মঙ্গলবার, ১১ জুন ২০২৪

স্বাধীনতা দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে সারা দেশের ৩০০ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড
২৮ মার্চ, ২০২৪ ১১:৫৫
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৪ ১১:৫৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে সারা দেশের ৩০০ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

গত মঙ্গলবার রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক এবং পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাকীম আবু ইউছুফ মো. আবদুল হকসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালির অধিকার আদায় ও স্বাধীনতা লাভ অনিশ্চিত হতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। সে ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা সেবার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।’ বিজ্ঞপ্তি


ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর প্রকাশনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘ডিএনএ লজিক ডিজাইন: কম্পিউটিং উইথ ডিএনএ’ নামক গ্রন্থ গত ২৯ মে সিঙ্গাপুরের ওয়ার্ল্ড সায়েন্টিফিক পাবলিশিং কোং পিটিই লিমিটেড প্রকাশনি সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। এটি বৈজ্ঞানিক ড. হাসান বাবুর সপ্তম প্রকাশনা৷ ড. হাসান বাবু সম্পূর্ণ নতুন ও ভিন্ন আঙ্গিকে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা চেতনায় এ প্রকাশনাটি উপস্থাপন করেছেন৷ বইটি শুরু হয় ডিএনএ কম্পিউটিংয়ের মৌলিক বিষয় দিয়ে৷ ডিএনএ কম্পিউটিং, কম্পিউটিংয়ের ফর্ম যেখানে ডিজিটাল লজিক সার্কিটের পরিবর্তে ডিএনএ অণু ব্যবহার করা হয়। জৈবিক কোষকে এমন একটি সত্ত্বা হিসাবে বিবেচনা করা হয় যা একটি অত্যাধুনিক কম্পিউটারের মতো। তারপর ডিএনএ কম্পিউটিংয়ের মৌলিক ক্রিয়াকলাপ বর্ণনা করে। ডিএনএ কম্পিউটিং প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের লজিক্যাল ডিজাইন অনুবাদ করা হয়। যেমন-পাটিগণিত সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, সিকুয়েন্সিয়াল সার্কিট, মেমরি ডিভাইস, প্রোগ্রামেবল লজিক ডিভাইস এবং ন্যানো প্রসেসর। বইটিতে তাপ এবং গতি গণনা কৌশল বৃত্তাকার আকারে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি


ইউআইইউতে পোস্ট বাজেট আলোচনা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে পোস্ট বাজেট ২০২৪-২৫ আলোচনা অনুষ্ঠান গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে পোস্ট বাজেট ২০২৪-২৫ আলোচনা অনুষ্ঠান গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো প্রসেফর ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। এ সময় ইউআইইউর স্কুল অব বিজনেস অফ ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অধিবেশনে আলোচনায় ছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভালপমেন্টর (আরএপিআইডি) চেয়্যারমান ড. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারের সাবেক সেক্রেটারি (ফিন্যান্স) মাহবুব আহম্মেদ এবং ইউআইইউ ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্সের প্রধান প্রফেসর ড. মোহাম্মাদ ওমর ফারুক। আলোচকরা বাংলাদেশের ২০২৪-২৫ বাজেটের ওপর বিশদ আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্ভবনা ও সমস্যা সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি


ইউআইটিএসএ গবেষণা প্রকাশনার ওপর ওয়েবিনার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গতকাল সোমবার ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গতকাল সোমবার ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার করেছে। গতকাল সোমবার ইউআইটিএস ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় এ ওয়েবিনার হয়। ওয়েবিনারে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আইসিআইটি ২০২৪-এর কনফারেন্স চেয়ার অধ্যাপক আই.আর. ড. মালাথি বাটুমালায় আই মূল বক্তব্য প্রদান করেন। ইউআইটিএস-এর ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত অনুষদ সদস্যরা ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করে। ইউআইটিএসের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি


ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এ ব্লেন্ডেড সিমেন্ট, বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।

গত রোববার ঢাকার উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ‘মেসার্স কাজী স্টিল এজেন্সি’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. নাসির উল আলম (সুমন), সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম, মেসার্স কাজী স্টিল এজেন্সির সত্বাধিকারী কাজী তোফাজ্জল হোসেন ও কাজী তজরুল ইসলাম সহ অন্যরা। ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে স্পেশাল ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যসমূহ। এ সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকর। বিজ্ঞপ্তি


বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

ইউসিডিএফের ওমেনস এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (উইং) প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউসিডিএফের ওমেনস এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (উইং) প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ, ইউএনসিডিএফ এবং জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সাইবার সিকিউরিটি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ৫৩ জন কর্মকর্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ৫৩ জন কর্মকর্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে এএমডি ব্যাংকের সব কার্যক্রমে সাইবার সিকিউরিটি গাইডলাইন্স যথাযথ মেনে চলার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ও গভর্সেন্স ডিভিশনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। দিনব্যাপী প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য শাহিন আক্তার ও মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। বিজ্ঞপ্তি


‘নোয়াখালীর হাতিয়া উপজেলার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক মতবিনিময়  

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার গ্রিনরোডের পানিভবনের মাল্টিপারপাস হলরুমে ‘নোয়াখালীর হাতিয়া উপজেলার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এক  মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার গ্রিনরোডের পানিভবনের মাল্টিপারপাস হলরুমে ‘নোয়াখালীর হাতিয়া উপজেলার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। কর্মশালায় প্রকল্প পরিচালক এ কে এম সাইফুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাতিয়ায় সাইক্লোন, জলোচ্ছ্বাস, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে। কর্মশালায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালা

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গত রোববার প্রধান কার্যালয়ের সব স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘পারিবারিক তাকাফুল: ধারণা এবং প্রয়োগ’ শীর্ষক একটি শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ওই শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং শরিয়াহ কনসালট্যান্ট মুফতি আবদুল্লাহ মাসুম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গত রোববার প্রধান কার্যালয়ের সব স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘পারিবারিক তাকাফুল: ধারণা এবং প্রয়োগ’ শীর্ষক একটি শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। ওই শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং শরিয়াহ কনসালট্যান্ট মুফতি আবদুল্লাহ মাসুম।

প্রশিক্ষণে প্রচলিত জীবন বীমা এবং শরিয়াহভিত্তিক তাকাফুল-এর মধ্যে নীতিগত এবং মৌলিক পার্থক্য এবং শরিয়াহভিত্তিক তাকাফুলের ওপর সম্যক ধারণা প্রদান করা হয়। শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তথাকথিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান নয় বরং শতভাগ শরিয়াহভিত্তিক মুদারাবা-ওয়াকালাহ হাইব্রিড মডেলে পরিচালিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান। তাকাফুল গ্রাহকদের সুদমুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিষ্কার ধারণা সৃষ্টির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বলে তিনি জানান। ভবিষ্যতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়েও এমন শরিয়াহ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে বলে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি


শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। সম্প্রতি বনানী ডিওএইচএস পরিষদ কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব এস এম পারভেজ তমাল, বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি ও ইউনিয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যাংকের কো-অরডিনেটর এবং বনানী ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি


গোপালগঞ্জে এবি ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে শতভাগ ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন করেছে। এর উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এবি ব্যাংক পিএলসি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে শতভাগ ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন করেছে। এর উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল এবং টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় ঊর্ধ্বতন নেতারা, সরকারি কর্মকর্তারাসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি


ভেগান লেদারের ফাস্ট চার্জিং স্মার্টফোন রিয়েলমি সি৬৩

আপডেটেড ১০ জুন, ২০২৪ ১৮:৪৬
দৈনিক বাংলা ডেস্ক

মিডিয়াম বাজেটের স্মার্টফোনের বাজার সব সময়ই তীব্র প্রতিযোগিতাপূর্ণ থাকে। বাজেটের বিষয়টি বিবেচনা করে কোয়ালিটিসম্পন্ন ফোন সরবরাহ করা একটি চ্যালেঞ্জের বিষয়। এক্ষেত্রে অন্যান্য স্মার্টফোনের ভীড় থেকে নিজেকে সহজেই আলাদা করে উপস্থাপন করতে পেরেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইসে যে সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করা হয়, রিয়েলমি মিড-রেঞ্জের ফোনগুলোতে সে সব ফিচার সরবরাহ করে থাকে। ব্র্যান্ডটির নতুন উন্মোচিত সি-সিরিজের রিয়েলমি সি৬৩ স্মার্টফোনটিও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি উন্মোচিত এ ফোনটিতে রয়েছে লাক্সারি, স্পিড ও ইন্টেলিজেন্সের দারুণ এক সমন্বয় রয়েছে।

প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন

রিয়েলমি সি৬৩ এর অসাধারণ ফিচারগুলোর মধ্যে একটি হলো এর প্রিমিয়াম ভেগান লেদার ব্যাক কভার। এই সেগমেন্টের ফোনে যা দেখা বেশ দুরূহ। এতে শুধু কৃত্রিম চামড়াই ব্যবহার করা হয়নি, এতে লিচুর মতো প্যাটার্নে ডিজাইনও করা হয়েছে। শোভা বর্ধনের পাশাপাশি ধরতেও বেশ আরামদায়ক করে তৈরি করা হয়েছে এই ফোনটি।

হাই কোয়ালিটির ফোনগুলোতে ব্যবহৃত ভেগান লেদারের সঙ্গে রিয়েলমি সি৬৩ ডিভাইসটির ব্যাক কভারের টেক্সচারের তুলনা করা যায়। এটি অসাধারণ ভিজ্যুয়ালের পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রেও দেয় দারুণ অভিজ্ঞতা। স্মার্টফোনটিকে শুধু দেখতে ও ধরতেই একটি প্রিমিয়াম অনুভূতি দেয় না, বরং এই ভেগান লেদার একটি অনন্য দীর্ঘস্থায়িত্বও নিশ্চিত করে।

ফোনটির পেছনের কভারের দাগরোধী সক্ষমতা পরীক্ষা করতে এতে কোলা, কমলার রস ও দুধ ঢেলে দেখা হয়েছে। প্রত্যেকবার কোনো চিহ্ন না রেখে সহজেই দাগ মুছে ফেলে গেছে। এই দাগ-প্রতিরোধী সক্ষমতা ফোনটির স্থায়িত্বকে নির্দেশ করে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ফোনটির লুক একই রকম থেকে যাবে।

ফোনের নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে এতে ব্যবহৃত মেটাল লেন্স ডেকো। এটি ফোনটিকে মজবুত করার পাশাপাশি এতে একটি উচ্চমানের টেক্সচার যুক্ত করে, যা সাধারণত বাজেট-ফ্রেন্ডলি ফোনগুলোতে পাওয়া যায় না।

৪৫ ওয়াট সমৃদ্ধ ফাস্ট চার্জ ও বিশাল ব্যাটারি

রিয়েলমি সি৬৩ তে রয়েছে সেগমেন্টের সবচেয়ে দ্রুত ও নিরাপদ ৪৫ ওয়াট ফাস্ট চার্জার সহ শক্তিশালী ৫০০০এমএএইচ ব্যাটারি। এই সমন্বয় বিশেষ করে যাদের প্রতিনিয়ত ফোন ব্যবহারের প্রয়োজন পড়ে, তাদের জন্য অসাধারণ পারফরম্যান্স ও সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়।

সত্যি বলতে, এর মানে হলো- মাত্র ১ মিনিটের চার্জেই আপনি ১ ঘণ্টা যাবত ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন। রাতে ফোন চার্জ করতে ভুলে গেলে কিংবা বাইরে হুট করে বের হওয়ার আগে ফোনে একটু চার্জ দিতে হলে, এই ফোনের ফাস্ট চার্জিং সক্ষমতা আপনাকে বিড়ম্বনায় ফেলবে না।

যারা গেম খেলেন এবং প্রচুর ফোন ব্যবহার করেন, ছোট্ট একটু বিরতিতে দ্রুত চার্জ করার সক্ষমতা সে সব ফোন ব্যবহারকারীর জন্য একটি গেম-চেঞ্জার হিসেবে কাজ করে। ফলে কোনো বাধা ছাড়াই দীর্ঘ সময় ধরে আপনার প্রিয় কাজটি চালিয়ে যেতে পারবেন অনায়াসে। ফোনের টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন এই ফিচারের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার গুরুত্ব তুলে ধরে।

ফ্ল্যাগশিপ-লেভেলের এআই এক্সপেরিয়েন্স

শুধু ডিজাইন আর ব্যাটারি লাইফ নিশ্চিত করেই রিয়েলমি সি৬৩ থেমে থাকেনি; বাজেট সেগমেন্টের মধ্যে এটি গ্রাহকদের সরবরাহ করেছে ফ্ল্যাগশিপ-লেভেলের এআই ফিচারসমূহ। উল্লেখ্য, ফোনটিতে রয়েছে এয়ার জেশ্চার ও রেইনওয়াটার স্মার্ট টাচ। এই ফিচারগুলো আগে উন্নতমানের মডেলের ফোনগুলোতে দেখা যেত। রিয়েলমি সি৬৩ ডিভাইসে এসব ফিচার উল্লেখযোগ্য সুবিধা ও কার্যকারিতা যুক্ত করার মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের দেয় একটি স্মুদ পারফরম্যান্স প্রাপ্তির স্বাদ।

ফোনের মূল্য ও সহজলভ্যতা

লেদার ব্লু ও জেড গ্রিন- এই দুটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৬৩ স্মার্টফোনটি। ৬জিবি + ১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটি পাচ্ছেন মাত্র ১৬,৯৯৯ টাকায় এবং ৮জিবি + ১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটির মূল্য মাত্র ১৮,৯৯৯ টাকা। যে সকল বাজেট-সচেতন গ্রাহক লাক্সারি আর পারফরম্যান্সের অনন্য সমন্বয় খোঁজেন, তাদের জন্য প্রিমিয়াম ফিচারের তুলনামূলক কম দামের এই ফোন দেয় একটি অনন্য পছন্দের ফোন লুফে নেওয়ার সুযোগ।


ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এস এম শহীদুল্লাহর নিয়োগ অনুমোদিত হয়েছে ৷ এস এম শহীদুল্লাহ ১ জুলাই ১৯৮৯ সালে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ৫ ডিসেম্বর ১৯৯৬ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তার সর্বশেষ পজিশন ছিল সহকারী ম্যানেজার এবং দাবি বিভাগের বিভাগীয় প্রধান। তারপর তিনি ৬ ডিসেম্বর ১৯৯৬ নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার এবং দাবি ও পুনঃবিমা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ৩১ ডিসেম্বর ২০০২ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তার সর্বশেষ পদবি ছিল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এরপর তিনি ১ জুলাই ২০০৩ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার, দাবি ও পুনঃবিমা এবং শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন ৷ সেখানে তিনি ১৩ মার্চ ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ১৪ মার্চ ২০০৫ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাবি ও পুনঃবিমা শাখা নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এরপর ১ জুলাই ২০০৮ সালে এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সেক্রেটারি, এডমিনিস্ট্রেশন অ্যান্ড এস্টাবিলিস্টমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতি পান। ১ জানুয়ারি ২০১২ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে, যা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যা অনুমোদিত হয়েছে। বিজ্ঞপ্তি


ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইস্পাহানি টি

ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির হাত থেকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইস্পাহানি গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ইস্পাহানি টি লিমিটেড’ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেছে। বৃহৎ শিল্প (খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে) প্রথম পুরস্কার অর্জন করে ইস্পাহানি টি লিমিটেড। ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মর্যাদাপূর্ণ এ পুরস্কার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির হাত থেকে গ্রহণ করেন। অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মানোন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি হিসেবে ইস্পাহানি টি লিমিটেড শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের বৃহৎ শিল্প-খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। শিল্প মন্ত্রণালয় ২২টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২২ প্রদান করে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে আয়োজন করে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহম্মদ মেসবাহুল আলম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। এ অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


banner close