রোববার, ১৯ মে ২০২৪

ঢাকা মোটর শোতে ব্যাপক সাড়া পেল পদ্মা ব্যাংক

তিন দিনের ঢাকা মোটর শোতে পদ্মা ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
আপডেটেড
১৯ মার্চ, ২০২৩ ২০:৩৫
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩ ২০:৩১

ব্র্যান্ডনিউ গাড়ি, মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে সম্প্রতি রাজধানীতে হয়ে গেল তিন দিনের ঢাকা মোটর শো। এখানে গ্রাহকদের অটো লোনের নানা সুবিধা জানাতে পসরা সাজিয়েছিল পদ্মা ব্যাংক লিমিটেড। মেলায় আগত গ্রাহকরা বিপুল উৎসাহে ঘুরে দেখেন পদ্মা ব্যাংকের স্টল।

এ সময় গ্রাহকরা ‘কার লোন’ সম্পর্কে খোঁজখবর নেন। গ্রাহকরা এমন আয়োজনে আসায় পদ্মা ব্যাংককে ধন্যবাদ জানান। পদ্মা ব্যাংকের সহজ শর্তে গাড়ির ঋণ দেয়ার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান।

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় পদ্মা ব্যাংকের স্টলটি পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ সময় তিনি গাড়ি ব্যবসায়ী এবং লোন নিতে আগ্রহী গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও পদ্মা অটো লোন সম্পর্কে মতবিনিময় করেন।

এর আগে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা, রিটেইল প্রোডাক্ট হেড কাজী মো. ফজলুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

বিষয়:

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভ্রাম্যমাণ জাদুঘর উদ্বোধন

আপডেটেড ১৯ মে, ২০২৪ ১২:৩৫
দৈনিক বাংলা ডেস্ক

আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। প্রথম পর্বে জাদুঘর প্রাঙ্গণে বেলুন উড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক জাদুঘর দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ভ্রাম্যমাণ জাদুঘর উদ্বোধন করা হয়। বেশ কিছু উল্লেখযোগ্য নিদর্শন দিয়ে সাজানো বাসটি ভ্রাম্যমাণ জাদুঘর হয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য জেলা/উপজেলায় পাঠানো হবে। দ্বিতীয় পর্বে, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আইকম বাংলাদেশ জাতীয় কমিটির যৌথ উদ্যোগে ‘শিক্ষা ও গবেষণায় জাদুঘর’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরুল চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন আহসান মঞ্জিল জাদুঘরের উপকিপার ও আইকম বাংলাদেশ জাতীয় কমিটির সেক্রেটারি সেরাজুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ। সভাপতিত্ব করেন মহাপরিচালক মো. কামরুজ্জামান।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও গবেষণার জায়গা জাদুঘর। জাদুঘর পরিদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি শিক্ষা বা জ্ঞানলাভ করেন। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘর দেশের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে চলেছে। সেমিনার ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সুজিত মোস্তফা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর শিল্পীগোষ্ঠী। বিজ্ঞপ্তি


বিএসএমএমইউতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে শোভাযাত্রা

আপডেটেড ১৯ মে, ২০২৪ ১২:৩৬
দৈনিক বাংলা ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গতকাল বিশ্ব উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ। বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু। অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


মিডল্যান্ড ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সই

আপডেটেড ১৯ মে, ২০২৪ ১২:৩৬
দৈনিক বাংলা ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি সই হয়েছে। এ কৌশলগত পদক্ষেপের লক্ষ্য হলো মিডল্যান্ড ব্যাংকের আর্থিক পণ্য এবং পরিষেবাগুলোর পরিসর প্রসারিত করা, গ্রাহকদের আরও বেশি সুবিধা এবং বিমা সমাধানগুলোতে অ্যাক্সেস প্রদান করা। এই অংশীদারত্বের অধীনে, প্রগতি ইন্স্যুরেন্স বিবিধ পরিসরের বিমা পণ্যগুলো এখন মিডল্যান্ড ব্যাংকের আউটলেটগুলোর মাধ্যমে প্রসারিত হবে। এ সম্প্রসারিত পণ্য পোর্টফোলিও মিডল্যান্ড ব্যাংকের ক্রমবর্ধমান গ্রাহকসেবার বিভিন্ন চাহিদা পূরণ করবে এবং তাদের আর্থিক সুস্থতা ও সম্পদ সুরক্ষা ক্ষমতা প্রদান করবে।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান-উজ জামান এবং প্রগতি ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির চিফ ব্যাংকাসুরেন্স অফিসার (সিবিও), রাশেদ আক্তার, ব্যাংকাসুরেন্স ম্যানেজার, খন্দকার ইমরান হোসেন এবং প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিডল্যান্ড ব্যাংকের এই পদক্ষেপ বাংলাদেশের আর্থিক ল্যান্ডস্কেপের একটি ক্রমবর্ধমান প্রবণতাকে প্রতিফলিত করে, যেখানে ব্যাংকগুলো ব্যাংকাসুরেন্স পণ্যগুলো অফার করার জন্য বিমা কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতা করবে। এ ধরনের সহযোগিতা উভয় প্রতিষ্ঠানকে উপকৃত করবে কারণ যখন বিমা কোম্পানিগুলো একটি বিস্তৃত বাজারে অ্যাক্সেস লাভ করে। বিজ্ঞপ্তি


এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেটেড ১৯ মে, ২০২৪ ১২:৩৬
দৈনিক বাংলা ডেস্ক

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং ‘কাস্টমার সেলফ সার্ভিস’ পোর্টাল চালুর ঘোষণা দেন। ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক আবদুল আউয়াল, পরিচালক আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন।

এ সময়, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মাহবুব আলম, রাফাত উল্লা খান ও জাকির আনাম, এসইভিপি আনিসুর রহমান, কোম্পানি সচিব মনিরুল আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্টস ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


দৈনিক বাংলা-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আনন্দমুখর পরিবেশে দৈনিক বাংলা-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার দৈনিক বাংলা কার্যালয়ে এ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক বাংলার উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিল্টন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, দৈনিক বাংলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানসহ দৈনিক বাংলা ও শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটনের বিভিন্ন কর্মকর্তা, কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও তাদের পরিবারের সদস্যরা। ২০২৩ সালে ভারতের বিভিন্ন ভেন্যুতে ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন বিষয়ে ৩টি করে প্রশ্ন নিয়ে দুই পর্বে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে ৯ জন করে মোট ১৮ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। প্রতি পর্বে প্রথম পুরস্কার ছিল ওয়ালটনের একটি রিফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ১টি মাইক্রোওয়েভ ওভেন, চতুর্থ পুরস্কার ৩টি রাইস কুকার, পঞ্চম পুরস্কার ৩টি ব্লেন্ডার।

অনুষ্ঠানে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, ‘দেশের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক বাংলা আর দেশের ১ নম্বর ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমরা প্রতিদিন ব্যবহার করি। প্রতিদিন দেখা হয় ওয়ালটনের সঙ্গে। যত দিন যায় ততই আমাদের হৃদ্যতা বাড়ে। আশা করি, প্রতি বছরের মতো আগামী বিশ্বকাপেও ওয়ালটন আমাদের পাশে থাকবে। এ ছাড়া যেকোনো ধরনের খেলাধুলা নিয়ে ওয়ালটনকে আমরা পাশে পাব।’ তিনি আরও বলেন, ‘কুইজ প্রতিযোগিতার ড্রয়ের আগে প্রতিযোগীদের লাখ লাখ পেপার কাটিং দেখে আমরা বুঝতে পারি দৈনিক বাংলার কোটি কোটি পাঠক রয়েছেন। কুইজ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন, যারা বিজয়ী হয়েছেন এবং যারা পুরস্কার পাননি তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।’

অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিল্টন বলেন, আপনারা জানেন দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক বাংলা এবং প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন। এই দুই শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা সব সময় দৈনিক বাংলা থেকে অসাধারণ সাপোর্ট পেয়ে আসছি। আশা করি, আমাদের এ বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে। যারা পুরস্কার পেয়েছেন ও যারা পুরস্কার পাননি সবাইকে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা।


ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে গত ১২ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হয়। কাপাসিয়া শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক মঞ্জিল মেগা পুরস্কার হিসেবে ১৫০০ সিসির একটি প্রাইভেট কার পেয়েছেন। এ ছাড়া ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ ক্যাম্পেইনে প্রতি ব্যাংকিং দিবসে ডিজিটাল ড্রর মাধ্যমে ঘোষিত মোট ৩০ জন বিজয়ীকে এক লাখ টাকা করে মোট ত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট ট্রেজারার ইন্দ্রনীল গাঙ্গুলি।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, মো. আলতাফ হুসাইন ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। মাস্টারকার্ডের পক্ষে বক্তব্য দেন মাস্টারকার্ড এশিয়া প্যাসিফিকের পরিচালক সুদীপ্ত ঘোষ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম। এ ছাড়া ট্রান্সফাস্ট বাংলাদেশ কন্টাক্ট সেন্টারের ম্যানেজার ফারজানা আলমসহ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহীরা ও ট্রান্সফাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বলেন ‘ক্যাম্পেইনের ইতিবাচক প্রভাব দেখে আমরা অত্যন্ত আনন্দিত। দুই মাসব্যাপী চলা এ ক্যাম্পেইনের ফলে প্রবাসীদের মাঝে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। ধন্যবাদ জানাচ্ছি ট্রান্সফাস্টের এমন উদ্যোগের জন্য। ক্যাম্পেইনে সব বিজয়ীদের বিশেষ করে মেগা বিজয়ী মঞ্জিলকে অভিনন্দন জানাচ্ছি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্যাম্পেইনটি বাংলাদেশে আরও বেশি রেমিট্যান্স আনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ট্রান্সফাস্টের মতো বৈধ এবং সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাতে উৎসাহিত করবে। ইসলামী ব্যাংকের সঙ্গে এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে মাস্টারকার্ড আনন্দিত।’ বিজ্ঞপ্তি

বিষয়:

ঈদ উপলক্ষে ওয়ালটনের নতুন পণ্য উন্মোচন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আসছে ঈদুল আজহা বা কোরবানি ঈদ। এ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। নতুন মডেলের পণ্যের মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর, ভার্টিকাল ফ্রিজার, চকোলেট কুলারসহ মোট ৭টি মডেলের ফ্রিজ। এ ছাড়া আছে সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিট টাইপ এসি, ৪ ও ৫ টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এসি, ৬৫ ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি প্রযুক্তির ফ্যান। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের প্রোডাক্টস উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানে সারা দেশে একযোগে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০-এর ‘ননস্টপ মিলিয়নিয়ার’ অফারের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করা হয়।

নতুন মডেলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মফিজুর রহমান, ফিরোজ আলম, মো. তানভীর রহমান, তাহসিনুল হক, সোহেল রানা, মোস্তফা কামাল, মোহাম্মদ শাহজাদা সেলিম প্রমুখ। এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজা ম্যানেজার ও পরিবেশকরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বিজ্ঞপ্তি

বিষয়:

বিইউএফটিতে ফ্যাশন শো

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ফ্যাশন স্টাডিজ বিভাগ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘পুলড ফ্রম দ্য রুটস উইথ টং’ শিরোনামে একটি ফ্যাশন শোর আয়োজন করে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফ্যাশন ডিজাইনার রেফায়া তুরশিন ফ্যাশন শো উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক হাসান, মশিউল আজম সজল, বিইউএফটির উপাচার্য অধ্যাপক এস এম মাহফুজুর রহমান এবং দুর্জয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান। বিজ্ঞপ্তি

বিষয়:

কমিউনিটি ব্যাংকের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০.৪০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট

কোরবানিতে গ্রাহকদের দুশ্চিন্তা লাঘব করতে কার্যক্রম হাতে নিয়েছে বেঙ্গল মিট। আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে প্রতিষ্ঠানটি এ বছর দশম বারের মতো অনলাইন কোরবানি হাট চালু করল।  ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বরাবরের মতো এবারও কোরবানিতে গ্রাহকদের দুশ্চিন্তা লাঘব করতে কার্যক্রম হাতে নিয়েছে বেঙ্গল মিট। আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে প্রতিষ্ঠানটি এ বছর দশম বারের মতো অনলাইন কোরবানি হাট চালু করল। কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়াকে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে। হাটে যাওয়া, উন্মুক্ত জায়গায় কোরবানি ও মাংস প্রসেসিংয়ের দুশ্চিন্তা এড়াতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গল মিট প্রতি বছর এ আয়োজন করে থাকে। qurbani.bengalmeat.com এই পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, মিট প্রসেসিং এবং ডেলিভারি অপশন- এই সবকিছু করার ব্যবস্থা রয়েছে। ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির দশম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ হাসান ইফতেখার, প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম, হেড অব রিটেল সেলস মোহাম্মদ হারেস এবং হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ। বিজ্ঞপ্তি


ভোলায় এলজিইডির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ

ভোলা এলজিইডি সভাকক্ষে গতকাল বুধবার ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত স্থানীয় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভোলা এলজিইডি সভাকক্ষে গতকাল বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম)’ মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত স্থানীয় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আবদুল হাকিম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে জলবায়ুবিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তিনি জলবায়ু প্রাতিষ্ঠানিকীকরণে গৃহীত পদক্ষেপ ও ক্রিলিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। তিনি আরও বলেন, আগামীর বিশ্বে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকতে আমাদের এখনই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের জন্য সমোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য এলজিইডির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল। ভোলা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার ত্রিশজন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


কনকা ও হাইকোর অফার শুরু

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ও হাইকো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এ ক্যাম্পেইন হাতে নিয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ও হাইকো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এ ক্যাম্পেইন হাতে নিয়েছে। এতে ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, ওভেন ও ওয়াশিং মেশিন পণ্য ক্রয় করলে পাবেন একটি স্ক্র্যাচ কার্ড যা ঘষে তারা জিতে নিতে পারেন স্বর্ণালংকার অথবা কনকার এলইডি টিভিসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া পার্টনার এবং ডিলারদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ।

গতকাল ঢাকায় অনুষ্ঠিত একটি পাঁচ তারকা হোটেলে কনকা ও হাইকোর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ডিএমডি মো. নুরুল আফছার বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যার সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। কনকা ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এদেশের গ্রাহকদের প্রথম পছন্দ। তিনি আরও জানান শিগগিরই বাজারে সংযোজিত হতে যাচ্ছে গ্রি ব্র্যান্ড রেফ্রিজারেটর ও ফ্রিজারের নতুন সংযোজন। এ ছাড়া কনকা নতুন ফিচার সমৃদ্ধ আইসক্রিম ফ্রিজার, শোকেস ফ্রিজার, নো-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে সংযোজন হবে শিগগিরই। সম্মেলনে বিশ্বের সর্বাধিক দেশে সমাদৃত কনকার পণ্য নিয়ে বিশেষ আলোচনা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার, সিলিং ফ্যান এখন সম্পূর্ণ বাংলাদেশে উৎপাদন হচ্ছে। কনকা ইলেকট্রনিক্স পণ্যগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পণ্য দেশীয় পরিবেশ, ব্যবহারকারীদের জন্য স্বাছন্দ্যময়তা, সাশ্রয়ী মূল্য, সর্বোত্তম ব্যবহার এবং গ্রাহকদের চাহিদা ও মননশীলতার সাথে মানানসই করে ডিজাইন করা এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সম্বন্বয়ে তৈরি। কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার পণ্যের বিশেষ বৈশিষ্ট্য ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় একে এনে দিয়েছে খ্যাতি ও বিশেষ সুনাম এবং অন্যান্য ফ্রিজ থেকে আলাদা করেছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, নুরুল আজিম সানি, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইনসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

বিষয়:

কোরবানি অফার ক্যাম্পেইন উদ্বোধন করল সনি-র‌্যাংগস

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস বাংলামোটরে সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে ‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস বাংলামোটরে সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে ‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করল। ‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইনে বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিকস পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের কোরবানি ঈদকে লক্ষ্য রেখে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। ১৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে দুবাই, সিঙ্গাপুর বা থাইল্যান্ড এয়ার টিকিট; ফ্রি রেফ্রিজারেটর, টিভি, এসি বা নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট।

জিপি স্টার গ্রাহকদের জন্য থাকছে ৫২% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে ক্রেতা এই অফারের আওতায় তার কেনাকাটার পর পণ্যের অফার মূল্য সম্পূর্ণ নগদে পেমেন্ট করলে পেতে পারেন সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে ঢাকায় জমির মালিকানা জিতে নেওয়ার সুযোগ। র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারপার্সন, সাচিমি হোসেন এবং সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট জেরেমি হাং যৌথভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং, সেলস এবং সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সব সনি-র‌্যাংগস শোরুমে চলছে অগণিত ক্রেতাদের ভিড়। অফার আগামী ১৫ জুন পর্যন্ত সব বিক্রয় মাধ্যমে একযোগে চলবে।

র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তারা আরও অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করছে। বিজ্ঞপ্তি

বিষয়:

banner close