিয়ে দুই জনকে অপহরণ

ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ ২১:৫২

কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী একটি সূত্রের দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তার মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। এসময় ওই অটোরিকশায় তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫/৬ জন দুর্বৃত্ত থামায়।

তিনি জানান, পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুই জনকে জিন্মি করে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় গাড়িতে থাকা অপর যাত্রীকে দুর্বৃত্তরা কিছু দূর নেওয়ার পর ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

এ সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুই জনকে তুলে নিয়ে গেছে। এ সময় তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি পুলিশে জানান।

তার দাবি, অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা। তাদের পাঁচ জনের পরিচয় পুলিশে জানানো হয়েছে।


গজারিয়ায় নদীর পাড়ে প্যাকেট হচ্ছে বিএডিসির আমদানি করা সার!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর পাড়ে ধুলাবালিতে মাখামাখি অবস্থায় প্যাকেট করা হচ্ছে রাশিয়া থেকে আমদানি করা বিএডিসির পটাশ সার। বিএডিসি বলছে, আমদানিকারক প্রতিষ্ঠানের গাফিলতিতে এমনটা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সরেজমিনে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর পাড়ে লাইটার ভেসেল থেকে পটাশ সার নামিয়ে খোলা আকাশের নিচে প্যাকেট করছেন কয়েকজন শ্রমিক। পাশেই গোবর ও ময়লার স্তূপ থাকলেও তা আমলে নিচ্ছেন না তারা। কর্মরত শ্রমিকরা জানান, আজ তারা প্রায় এক হাজার বস্তা সার প্যাকেট করেছেন। সারগুলোর আমদানিকারক নোয়াপাড়া গ্রুপ। প্যাকেট করার পর এই সার দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।

​ প্রত্যক্ষদর্শী শরিফ হোসেন বলেন, ‘পরিবার নিয়ে এখানে ঘুরতে এসে দেখি নদীর পাড়ে এভাবে উন্মুক্ত পরিবেশে ধুলাবালিতে সার প্যাকেট করা হচ্ছে। এতে সারের গুণগত মান নষ্ট হচ্ছে বলে আমার ধারণা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি দেওয়া উচিত।’

​​ঘটনাস্থলে উপস্থিত ফারুক শেখ নিজেকে প্রতিষ্ঠানটির ওয়েট ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, ‘সারগুলো রাশিয়া থেকে আমদানি করা হয়েছে। চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে করে আমরা এখানে নিয়ে এসেছি। এখান থেকে প্রতি ব্যাগে ৫০ কেজি করে ভরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে। তবে এতে গুণগত মান নষ্ট হচ্ছে কি না, তা আমি বলতে পারব না।’

​আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সুমন ইসলাম বলেন, ‘আমরা সাধারণত নিয়ম মেনেই কাজ করি, তবে আজ কিছু সমস্যার কারণে হয়তো যথাযথ নিয়ম মানা সম্ভব হয়নি।

​ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহকারী ব্যবস্থাপক (পরিবহন) সাজ্জাদ হোসেন বলেন, "বিষয়টি আপনার মাধ্যমেই প্রথম জানলাম। এভাবে উন্মুক্ত পরিবেশে সার প্যাকেটজাত করার কোনো সুযোগ নেই। এতে সারের মান নষ্ট হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি সম্পর্কে ​বিএডিসির ব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ খসরু নোমান বলেন, ‘ধুলাবালিতে সার প্যাকেট করার খবর পেয়ে আমি আমদানিকারক প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখতে বলেছি। যথাযথ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


চরের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল চরে দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আরও উপস্থিত ছিলেন চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক, উলিপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, চিলমারী উপজেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

স্থানীয়রা জানান, নদীঘেরা চরে শীতের তীব্রতা শহরের তুলনায় অনেক বেশি। কাজের সুযোগ সীমিত ও আয় কম হওয়ায় শীতবস্ত্র কেনা অনেক পরিবারের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে একটি কম্বল তাদের জন্য বড় সহায় হয়ে দাঁড়িয়েছে।

চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের মানুষ বছরের পর বছর ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। শীত, বন্যা কিংবা খাদ্যসংকট, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে চরাঞ্চলের মানুষ। আজ আমরা কম্বল দিচ্ছি, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। চরবাসীর জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ জরুরি।

তিনি আরও বলেন, যেভাবে পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, ঠিক সেভাবেই দেশের চরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অবিলম্বে একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা প্রয়োজন। এটি কেবল একটি দাবি নয়, বরং এটি মানবিক অধিকার।


সাতক্ষীরায় গ্রামীণ ঐতিহ্য হারাচ্ছে খেজুরের রস-গুড়

* অর্ধেকে নেমেছে উৎপাদন * ২৩০ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে ১ লাখ ৮ হাজার * গাছ সংরক্ষণ ও গাছিদের প্রশিক্ষণের দাবি বিশেষজ্ঞদের
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সাতক্ষীরা প্রতিনিধি

শীতের দৈর্ঘ্য কমে যাওয়া ও আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরায় খেজুরের রস ও গুড় উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। একসময় শীত এলেই গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে শুরু হতো খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম। তবে বর্তমানে সেই চিরচেনা দৃশ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় প্রায় ২৩০ হেক্টর জমিতে এক লাখ ৮ হাজারের বেশি খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে নিয়মিত রস সংগ্রহ করা গেলে বছরে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন গুড় উৎপাদনের সম্ভাবনা থাকলেও বাস্তবে তা নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ৯০০ টনে। অর্থাৎ উৎপাদন প্রায় অর্ধেকে কমে গেছে।

খেজুর গাছের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে এ শিল্পকে বাঁচাতে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতের সময়কাল কমে গেছে। এতে গাছিরা সময়মতো গাছ কাটতে পারছেন না, আবার অনেক কৃষকও আগ্রহ হারাচ্ছেন। ফলে খেজুরের রস ও গুড় উৎপাদন দিন দিন কমছে।

তিনি বলেন, জেলায় এ বছর এক লাখ ৮ হাজার গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। তবে গাছিদের প্রশিক্ষণ দিতে পারলে খেজুরের রস গুড় উৎপাদন বেড়ে যাবে। বাড়বে কর্মসংস্থানও। এতে গুড়ের চাহিদা মেটানো সম্ভব হবে।

তিনি আরও জানান, সব গাছ থেকে নিয়মিত রস সংগ্রহ করা গেলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও গুড় সরবরাহ করা সম্ভব হতো। এতে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটত। তবে বর্তমানে যে পরিমাণ উৎপাদন হচ্ছে, তা জেলার চাহিদা মিটিয়ে সীমিত পরিসরে অন্য জেলায় যাচ্ছে।

সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার গাছি হাফিজুল ইসলাম বলেন, আগে শীত তাড়াতাড়ি আসতো, এখন অনেক দেরিতে আসে। এতে গাছ কাটতেও দেরি হয়। আবহাওয়ার কারণে রসও কম হচ্ছে। আগে ১৫ থেকে ১৬টি গাছে ১০ থেকে ১২টি হাঁড়ি রস পাওয়া যেত, এখন সেখানে মাত্র ৩ থেকে ৪টি হাঁড়ি পাওয়া যায়।

তিনি জানান, আগে খেজুর গাছের গোড়ায় পানি জমে থাকত না। বর্তমানে প্রায় সব জায়গাতেই পানি জমে থাকে, যা রস উৎপাদনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

গ্রামবাসী ফজলু মিয়া বলেন, ‘আগের মতো এখন আর মায়ের হাতের পিঠা-পায়েস পাওয়া যায় না। খেজুর গাছ কাটার লোকই পাওয়া যাচ্ছে না। ছোটবেলার সেই খেজুরের গুড় এখন খেতে না পারার আক্ষেপ থেকেই যাচ্ছে।’

এদিকে, বর্তমানে খেজুরের রস দেড়শ টাকা ভাড়। আর খেজুরের গুড় ৪০০ টাকা ও পাটালি ৫০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তবে দিনে দিনে রস উৎপাদন কমে যাচ্ছে

নগরঘাটার বাসিন্দা সাইদুজ্জামান বলেন, একসময় আমাদের এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল। এখন গাছের সংখ্যা কমে গেছে। অনেক কৃষক আর গাছ কাটেন না, আবার অনেক জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে রসের সংকট তৈরি হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, শীতের মৌসুমে পিঠা পুলির উৎসব, খেজুরের রস সবই এখন আগের মতো নেই। আমরা চাই খেজুর গাছ সংরক্ষণ করে এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হোক।

তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, ছোটবেলায় দেখতাম বাবা চাচারা খেজুর ও তাল গাছ কাটতেন। গাছের নিচে গিয়ে পাটকাঠির নল দিয়ে রস খেতাম। এখন আর সেই দৃশ্য দেখা যায় না।

একই গ্রামের গাছি মিজানুর রহমান বলেন, খেজুরের রস পুরোপুরি শীতের ওপর নির্ভরশীল। আগে একটি গাছে এক ভার রস হতো, এখন হয় অর্ধেকেরও কম। রস কম হলে গুড়ও কম হয়। বর্তমানে অনেকেই খেজুর গাছ জ্বালানির কাজে ব্যবহার করছে, যা খেজুর শিল্পের জন্য বড় হুমকি। আগের মতো গাছিও নেই। নতুন করে এই পেশায় কেউ আসতে চাই না।

এদিকে, এ শিল্প রক্ষায় খেজুর গাছের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থার উদ্যোগের কথা জানিয়েছেন কৃষিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে খেজুর গাছ সংরক্ষণ, গাছিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি উদ্যোগ বাড়ানো গেলে সাতক্ষীরায় আবারও খেজুরের রস ও গুড় উৎপাদন বৃদ্ধি পেতে পারে এবং হারিয়ে যেতে বসা এই গ্রামীণ ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনা সম্ভব।


মুরাদনগরে চাঁদমিয়া মোল্লা কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের উন্মুক্ত মাঠজুড়ে সাজানো হয় বাহারি পিঠা-পুলির স্টল। লোকসঙ্গীতের সুর আর পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা পিঠার স্বাদের মধ্য দিয়ে শিকড়ের সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পায়।

কলেজের সভাপতি ও যুগ্ম সচিব নুরুল হকের পক্ষে উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ও বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পিঠা উৎসব কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. শহীদুল হক, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বাখরাবাদ গ্যাসফিল্ডের প্রোডাকশন ম্যানেজার মো. নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে এই শীতকালীন পিঠা উৎসব আয়োজন করে আসছে কলেজ কর্তৃপক্ষ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, পিঠা-পুলি শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের এ আয়োজনে যুক্ত করার মাধ্যমে পিঠাকে সম্ভাবনাময় উদ্যোক্তা পণ্য হিসেবে তুলে ধরাই মূল লক্ষ্য।

উৎসবে ১২টি স্টলে শতাধিক প্রকারের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।


নির্বাচনের আগে হাদি ও সাজিদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে: ইবি শিক্ষার্থী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইবি প্রতিনিধি

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। একই সাথে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে আগামী রবিবার (১৮ জানুয়ারি) প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষনা দেন তারা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রধান এসে ফটকে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের, ‘দিন দুপুরে মানুষ মরে, ইন্টেরিম কী করে? তুমি কে, আমি কে — হাদি হাদি; ইনকিলাব জিন্দাবাদ, হাদি হত্যার বিচার চাই; হাদি ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না; উই ওয়ান্ট জাস্টিস; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক-সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, ‘ইতিহাসে হাজারও হাদি শহীদ হয়, কিন্তু তার চেতনা হাদির উত্তরসূরীরা যুগ যুগ ধরে, ধরে রাখে। আমরা এ বাংলায় কোন আধিপত্যবাদী শক্তি মেনে নেব না, কোনো বিদেশি শক্তির তাবেদার হতে দিব না। এখানে কোনো কালচারাল বা গণমাধ্যম ফ্যাসিস্ট বিন্দুমাত্র সহ্য করব না। আমরা হাদি হত্যার বিচার চাই।’

এসময় সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, ‘খুনি দেশে বা বিদেশে থাকুক, নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুবা এই আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আমরা ঘুমাতে দিব না।’

সাজিদ হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, সাজিদ হত্যার ছয় মাস অতিবাহিত হয়েগেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো আলোর দিশা দেখাতে পারেনি। বর্তমান উপাচার্য থাকা অবস্থায় সাজিদ হত্যার বিচার হতে হবে, এই ভিসি যদি ঢাকা চলে যায়, পরবর্তীতে কোনো ভিসি এই হত্যার দায় নেবে না। এই প্রশাসন থাকা অবস্থায় সাজিদ হত্যার বিচার আদায় করে নিতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তিনজনই আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে যাবে তাও এই নির্বাচনের আগেই সাজিদ হত্যার বিচারের ফয়সালা তাদের করে আনতে হবে।


হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঢাবি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা করে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

এ সময় বিক্ষোভকারীরা “আমার হত্যার বিচার চাই”, “বইলা গেছে হাদি ভাই”, “ভারত না বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশ”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো” এমন নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবে না।

তিনি বলেন, তরুণদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং তারা ঘরে ফিরে যাবে না। কেউ কেউ মনে করেছিল শহীদ ওসমান হাদিকে হত্যা করে স্বাধীনতার প্রশ্ন, সীমান্ত সুরক্ষা কিংবা আন্দোলন দমিয়ে রাখা যাবে। কিন্তু বাস্তবে তরুণ প্রজন্ম এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ ও সচেতন।

হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই লড়াই চলবে বলে জানান তিনি।


দেবীগঞ্জে সীমান্ত পেরিয়ে আসা বিরল হিমালয়ান শকুন উদ্ধার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি বানিয়াপাড়া নতুন বাজার এলাকা থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত শকুনটি বাংলাদেশি নয়, বরং এটি ইন্ডিয়ান হিমালয়ান শকুন।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের চোখে পড়লে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করে। পরে বন বিভাগের সদস্যরা শকুনটি উদ্ধার করে দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।

দেবীগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল করিম জানান, ‘শকুনটির গঠন, বিশাল ডানার বিস্তার ও শারীরিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে এটি হিমালয়ান শকুন বলে মনে হচ্ছে। এ প্রজাতির শকুন সাধারণত ভারতের হিমালয় অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে। শীত মৌসুমে খাদ্যের সন্ধানে তারা অনেক সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত শকুনটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে আগামীকাল সিংড়া বিটে পাঠানো হবে, যেখানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হিমালয়ান শকুন একটি বিরল ও সংরক্ষিত প্রজাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও সুরক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা এবং বন বিভাগের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন পরিবেশবিদরা।


সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে আমানত: ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে আমানত। ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়।

ফয়েজ আহমদ তৈয়ব শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার জনগণের হয়রানি ও শ্রমঘণ্টা লাঘব করার জন্য নাগরিক সেবা চালু করেছে বাংলাদেশ। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্লাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

তিনি নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ সহকারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটের বিষয়ে হ্যাঁ-এর পক্ষে। জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করতে হবে।

খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ।

এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।

উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এটুআইর হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।

সভায় অন্যদের মধ্যে চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল, হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচশত উদ্যোক্তা অংশ নেন।


পরিবেশ সচেতনতাই মাগুরায় বিপন্ন বৈলাম বৃক্ষরোপণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাগুরা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র রক্ষায় বাংলাদেশে প্রথমবারের মতো বিরল ও বিপন্ন প্রজাতির বৈলাম গাছ নিয়ে ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ভ্রমণ চালিয়ে যাচ্ছেন পরিবেশ সংগঠক মাহবুবুর ইসলাম পলাশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন চত্বরে এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা তার ভ্রমণের ৫৫ তম জেলা হিসেবে বৈলাম গাছ রোপণ করেন।

মাগুরা জেলায় আয়োজিত এই কর্মসূচিতে বৈলাম গাছ রোপণের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, বৈলাম গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতি হলেও অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এটি দিন দিন বিলুপ্তির পথে। এই গাছ সংরক্ষণ করা মানেই পাখি, কীট-পতঙ্গ ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর ডা. আলফাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

মাহবুবুর ইসলাম পলাশ বলেন, দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রাণহীন বাংলাদেশ পাবে। বৈলাম গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই।

তিনি আরও জানান, ৬৪ জেলায় ভ্রমণ করে প্রতীকীভাবে বৈলাম বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী একটি পরিবেশবান্ধব আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় সম্পৃক্ত করা।

সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা এর প্রফেসর ডা. আলফাজ উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ রক্ষায় জনগণের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করে এবং দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে মাহবুবুর ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা ও দূষণবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাগুরায় ৫৫তম জেলা সম্পন্ন করার মাধ্যমে তিনি ৬৪ জেলার লক্ষ্য পূরণের আরও কাছাকাছি পৌছেছেন।

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই পরিবেশ আন্দোলনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।


রংপুরে লাভজনক কলা চাষে ঝুঁকছে কৃষক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রংপুর প্রতিনিধি

২০১৯ সালে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর থেকে স্থিতিশীল এবং দামে লাভজনক হওয়ায় রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলার কৃষকরা কলা চাষ সম্প্রসারণে উৎসাহিত হচ্ছেন।

গত ছয় বছরে কলার দাম একবারও না কমায় শত শত কৃষক কলা চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলেছেন এবং বিপুল মুনাফা লাভ করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা থেকে শুরু করে বিশেষজ্ঞ ও কৃষকরা পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি স্বাবলম্বী হতে মূল ভূখণ্ড ও নদীবেষ্টিত চরাঞ্চলে কলা চাষকে অত্যন্ত লাভজনক উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন ।

ডিএই সূত্র জানায়, গত ছয় বছরে বাম্পার ফলন ও লাভজনক মূল্য পাওয়ার ধারাবাহিকতায় রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় প্রতি বছরই কলা চাষ বাড়ছে।

ডিএই রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম জানান, চলতি ২০২৫-২০২৬ রবি মৌসুমে গত সপ্তাহ পর্যন্ত এ অঞ্চলে ২ হাজার ৬২১ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।

তিনি আরো বলেন, চলতি মাসের শেষ পর্যন্ত কলার চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

কৃষিবিদ সিরাজুল ইসলাম আরো বলেন, ২০২৪-২০২৫ রবি মৌসুমে এ অঞ্চলে ২ হাজার ৬৮৩ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছিল।

ডিএই পরিচালিত ব্যাপক উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলে কৃষকরা নিজেদের পুষ্টি চাহিদা পূরণ ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থকরী ফসল হিসেবে কলা চাষ সম্প্রসারণ করছেন।

ডিএই কর্মকর্তারা মূল ভূখণ্ড ও চরাঞ্চলে ‘মেহের সাগর’, ‘মালভোগ’, ‘সবরি’সহ বিভিন্ন জাতের কলা চাষ সম্প্রসারণে কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।

এদিকে, আগাম জাতের কলা সংগ্রহ ইতোমধ্যে শুরু হয়েছে। বাম্পার ফলন ও লাভজনক বাজারদর পাওয়ায় কৃষকরা বিপুল মুনাফা অর্জন করছেন।

রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃষক আব্দুর রহমান, মখলেসুর রহমান ও বাদল হোসেন জানান, তারা গত ১৫ বছর ধরে কলা চাষ করে আসছেন এবং প্রতি বছরই ভালো লাভ করছেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামের কৃষক মফিজুর রহমান, আবদুল হাই ও নুরুন্নবী এবং বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, তারা এ মৌসুমে আগের বছরের তুলনায় বেশি জমিতে কলা চাষ করেছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চর ও গ্রামের কৃষক ইউসুফ আলী, বাবুল আখতার, নুরুল ইসলাম ও মাহবুবুর বলেন, চরাঞ্চলে বসবাসকারীরা গত ১০ বছর ধরে সফলভাবে কলা চাষ করে আসছেন এবং ভালো লাভ করছেন।

ইউসুফ আলী বলেন, চরের এক পাশের কলা বিক্রি করছি, অন্য পাশে খালি জমিতে নতুন করে চাষ করছি। সারা বছরই নতুন মোচা ধরার প্রক্রিয়া চলতে থাকে, ফলে বাগান সব সময়ই সতেজ থাকে।

বাবুল আখতার বলেন, নাগেশ্বরী উপজেলার অন্যান্য উপজেলার মতো প্রতি বছরই আরো বেশি চরভূমি কলা চাষের আওতায় আসছে।

তিনি আরো বলেন, আমরা চরাঞ্চলে অন্যান্য ফসলের সঙ্গে আন্তঃফসল হিসেবে সারা বছর কলা চাষ করছি। কলা চাষ আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে।

রংপুর সিটি বাজারের খুচরা ফল ব্যবসায়ী ফজলুর রহমান ও রংপুরের পীরগাছা বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, বর্তমানে ‘মালভোগ’ ও ‘সবরি’ কলা প্রতি হালি ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিএই-এর রংপুরের বুড়িরহাট উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আবু সায়েম বলেন, সমতল ভূমি ও চরাঞ্চলে কলা চাষ সম্প্রসারণের ফলে কৃষকদের জীবনমান উন্নত হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি সচল থাকছে।


শীতে রাস্তার কুকুরের জন্য দেয়া হলো বস্তার তৈরি বিছানা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পটুয়াখালী প্রতিনিধি

হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে দক্ষিনাঞ্চলের প্রাণীকূলসহ সাধারণ মানুষ। শীতকাল অনেক প্রাণীদের জন্য খুব একটা ভালো সময় নয়। এ শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালী পৌরশহরে ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে।

প্রায় শতাধিক কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। এ বিষয়ে সহযোগিতা করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, পাটের বস্তার মধ্যে খড়কুটো দিয়ে কুকুরের জন্য এসব বিছানা তৈরি করা হয়েছে। পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০টি বস্তার বিছানা বিতরণ করা হয়েছে। অনেক কুকুর এসব বস্তার বিছানায় আশ্রয় নিয়েছে।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম বলেন, অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিছু কুকুরের বাচ্চা মারাও গেছে। এতে কষ্টে থাকা কুকুরের জন্য একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, এটা একটা ভালো উদ্যোগ। কুকুরের জন্য বস্তা বিতরণ করতে পৌরসভার গাড়ি দেয়া হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, বিছিয়ে দেয়া বস্তা যেন কেউ ফেলে না দেয় ৷ ভালো কাজে আমাদের সহযোগিতা পাবে সবসময়।


ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ দিলো সরকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগ চলাকালীন ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। তার নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্দিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থ বিবেচনায় এই আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বর্তমানে বার্মিংহাম মিশনে দ্বিতীয় সচিবের কোনো নির্ধারিত পদ নেই বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিকের মতে, জনপ্রশাসন মন্ত্রণালয় যখন কোনো বিশেষ নিয়োগ প্রদান করে, তখন সেখানে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট পদটি সৃষ্টি হয়ে যায়। এই নিয়োগের মাধ্যমে কূটনৈতিক মিশনে নতুন এক কর্মপরিবেশ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।


নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ: বাড়ী ফেরা হলো না দুই বন্ধুর

আপডেটেড ১৬ জানুয়ারি, ২০২৬ ১৪:১৩
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অভি ও হৃদয় নামে দুইবন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনের নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।
শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও পারিবার সূত্রে তিনি বলেন,
অভি ও হৃদয় নামে দুই বন্ধু পেশায় স্বর্ণকার। বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের কর্মস্থল থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় তারা মাইজদী - চৌমুহনী আঞ্চলিক সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছলে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান আকস্মিক ইউটার্ন নেয়। ওই সময় মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইবন্ধু ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন। পরিচয়হীন পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেল আরোহী হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


banner close