মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩ ০৮:২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ ও নর্থ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শাব্বির ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

বিষয়:

এবার কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ-সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসের (সিদীপ) নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদার কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ-সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসের (সিদীপ) নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদার কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে কৃষি গবেষণায় আর্থিক সহায়তা দেয় ব্যাংকটি।

সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসের (সিদীপ) মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে শিপার্স কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ২০২৪ এবং ২০২৫ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে কাউন্সিলের অন্যান্য পর্ষদ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ২০২৪ এবং ২০২৫ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে কাউন্সিলের অন্যান্য পর্ষদ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সাক্ষাৎকালে শিপার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং পরিচালক সৈয়দ মো. বখতিয়ার ও লোকপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

শুরুতে এসসিবি চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা প্রতিমন্ত্রীকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফুলের তোড়া প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এসসিবির ক্রেস্ট প্রদান করেন। এসসিবি চেয়ারম্যান প্রতিমন্ত্রীর কাছে কাউন্সিলের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ী ও রপ্তানিকারকদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বাণিজ্য পদ্ধতির সহজীকরণ, রপ্তানি বৃদ্ধিতে সহায়তা প্রদান ও রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণে অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আশা করেন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম আরও টেকসই ও গতিশীল হবে।

বিষয়:

এএপিটিসি-র বার্ষিক সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ছবি: আইএসপিআর
আপডেটেড ২৭ মে, ২০২৪ ১৯:২৮
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সকল প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া-প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার (এএপিটিসি)- এর ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ তথা বিপসট-এ প্রথমবারের মতো এএপিটিসি এর বার্ষিক সাধারণ সভা আয়োজন নিঃসন্দেহে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ত্যাগ, অবদান ও গৌরবোজ্জ্বল অর্জনের এক অনন্য স্বীকৃতি।’

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক ও সামরিক উভয় অঙ্গণে বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের উদাহরণ তুলে ধরে সেনাবাহিনী প্রধান আরও বলেন, ‘২০২৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শান্তি কেন্দ্রিক উন্নয়নের যে মডেল জাতিসংঘ সাধারণ অধিবেশনে উপস্থাপন করেছিলেন তা আজকের সংকটময় নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় আরও বেশি প্রাসঙ্গিক।’

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনুকরণীয় পেশাদারিত্ব ও সফলতার চিত্র তুলে ধরেন এবং শান্তিরক্ষীদের উঁচুমানের প্রশিক্ষণ নিশ্চিত করায় বিপসটের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহুপাক্ষিক সহযোগিতার উপরে গুরুত্বারোপ করেন।

চারদিন ব্যাপী সম্মেলনের আলোচনা আরও ফলপ্রসূ হবে এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে বিশ্ব শান্তিরক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এরপর তিনি জাতিসংঘ শান্তি অভিযানের সিম্যুলেশন প্রশিক্ষণ, 'United Nations Peace Operation Simulation Training (UNPOST)' উদ্বোধন করেন।

প্রযুক্তির উন্নয়ন ও অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকির কারণে বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এই পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবিলায় ভবিষ্যতে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন ছিল এবারের এএপিটিসি’র বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ডিফেন্স/মিলিটারি অ্যাটাশেগণ, ঊর্ধ্বতন সামরিক, আধা-সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান ও প্রতিনিধি, এএপিটিসি এর সদস্যভুক্ত ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএপিটিসি শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ ও গবেষণার সঙ্গে জড়িত নীতি নির্ধারক, গবেষক, শান্তিরক্ষী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের একটি অনন্য প্লাটফর্ম। এএপিটিসি’তে বর্তমানে ২৪টি সদস্য রাষ্ট্র ও ২টি পর্যবেক্ষক দেশ রয়েছে। গত ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে বিপসট এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এক বছরের জন্য গুরুত্বপূর্ণ এই সংস্থার সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।


সিটিজেনস ব্যাংকের ব্যবসা-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের কর্মকর্তাদের ব্যবসা-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের কর্মকর্তাদের ব্যবসা-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণ-বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের স্বনামধন্য প্রশিক্ষক, বৃদ্ধি স্কুল অব প্রফেশনালস্ অ্যান্ড স্কুল অব নলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রশিক্ষক মো. আকবর হাসান। কর্মশালায় ব্যাংকের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে সভা

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার কোম্পানির প্রধান কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার কোম্পানির প্রধান কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। ওই স্মরণসভায় এই মহীয়ান ব্যক্তির কর্মময় জীবনের উল্লেখযোগ্য কিছু স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ গতকাল রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং উপহার। প্রতিবারের মতো এবারও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বিএসপিএ স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার-২০২৪। এই পুরস্কার জিতেছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান। তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল-বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ৭ বছর ধরে এই আয়োজনের সঙ্গে আছি। বিএসপিএ’র সঙ্গে ক্রীড়া উৎসব প্রথমে শুরু করি আমরা। এরপর বিএসজেএ, বিএসজেসি, ক্র্যাব, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিআরইউ ও প্রেসক্লাবের ক্রীড়া উৎসবেও আমরা পৃষ্ঠপোষকতা করেছি। আমরা চেষ্টা করছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘আমরা আন্তরিক ধন্যবাদ জানচ্ছি যে, এরকম একটি কার্নিভালে ওয়ালটনকে পাশে রাখার জন্য। সাত বছর ধরে আমরা এই আয়োজনের সঙ্গে আছি। যারা এই কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তারা হয়তো এক সময় খেলতেন; কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কর্মজীবনে আমরা অনেকেই সেই খেলাধুলায় নিজেদের অব্যহত রাখতে পারি না। কিন্তু খেলাধুলার বাসনাটা থেকেই যায় আমাদের। আপনাদের যে সুপ্ত বাসনা ছিল খেলাধুলার সেটা এই কার্নিভালের মাধ্যমে প্রদর্শন করতে পেরেছেন। এমন আয়োজন করায় বিএসপিএ’কে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এ বছর পুরস্কার জিতেছেন, বিজয়ী হয়েছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাই-ই। কারণ আপনারা পুরস্কার পাবেন, ক্রেস্ট পাবেন। পাশাপাশি যারা অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি। তাদের জন্য শুভ কামনা জানাই। নিশ্চয়ই আগামী বছর আপনারাও জিতবেন।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের স্পোর্টস কার্নিভালের ৭টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে অংশ নেন বিএসপিএর শতাধিক সদস্য।

বিষয়:

অনুমোদন পেল শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবালের প্রতিষ্ঠিত ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়ীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবালের প্রতিষ্ঠিত ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়ীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই সময় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ইকবাল। এরই মধ্যেই শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামার সেশনের (জুলাই- ২০২৪) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ২০২৩ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এবং ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সম্প্রতি সংবর্ধনা ও লাইভ কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.বি.এম. লুৎফর রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.বি.এম শোয়েব রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর সৈয়দ নওশের আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব); নাসিম সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ গোলাম হোসেন সরকার (পিএসসি), উপদেষ্টা, জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ; ইফতেখার হোসেন বেনু, মেয়র, ভৈরব পৌরসভা, আব্দুস সালাম শাহরিয়ার, চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন; ডা: এমদাদুল ইসলাম, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গবেষক, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান; ডা. বিজন কুমার মিত্র, উপ-পরিচালক, ইনস্টিটিউট অব গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিজ, জাপান; প্রফেসর ডা. কোজো ওয়াতানাবে, এহিমে ইউনিভার্সিটি, জাপান; প্রফেসর ডা: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এহিমে ইউনিভার্সিটি ও শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রস্তাবিত ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর ডা. প্রফুল্ল চন্দ্র সরকার, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; মো. তারেক উদ্দিন, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি

বিষয়:

এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বেসরকারি রেডিও ও টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী। গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাইসুল হক চৌধুরী, ২০১১ সালে দেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজে সংবাদ উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন। এর আগে তিনি একুশে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বর্তমানে এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া আইএসইউয়ের জনসংযোগ বিভাগের প্রধান হিসেবেও নিজ মেধার সই রেখে যাচ্ছেন নিয়মিত। নির্বাচনে এনবিএ সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকলায়েন রাসেল (মাই টিভি), সহসভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টেলিভিশনের মেহের ই খোদা দ্বীপ, এনটিভির নাজনীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আরটিভির পারভিন মিতু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি

বিষয়:

মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

রাজধানীর উত্তরায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর উত্তরায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নান্দনিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ইংলিশ ক্লাব। গত ২৫ মে উত্তরার ডিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামাল উদ্দিন সেমিনার হলে অনুষ্ঠিত হয় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের মনোজ্ঞ এই আয়োজন। জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুনবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। নাচে-গানে আনন্দময় মেধাবীদের মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল-উত্তরা ৪নং সেক্টর ক্যাম্পাসের অধ্যক্ষ মো. নুরুর রহমান এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষরা, পরিচালকরা এবং শিক্ষক-শিক্ষিকারা। মাইলস্টোন কলেজ থেকে এবছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুনবী এবং বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। ২০২৪ সালে মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৭৫০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসের হার ১০০% এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৯৮ জন ছাত্রছাত্রী। এটি সর্বাধিক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাসের এক অনন্য দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি

বিষয়:

যশোরে সার ডিলারদের সঙ্গে বিএডিসি চেয়ারম্যানের মতবিনিময়

যশোরে শনিবার সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন বিএডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম যথাযথ বাস্তবায়নকল্পে সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন থাকেন। এরই অংশ হিসেবে গত ২৫ শনিবার যশোর অঞ্চলের বিএডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। যশোর সার অঞ্চল আয়োজিত ডিলার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন দেশ হতে মানসম্পন্ন নন-ইউরিয়া সার আমদানিপূর্বক কৃষকদের কাছে যথাসময়ে এবং সরকার নির্ধারিত মূল্যে সরবরাহের কাজটি বিএডিসি কার্যকরভাবে সম্পাদন করে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের আমলে দেশের কোথাও নন-ইউরিয়া সারের সংকট পরিলক্ষিত হয়নি। কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে এবং কৃষকদের কোনোরূপ হয়রানি না করে সার বিক্রয়ের ক্ষেত্রে সার ডিলারদের আরও আন্তরিক হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সদস্য পরিচালকসহ (সার ব্যবস্থাপনা) যশোর অঞ্চলের বিএডিসি ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

রেপো, এএলএসএফ ও আইবিএলএফ নিলামের ফলাফল 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো, অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটি (এএলএসএফ) এবং শরীয়াহ্ভিত্তিক ব্যাংকসমূহের জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির (আইবিএলএফ) নিলাম গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নিলামে এক দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় চারটি ব্যাংক ৯৩৪.১৬ কোটি টাকার ১২টি বিড, সাত দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ২৫টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান মোট ১০,৩৭০.৮৮ কোটি টাকার ১১২টি বিড, ২৮ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় একটি ব্যাংক ২,৭৯৭.৩৭ কোটি টাকার ৭৪টি বিড, এক দিন মেয়াদি অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির আওতায় ১৪টি পিডি ব্যাংক মোট ৭,৫৩৭.২৬ কোটি টাকার ৫৫টি বিড এবং ২৮ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির আওতায় পাঁচটি ব্যাংক ৪,৭২৫ কোটি টাকার ০৫টি বিড দাখিল করে। অকশন কমিটিতে সব বিডই গৃহীত হয়। ফলে রেপো, এএলএসএফ এবং আইবিএলএফের আওতায় সর্বমোট ২৬,৩৬৪.৬৭ কোটি টাকা প্রদান করা হয়। উল্লিখিত এক দিন, সাত দিন ও ২৮ দিন মেয়াদি রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির সুদের হার ছিল যথাক্রমে বার্ষিক শতকরা ৮.৫০, ৮.৬০, ৮.৭৫ ও ৮.৫০ ভাগ এবং ২৮ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার এক্সপেক্টেড প্রফিট রেট (ইপিআর) ব্যাপ্তি ছিল শতকরা ৪-৭ ভাগ।

মেয়াদি বাংলাদেশ গভ. ইসলামী বিনিয়োগ বন্ডের নিলাম

৩ মাস এবং ৬ মাস মেয়াদি বাংলাদেশ গভ. ইসলামী বিনিয়োগ বন্ডের নিলাম বাংলাদেশ ব্যাংকে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নিলামে ৩ মাস মেয়াদি বন্ডের জন্য ৩০০ কোটি টাকার ২টি দরপত্র এবং ৬ মাস মেয়াদি বন্ডের জন্য ৪৪৮ কোটি টাকার ৫টি দরপত্র দাখিল হয়। উল্লিখিত সব দরপত্রই অকশন কমিটিতে গৃহীত হয়। গৃহীত দরপত্রের বন্ডহোল্ডার ও ইসলামী বন্ড ফান্ডের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও (পিএসআর) ছিল ৯০:১০। বিজ্ঞপ্তি

বিষয়:

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান ওই সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি গবেষণা খাতের উন্নয়নে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি গবেষণা খাতের উন্নয়নে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা ও পশু বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. বেগম ফাতিমা জোহরার কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

banner close