বুধবার, ২২ মে ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি সাইফুল ইসলাম

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৩১ মে, ২০২৩ ০৮:৩১

ব্যাংকার এম এম সাইফুল ইসলাম ২৯ মে ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে যোগদানের আগে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়:

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যবিমা দাবির চেক হস্তান্তর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আড়াইহাজার সার্ভিস পয়েন্ট অফিসের বিমাগ্রাহক রুবিনা বেগমের কাছে সম্প্রতি স্বাস্থ্যবিমা দাবির চেক হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আড়াইহাজার সার্ভিস পয়েন্ট অফিসের বিমাগ্রাহক রুবিনা বেগমের কাছে সম্প্রতি স্বাস্থ্যবিমা দাবির চেক হস্তান্তর করা হয়। স্বাস্থ্যবিমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প প্রধান মো. এনামুল হক, আড়াইহাজার সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ মো. আমানুল্লাহ প্রমুখ। বিমাগ্রাহক রুবিনা বেগমের পিত্তথলিতে পাথরের উপস্থিতি শনাক্ত হওয়ায় অস্ত্রোপচারের সমুদয় খরচ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পুনর্ভরন করে। বিজ্ঞপ্তি

বিষয়:

বিইউএফটি পরিদর্শনে কোরিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক গতকাল মঙ্গলবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক গতকাল মঙ্গলবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রাষ্ট্রদূতকে বিইউএফটির সংক্ষিপ্ত ইতিহাস এবং একাডেমিক ও গবেষণা উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া তিনি হ্যানসিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা ও গবেষণা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনায় একাডেমিক এবং ছাত্র বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং কোরিয়ান বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে টেক্সটাইল এবং ফ্যাশনের ক্ষেত্রে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আলোকপাত করেন। এ সময় তিনি কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) কর্তৃক দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে বিইউএফটির অংশগ্রহণের সম্ভাবনার কথা অবহিত করন। বিইউএফটি চেয়ারম্যান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কোরিয়ার উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপরও জোর দেন। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিইউএফটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক; ট্রাস্টি বোর্ডের সদস্য মো. মশিউল আজম সজল; বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান; উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান; ট্রেজারার, ডিন, সিএফইউ এবং প্রশাসনিক প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিস্টার ডে উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান ক্যাম্পাসের অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার ইংরেজি বিভাগের ‘সেমিস্টার ডে-২০২৪’-এর আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসের অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার ইংরেজি বিভাগের ‘সেমিস্টার ডে-২০২৪’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ইংরেজি বিভাগের হেড, ইউনিভার্সিটির প্রক্টর ও ওই বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। ‘সেমিস্টার ডে-২০২৪’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রথমে ইংরেজি বিভাগের নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ইউনিভার্সিটির লোগো সংবলিত ব্যাগ নবাগত শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে যারা ওই বিভাগ থেকে অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তাদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। নবীন ও প্রবীণ ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। বিজ্ঞপ্তি

বিষয়:

মিরপুরে র‌্যাংগস ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড মিরপুর-১০-এর বেগম রোকেয়া সরণিতে শোরুম উদ্বোধন করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সনি-র‌্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড মিরপুর-১০-এর বেগম রোকেয়া সরণিতে শোরুম উদ্বোধন করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেক্ট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড, রিকি লুকাস, যৌথভাবে ‘র‌্যাংগস ইলেকট্রনিকস-মিরপুর-১০’ শোরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি ইলেক্ট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা, ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। রিকি লুকাস বলেন, ‘র‌্যাংগস ইলেকট্রনিকস ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং র‌্যাংগস ও সনির এই যাত্রা অফিসিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে আমার দৃঢ় বিশ্বাস’।

একই সঙ্গে তিনি সব ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোনে এসে বিশ্বমানের অফিসিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

বিষয়:

সোনালী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

সোনালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সঞ্চিয়া বিনতে আলী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলী। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ এবং সমন্বয়কারী হিসেবে ছিলেন জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান। কর্মশালায় ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি এবং সব জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখাপ্রধান ও সব শাখা ম্যানেজার ভার্চুয়ালি অংশ নেন। বিজ্ঞপ্তি

বিষয়:

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা শুরু

‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় গত সোমবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪।’

ওইদিন বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা আকসির, সদস্য ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো বনাম মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তাবাসসুম সাদিয়া শাহজাহান বনাম মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ বনাম আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং নীলাভা চৌধুরী বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম একে অপরের সঙ্গে লড়ছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিযোগিতার খেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

বিষয়:

২ কোটি ২৯ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চীনা প্রতিষ্ঠান স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি ইন্টারলাইনিং এবং গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেডের চেয়ারম্যান লি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

চীনা প্রতিষ্ঠান স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি ইন্টারলাইনিং এবং গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেডের চেয়ারম্যান মিজ. লি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ইন্টারলাইনিং, লেইছ, টিসি পকেটিং-প্রিন্টিং, গ্র্যানিউল এবং হট মেল্ট এডহেসিভ পাউডার উৎপাদন করবে। কোম্পানিটিতে ২৩৪৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেডকে বিনিয়োগের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চল নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানটি দ্রুততার সঙ্গে তাদের কারখানা নির্মাণপূর্বক বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

নবনিযুক্ত সচিবকে আইসিবির অভিনন্দন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, আইএএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, আইএসটিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান এবং আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন। বিজ্ঞপ্তি

বিষয়:

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. ইউসুফ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি এবং এসইইউর চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাকে এ পদে নিযুক্ত করেছেন। সম্প্রতি তিনি এ পদে যোগদান করেন। অধ্যাপক ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন। তিনি ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি যেসব প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন তার প্রতিটির উন্নয়নে অবদান রেখেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে সব সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

ইউআইটিএসে ইইই বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই ক্লাবের উদ্যোগে ১৯ মে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবেদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমরা যারা বিদায় নিয়ে যাচ্ছ তোমরা জীবনের একটি ধাপ অতিক্রম করলে মাত্র। তোমাদের সামনে আরও অনেক ধাপ রয়েছে জীবনে সফল হওয়ার জন্য। ওই ধাপগুলো অতিক্রম করতে হবে তোমাদের পরিশ্রম, চেষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমে। তিনি বলেন, তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে চারটি বছর কাটিয়েছ যার প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। যার উদ্দেশ্যই হচ্ছে একজন প্রকৃত মানুষ তৈরি করা। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইউআইটিএসের দূত হিসেবে কাজ করবে। তোমাদের মাধ্যমে ইউআইটিএসের সুনাম সারা দেশ ও বিশ্বে ছড়িয়ে যাবে। উপাচার্য শিক্ষার্থীদের ইউআইটিএসের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। তিনি ইইই বিভাগের সবাইকে ধন্যবাদ সেই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ইয়াসিন আলী ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবেদুল হাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী আবুজর গিফারী আহাদ ও স্পন্সর করেন ইয়ামবস ইনক.। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে কেক কেটে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। পরে ইইই বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

একবার ধান রোপণ করলে ফসল হবে টানা ৫ বছর

গাজীপুরের রাজেন্দ্রপুরে গত শনিবার বহুবর্ষজীবী ধান কাটার নবম পর্বের উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কৃষি অনুষদের গবেষকগণ চীনের ইউনান ইউনিভার্সিটির সহযোগিতায় বহুবর্ষজীবী ধানের গবেষণার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বহুবর্ষজীবী ধানের বিশেষত্ব হলো, এটি পাঁচ বছরে টানা দশটি ফসল ফলাতে পারে। অর্থাৎ প্রতিবছর দুবার করে ফসল পাওয়া যাবে। আইইউবিএটি কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অনুষদের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানার তত্ত্বাবধানে গবেষকরা ২০২০ সাল থেকে বহুবর্ষজীবী ধানের গবেষণার কাজ তাদের নিজস্ব গবেষণা কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন। আইইউবিএটির কৃষি অনুষদ ২০১৯ সালে এমটিএর মাধ্যমে চীনের ইউনান ইউনিভার্সিটি থেকে বহুবর্ষজীবী ধানের বীজ সংগ্রহ করে। গত শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে এই বহুবর্ষজীবী ধান কাটার নবম পর্বের উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মা, ইরি বাংলাদেশের কান্ট্রি ব্রিডিং লিড, ইরি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকসহ আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিদের বহুবর্ষজীবী ধানের জাতগুলোর পরিচয় করিয়ে দেন এবং উৎপাদনের সাফল্য নিয়ে কথা বলেন ড. ফারজানা সুলতানা। বিজ্ঞপ্তি

বিষয়:

বিদ্যুৎ বিভাগের ইনোভেশন শোকেসিংয়ে দ্বিতীয় স্থানে ডিপিডিসি

বিদ্যুৎ বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ে ১৯ মে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব প্রতিষ্ঠানের মধ্যে ডিপিডিসির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বেজড স্মার্ট কাস্টমার অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট ‘বিদ্যুৎ বন্ধু’ ২য় স্থান অর্জন করেছে। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিদ্যুৎ বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ে ১৯ মে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব প্রতিষ্ঠানের মধ্যে ডিপিডিসির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বেজড স্মার্ট কাস্টমার অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট ‘বিদ্যুৎ বন্ধু’ ২য় স্থান অর্জন করেছে। ‘বিদ্যুৎ বন্ধু’ চ্যাটবটের মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ ও অভিযোগ দাখিল করা যায়। ডিপিডিসির গ্রাহকরা যেকোনো কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে ডিপিডিসির ওয়েবসাইট (www.dpdc.gov.bd) থেকে বাংলা এবং ইংরেজি ভাষায় এই সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের অধীন দপ্তর-সংস্থা হতে ২৪টি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহক সেবা নিশ্চিত করা ও বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ও সহজলভ্য উৎস খুঁজে বের করা ইনোভেশন শোকেসিংয়ের লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে ইনোভেশনের বিকল্প নেই।

বিদ্যুৎ বিভাগের সিনিয়ির সচিব মো. হাবিবুর রহমান ডিপিডিসির ইনোভেশন শোকেসিংয়ে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। ডিপিডিসির পক্ষে জেনারেল ম্যানেজার (আইসিটি) রবিউল হাসান ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতে হলে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন বা ব্যবহৃত প্রযুক্তির নিজস্ব ভার্সন সৃজন করতে হবে।

বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেশন কর্মকর্তা নিরোদ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান

আঞ্জুমান মুফিদুল ইসলামকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার সভাকক্ষে অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

আঞ্জুমান মুফিদুল ইসলামকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার সভাকক্ষে অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক এ এম সাইদুর রহমান, এ কে এম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার, ড. রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ। এ সময় ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সহায়তায় ব্যাংক কাজ করে থাকে। করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে থেকে এনআরবিসি ব্যাংক ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিষয়:

banner close