নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন বলেন, ‘মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেলযোগে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যায়।
নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন। একসঙ্গে তিনজন এভাবে মারা যাওয়ায় খুব খারাপ লাগছে।’
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ‘আজ শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।’
আট বছর আগে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের বেনাপোল পৌরবাস টার্মিনালটি কোন কাজে আসছে না। সেখানে যাত্রীবাহী কোন বাস না থাকায় টার্মিনালটি খাঁখাঁ করছে। বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে বাস টার্মিনালটি নির্মাণের পর ২ বার উদ্বোধন করা হলেও এখান থেকে কোন বাস ছাড়া হয় না, কোন বাস দাঁড়ায়ও না। যে কারণে কাজে আসছে না মোটা অংকের টাকার বিনিময়ে নির্মিত এই টার্মিনাল।
আর এই টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবীরা ও মাদক ব্যবসায়িরা এই ভবনটিকে নিরাপদ স্থান করে নিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছে সন্ধ্যার পর পর চলে এই টার্মিনালের মধ্যে চলে মাদক সেবন ও মাদক বিক্রি। এখানে দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা এসে সেবন করে যায়। এর সাথে স্থানীয় অনেক উঠতি বয়সের তরুণরাও ঝুঁকে বসেছে মাদক সেবনে। বাস চালু হলে এখানে রাত-দিন লোক সমাগম থাকলে মাদকসেবীরা ও মাদক ব্যবসায়িরা হয়ত আর আড্ডা দিতে পারত না।
বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ভয়াবহ যানজট মুক্ত রাখতে টার্মিনালটি নির্মাণ করেছিল বেনাপোল পৌরসভা। কিন্তু বাস মালিক ও শ্রমিকসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সার্থের কারণে সফল হচ্ছে না। ফলে যাত্রী ও সাধারণ নাগরিকের সীমাহীন ভোগান্তি রয়েই গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের প্রধান স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট বেনাপোলে অবস্থিত। এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিনে হাজার হাজার মানুষ বাংলাদেশ-ভারত যাতায়াত করে। প্রধান সড়কের শেষ প্রান্তে নোম্যান্সল্যান্ড-সংলগ্ন স্থানে ইমিগ্রেশন চেকপোস্ট হওয়ায় যাত্রী ও পরিবহনের চাপে সেখানে এবং যশোর রোডের বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় বেনাপোল পৌরসভা শহরের প্রবেশমুখে কাগজপুকুর এলাকায় মহাসড়কের ধারে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন টার্মিনালটি ২০১৭ সালে উদ্বোধন করেন তখনকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত টার্মিনালটি ব্যবহৃত হয়নি।
মালিক-শ্রমিকরা তাদের যানবাহন আগের মতোই নোম্যান্সল্যান্ডের কাছাকাছি চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত নিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলামের নির্দেশনায় তিনি গত বছর ৭ নভেম্বর টার্মিনালটি নতুন করে চালুর উদ্যোগ নেন। কিন্তু এ দফায়ও মাত্র ৭ দিনের মতো সচল ছিল টার্মিনালটি। পরে যানবাহন মালিক-শ্রমিকরা টার্মিনালে গাড়ি না ঢুকিয়ে আগের মতো ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় নিয়ে যান। মালিক-শ্রমিকরা কৌশলের আশ্রয় নিয়ে সবসময় টার্মিনালে দু-একটি বাস রাখছেন।
অভিযোগ রয়েছে, নতুন টার্মিনালটি যাতে ব্যবহৃত না হয়, ‘তার পেছন থেকে যারা কলকাঠি নাড়েন, তাদের শীর্ষে আছেন বেনাপোল এর এক শ্রেণির প্রভাবশালী ব্যবসায়ি সংগঠন’। এসব সংগঠন কারণ দেখিয়ে বলছে পৃথিবীর কোন দেশের সীমান্তের চেকপোস্ট থেকে তিন-চার কিলোমিটার দূরে টার্মিনাল নেই। এত দূরে টার্মিনাল নির্মাণ করা অবাস্তব চিন্তা। সে কারণে টার্মিনালটি ব্যবহৃত হচ্ছে না।’
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চেকপোস্ট থেকে দূরবর্তী স্থানে টার্মিনাল করার সিদ্ধান্তটি কতটা যুক্তিপূর্ণ ছিল- তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ আছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান বলেন, ‘গত বছর এর ৭ নভেম্বর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বাসটার্মিনালটি চালু করেছি। সেখানে নামাজের স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, আনসারদের থাকার ব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তা সত্ত্বেও বাসমালিকরা এই টার্মিনাল ব্যবহার না করে নোম্যান্সল্যান্ডের কাছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালিত টার্মিনালে বাস নিয়ে যাচ্ছেন। অথচ ওই টার্মিনালটি শুধু আন্তঃদেশীয় বাস প্রবেশের জন্য নির্ধারিত।’
নওগাঁয় প্রশাসনের কোন ধরনের অনুমোদন ছাড়াই স্কুল মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্যের মেলা চালু করা হয়েছে। গত মঙ্গলবার থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার কার্যক্রম শুরু হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও আবাসিক এলাকায় মেলা বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ইতোমধ্যে এ মেলা ঘিরে নানা ধরনের বিতর্কও দেখা দিয়েছে। মেলার কাজে জেলা পুলিশের নাম ব্যবহার করা হলেও পুলিশ প্রশাসন এ সম্পর্কে কিছুই জানে না।
জানা যায়, আবাসিক এলাকা হওয়ায় হাট-নওগাঁ স্কুল মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা ও ক্রীড়া কার্যক্রমের মূল জায়গা। দুই সপ্তাহ আগে থেকেই মেলার অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। পুরো মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলায় স্কুলের প্রধান গেট বন্ধ হয়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প দরজা ব্যবহার করতে হচ্ছে। চলমান পরীক্ষার সময় বাড়তি শব্দ ও ভিড়ের কারণে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে দেখা যায়, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষার ফাঁকে মেলায় ঘুরতে এসেছে।
এক মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে রাজশাহী শিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা, নৌকা ও ড্রাগন রাইড। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা খোলা থাকে এবং প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানান, গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে এবং পরীক্ষায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মাঠে খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।
হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তাদের পরীক্ষায় তেমন সমস্যা হয়নি, তবে অবকাঠামো নির্মাণের সময় কিছু অসুবিধা হয়েছে।
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জানান, এখনও আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষার পর মেলা পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।
এ নিয়ে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, প্রধান শিক্ষক স্কুল মাঠে মেলা চালানোর অনুমতি দেওয়ার অধিকার রাখেন না। আমাকে বিষয়টি জানানোও হয়নি। একটি আবেদন পেয়েছি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁয় অনুষ্ঠিতব্য শিল্প এবং বাণিজ্যিক মেলার সাথে জেলা পুলিশের কোন সম্পর্ক নেই। এই মেলায় জেলা পুলিশ, অথবা পুলিশ নারী কল্যাণ সংঘের কোন সংশ্লিষ্টতা নেই। কতিপয় মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলা সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে, অনুমোদনের প্রক্রিয়া চলছে।
ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া সামগ্রী এবং মাছের পোনা ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের অর্থায়নে সকল সেক্টরের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এটা প্রশংসনীয় উদ্যোগ। রাজস্ব আয় বাড়লে এ বিতরণ কার্যক্রম আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী সদরের উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত । সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠান অনগ্রসর ১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৬০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ৮০টি ছাতা, কমিউনিটি ক্লিনিক এর জন্য ৩৫টি বিপি মেশিন, মৎস্য চাষিদের মাঝে ২ লাখ টাকার মাছের পোনা, কৃষকদের মাঝে কিছুই উপকরণ হিসেবে ৮০টি স্প্রে মেশিন, প্রাণিসম্পদের জন্য ২ লাখ টাকার, প্রজনন বীজ, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ওষুধ বিতরণ করা হয়। জানা গেছে, বিতরণকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।
শিশুসহ অপহৃত ব্যক্তিদের দ্রুত উদ্ধারের দাবিতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেজর সিনহা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় পর্যটকবাহী ও যাত্রীবাহী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে।
স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা অধ্যুষিত বাহারছড়া এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ বেড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত রোববার শিশুসহ ৪ জনকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অপহরণ করে। তাদের দাবি, গত এক বছরে টেকনাফে ২৬৪ জন অপহৃত হয়েছেন, যাদের বেশির ভাগই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন।
মানববন্ধনে উপস্থিত টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘অপহরণ বন্ধের দাবিতে এ কর্মসূচির যৌক্তিকতা রয়েছে, আমরা একে সমর্থন করি। পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ না করার জন্য স্থানীয়দের অনুরোধ জানাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া–টেকনাফ (ডুসাট) সভাপতি জয়নাল উদ্দিন বলেন, ‘আমরা আর কোন অপহরণ চাই না। আমাদের ভাইদের ফিরিয়ে দিন। দিন দিন এ এলাকায় বসবাস অনিরাপদ হয়ে উঠছে। আমরা সেনাবাহিনীর চৌকি স্থাপন ও বিশেষ অভিযানের দাবি জানাই; না হলে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবো।
শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এম এ মন্জুর বলেন, একদিকে পাহাড়, অন্যদিকে সাগর- বাহারছড়া একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। কিন্তু অপহরণকারীদের তৎপরতায় এখন পর্যটকরাও আসতে ভয় পায়। পাহাড়পাদে থাকা মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছে, কেউ কেউ স্কুল–মাদ্রাসায় রাতযাপন করছে। ছাত্র-ছাত্রীরাও আতঙ্কে স্বাভাবিক পড়াশোনা করতে পারছে না। সব বাহিনীর নিয়মিত অভিযান ছাড়া আমরা মুক্তি পাব না।’
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘২৫ কিলোমিটারের এ ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অথচ অপহরণকারী সর্বোচ্চ ১০০ জন। জনগণ সচেতন হলে তারা কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে কেউ অপহরণের সাহস দেখাতে পারবে না।’
এলাকাবাসীর ৬ দফা দাবি:
১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৪ জনকে অক্ষত অবস্থায় বিনা মুক্তিপণে ফিরিয়ে দিতে হবে। ২. অপহরণচক্রের সহযোগী স্থানীয় এজেন্টদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
৩. অপহরণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি- ‘আমৃত্যু কারাদণ্ড’ নিশ্চিত করতে হবে। ৪. পাহাড়ে সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযান ও সার্বক্ষণিক সেনাবাহিনীর টহল জোরদার করতে হবে।
৫. নাটকীয় অভিযান ও মুক্তিপণের বিনিময়ে উদ্ধার পরবর্তী ভিকটিম নির্যাতন বন্ধ করতে হবে। ৬. নির্দিষ্ট সময়ে ভিকটিম উদ্ধার করতে ব্যর্থ হলে দায়িত্বরত কর্মকর্তা ও টেকনাফ থানার পুরো টিমকে অপসারণ করে দক্ষ বাহিনী নিয়োগ দিতে হবে।
অবশেষে চট্টগ্রাম বন্দরের অকশন শেডে পড়ে থাকা শত কোটি টাকার ড্রেজিং পাইপ উঠল নিলামে। ২ হাজার ৭৮৩ টন ড্রেজিং পাইপ ও অন্যান্য সরঞ্জাম দুই লটে বিশেষ নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ড্রজিং পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিক্রির জন্য কোনো ধরনের সংরক্ষিত মূল্য নির্ধারণ করেনি কাস্টমস। গত ২০ নভেম্বর থেকে বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) কাছ থেকে অনলাইনে প্রস্তাবিত দরপত্র গ্রহণ শুরু হয়েছে। দরপত্র নেয়া হবে আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। আগ্রহী বিডাররা পণ্য পরিদর্শন করতে পারবেন ৮ ডিসেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, ড্রেজিং কাজে ব্যবহারের জন্য ২০১৯ সালের ৯ ডিসেম্বর ২০ ফুট এবং ৪০ ফুট সাইজের ১ হাজার ৯০০টি পাইপ আমদানি করেছিল চ্যাঞ্জিং ড্রেজিং প্রাইভেট লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণসহ আরও ৮ কনটেইনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ। পাইপগুলো থাকার কারণে বন্দরে অন্যান্য মালামাল রাখতে অসুবিধা হচ্ছিল। এ অবস্থায় ২০২০ সালেই নিলামে বিক্রি করতে এসব পাইপ বাই পেপার চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় গত ৬ বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকে বিশাল আকৃতির এসব পাইপের লট। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) না পাওয়ায় দীর্ঘদিন ধরে নিলাম প্রক্রিয়া আটকে থাকে। অবশেষে গত ১০ নভেম্বর মন্ত্রণালয় প্রয়োজনীয় এনওসি ইস্যু করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই অনাপত্তিপত্রে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে এসব পণ্য দুই লটে নিলামের মাধ্যমে নিষ্পত্তির অনুমোদন দেওয়া হয়। অনাপত্তিপত্রে আমদানি নীতি মেনে চলা, প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ ও পণ্যগুলো ব্যবহারযোগ্য কি না, তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। এ অনুমোদন কেবল নির্দিষ্ট এই চালানের ক্ষেত্রেই প্রযোজ্য।
কাস্টমসের কর্মকর্তারা জানান, চীন থেকে আমদানিকৃত ২ হাজার ৭০০ টন ওজনের পাইপের আমদানিমূল্য ছিল ৮০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ৮৩টন ওজনের অন্যান্য পণ্যের দাম ৩ কোটি ৭০ লাখ টাকা উল্লেখ করা হয় চালানে। গত ২০২০ সালেই নিলামে বিক্রি করতে এসব পাইপ চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাাম কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনা মো. রাসেল আহমেদ দৈনিক বাংলাকে বলেন, চট্টগ্রাম বন্দরের কন্টেনারের জট নিরসনে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে নিলাম কার্যক্রম পরিচালনা করছে। তবে এবার বিশেষ নিলামে দুই লট ড্রেজিং পাইপ ও সরঞ্জাম তোলা হয়েছে। আগ্রহী বিডারদের কাছে অনলাইনে প্রস্তাবিত দর মূল্যে নেয়া হচ্ছে।
তিনি বলেন, যেহেতু ২০১৯ সালের পণ্য, তাই কাস্টমস বিধি অনুযায়ী এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হয়নি। বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) মধ্যে যিনি সর্বোচ্চ দরদাতা হবেন। তিনি পণ্যগুলো পাবেন।
এদিকে চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, এসব পাইপ এতদিন চট্টগ্রাম কাস্টমসের জন্য এক প্রকার বোঝা ছিল। অবশেষে নিলামে তোলার কারণে সরকার এসব পাইপ বিক্রি করে রাজস্ব আয় করতে পারবে। তবে একটি ট্রলিতে তিনটির বেশি পাইপ উঠানো যাবে না। চট্টগ্রামের বাইরের বিডারদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে। ফলে এটি স্ক্র্যাপ হিসেবেও দর উঠতে পারে।
প্রসঙ্গত; আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়। ফলে আমদানিকৃত পণ্য যথাসময়ে খালাস না নেওয়ায় বন্দরে প্রায়ই কন্টেনার জট লেগে থাকে। এদিকে দিনের পর দিন কন্টেনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ পায় না। তবে ৪৫ দিনের মধ্যে নিলামে তোলার যে নিয়ম তা নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা শিক্ষক সমিত ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এবং শিক্ষকদের দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ফুসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আহমেদ, ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা জানান, সহকারী শিক্ষক মলি আক্তার, গোলাপবাগ লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তাক, মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ ব্যানার্জি।
এছাড়াও এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম, দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ শেখ, মুরারীদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি হায়দার, মোতালেব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম ইকবাল, খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক মোহাম্মদ ফরিদ শেখ, টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেনসহ ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি’ সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে বুধবার নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও কম্বল বিতরণ।
এছাড়া জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিকীকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের মূল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।
সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভূমিকা রাখুক।
অনুষ্ঠানে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ৯৬জনকে সেলাই মেশিন, ৯০জনকে হুইল চেয়ার, ২০জনকে ট্রাই সাইকেল ও ১’শ জনকে কম্বল প্রদান করা হচ্ছে।
নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবি, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলা হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। বুধবার সকালে শার্শা উপজেলা হাসপাতালের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে তারা কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি ও প্রস্তাব অনুযায়ী দাবিগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেন, তবে তারা অবিলম্বে কর্মস্থলে ফিরে যাবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, তারা মূলত প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ জনস্বাস্থ্যের সেবায় সম্মুখসারির কর্মী হিসেবে কাজ করেন। জন্মের পর শিশুর সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য ১০টি মারাত্মক রোগের প্রতিষেধক টিকা প্রদান করাও তাদের দায়িত্ব।
তাদের কাজের ফলে বাংলাদেশ বিশ্বে টিকাদানের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ থেকে গুটি বসন্ত দূর হয়েছে, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস পেয়েছে এবং পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া গেছে। এছাড়া হাম, রুবেলা, করোনা, জরায়ূমুখের ক্যান্সার (এইটপিভি) এবং সর্বশেষ প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড (টিসিভি) টিকা সাফল্যের সঙ্গে তারা প্রদান করেছেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আকলিমা খাতুন বলেন, আমাদের কাজের ফলে দেশে গড় আয়ু বৃদ্ধি হয়েছে এবং আন্তজার্তিক অঙ্গনে বাংলাদেশের স্বাস্থ্যখাত সুপিরচিতি লাভ করেছে। আমাদের কাজের বিনিময়ে স্বাস্থ্য বিভাগ গর্বিত। আজ আমরাই অবহেলা ও বৈষম্যের শিকার।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এফপিআই আবুল খায়ের, আলাউদ্দিন আল আজাদ, এফডব্লিভি মিতা খাতুন, শিরিন সুলতানা, নাসিমা খাতুন, এফডব্লিএ সাফিয়া খাতুন, নাজমা খাতুনসহ আরও অনেকে।
ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে রোড থেকে নেমে মিনিট দুয়েক হাঁটার পরই শোনা যেতে থাকে পাখির কিচিরমিচির শব্দ। এরপর সামনের দিকে আরও এগোনোর সঙ্গে সঙ্গে কমতে থাকে ব্যস্ততা শহর, আর বাড়তে থাকে পাখির কিচিরমিচির শব্দ। কাঁচা সড়কটির দুই পাশে একটু পরপর বড় বড় জাম গাছ। গাছগুলোতে ঝুলানো আছে মাটির পাত্র। ওইসব পাত্রে বাসা বেঁধে বাস করে অসংখ্য পাখি।
গ্রামের বাসিন্দারা জানান, ভোরে আর আর সন্ধ্যায় সবচেয়ে বেশি পাখি চোখে পড়ে। পাখির কিচিরমিচির শব্দে তাদের বেলা করে ঘুম থেকে ওঠার সুযোগ নেই। ভোরে পুরো গ্রামের মানুষদের ঘুম ভাঙে কিচিরমিটির শব্দে।
এটি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের কথা। ২০১৩ সাল থেকে এ গ্রামটি যেন পাখির অভয় আশ্রম হিসেবে গড়ে ওঠেছে। গ্রামের যুবকরা পরিকল্পিতভাবেই সড়কটির দুই পাশে এবং অনেকের বাড়ির সীমানায় জামগাছ লাগিয়েছিল, যেন পাখি বাস করতে পারে।
এখানেই শেষ হয় সাধুপাড়া গ্রাম নিয়ে পুলকিত হওয়ার গল্প। গ্রামটি যেন গল্পের মতো। সব কিছুই পরিকল্পিত আর গোছানো। হাঁটতে হাঁটতে পথচারীর চোখ আটকে যাবে সাধুপাড়া কৃষক সংগঠনের ঘরটি দেখে। জামগাছের ছায়ায় ছোট আধাপাকা ঘর। সাইনবোর্ডে লেখা ‘ফসলের হাসপাতাল।’ লেখা পড়ে মনে কৌতূহল জাগে। কৌতূহল মেটাতে কথা হয় গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে।
জানা যায়, সাধুপাড়া গ্রামের কৃষকদের নানা কৃতিত্বপূর্ণ গল্পের কথা। এ গ্রামে চাষ হয় বিষমুক্ত সবজি। বেশির ভাগ কৃষক নিজেদের বাড়ির সামনে তৈরি করে কেঁচো কম্পোস্ট সার। আর তাদের গর্ব করার মতো বিষয় হচ্ছে ‘হেকিম ধান’। ধানের জাতের নাম শোনে বিষ্ময় জাগে।
পরে জানা যায়, সাধুপাড়া গ্রামের কৃষক আব্দুল হেকিমের নামে এ ধান। হেকিম ধানের গল্প শোনা যায় স্বয়ং কৃষক আব্দুল হেকিমের মুখ থেকে। তিনি জানান, ১৫ বছর আগে আব্দুল হেকিমের চাচাতো ভাই আব্দুল জব্বার নেত্রকোনা জেলা থেকে ২০ জাতের ধান সংগ্রহ করে আনেন। সেসব ধান চাষ করে তিনি সবচেয়ে উচ্চফলনশীল ধানের জাত চিহ্নিত করার কাজ শুরু করেন। কিন্তু কয়েক বছর পর জব্বার মারা যান। আব্দুল জব্বার মারা যাওয়ার পর ধানের জাত বাছাইয়ের কাজটি শুরু করেন আব্দুল হেকিম। হেকিম একটি এনজিওর সহায়তায় এ কাজ শুরু করেন।
টানা কয়েক বছর ধরে ওইসব জাতের ধান নিজের জমিতে পরীক্ষামূলকভাবে আবাদ করতে থাকেন। এভাবে তিনি একটি জাতকে সবচেয়ে বেশি ফলনশীল ধান হিসেবে চিহ্নিত করেন। কিন্তু ততদিনে ধানটির জাতের নাম ভুলে যান। হেকিমের বাছাই করা ওই জাতটি পরের বছর অনেকেই চাষ করেন। ফলনও পান ভালো। কয়েক বছরে ওই জাতটি আশাপাশের কয়েকটি গ্রামেও ছড়িয়ে পরে। কিন্তু ধানটির নাম কেউ বলতে পারে না। ওই সময় একদিন গ্রামের কৃষকরা মিলে নাম দেন হেকিম ধান। গত চার বছর ধরে প্রতি বছর আনুষ্ঠাকিভাবে হেকিম ধানের মাঠ দিবস পালন করেন গ্রামের কৃষকরা। ওইদিন বেশ ধুমধাম করে খাওয়া-দাওয়া হয়।
হেকিম ধানের গল্প শোনার পর জানতে চাওয়া হয় ফসলের হাসপাতালের কথা। কৃষক আব্দুল বারিসহ আরও কয়েকজন মিলে জানায়, গ্রামের কোনো কৃষকের ধান খেতে রোগবালাই বা পোকার আক্রমণ দেখা দিলে শুরুতেই গ্রামের সব কৃষক মিলে সংগঠনের কার্যালয়ে পরামর্শ সভা করে। সেখানে ধানের রোগ বা পোকার আক্রমণ নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করা হয়। বিশেষ পরামর্শ দেন কৃষক আব্দুল বারি।
কারণ তিনি এ বিষয়ে বিভিন্ন সময় তিনটি প্রশিক্ষণ নিয়েছেন। যদি কখনো নিজেদের চেষ্টায় সমস্যার সমাধান না মেলে তাহলে উপজেলা কৃষি কার্যালয়ে যান।
আরও জানা যায়, ফসলের মাঠে পোকার আক্রমণ ঠেকানোর জন্যই গ্রামে প্রচুর জামগাছ লাগানো হয়েছে। জামের মৌসুমে জাম খেতে আসে নানা ধরনের পাখি। সেসব পাখি জাম গাছে যাতে বাসা বাঁধতে পারে, সে জন্য গাছে উঁচু ডালে মাটির ছোট ছোট পাত্র ঝুলিয়ে দেওয়া হয়। ঝুলানো পাত্রে পাখি বাসা বাঁধে। এভাবে গ্রামটি এখন পাখির গ্রাম হয়ে গেছে।
সাধুপাড়া গ্রামের কৃষকরা নিজেদের সবজি চাষে কেনা সার ব্যবহার করেন না। প্রত্যেক কৃষকের বাড়ির সামনে নিজেরাই তৈরি করছেন কেঁচো কম্পোস্ট। এ সার ব্যবহার করছেন নিজেদের প্রয়োজনে। প্রয়োজনের অতিরিক্ত সার বিক্রিও করছেন অনেক কৃষক। তবে কৃষকরা জানায়, পর্যাপ্ত গোবর না থাকায় চাহিদার সমানুপাতে সার তৈরি করা যাচ্ছে না। যে কারণে ধান চাষে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে।
সাধুপাড়া কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক নরুল হক বলেন, ‘২০০৯ সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠন কৃষকদের সব ধরনের সমস্যায় পাশে দাঁড়ায়। আমাদের সংগঠন দেখে অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক গ্রামেই এখন কৃষকরা একত্রিত হচ্ছে। গ্রামের তরুণরা সংগঠন করছে।’
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি সংস্থা ‘অ্যাসোশিয়েন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট’ এর আয়োজনে শহরের আলমাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আফাদ এর চেয়ারম্যান মোর্শেদা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক এএম মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, অ্যাসিল্যান্ড আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, আফাদ এর সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ। মাল্টেসার ইন্টারন্যাশনাল বিএমজেড-পিটি এর সহযোগিতায় বিএমজেড-পি আফাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষক, কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিনিধি, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি এবং ঘোগাদহ ইউনিয়নে রেজিলেন্স স্ট্রেন্দেনিং অফ ভার্নারেবল পপুলেশন ইন নর্দান ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বাংলাদেশ থ্রো এ নেটওয়ার্ক এপ্রোচ অফ ফাইভ পার্টনার অর্গানাইজেসন, বিএম জেড পিটি প্রজেক্টটি ২০২২সালের ১ নভেম্বর শুরু হয়ে ২০২৫সালের ৩১ডিসেম্বর শেষ হবে। প্রকল্পের মোট সুবিধাভোগী ৯হাজার ৬৯জন। এরমধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ১২ জন, প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্য ৪৬ জন, দলিত সদস্য ৩০জন, ট্রান্সজেন্ডার ২২জন, নারী প্রধান পরিবার ২৭ জন, ঝুঁকিপূর্ণ পরিবার ৩৪৩ জন, ৪৮০ জন প্রত্যক্ষ সদস্য এবং পরোক্ষ সদস্য ৮৫৮৯ জন। এদের মধ্যে প্রায় ৫ শতাধিক প্রত্যক্ষ সদস্যদের নিয়ে প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত হয়। তাদেরকে আম, মাল্টা, পেয়ারা গাছ বিতরণ করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নিশি রহমান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯’ এর ৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে। মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মামলার পর গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঈশ্বরদী উপজেলা সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি চারতলা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও সমালোচিত হয়েছে। যে কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও মহাপরিচালক স্যারও ফোন করে তার পক্ষে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছিলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গত সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সেদিনই বিকালে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
নয়নের স্ত্রী নিশি রহমান গত মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, বাচ্চাগুলো তাদের বাসার সিঁড়ির পাশে থাকতো এবং খুব বিরক্ত করত। তাই তিনি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনা গাছের গোড়ায় রেখে এসেছিল। কীভাবে পুকুরে পড়েছে সেটি তিনি জানেন না। তিনি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলেননি বলে দাবি করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকতো টম নামের একটি কুকুর। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা প্রসব করে। গত সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে, পাগলপ্রায় অবস্থায় ছুটাছুটি করতে দেখা যায় মা কুকুর টমকে। পরে, উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত আটটি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে, গত রোববার রাতে কোন একসময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে। একদিন পর গত সোমবার সকালে পাওয়া যায় কুকুর ছানাগুলোর মরদেহ। দুপুরের পর মৃত কুকুর ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়।
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের অত্যাধুনিক কারখানা উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশের ভেতরে আনুষ্ঠানিকভাবে স্থানীয় উৎপাদন কার্যক্রমের সূচনা করল ব্র্যান্ডটি।
উদ্বোধনী অনুষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অনারের নেতৃত্ববৃন্দ এবং স্মার্ট টেকনোলজিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ কারখানার উদ্বোধনের মাধ্যমে অনার বাংলাদেশে তাদের পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের দিকে একটি বড় পদক্ষেপ নিল। এখানে সংযোজিত ডিভাইসগুলো খুব শিগগিরই ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল নিয়ে দেশের বাজারে আসবে।
বাংলাদেশে বৈশ্বিক এআই উদ্ভাবন ও স্থানীয় উৎপাদন সক্ষমতার সমন্বয়ে উৎপাদন উৎকর্ষের নতুন এক মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে স্থাপন করেছে অনার।
নিজেদের স্মার্ট ডিভাইসগুলোতে উন্নত এআই প্রযুক্তি সংযোজনের জন্য বাজারে পরিচিতি রয়েছে অনারের। বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করেছে ব্র্যান্ডটি। কারখানায় যন্ত্রাংশ সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে এআই প্রযুক্তিচালিত অটোমেশন ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিকভাবে নির্ভুলভাবে ও কার্যকরী উৎপাদনশীলতা নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে আরও ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি-এর পরিচালক মোঃ নূরন্নবী, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি., বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অন্যদিকে, অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জর্জ ঝেং এবং গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ডেরিক ডেং অনারের পক্ষে প্রতিনিধিত্ব করেন। তার সাথে ছিলেন বাংলাদেশে অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম।
প্রারম্ভিক পর্যায়ে কারখানাটি একটি প্রোডাকশন লাইন দিয়ে প্রতিদিন ১,৫০০ ইউনিট উৎপাদন সক্ষমতা নিয়ে পরিচালিত হবে। এছাড়া, প্রথম বছরের মধ্যেই অনার চারটি প্রোডাকশন লাইন চালুর পরিকল্পনা করেছে, যা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
অনুষ্ঠানে তার বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব দেশের চলমান ডিজিটাল রূপান্তরের গুরুত্ব এবং ডিভাইস ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে ডিজিটাল রূপান্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের নিজেদের দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা কমাতে হবে। ডিভাইসের সহজলভ্যতা আরও বাড়াতে হবে, পাশাপাশি তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে। এই উদ্বোধনের মাধ্যমে স্মার্ট ও অনার বাংলাদেশে অর্থবহ কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দিকে সত্যিকার অর্থেই একটি বড় পদক্ষেপ নিল।”
অনার স্মার্ট কারখানাগুলো কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “এই কারখানা লাইনগুলো বাস্তবিক অর্থেই কর্মসংস্থানবান্ধব করে পরিকল্পনা করা হয়েছে। । একটি লাইন ইতোমধ্যেই চালু হয়েছে এবং আগামী বছরে চারটি লাইন চালু হবে। এর মাধ্যমে দেশে উল্লেখযোগ্য দক্ষ জনবল তৈরি হবে, দক্ষতা-বিনিময়ের সুযোগ বাড়বে, এবং এই শিল্পকে ঘিরে নতুন উদ্যোক্তারা ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ তৈরিতে উৎসাহিত হবেন”।
এছাড়া নীতিগত সংস্কার বিষয়ে তিনি বলেন, সরকার স্থানীয় মোবাইল/ স্মার্টফোন বাজারকে শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে।
“আমরা শিগগিরই অবৈধ স্মার্টফোন আমদানি মোকাবিলায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)এর কাজ শুরু করছি এবং শুল্ক কাঠামো সংস্কার করছি, যাতে স্থানীয় উৎপাদন আমদানির তুলনায় আরও আকর্ষণীয় হয়। এদিকে তৃতীয় ও চতুর্থ সাবমেরিন কেবল যুক্ত হওয়ায় ডেটার দামও কমে যাবে”, বলেন তিনি।
ডিজিটাল গভর্নেন্স কাঠামো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং স্মার্টফোন ব্যবহারের হার বৃদ্ধি করবে বলে তিনি মনে করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের সাইবার নীতি, ডেটা সুরক্ষা নীতি এবং ডেটা গভর্নেন্স/ নিয়ন্ত্রণ কাঠামো আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করবে এবং ডিজিটাল ইকোসিস্টেমে জনগণের আস্থাকে আরও দৃঢ় করবে। সঠিক প্রণোদনা থাকলে স্মার্টফোন ব্যবহার ৪০ শতাংশ থেকে ৭০ এমনকি ৮০ শতাংশেও পৌঁছাতে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জর্জ ঝেং বাংলাদেশ নিয়ে অনারের লক্ষ্য তুলে ধরে বলেন, “এই কারখানা শুধুই একটি অবকাঠামো নয়। এটি অনার ও বাংলাদেশ সরকারের মধ্যে এক অংশীদারিত্বের প্রতীক—যেখানে বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় সক্ষমতার সম্মিলন ঘটেছে। আমাদের লক্ষ্য শুধু কর্মসংস্থান সৃষ্টি করা নয়; এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে স্থানীয় পেশাজীবিদের দক্ষতা বিকশিত হবে, প্রযুক্তি অগ্রসর হবে এবং সম্প্রদায় আরও সমৃদ্ধ হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উৎপাদনে নিরাপত্তা, স্থায়িত্ব এবং সততার সর্বোচ্চ মান বজায় রাখার আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করছি।”
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “বাংলাদেশের বাজারে অনার ফোন ইতিমধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে। তবে ব্যবহারকারীরা আরও সাশ্রয়ী দামে অনারের ফোন কিনতে চান। স্থানীয় এ চাহিদা মেটাতেই আমরা এই কারখানা স্থাপন করেছি। আমাদের প্রাথমিক উৎপাদনক্ষমতা ৬০ হাজার ইউনিট, এবং চাহিদা বাড়লে তা আরও বৃদ্ধি করা হবে। নতুন স্থাপিত হওয়া কারখানা শুধুই একটি কারখানা বা ইটের স্থাপনা নয়; এটি একটি দৃষ্টিভঙ্গির প্রতীক। এটি প্রমাণ করে যে বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং একক রপ্তানিমুখী শিল্পের ওপর নির্ভরতা কমাচ্ছে।পাশাপাশি, ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তি উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বাংলাদেশের সক্ষমতারও প্রমাণ এটি"
২০২৩ সালের শেষ দিকে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনার। এরপর থেকে ব্র্যান্ডটি দ্রুতই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করে। বর্তমানে, ব্র্যান্ডটির দেশের বাজারে প্রায় ৩ শতাংশ বাজারহিস্যা রয়েছে, যা আগামী বছর ১০ শতাংশে পৌঁছাবে বলে প্রত্যাশা করছে অনার।
অনারের এই এআই প্রযুক্তিনির্ভর কারখানাটি উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি স্থানীয় কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এবং প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে। দেশের মধ্যেই এমন একটি উদ্যোগ আমদানি নির্ভরতা কমাতে এবং বৈশ্বিক ইলেকট্রনিকস সাপ্লাই চেইনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।
আট বছর আগে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের বেনাপোল পৌরবাস টার্মিনালটি কোন কাজে আসছে না। সেখানে যাত্রীবাহী কোন বাস না থাকায় টার্মিনালটি খাঁখাঁ করছে।বিগত আওয়ামীলীগ সরকার ২০১৭ সালে বাসটার্মিনালটি নির্মাণের পর দুইবার উদ্বোধন করা হলেও এখান থেকে কোনো বাস ছাড়া হয়না, কোনো বাস দাঁড়ায়ও না। যে কারণে কাজে আসছে না মোটা অংকের টাকার বিনিময়ে নির্মিত এই টার্মিনাল।
আর এই টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবীরা ও মাদক ব্যবসায়িরা এই ভবনটিকে নিরাপদ স্থান করে নিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছে সন্ধ্যার পর পর চলে এই টার্মিনালের মধ্যে চলে মাদক সেবন ও মাদক বিক্রি। এখানে দুর দুরান্ত থেকে মাদক সেবীরা এসে সেবন করে যায়। এর সাথে স্থানীয় অনেক উঠতি বয়সের তরুনরাও ঝুকে বসেছে মাদক সেবনে। বাস চালূ হলে এখানে রাত দিন লোক সমাগম থাকলে মাদক সেবীরা ও মাদক ব্যবসায়িরা হয়ত আর আড্ডা দিতে পারত না।
বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ভয়াবহ যানজট মুক্ত রাখতে টার্মিনালটি নির্মাণ করেছিল বেনাপোল পৌরসভা। কিন্তু বাসমালিক ও শ্রমিকসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সার্থের কারনে সফল হচ্ছে না। ফলে যাত্রী ও সাধারণ নাগরিকের সীমাহীন ভোগান্তি রয়েই গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের প্রধান স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট বেনাপোলে অবস্থিত। এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিনে হাজার হাজার মানুষ বাংলাদেশ-ভারত যাতায়াত করে। প্রধান সড়কের শেষ প্রান্তে নোম্যান্সল্যান্ড-সংলগ্ন স্থানে ইমিগ্রেশন চেকপোস্ট হওয়ায় যাত্রী ও পরিবহনের চাপে সেখানে এবং যশোর রোডের বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি মোকাবিলায় বেনাপোল পৌরসভা শহরের প্রবেশমুখে কাগজপুকুর এলাকায় মহাসড়কের ধারে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন টার্মিনালটি ২০১৭ সালে উদ্বোধন করেন তখনকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত টার্মিনালটি ব্যবহৃত হয়নি।
মালিক-শ্রমিকরা তাদের যানবাহন আগের মতোই নোম্যান্সল্যান্ডের কাছাকাছি চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত নিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলামের নির্দেশনায় তিনি গত বছর ৭ নভেম্বর টার্মিনালটি নতুন করে চালুর উদ্যোগ নেন। কিন্তু এ দফায়ও মাত্র সাত দিনের মতো সচল ছিল টার্মিনালটি। পরে যানবাহন মালিক-শ্রমিকরা টার্মিনালে গাড়ি না ঢুকিয়ে আগের মতো ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় নিয়ে যান। মালিক-শ্রমিকরা কৌশলের আশ্রয় নিয়ে সব সময় টার্মিনালে দু-একটি বাস রাখছেন।
অভিযোগ রয়েছে, নতুন টার্মিনালটি যাতে ব্যবহৃত না হয়, তার পেছন থেকে যারা কলকাঠি নাড়েন, তাদের শীর্ষে আছেন বেনাপোল এর এক শ্রেনীর প্রভাবশালী ব্যবসায়ি সংগঠন’। এসব সংগঠন কারন দেখিয়ে বলছে পৃথিবীর কোনো দেশের সীমান্তের চেকপোস্ট থেকে তিন-চার কিলোমিটার দূরে টার্মিনাল নেই। এত দূরে টার্মিনাল নির্মাণ করা অবাস্তব চিন্তা। সে কারণে টার্মিনালটি ব্যবহৃত হচ্ছে না।’স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চেকপোস্ট থেকে দূরবর্তী স্থানে টার্মিনাল করার সিদ্ধান্তটি কতটা যুক্তিপূর্ণ ছিল- তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ আছে।
জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা.কাজী নাজিব হাসান বলেন, ‘গত বছর এর ৭ নভেম্বর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বাসটার্মিনালটি চালু করেছি। সেখানে নামাজের স্থান,ব্রেস্ট ফিডিং কর্নার, আনসারদের থাকার ব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তা সত্ত্বেও বাসমালিকরা এই টার্মিনাল ব্যবহার না করে নোম্যান্সল্যান্ডের কাছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপ পরিচালিত টার্মিনালে বাস নিয়ে যাচ্ছেন। অথচ ওই টার্মিনালটি শুধু আন্তঃদেশীয় বাস প্রবেশের জন্য নির্ধারিত।