বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সাধারণ মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আমি নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াস। যদি জনগণ চায় তবে আমরাই সরকার গঠন করব।
তিনি বলেছেন, ইসলামী সমমনাদের এক মঞ্চে আনার বিষয়ে সবাই একমত। বড় বড় রাজনৈতিক নেতারা অনেক সময় পিআর বুঝেন না, কিন্তু সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবেই বোঝে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও বিমানবন্দর চালুর বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। শিগগিরই সুখবর আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী কুমিল্লা ফানটাউনে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হ্যাঁ/না ভোটের মতো পদ্ধতিও গ্রহণ করা হতে পারে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- কুমিল্লা মহানগরীর আমির ও কুমিল্লা ৬ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
কুমিল্লা মহানগরীর দুরবস্থার প্রসঙ্গ টেনে ড. তাহের বলেন, আমি কান্দিরপাড় থেকে ডুলিপাড়া ফানটাউনে আসতে ৪৫ মিনিট সময় নিয়েছি। যেখানে স্বাভাবিক সময়ে ৫ মিনিটের বেশি লাগার কথা নয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আবারও জোর দিয়ে বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি চালুর বিষয়ে জামায়াত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী। প্রয়োজনে বিকল্প ফরম্যাটেও কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কোনো দল যদি মনে করে আগামী নির্বাচনে নিশ্চিত জয়ী হবে তাহলে বোঝা যায় জেতার জন্য তারা কোনো একটা মেকানিজম করছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে সংকট থেকে বের করে আনতে পারবে। জনগণ যাকে চাইবে তারাই জয়ী হবে।
মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগরীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট নাছির উদ্দিন মোল্লা, মোতাহার আলী দিলাল, ভিপি মুজিবুর রহমান, কুসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, অধ্যাপক এ জি এস শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।
নারায়ণগঞ্জে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটতলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের কাজ ৬ বছর আগে সম্পন্ন হয়েছে। তবে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আইনজীবীরা পৃথক দুই স্থানে দুই কোর্টের অবস্থান মেনে না নেওয়ায় নতুন ভবনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তর করা যায়নি। ফলে নতুন ভবনের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র অযত্ন ও অবহেলায় নষ্ট হওয়ার পথে।
ভবনের নিরাপত্তারক্ষী শফিকুল ইসলাম বলেন, তিনি সাত বছর যাবৎ এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তবে ভবনটি কোন কাজে ব্যবহৃত হচ্ছে না।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অবস্থিত। দুই কোর্ট একত্রে থাকায় তা আইনজীবী এবং বিচার প্রার্থীদের জন্য সুবিধাজনক। কিন্তু পৃথক স্থানে কোর্ট দুইটির অবস্থান হলে তা কোনো ভাবেই আইনজীবীদের জন্য সুবিধাজনক হবে না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রায় একই সময় জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেটকোর্টের কার্যক্রম চলছে। দুই কোর্ট একত্রিত থাকায় একজন আইনজীবী একই সঙ্গে জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে তার মক্কেলের জন্য আইনি সেবা দিতে পারছেন। এদিকে নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবন এই এলাকা থেকে দুই কিলোমিটার দূরে কালীরবাজার এলাকায় অবস্থিত। সেখানে যদি কোর্ট স্থানাস্তর করা হয়, তাহলে আইনজীবীরা কোনভাবেই এতো দূরে গিয়ে কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন না। তাছাড়া নারায়ণগঞ্জ শহর যানজট প্রবণ এলাকা। এতে বিচার প্রার্থীরাও বিপাকে পড়বেন।
আইনজীবীরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পৃথক স্থানে দুইটি কোর্টের অবস্থান এর বিরোধিতা করেছেন। বর্তমানে যারা আইনজীবী সমিতির নেতৃত্বে রয়েছেন, তারাও দুই কোর্ট একত্রে রাখার পক্ষেই মতামত ব্যক্ত করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন,‘ দুইটি পৃথক স্থানে দুইটি কোর্টের অবস্থান কোনো ভাবেই আইন পেশায় জড়িত জেলার ১ হাজার ২০০ আইনজীবীর কাজকে সহজ করবেনা। বরং এতে করে আইনজীবী ও বিচারপ্রার্থী উভয়ই বিপাকে পড়বেন। কারণ এটি বাস্তবায়িত হলে এক কোর্ট থেকে অন্য কোর্টের দূরত্ব হবে দুই কিলোমিটার। এ ব্যাপারে জেলা জজ, জেলা প্রশাসক,অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়ে দুই কোর্ট একত্র রাখতে আমাদের প্রস্তাবনা দিয়েছি।'
নারায়ণগঞ্জ গণপূর্ত কার্যালয়ের নির্বাহীপ্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ' আট তলাভবনটি ২৮ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে এর নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়। এরপর আমরাভবনটিকে বুঝে নিতে নারায়ণগঞ্জের জজশিপ কে চিঠি দিয়েছি। জজশিপ থেকে কয়েক বার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তারা আর ভবনটি বুঝে নেয়নি। আইনজীবীদের অনাগ্রহের কারণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এখানে স্থানান্তর হচ্ছে না। ফলে ভবনটি ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।'
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, 'আইনজীবীদের পক্ষ থেকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। তারা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছেন। সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।'
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৩ দিন পর উর্মী আক্তার(১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা খালের স্লুইজগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উর্মী কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের অটোরিকশা চালক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করার পর অর্থ অভাবে লেখাপড়া করতে পারেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার( ২১ আগস্ট) রাতে উর্মী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শুক্রবার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার সকালে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী এবং পুলিশকে জানায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ফাতেমাতুজ্জোহরা গত ৩০/৪/'২৫ তারিখে বদলী হয়ে অন্যত্র চলে গেলে তদস্থলে অদ্যাবধি কোনো এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পোষ্টিং না পাওয়ায় ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা অনেকাংশেই সময় ক্ষেপন ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে বর্তমানে সেখানে এসিল্যান্ডের দায়িত্বও পালন করছেন। কবে নাগাদ এসিল্যান্ড যোগদান করবেন- এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান- সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশেই আমি আমার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এসি ল্যান্ডের দায়িত্বও পালন করছি।
তিনি বলেন, একজন ইউএনও এর নিজেরই অনেক কাজের পরিধি রয়েছে, ডিসি অফিসের বিভিন্ন মাসিক-সাপ্তাহিক মিটিং, সভা-সেমিনার এর পাশাপাশি মাঠ পর্যায়েও অনেক কাজ করতে হয়। সেটা করার পাশাপাশি একটু কষ্ট হলেও ভূমি অফিসের দৈনন্দিন কাজগুলোও স্বাভাবিকভাবে করে যাচ্ছি। এক্ষেত্রে জটিল কাজের মধ্যে রয়েছে ভূমি মিউটেশন সেবা, ধীরগতিতে হলেও সেটাও আমরা করে যাচ্ছি। তিনি আরো জানান এসিল্যান্ড পোষ্টিং এর ব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, তিনি জানিয়েছেন শীঘ্রই একজন এসিল্যান্ড সেখানে পদায়িত হবেন।
এদিকে ভূমি সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রাহকের সাথে সরেজমিনে কথা বললে তারা জানান, আমরা অনেক সময় এসিল্যান্ড অফিসে ঘন্টার পরে ঘন্টা বসে থাকি ইউএনও এর অপেক্ষায়। তারা আরো বলেন, আমরা যখন ভূমি সংক্রান্ত কাজে আসি তখন দেখা যায় ইউএনও মহোদয় তার নিজ দায়িত্বের ফিল্ডের কোনো কাজে গেছেন, অথবা ডিসি অফিসের মিটিং বা অন্য কোনো সরকারী প্রোগ্রামে অন্যত্র রয়েছেন- তখন আমরা যারা দূর-দূরান্ত থেকে আসি তখন আমাদের তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়- যা নির্দিষ্ট কোনো এসিল্যান্ড থাকলে আমাদের সে বিড়ম্বনার শিকার হতে হতো না। এ ব্যাপারে তারা অতি দ্রুত একজন এসিল্যান্ড পোষ্টিং দেয়ার জন্য মাদারীপুর জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি কি সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। কারণ দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখিনি। এখন হঠাৎ করে দু একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। মূলত এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না। দলের প্রতীকককে ভোট দিতে হবে। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিছু কিছু দল পি আর ও সংস্কারের কথা বলে কেন নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বিএনপি বোঝে। তিনি বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপি'র সদস্য হবে। তবে কোন চাঁদাবাজ দখলবাজ দলের সদস্য হতে পারবে না। যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না।বিএনপির সদস্য হবে যারা সমাজের গুণীজন।
তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে খুটিয়ে খুটিয়ে খেয়েছে শেখ হাসিনা। সাড়ে আট লক্ষ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল শেখ হাসিনা সে হিংস্রতা চালিয়েছিল বাংলাদেশের মানুষের উপর। ভংষ্কর রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশের মানুষ পড়াজিত করেছে। সে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
সভায় কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমূখ। পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির ফরম বিতরণ করেন।
এদিকে, কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পাশের মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।
নড়াইলে অসুস্থ হয়ে কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি ফরিদ হত্যা মামলার ৮ নম্বর আসামি এবং গত দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে ছিলেন।
কারা সূত্র জানায়, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন হুমায়ুন। শুক্রবার রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারী ডালিমের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্দন করেছে সাধারণ শিক্ষার্থী, সচেতন মহল ও এলাকাবাসী।
শনিবার দুপুরে ডালিমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নে চেংমারী সংলগ্ন হাজির হাটে এ মানববন্ধন হয়। পরে ফুসে উঠা এলাকাবাসী হাজির হাট হতে একটি বিক্ষোভ মিছিল বের করে কিশোরগঞ্জ বাজার হয়ে স্থানীয় প্রেস ক্লাবের সামন দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবারো মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) যুবায়ের ইবনে রুবেল, লাভলী বেগম, সমাজসেবক রফিক শাহ্, এলাকাবাসী আশরাফুল ইসলাম, দুলাল হোসেন, ইউনুছ আলী, ইলিয়াস বানু বেগমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষক ডালিমকে গ্রেফতার পূর্বক ফাঁসি দিতে হবে। যাতে আর কেউ এ রকম কাজে সাহস না পায়। আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের একটি শিশু তার বোনের বাড়ি দুরাকুটি নান্নুর বাজার যাওয়ার জন্য চেংমারী ডাবল ব্রীজ সুইচ গেটের পূর্ব দিকে ২০০ গজ দূরে ক্যানেলের উপর পৌছে। এসময় হালকা বৃষ্টি পড়ায় রাস্তায় কেউ না থাকার সুবাদে মধ্য রাজিব চেংমারী গ্রামের মোঃ গুলের পুত্র ডালিম (৪০) ওই শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক ক্যানেলের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডালিমের হাতে কামড় দিয়ে আত্মচিৎকার দিলে ডালিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়, ধর্ষণ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
ময়মনসিংহের ভালুকায় অতিথিসহ আটজনকে চেতনানাশক খাইয়ে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়ার কতদতলী গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতনদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, মো. রফিকুল ইসলাম সরকার রনু (৬০), তার স্ত্রী রহিমা খাতুন (৫৫), দুই পুত্রবধূ, নাতি-নাতনী এবং বেড়াতে আসা অতিথি দম্পতি—সবার শরীরে দুপুরের পর থেকেই অস্বাভাবিক ঝিমঝিম ভাব শুরু হয়। রাতে সবাই অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা বারান্দার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও প্রবাসী ছেলেদের আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পরে গভীর রাতে এক পুত্রবধূ চেতনা ফিরে পেলে জিনিসপত্র তছনছ দেখতে পান এবং স্বজনদের খবর দেন। পুলিশ ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে ছয়জন প্রাথমিক চিকিৎসা পান, আর রহিমা খাতুন ও অতিথি বাবুল খানকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারের সদস্যদের ধারণা খাবারের সাথে অথবা পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার বলেন, প্রথমে শুনেছিলাম সবাই অসুস্থ হয়েছে। পরে খবর পাই ডাকাতির।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
শনিবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বুড়ির বাধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেয়া হয়।
অভিযানে ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার,সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাধ এলাকায় অভিযান চালানো হয়। এসময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল বা কারেন্ট জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়।এগুলো আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে হত্যার কারন এখনো জানা যায়নি, তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।
টানা বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মরিচ আমদানির করায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে গত দুইদিনে পাইকারি বাজারে প্রতিকেজি কাঁচা মরিচে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা।
আজ শনিবার হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, গত কয়েক দিনে এই বন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ১৫ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। সন্ধ্যা পর্যন্ত আরও কয়েক ট্রাক এই বন্দর দিয়ে দেশে ঢুকবে।
হিলি বন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, দেশে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্তে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। এতে বাজারে কাঁচা মরিচের দাম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, শুক্রবার এক দিনে রেকর্ড পরিমাণ ২৯টি ট্রাকে ২৩৯ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে আমদানিকৃত কাঁচা মরিচের বেশ কয়েকটি ট্রাক দেশে প্রবেশ করেছে।
আমদানিকারকরা বলছেন, টানা বৃষ্টি আর বন্যার কারণে কৃষকের মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মরিচের সঙ্কট দেখা দেয়। তাই চাহিদা অনুযায়ী ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে।
হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেও মরিচের কেজি পাইকারি বাজারে ছিল ২০০ থেকে ২২০ টাকা। এসব মরিচ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, আমদানিকারকরা ভারত থেকে প্রতি কেজি কাঁচা মরিচ কিনেছেন ৭০ থেকে ৮০ রুপিতে। যা দেশে ৯৭ থেকে ১০৮ টাকা। এর উপর কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৩৭ টাকা। শুল্ক কমানো গেলে আমদানি ব্যয়ও কমে আসবে। তখন বাজারেও দাম কমবে। ক্রেতারা কম মূল্যে কাঁচা মরিচ কিনতে পারবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার এএসএম আকরম হোসেন সম্রাট জানায়, গত এক সপ্তাহের এই বন্দর দিয়ে ৭২ ট্রাকে কাঁচা মরিচ আমদানি হয়েছে ৬১৮ টন। শনিবার সকাল থেকেই কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছেন। কাস্টমস বিভাগ তাৎক্ষণিক ট্রাকগুলো খালাসের ব্যবস্থা করছে। এতে প্রতিদিনের আমদানিকৃত কাঁচা মরিচ দ্রুত দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো (SACMO) চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২২ আগষ্ট) দিবাগত রাত ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো: মোসলেম।
তানভীরের বাবা মোসলেম কান্না জড়িত কন্ঠে জানান, আমার বুকের ধন আর নেই, আমাদের সবাইকে ফাকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলেটা পঙ্গু হয়েও যদি এই দুনিয়ায় বেচে থাকতো তাকে কোলে-পিঠে করে তার খেদমত করতাম। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সকল চেষ্টাকে হার মানিয়ে গতরাত আড়াইটার দিকে আমার মানিক দুনিয়া থেকে বিদায় নিছে।
এদিকে শিশু তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রাম সহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। আজ আছর বাদ জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত গত ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবের ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পরেন তানভীর। এরপর তার জীবন বাচাতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির চার হাত-পা কেটে ফেলা হয়।
এ ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলা দায়রা জজ আদালতে স্যাকমো শফিকুল ইসলাম ও ফার্মেসি মালিক আকিবের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে, তিনি এখনো ভোলা জেলা কারাগারে রয়েছে। এ মামলার অন্যতম আসামি আকিব কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনায় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পানিবন্দী অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ২০০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।
এই ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।
শরীফ উদ্দিন জুয়েল ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় বলেন, "বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমাদের দলের পক্ষে এটা শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রদর্শন।"
তিনি আরো বলেন, "পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।"
এছাড়া, তিনি স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণে সহায়তার জন্য ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক আবিদ হাসান সরকার মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান নান্নুসহ যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা বিতরণে অংশগ্রহণকারী অসহায় বানভাসি মানুষরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জানান।