বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ঢাকা ও পঞ্চগড়ে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা উদ্বোধন

আপডেটেড
৪ নভেম্বর, ২০২২ ১২:২৭
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২২ ১২:২৭

মার্কেন্টাইল ব্যাংক ঢাকায় ‘মাটিকাটা উপশাখা’ও উত্তরবঙ্গে ‘পঞ্চগড় উপশাখা’ গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিতা কেটে ২টি উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন ও এম. এ খান বেলাল।


কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের প্রান্তিক পর্যায় থেকে আসা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা পপির মাধ্যমে প্রান্তিক কৃষকদের এই আর্থিক সহায়তা করেছে সাউথইস্ট ব্যাংক। এ সময় পপির প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মোরশেদ আলম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

আশকোনা হজ ক্যাম্পে প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খানসহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইডবই দেওয়া হচ্ছে।’ অনুষ্ঠানে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যাণ কামনা করে হজ ক্যাম্পের গ্র্যান্ড ইমাম দোয়া ও মোনাজাত করেন। হজ সেবাগ্রহণকারীদের প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা ও ব্যাগ দেওয়া হয়।

বিষয়:

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়নসংক্রান্ত সভা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির ২০২৩-২০২৪ অর্থ বছরের চতুর্থ সভা গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:১৩
দৈনিক বাংলা ডেস্ক

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির ২০২৩-২০২৪ অর্থ বছরের চতুর্থ সভা গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসির নৈতিকতা কমিটির আহ্বায়ক ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররাসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান

প্রধান তথ্য কমিশনার গতকাল মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:১৩
দৈনিক বাংলা ডেস্ক

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইনানুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। প্রধান তথ্য কমিশনার গতকাল মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধান অতিথি আরও বলেন, বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সামাজিক মাধ্যম তথা আন-এডিটেড প্ল্যাটফর্মের অপতথ্য, মিথ্যা-বানোয়াট, ঘৃণা-বিদ্বেষ উদ্রেককারী তথ্য এবং গুজব জনমনে ভীতি সৃষ্টি করে এবং হিংসা-হানাহানি বাড়ায় যা একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বিলীন করা সম্ভব। কেরানীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। প্রশিক্ষণ কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সদস্যরা, জনপ্রতিনিধিরা, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ন্যাচুরা কেয়ারের যাত্রা শুরু

কালিগঞ্জের সিসিইউএলবি রিসোর্ট ও কনভেনশন হলে সম্প্রতি অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘ন্যাচুরা কেয়ার’ ব্র্যান্ডের উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত 
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৩
দৈনিক বাংলা ডেস্ক

প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে বিশুদ্ধতার অঙ্গীকার নিশ্চিত করে যাত্রা করেছে ‘ন্যাচুরা কেয়ার’। প্রাকৃতিক সুস্থতার জগতে স্বাগত জানাতে দুর্দম, দুর্জয়, দুর্বার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অনিরাপদ রূপচর্চা চিরতরে কেড়ে নিতে পারে আসল সৌন্দর্য! বেশির ভাগ কসমেটিকস পণ্যই কেমিক্যাল দিয়ে তৈরি; কিন্তু ‘ন্যাচুরা কেয়ার’ ব্র্যান্ডটির প্রতিটি পণ্যের উপকরণ শতভাগ পরীক্ষিত। যা নিশ্চিত করবে প্রাকৃতিক যত্ন ও বিশুদ্ধতা। সম্প্রতি কালিগঞ্জের সিসিইউএলবি রিসোর্ট ও কনভেনশন হলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্র্যান্ডটি উন্মোচন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ‘ন্যাচুরা কেয়ার’-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ওয়াহাব খান, সিইও মো. নাজিম উদ্দীন, হেড অফ বিজনেস স্ট্র্যাটেজি আদিত্য সোম, হেড অফ মার্কেটিং শামস আরিফীন, হেড অফ সেলস মো. ইমতিয়াজ ওসমান তালুকদার, হেড অফ অপারেশন মো. খালেদ হোসেন, মাদার প্রতিষ্ঠান ‘পদ্মা গ্রুপ অব কনভার্টারস্’-এর জি এম অপারেশন গোলাম কিবরিয়া খান, ডিস্ট্রিবিউশন পার্টনার মৌসুমি নেটওয়ার্ক লিমিটেডের হেড অফ সেলস সুব্রত কুমার কুণ্ডুসহ অন্য উচ্চপদের কর্মকর্তা এবং সেলস কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ওয়াহাব খান বলেন, ঝকঝকে সুন্দর ত্বক সৌন্দর্যের চাবিকাঠি। নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা সুস্থ জীবনেরই একটা অংশ। গুণগত মান নিশ্চিত করা ‘ন্যাচুরা কেয়ার’ প্রসাধনী খাতে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দেশে যাত্রা শুরু করছে। বিজ্ঞপ্তি


ইউআইইউতে ‘মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ’ শীর্ষক লেকচার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’-এর অংশ হিসেবে ‘মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৩
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’-এর অংশ হিসেবে ‘মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান গত ১২ মে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদা ইয়াসমিন। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষায় আমাদের অংশগ্রহণ বেড়েছে; কিন্তু গুণগত মান বাড়েনি। এখন দেশে শিক্ষা পাওয়া সহজ হয়েছে; কিন্তু এখানে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে এবং পাশাপাশি মান নিচের দিকে যাচ্ছে। এটি বন্ধ হওয়া উচিত এবং শিক্ষার মান বাড়ানো উচিত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অথিতিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কৃষিভিত্তিক পণ্য প্রদর্শনী

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘অ্যাগ্রো বিজ এক্সপো-২০২৪’। ১২ ও ১৩ মে দুই দিনব্যাপী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে অনুষ্ঠিত ওই প্রদর্শনীতে কৃষিভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন এবং উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৪
দৈনিক বাংলা ডেস্ক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘অ্যাগ্রো বিজ এক্সপো-২০২৪’। ১২ ও ১৩ মে দুই দিনব্যাপী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে অনুষ্ঠিত ওই প্রদর্শনীতে কৃষিভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন এবং উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়। এ মেলা কৃষি খাতের তরুণ উদ্যোক্তা, সরবরাহকারী, দোকানদার ও এ খাতের সঙ্গে জড়িতদের তাদের পণ্য, পরিষেবা এবং উদ্ভাবন প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবারের প্রদর্শনিতে সর্বমোট ২২টি স্টলে নানা দেশীয় প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এই ‘অ্যাগ্রো বিজ এক্সপোর’ উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, উপ-উপাচার্য, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ এবং ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী এবং মো. হেলাল উদ্দিন অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সব শিক্ষার্থীর জন্য মেলা উন্মুক্ত করা হয়। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকরা মনে করেন। বিজ্ঞপ্তি


ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্ট

ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যামপ্লিফাই ইমপ্যাক্ট থিমের আলোকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং আয়োজন করে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। এই শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী  ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা এতে অংশ নেয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৪
দৈনিক বাংলা ডেস্ক

ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যামপ্লিফাই ইমপ্যাক্ট থিমের আলোকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং আয়োজন করে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। এই শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা অংশ নেয়। আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল গ্রী এবং কনকা, পাওয়ার্ড বাই স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স এবং কিয়াম। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তাদের আলোচনায় উঠে এসেছে মার্কেট অপারেশন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এ সেক্টরের ৬ জন উদ্যোক্তার পাশাপাশি ব্র্যান্ড, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ডোমেনের ২৬ জন স্পিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রয় প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট ও স্ট্র্যাটেজি, কেস সেসান এবং মার্কেটিং অপারেশনসহ ১০টি সেশন অনুষ্ঠিত হয়। এ আয়োজন নিয়ে ইলেক্ট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টাইটেল স্পন্সর হিসেবে আমরা এ মার্কেটিং ফেস্টের অংশ হতে পেরে আনন্দিত। ইলেক্ট্রনিক্স মার্কেটকে ফোকাস করে এ ধরনের উদ্যোগ সার্বিকভাবে বিপণন, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি প্লেয়ারদের মাঝে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট সার্বিক বৃদ্ধির জন্য দরকারী।’ তিনি কনকা ব্র্যান্ডের উত্থান এবং গ্রি এসির মার্কেট গ্রোথ নিয়েও কথা বলেন। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের আয়োজিত মার্কেটিং ফেস্ট নির্দিষ্ট ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, ইনসাইট শেয়ারিং এবং নেটওয়ার্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে পরিচিত। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা মো. ইলিয়াস বলেন, এ মার্কেটিং ফেস্টের উদ্দেশ্য ছিল ইলেক্ট্রনিক্স পণ্যের মার্কেটিং অপারেশন্স ক্ষেত্রে সেরা প্র্যাক্টিসগুলো খুঁজে বের করা, নতুন এবং কার্যকরী বিপণন পন্থা নিয়ে আলোচনা করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আমাদের লক্ষ্য হলো ব্যবসা ও বিপণন পেশাদারদের মধ্যে সম্পর্ক বাড়ানো এবং কো-ক্রিয়েসান ঘটান।’ ফেস্টটিতে ‘বিজনেস ব্রিলিয়ানয’ ম্যাগাজিনের পঞ্চম সংস্করণের মোড়ক উন্মোচন হয়। এ ইস্যুতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের জীবন এবং কর্মকে ফোকাস করা হয়েছে। বিজ্ঞপ্তি


বেঙ্গল ইসলামী লাইফের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নির্বাচিত সেলস্ ম্যানেজার (এসএম) ও ব্র্যাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে ১২ হতে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেলস্ ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেল্স এক্সিকিউটিভস’ শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৫
দৈনিক বাংলা ডেস্ক

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নির্বাচিত সেলস্ ম্যানেজার (এসএম) ও ব্র্যাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে ১২ হতে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেলস্ ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেল্স এক্সিকিউটিভস’ শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালানা ও তত্ত্বাবধানে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সেলস্ অ্যান্ড সফট স্কিলস ট্রেইনার আল আমিন মোহাম্মদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার কামরুল হাসান এবং বেঙ্গল ইসলামী লাইফের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ড. আহমেদ আল ওয়ালী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে এবং ব্র্যাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ডিভিপি শাহাদাত হোসেন ভূঁইয়ার পরিচালনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামী প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক ও অ্যালিগেন্ট প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি


আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের হজ বুথ উদ্বোধন

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ উদ্বোধন করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে সরকারের উপসচিব ও আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত
আপডেটেড ১৫ মে, ২০২৪ ১১:৪৫
করপোরেট ডেস্ক

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ উদ্বোধন করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। গত সোমবার প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোহন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে সরকারের উপসচিব ও আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন। এ হজ বুথ থেকে হজযাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ ক্যাম্পে অবস্থিত মসজিদে ব্যবহারের জন্য নামাজের গালিচা এবং হজযাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়।


মেয়র আতিকুলকে মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে ডিএনসিসি মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র শুভেচ্ছা জানানোর জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের মতো আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে সাফল্যের সঙ্গে চার বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে বলেন, ‘মেয়রের দায়িত্ব নেয়ার আগে তিনি নগরবাসীর কাছে যেসব ওয়াদা করেছিলেন, তার বেশির ভাগই বাস্তবায়ন করেছেন।’ আগামীতে তার নেতৃত্বে নগরবাসীর সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়:

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৭
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গত রোববার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসানের সঙ্গে ট্রাস্টি বোর্ড ঢাকা কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি ও আবাসিক সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৯
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশসহ পুরো বিশ্বে মাকে স্মরণ করতে পালিত হলো ‘বিশ্ব মা’ দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এই ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।’ প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সব ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। বিজ্ঞপ্তি


banner close