রোববার, ২ জুন ২০২৪

সিবিএ নেতা কাজিম উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত

কাজিম উদ্দিনের স্মরণে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে গতকাল বুধবার তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের ২য় তলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪ ১১:৪১

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) চারবারের নির্বাচিত সভাপতি কাজিম উদ্দিন গত ১৪ এপ্রিল দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম মো. কাজিম উদ্দিনের স্মরণে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে গতকাল বুধবার তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের ২য় তলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক কে এম আযম খসরু, কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এইচ এম মোতালেব, উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালকরা, মহাব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা ও পেট্রোবাংলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিজ্ঞপ্তি


দেশের প্রথম ফিনটেক সুপার অ্যাপের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ‘আমার-পে’ চালু করতে যাচ্ছে দেশের প্রথম ফিনটেক সুপার অ্যাপ যা ‘আমার-পে সুপার অ্যাপ’ নামে পরিচিত।

আজ শনিবার রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনের বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় ‘আমার-পে’।

একের ভেতর সব সুবিধা নিয়ে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন পূরণ এবং যেকোনো মাধ্যমে (কার্ড/মোবাইল ব্যাংকিং) অর্থ প্রদান পদ্ধতিকে সহজ করার জন্যই এই সুপার অ্যাপ নিয়ে এসেছে আমার-পে।

অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি. আহমেদ বলেন, ‘আমার-পে সুপার অ্যাপ বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে যা আমাদের ও সরকারের লক্ষ্যের সঙ্গেও সংগতিপূর্ণ। অ্যাপটি বাংলাদেশে অনলাইন পেমেন্টের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে।’

অনুষ্ঠানে আমার-পের ব্যবস্থাপনা পরিচালক এএম ইশতিয়াক সারওয়ার বলেন, ‘এই সুপার অ্যাপের লক্ষ্য ব্যবহারকারীদের সুবিধাজনকভাবে সর্বত্র পেমেন্ট সমাধান দেওয়া। যা একাধিক অ্যাপের মধ্যে পরিবর্তন করার প্রয়োজনীয়তা দূর করে। দেশব্যাপী গ্রাহকদের নানা ধরনের চাহিদা পূরণে আমার-পে সুপার অ্যাপটি ডিজাইন করা হয়েছে। আমরা গ্রাহকদেরকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় সব ধরনের সেবা প্রদান করছি; যেমন বিদ্যুৎবিল বিল থেকে শুরু করে গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ক্রেডিট কার্ড বিল, ট্রাভেল বুকিংসহ আরও অনেক কিছু। এ ছাড়াও এই অ্যাপের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে বিভিন্ন ক্যাম্পেইন, ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধাও দেবো এবং আমরা মনে করছি এক জায়গায় সবকিছু পাওয়ার সুবিধাটি গ্রাহকরা দারুণ ভাবে গ্রহণ করবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমার-পে সুপার অ্যাপ থেকে ইমতিয়াজ বিন গিয়াস (সিটিও অ্যান্ড ডিরেক্টর), আশিকুর রহমান (প্রডাক্ট- ম্যানেজার, আমার-পে সুপার অ্যাপ), এমটিবির হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেইন, মাস্টারকার্ড-থেকে জুবায়ের হোসেন, ম্যানেজারসহ এই সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং তাদের সবার বক্তব্যে উঠে এসেছে আমার-পে সুপার অ্যাপ কীভাবে বাংলাদেশের অন্যান্য ডিজিটাল সেবা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের সুযোগও সৃষ্টি করছে।

আমার-পে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান ও অনলাইন পেমেন্ট গেটওয়ে; যারা দেশের এসএমই এবং অন্যান্য প্রতিষ্ঠানকে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করে থাকে। আমার-পে সুপার অ্যাপটির মাধ্যমে বিস্তৃত পরিসরে সকল সেবাকে একীভূত করে, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের মাধ্যমে একাধিক পেমেন্ট মেথড দিয়ে লেনদেন পরিচালনা করা যায়। গ্রাহকদেরকে স্বাস্থ্যসেবা, ই-পরিষেবা, খাবার অর্ডার ও বিল পরিশোধসহ বিভিন্ন সুবিধা দেবে এই সুপার অ্যাপ।

আমার-পে সুপার অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে সহজেই তাদের ইউটিলিটি বিল জমা দিতে পারেন, বুক করতে পারেন ভ্রমণের টিকিটও। এ ছাড়াও আমার পে সুপার অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের পে মার্চেন্ট পে, কুরিয়ার বুক, বীমা প্রদান ও যানবাহন ট্র্যাকার সাবস্ক্রিপশনের মতো দৈনন্দিন জীবনের সুবিধাগুলো।


এএপিটিসি এর ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ সমাপ্ত

ছবি: আইএসপিআর
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সকল প্রতিষ্ঠানসমূহের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার (এএপিটিসি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)- এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণের সাথে জড়িত সংস্থাগুলোকে ২১ শতকের শান্তিরক্ষা অপারেশনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের বিভিন্ন উপস্থাপনা অংশগ্রহণকারীদের আরও প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে ও শান্তিরক্ষা প্রশিক্ষণের সাথে জড়িত সংস্থাগুলোকে প্রশিক্ষণ কৌশল বিকাশে সহায়তা করবে। পাশাপাশি এই সম্মেলনে অংশগ্রহণকারী সকল সদস্যদের সাথে মতবিনিময়, জ্ঞানের সমন্বয় সাধন এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে। পরিশেষে এই অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি বিপসট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বার্ষিক সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যা আন্তর্জাতিক পরিমন্ডলে বিপসট ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এএপিটিসি এর ১২তম বার্ষিক সাধারণ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকি মোকাবিলায় বহুমাত্রিক শান্তিরক্ষা প্রশিক্ষণ মডিউলের উন্নতি সাধন’। সম্মেলনে শান্তিরক্ষা প্রশিক্ষণের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তির মাধ্যমে শান্তি অপারেশন প্রশিক্ষণের উদ্ভাবনী ধারণা, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহের উপর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রযুক্তির মাধ্যমে শান্তিরক্ষায় সক্ষমতা বৃদ্ধি, শান্তিরক্ষীদের কর্মক্ষমতা এবং জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হয়।

উল্লেখ্য,গত ২৭ মে ২০২৪ হতে শুরু হওয়া এই সম্মেলনে প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ধারনা উপস্থাপন করেন।

এছাড়াও, এই সম্মেলনে বিপসট, বাংলাদেশ কর্তৃক জাতিসংঘ শান্তি অভিযানের সিম্যুলেশন প্রশিক্ষণ, 'United Nations Peace Operation Simulation Training (UNPOST)' এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এই UNPOST এর মাধ্যমে মিশনগামী কন্টিনজেন্টসমূহকে মিশনের বিভিন্ন কার্যক্রমের বাস্তবমূখী প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে এবং UNPOST এর উপর বিস্তারিত আলোচনা শেষে একটি শিক্ষণীয় মহড়ার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, এমফিল জেনারেল অফিসের কমান্ডিং আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, উর্ধ্বতন সামরিক, আধা-সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ; জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান/প্রতিনিধি; এএপিটিসি এর সদস্যভুক্ত ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি; স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


ইগলু আইসক্রিমের সঙ্গে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনসের চুক্তি সই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু আইসক্রিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইগলুর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এটি ইগলু আইসক্রিমের ব্র্যান্ড পরিচিতি এবং বাজার সম্প্রসারণের জন্য সৃজনশীল ও উদ্ভাবনী পরিষেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন অংশীদারিত্বের সূচনা করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এস এম ফেরদৌস হাসান নেভিল (ব্যবস্থাপনা পরিচালক, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড), জয়নব বিনতে মাইনুদ্দিন (পরিচালক, আব্দুল মোনেম লিমিটেড)। বিজ্ঞপ্তি


এনসিসি ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম ও মো. রাফাত উল্লা খান, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং ট্রেনিং ইনস্টিটিউটের এফএভিপি ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। শাখা পর্যায়ের মোট ৫০ জন রিলেশনশিপ অফিসার (আরও) এবং রিলেশনশিপ ম্যানেজার (আরএম) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বর্তমানে ব্যাংকিং ব্যবসায় সিএমএসএমইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাতে অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

বিআরডিবির উপপরিচালক সম্মেলন  

বিআরডিবির ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিআরডিবির সম্মেলনকক্ষে উপপরিচালক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিআরডিবির ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিআরডিবির সম্মেলনকক্ষে উপপরিচালক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শাহানারা খাতুন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আ. গাফ্ফার খান ও বিআরডিবির কর্মকর্তাদের সমন্বয়ে এ সম্মেলন হয়। বিআরডিবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য সীমা ৩%-এর নিচে নিয়ে আসতে বিআরডিবিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কেএসএসের মাধ্যমে সমবায়ভিত্তিক কৃষির বিপ্লব ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সচিব মহোদয় বলেন, বিআরডিবির কারুপল্লীকে দেশের উন্নতমানের হস্তশিল্পের সংগ্রহশালা হিসাবে গড়ে তোলা হবে। মহাপরিচালক বলেন, সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যস্থাপনার জন্য বিআরডিবি আটটি জেলায় পাইলটিং প্রক্রিয়া শুরু করেছে। বিজ্ঞপ্তি

বিষয়:

ঢাবি এবং চীনের যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাবি উপাচার্য অফিস লাউঞ্জে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডুয়ান হংয়ুন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি: ঢাবি জনসংযোগ
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাবি উপাচার্য অফিস লাউঞ্জে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডুয়ান হংয়ুন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লি ঝুহং, স্কুল অব ইন্টারন্যাশনাল কালচার অ্যান্ড স্টাডির ডিন অধ্যাপক ইয়াং চুন, একাডেমিক অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক তাং জিনলি, টিচার্স এডুকেশন অনুষদের ডেপুটি ডিন অধ্যাপক ঝিন সুমেই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুঝি নরমাল বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়াও দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। উভয় পক্ষ এই সমঝোতা স্মারকের অধীনে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের পাশাপাশি তথ্য ও গবেষণা সামগ্রী বিনিময় করবে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করায় যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডুয়ান হংয়ুনকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় যুঝি নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে অবহিত করেন। বিজ্ঞপ্তি


মানারাত ইউনিভার্সিটিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কর্মশালা

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘স্ট্রাটেজিস ফর টোবাকো-ফ্রি বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘স্ট্রাটেজিস ফর টোবাকো-ফ্রি বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশের অ্যাডভোকেসি ম্যানেজার মো. আতাউর রহমান (মাসুদ)। এতে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে ছাত্র-ছাত্রীদেরকে কাজ করার আহবান জানিয়ে বলেন, বর্তমানে চটকদার বিজ্ঞাপন, নাটক, সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সিগারেট কোম্পানিগুলো তরুণপ্রজন্মকে ধূমপানের প্রতি আকৃষ্ট করছে। এ বিষয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের সচেতন হতে হবে।

তিনি ধূমপান ছাড়তে ইচ্ছাশক্তি ও আত্মনিয়ন্ত্রণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সিগারেটের দামে এক গ্লাস দুধ কিংবা একটি কলা বা একটি ভালো মানের চকল্টে পাওয়া যায়। এখন আপনি সিগারেট না দুধ, কলা কিংবা চকলেট কিনবেন এটা ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে। এই ইচ্ছাশক্তি তথা আত্মনিয়ন্ত্রণ করতে পারলেই ধূমপান থেকে মুক্ত হওয়া যায়।

কর্মশালার মুখ্য আলোচক অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যারা এনেছিলেন তাদের বেশির ভাগই তরুণ প্রজন্ম। তারা স্বাাধীনতাকে ছিনিয়ে আনতে পেরেছিলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনও তাই ধূমপানের বিরুদ্ধে সচেতনা বাড়াতে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে আজকের এই কর্মশালা আয়োজন।

কর্মশালায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরা তামাক ও ধূমপানের বিরুদ্ধে নিজেদের তৈরি করা রংবেরঙের পোস্টার প্রদর্শন করেন। সবশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

ডিআইআইটির উদ্যোগে ডিজিটাল মার্কেটিং নিয়ে কর্মশালা

ডিআইআইটির উদ্যোগে ‘ডিজিটাল মার্কেটিং এসেনশিয়ালস: কিকস্টার্ট ইউর ডিজিটাল জার্নি’ কর্মশালায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ২১ মে টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ওই কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিবিএ ১৬তম ব্যাচের প্রাক্তনী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

তথ্যনির্ভর আধুনিক শিক্ষা প্রসারের উদ্দেশে ডিআইআইটি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তথ্যপ্রযুক্তির এই যুগে শুধু গতানুগতিক শিক্ষা কার্যক্রম যথেষ্ট নয়। বর্তমান সরকারের স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ তৈরির উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সিলেবাসের পাঠ্যসূচির পাশাপাশি তথ্য প্রযুক্তির আধুনিক প্রয়োগবিষয়ক শিক্ষা অপরিহার্য। এ লক্ষ্যকে সামনে রেখে ডিআইআইটির সময়োপযোগী উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং এসেনশিয়ালস: কিকস্টার্ট ইউর ডিজিটাল জার্নি’ কর্মশালায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ২১ মে টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিবিএ ১৬তম ব্যাচের প্রাক্তনী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। তিনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যপূর্ণ উপস্থাপনা ছাত্রছাত্রীদের উদ্দেশে তুলে ধরেন। বর্তমান সময়ে মার্কেটিংয়ের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে তৈরি করতে হবে, কীভাবে কাজ করলে সফলতা আসবে, এর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। কলেজের পক্ষে স্বাগত বক্তব্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। ডিআইআইটির গৌরবোজ্জ্বল ২৭ বছরের সাফল্যের ছোট্ট একটি খণ্ডচিত্র তুলে ধরেন শাকিলা জাহান নিপা, সহকারী অধ্যাপক, বিবিএ প্রোগ্রাম ও কো-অর্ডিনেটর, প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। বক্তব্য দেন ডিআইআইটির বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কর্মশালার আহ্বায়ক মো. মোকাররম হোসেন। কর্মশালায় ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রায় সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

বিএডিসিতে চতুর্থ শিল্প বিপ্লববিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) অনুষ্ঠিত হলো চতুর্থ শিল্প বিপ্লবের ওপর প্রশিক্ষণ কর্মশালা। গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) অনুষ্ঠিত হলো চতুর্থ শিল্প বিপ্লবের ওপর প্রশিক্ষণ কর্মশালা। গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিয়োগ ও কল্যাণ বিভাগ আয়োজিত কর্মশালায় সংস্থার বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) বিএডিসি বলেন, প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, কিন্তু তাই বলে বসে থাকলে চলবে না। যুগের আবর্তনের সাথে সাথে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে সরকারের গৃহীত রূপরেখার সাথে সঙ্গতি রেখে বিএডিসিকে আরও কার্যকর রূপে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের আরও দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

যাত্রাবাড়ীতে উত্তরা মোটর্সের ডিলার শোরুম উদ্বোধন

ঢাকার দনিয়া-যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘বাজাজ প্রিমিয়াম’ নামে উত্তরা মোটর্স লিমিটেডের অনুমোদিত থ্রি-এস ডিলার শো-রুম উদ্বোধন করা হয়েছে। বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সামির দেশপান্ডে এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান উপস্থিত থেকে ‘বাজাজ প্রিমিয়াম’ শোরুম উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকার দনিয়া, যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘বাজাজ প্রিমিয়াম’ নামে উত্তরা মোটর্স লিমিটেডের অনুমোদিত থ্রি-এস ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে। বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সামির দেশপান্ডে এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান উপস্থিত থেকে ‘বাজাজ প্রিমিয়াম’ শোরুম উদ্বোধন করেন।

বাজাজের স্ট্যান্ডার্ড অনুযায়ী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন এই শোরুমটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, একই ছাদের নিচে মিলবে বিক্রয়-সেবা-খুচরা যন্ত্রাংশ, ২৫০০ স্কয়ার ফিটের শোরুমটিতে ওয়াই-ফাই সুবিধাসহ রয়েছে সুপরিসর বসার স্থান এবং ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।

উদ্বোধন অনুষ্ঠানে উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, এখানে বাজাজ মোটরসাইকেল ক্রেতারা এক ছাদের নিচে তাদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক প্রযুক্তির সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশের সেবা পাবে। বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সামির দেশপান্ডে বলেন, আধূনিক প্রযুক্তির সমন্বয়ে নতুনভাবে বিন্যস্ত শোরুম টি মোটরসাইকেল ক্রেতাদের রোমাঞ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়াম বাজাজের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেনসহ উত্তরা মোটর্স লিমিটেড ও বাজাজ অটো লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিলাররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উত্তরা মোটর্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক বিক্রীত এবং নাম্বার ওয়ান বাজাজ মোটরসাইকেল, সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৩২০ টিরও অধিক থ্রি এস ডিলারের মাধ্যমে বাজারজাতকরণ এবং অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক্সের মাধ্যমে থানা গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে। বিজ্ঞপ্তি

বিষয়:

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক সই অনুষ্ঠান গত মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক সই অনুষ্ঠান গত মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের কান্ট্রি ডিরেক্টর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিভাগীয় প্রধান ও পরিচালকরা, শিক্ষক-শিক্ষিকা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যম গবেষণা উন্নয়নের কাজ করবে এবং সম্মিলিত গবেষণাগুলোকে উচ্চমানের প্রকাশনায় প্রকাশ বা স্বনামধন্য জার্নালে ইনডেক্সভুক্ত করবে। বাংলাদেশের মধ্যে গবেষণা, ইনোভেশন, এনার্জি ইন্ডাস্ট্রি এবং টেকসই উন্নয়নের সমাধানগুলোকে সহজতর করা। এ ছাড়া যৌথভাবে যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাসহ টেকসই উন্নয়নে কাজ করবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষ্যে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে প্রায় ৭০ মিলিয়ন টাকারও বেশি ফান্ড বিভিন্ন গবেষণায় প্রদান করেছে। ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) মাধ্যমে গবেষণা অনুদান প্রদান করা হয়। ইউআইইউর আইএআর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর সাথে সম্মিলিত গবেষণা সহযোগিতার পাশাপাশি গবেষণা অনুদান প্রদান করে। বর্তমানে আইএআর বছরে দুবার গবেষণা অনুদান প্রদান করে এবং ১১০টিরও বেশি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। বিজ্ঞপ্তি

বিষয়:

আইএফআইএলের পরিচালনা পর্ষদের সভা

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভা গত সোমবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান কে. বি. এম. মঈন উদ্দিন চিশ্তী সভায় সভাপতিত্ব করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভা গত সোমবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান কে. বি. এম. মঈন উদ্দিন চিশ্তী সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমেদ, পরিচালক আবুল কাশেম হায়দার, মোস্তানসের বিল্যাহ, আফজালুর রহমান, জুলিয়া রহমান, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ন্যাশনাল ব্যাংকের কর্মশালা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শেখ আকতার উদ্দিন আহমেদ। কর্মশালা পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আফরোজা খাতুন। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শাহ সৈয়দ রাফিউল বারীসহ এএমএল ও সিএফটি ডিভিশনের অন্য কর্মকর্তারা ভার্চুয়ালি কর্মশালায় সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

banner close