মঙ্গলবার, ১৪ মে ২০২৪

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভা

আপডেটেড
৩১ মার্চ, ২০২৩ ০৮:২৬
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩ ০৮:২৫

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২২ ও ২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নবম সভা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ধানমন্ডির নিজস্ব অফিসে চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) এবং পরিচালকবৃন্দ আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম সভায় যোগদান করেন।


এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৭
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গত রোববার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসানের সঙ্গে ট্রাস্টি বোর্ড ঢাকা কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি ও আবাসিক সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৯
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশসহ পুরো বিশ্বে মাকে স্মরণ করতে পালিত হলো ‘বিশ্ব মা’ দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এই ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।’ প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সব ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। বিজ্ঞপ্তি


পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার পানি সম্পদ প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে হাইকমিশনারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৩৭
দৈনিক বাংলা ডেস্ক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল পানি সম্পদ প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে হাইকমিশনারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রতিমন্ত্রী পানি সম্পদ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এসব সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন অংশীদারত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ভারত কাজ করছে। শিগগিরই দুদেশের সচিব পর্যায়ে এবং ভারতে নির্বাচনের পরে মন্ত্রিপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে ভারতীয় হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি


শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে সেমিনার

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে স্টার্টাপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি সংক্রান্ত এক সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৩৮
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে স্টার্টাপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি সংক্রান্ত এক সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি বলেন, মৌলিক উন্নয়নের বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে রেখে সমন্বিত উদ্যোগে এগিয়ে যেতে পারলে আমাদের তরুণদের আর বিদেশমুখী হতে হবে না। বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্টের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিত কুমার যুগোপযোগী সৃজনশীল শিক্ষায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ উদ্যোগ ও উদ্যোক্তাদের প্রশংসা করে শিক্ষার্থীদের হাতে-কলমের শিক্ষায় উদ্বুদ্ধ করতে আইসিটি তথা আইডিইএর উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়কে আইসিটি ল্যাব দেওয়ার ঘোষণাসহ তাদের আয়োজিত সেমিনার থেকে উদ্বুদ্ধ হয়ে স্টার্টাপ বা অন্য মাধ্যমে ইনোভেটিব আইডিয়া শেয়ার করে উদ্যোক্তা হওয়ার আহ্বানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও ঘোষণা দেন। আইডিইএর প্রোজেক্ট ডিরেক্টর মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, আইডিইএর হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী ও এসএমইউসিটির রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ শতভাগ পাস

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১,৭৫০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:০৬
দৈনিক বাংলা ডেস্ক

প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১,৭৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসের হার শতভাগ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৯৮ শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৫১৬ শিক্ষার্থী। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ১,২৬৯ জন। বিজ্ঞানে জিপিএ-৫ অর্জনের হার ৮৪ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৪ জন। পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ২৯ জন। শুরু থেকেই মাইলস্টোন কলেজ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখছে। পাসের হার জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য সাফল্যের ছোঁয়া। নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, আমরা ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডারভিত্তিক নিয়মিত একাডেমিক পাঠদান, বিশেষ একাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের মতে, মাইলস্টোন কলেজের প্রত্যাশা মতো ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় তিনি মাইলস্টোন কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি


ব্র্যাক ব্যাংকে সাহিত্য আড্ডা

ঢাকা ও চট্টগ্রামের ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্যানুরাগী ব্যাংকাররা আলোচনা করেছেন প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টো এবং প্রখ্যাত বাংলাদেশি লেখক ফারুক মঈনউদ্দীনের রচিত সাহিত্যকর্ম নিয়ে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:১১
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামের ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্যানুরাগী ব্যাংকাররা এবার আলোচনা করেছেন প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টো এবং প্রখ্যাত বাংলাদেশি লেখক ফারুক মঈনউদ্দীনের রচিত সাহিত্যকর্ম নিয়ে। ঢাকায় সাদাত হাসান মান্টোর মর্মস্পর্শী গল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি ওই সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন উর্দু সাহিত্যের অনুবাদক হাইকেল হাশমি, যিনি অত্যন্ত সুনিপুণভাবে গল্পগুলো বাংলায় অনুবাদ করেছেন। আলোচনায় সমাজের ‘ট্যাবু’ বিষয়গুলোর প্রেক্ষাপট, বিশেষ করে ভারত বিভাজন, সাবলীলভাবে মানুষের কাছে তুলে ধরার অনন্য ক্ষমতা নিয়ে লেখক মান্টোর তুমুল প্রশংসা করা হয়। তার লেখা গল্প ‘টোবাটেক সিং’ এবং ‘ঠাণ্ডা গোশত’ নিয়ে সাহিত্যানুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা হয়, যেখানে আলোচকরা গল্প বলায় তার সরলতা এবং লেখনশৈলী নিয়েও নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। হাইকেল হাশমি মনে করেন, মান্টোর সাহিত্যকর্ম সময় এবং স্থানের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তাকে একজন বিশ্বসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে সম্প্রতি চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা আলোচনা করেছেন ফারুক মঈনউদ্দীনের লেখা জনপ্রিয় সাহিত্য-সংকলন ‘সেই সব শেয়ালেরা’ নিয়ে। মানুষের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা এবং সামাজিক জটিলতার উজ্জ্বল চিত্রায়নের জন্য সুপরিচিত ফারুক মঈনুদ্দীনের সাহিত্যিক বর্ণনা আলোচকদের ব্যাপকভাবে বিমোহিত করেছে। প্রতিষ্ঠানজুড়ে এ রকম সাহিত্য আড্ডার আয়োজন সহকর্মীদের মধ্যে সাহিত্য এবং বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা নিয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ সাহিত্য সভাগুলো সহকর্মীদের মধ্যে গল্প বলার ক্ষমতা বিকাশের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি


বাপাউবোর প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন  

পানি ভবনের সভাকক্ষে সম্প্রতি নবনিযুক্ত ১৪ উপসহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক-বিদ্যুৎ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বক্তব্য রাখেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:১২
দৈনিক বাংলা ডেস্ক

পানি ভবনের সভাকক্ষে সম্প্রতি নবনিযুক্ত ১৪ উপসহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক-বিদ্যুৎ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম অজিয়র রহমান। এ ছাড়া নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য-উপাত্ত সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি


পুরস্কার পেলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সেরা উন্নয়ন কর্মকর্তারা

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়েছে। গত শনিবার কোম্পানির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমসহ অন্যরা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১২:১৬
দৈনিক বাংলা ডেস্ক

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়েছে। গত শনিবার কোম্পানির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হয়। কোম্পানির ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভুইয়ার পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকসহ সব প্রকল্পপ্রধান উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ২০২৪ সালের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অনলাইনভিত্তিক সেবা, নবায়ন প্রিমিয়াম অর্জন এবং প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন কর্মকর্তাদের আরও গতিশীল করে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে তিনি সবার প্রতি নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি


বিএডিসিতে ক্রপ ক্যাফেটেরিয়া ইভ্যালুয়েশন ইভেন্ট

বিএডিসিতে ক্রপ ক্যাফেটেরিয়া ইভ্যালুয়েশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। গত ১১ মে বিএডিসির মধুপুর বীজ উৎপাদন খামারে ওই ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১২:২৫
দৈনিক বাংলা ডেস্ক

বিএডিসিতে অনুষ্ঠিত হলো ক্রপ ক্যাফেটেরিয়া ইভ্যালুয়েশন ইভেন্ট। গত ১১ মে বিএডিসির মধুপুর বীজ উৎপাদন খামারে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। ওই ইভেন্টে বিএআরআইয়ের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বিএডিসি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মধুপুর বীজ উৎপাদন খামারে বোরো ধানের বীজ উৎপাদন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিশুদ্ধ ও মানসম্পন্ন বীজ উৎপাদনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণে অধিকতর আন্তরিক ও সচেষ্ট হওয়ার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি


এনসিসি ব্যাংকের নতুন এম‌ডি শামসুল আরেফিন

আপডেটেড ১৩ মে, ২০২৪ ১৪:১১
দৈনিক বাংলা ডেস্ক

বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) ও প্রধান নির্বাহী (সিইও) হয়েছেন এম. শামসুল আরেফিন। গত শনিবার ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে। এরই মধ্যে তিনি ব্যাংকে যোগদান করেছেন। ব্যাংক সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা পরিচালক হওয়ার আগে শামসুল আরেফিন একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং করপোরেট বিজনেস বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। ব্যাংকের বিভিন্ন বিজনেস টিমের পাশাপাশি অপারেশন্স টিমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। শামসুল আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং এসবিএসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি


স্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১৪:১২
দৈনিক বাংলা ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। এ চুক্তির ফলে গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি ফোনটি ক্রয়ে বাংলালিংক গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশেষ অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোনটি কিনলে বাংলালিংক গ্রাহকরা পাবেন দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে বিনামূল্যে আইপিএল উপভোগ করার সুযোগ। এ অফারের আওতায় গ্রাহকরা ১২ মাসব্যপী ৭ দিন মেয়াদের ১৫ জিবি ফ্রি মোবাইল ও ১০০ টাকার বেশি যেকোনো ডাটা প্যাকে ৫০ শতাংশ ইন্টারনেট বোনাস পাবেন। এ ছাড়া বাংলালিংকের মাইবিএল সুপারঅ্যাপের বেশ কিছু উদ্ভাবনী ডিজিটাল সেবাও গ্রাহকরা উপভোগ করতে পারবেন। এই চুক্তির ফলে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট, ৪ বার ওএস আপডেট ও ১ বছরের ওয়ারেন্টির নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে, যা সর্বোপরি বাংলালিংক গ্রাহকদের ফোর-জি ফোন ক্রয়ে আগ্রহী করার মাধ্যমে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলা‌লিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর, মেহেদী আল আমিন বলেন, ‘বাংলাদেশের দ্রুততম ফোর-জি ইন্টারনেট সেবাদানকারী অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য মূল্যবান গ্রাহকদের নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করা। স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি উদ্বোধন করার পাশাপাশি আমাদের গ্রাহকদের বিশেষ অফার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ অফারটি শুধু আমাদের গ্রাহকদের নির্দিষ্ট চাহিদাই পূরণ করবে না, বরং একটি সামগ্রিক ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতেও অবদান রাখবে। একই সঙ্গে দেশের ক্রীড়াপ্রেমীরা গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোনে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা বিনামূল্যে দেখার সুযোগ করে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

স্যামসাং ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও মোবাইল ডিভিশন হেড মো. মঈদুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, বাংলালিংকের সঙ্গে এ চুক্তি গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোন ব্যবহারকারীদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান দেবে। বাংলালিংকের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারের বাস্তবায়নের পাশাপাশি গ্রাহকদের বিশেষ সুবিধাসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যৌথভাবে আমরা নিশ্চিত করছি যে, গ্রাহকরা আরও বেশি সংযুক্ত থাকবেন ও অভূতপূর্ব উদ্ভাবনী সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি উপভোগ করবেন।’ বিজ্ঞপ্তি


অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও বিকাশে অ্যাড মানি

এবার বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১৪:১২
করপোরেট ডেস্ক

এবার বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। ফলে অ্যামেক্স এবং সিটিম্যাক্সের গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা এনে তাদের প্রতিদিনকার ছোট-বড় সব আর্থিক লেনদেন আরও সহজে করতে পারছেন। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকাশের বিস্তৃত অ্যাড মানি সেবায় অ্যামেক্স যুক্ত হওয়ায় কার্ডটির লাখ লাখ গ্রাহক মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন, যা দিয়ে তারা দেশব্যাপী বিকাশের ৬ লাখেরও বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার পেমেন্ট স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। পাশাপাশি অ্যামেক্স গ্রাহকদের জন্য সেন্ডমানি, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, স্কুল-কলেজের বেতন পরিশোধ, টিকিট কেনা, বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি প্রদান, অনুদান পাঠানো, বিমার প্রিমিয়াম পরিশোধ, সেভিংসসহ দৈনন্দিন প্রায় সব আর্থিক লেনদেন করার সুযোগ আরও বিস্তৃত হলো। অ্যামেক্স, সিটিম্যাক্সের ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে কোনো চার্জ ছাড়াই বিকাশে অ্যাড মানি করা যাবে, ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করার ক্ষেত্রে প্রতিবার ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকে অ্যাড মানি করার জন্য বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু বিকাশ’-এ ট্যাপ করে ‘আমেরিকান এক্সপ্রেস’ আইকনটি সিলেক্ট করতে হবে। এরপর প্রাপকের নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে টাকার পরিমাণ বসিয়ে পরের ধাপে যেতে হবে। সেখানে অ্যামেক্স কার্ডের তথ্য, ওটিপি ও বিকাশ পিন নম্বর দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করলেই তাৎক্ষণিকভাবে টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। গ্রাহক চাইলে পরবর্তী সময়ে লেনদেনের জন্য এক বা একাধিক অ্যামেক্স কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করার এ সুবিধা ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তসম্পর্ককে আরও এগিয়ে নিয়ে দেশের ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করবে। এখন থেকে অ্যামেক্সের ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা অ্যাড মানি করে প্রতিদিনকার ছোট-বড় সব আর্থিক লেনদেন করতে পারবেন, যা কার্ডের ব্যবহারকে আরও বহুমুখী ও কার্যকর করবে।’ সিটি ব্যাংকের ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, ‘সিটি ব্যাংক ও বিকাশের এ যৌথ উদ্যোগ দেশের বড় একটি জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক লেনদেনে অনুপ্রাণিত করবে। আমেরিকান এক্সপ্রেসের সব কার্ড মেম্বারদের বিকাশ ওয়ালেটে টাকা লেনদেন করার সহজ সমাধান দিতে পেরে আমরা গর্বিত এবং সিটি ব্যাংকের ওপর আস্থা রাখার জন্য বিকাশের প্রতি কৃতজ্ঞ।’


সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একীভূতকরণে চুক্তি সই

ছবি: সংগৃহীত
আপডেটেড ১২ মে, ২০২৪ ২১:২৪
করপোরেট ডেস্ক

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে একীভূত হচ্ছে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এন হামিদুল্লাহ মিলনায়তনে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. আফজাল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. হাবিবুর রহমান গাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান-পরবর্তী এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম বলেন, এ একীভূতকরণের ফলে উভয় ব্যাংকের গ্রাহকের স্বার্থ শতভাগ সংরক্ষিত হবে। এক্ষেত্রে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ ছাড়া বিশেষ কোনো বিভাগীয় কার্যক্রম না থাকলে এ দুটি ব্যাংকের কেউ চাকরি হারাবে না, যা বাংলাদেশ ব্যাংক থেকে নিশ্চিত করা হয়েছে। এ দুটি ব্যাংক একীভূত হওয়ায় ঋণ প্রদানে সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য সূচকেরও উন্নয়ন ঘটবে আশা করা যায়।

এ সময় সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামীমা নার্গিস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাছের, ডেপুটি গভর্নর নুরুন নাহার, উভয় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


banner close