বুধবার, ১৫ মে ২০২৪

আলিয়া এবার বাঙালি মেয়ে

আলিয়া ভাট
আপডেটেড
২৬ মে, ২০২৩ ১৬:৩২
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ২৬ মে, ২০২৩ ১৬:২৩

২৫ মে করণ জোহরের জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানির’ প্রথম ঝলক। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ ও আলিয়া ভাট। তাদের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে টালিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এ যাবৎ নির্মাতাদের তরফে এই ছবি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলা নিষেধ ছিল। বিভিন্ন সময়ে টালিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে, টোটা এবং চূর্ণী কি ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করেছেন? তাদের সম্পর্ক কী রকম? না, দুই অভিনেতাই এতদিন এ নিয়ে মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার তরফে এই ছবিতে তাদের যে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, তা দুজনের চরিত্রের বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছে। রনধওয়া ও চট্টোপাধ্যায়- এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি। সেখানে চট্টোপাধ্যায় পরিবারের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে আলিয়াকে। অভিনেত্রীর দুপাশে বসে রয়েছেন টোটা ও চূর্ণী। অর্থাৎ এই প্রথম কোনো বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। অনুমান করা যায় আলিয়ার অভিভাবকের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী।

তারা কি স্বামী-স্ত্রীর চরিত্রে? এ প্রসঙ্গে এখনো মুখ খুলতে নারাজ টোটা। ভারতের ‍আনন্দবাজার অনলাইনকে হাসতে হাসতে অভিনেতা বললেন, ‘এখনই রহস্যটা ফাঁস করতে চাইছি না। আর তো কয়েকটা মাত্র দিন। ধীরে ধীরে দর্শক ঠিকই বুঝতে পারবেন।’

ফার্স্ট লুকে বাঙালি পাঞ্জাবিতে টোটা। নিজেকে কেমন লাগছে তার? অভিনেতা বললেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আসলে সেট থেকে শুরু করে আমাদের পোশাক পরিকল্পনা, প্রতিটি জিনিসের মধ্যেই করণের ব্যক্তিগত ছোঁয়া রয়েছে। এতটাই খুঁতখুঁতে মানুষ উনি।’

জন্মদিনে করণকে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন টোটা। অভিনেতা বললেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি এবং সাক্ষাৎকার নিয়ে করণ ব্যস্ত থাকবেন বলে তার টিমের তরফে দিনকয়েক আগেই আমাকে জানিয়ে দেয়া হয়। তাই তারা ফোন করতে বারণ করেছিলেন। আমি মেসেজ করে রেখেছি। পরে নিশ্চয়ই উত্তর আসবে।’

চূর্ণীর যে লুকটি প্রকাশ্যে এসেছে, সেখানে অভিনেত্রীকে ফুল তোলা হলুদ ফুলিয়ার জামদানি শাড়িতে দেখা যাচ্ছে। নিজের লুক দেখে অভিনেত্রীও উচ্ছ্বসিত। চূর্ণী বললেন, ‘শুটিংয়ের সময় আমি তো কলকাতা থেকে আমার ব্যক্তিগত রূপটানশিল্পী বা হেয়ার ড্রেসার নিয়ে যেতে পারিনি। কারণ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, সবটাই ওরা করবেন।’

এই ছবিকে একটা সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ হিসেবেই উল্লেখ করতে চাইছেন চূর্ণী।


  সোশ্যাল মিডিয়ায় মাতাচ্ছেন রুনা খান

আপডেটেড ১৫ মে, ২০২৪ ০০:০৯
বিনোদন ডেস্ক

গত বছর ওজন কমিয়ে সবাইকে তাক করে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। তবে অভিনয়ের বাইরে মাঝেমধ্যেই চমকে দেন তিনি। সামাজিক যোগাযোগের পাতায় হাজির হন নতুনরূপে। কখনো ওজন কমানো আবার কখনো খোলামেলা পোশাকে ধরা দেন ৪০ বছর বয়সি এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ফেসবুকে কৃষ্ণচূড়ার লাল রঙে নিজের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়, লাল শাড়ি, পিঠ খোলা টাইট লাল ব্লাউজ পরে খোঁপায় গুঁজেছেন কৃষ্ণচূড়া ফুল। আবার খোলা চুলেও একাধিক ছবি রয়েছে। নানা পোজে তোলা এসব ছবি পোস্ট করে রুনা ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন অনুসারীরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু।’ আরেকজন লিখেছেন, ‘অভিনেত্রী মুনিরা আখতার মিঠু লিখেছেন ‘বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী, মিষ্টি নারী রুনা খান’। মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আগুন কোথায় লেগেছে সেটা বলা মুশকিল’।

শানায়ের দেবী শানু ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আগুন লেগে গেছে সবার মনে মনে, অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু’। ফাতেমা আবেদিন নাজলা লিখেছেন, ‘ফায়ার সার্ভিস ডাকো’। অন্যজন লিখেছেন ‘মাথাডা গুতাচ্ছে’। আরেকজন লিখেছেন ‘পুরাই দাউ দাউ করে জ্বলছে’। সাইফ খান একটি কার্টুন ছবির সঙ্গে লিখেছেন, ‘মাথায় টুপি আছে বলে কিছু বললাম না’।

শাহাদাত রাসেল নামের একজন বলেছেন, ‘এইগুলো ঠিক না ঠিক না ঠিক না.... বাচ্চা পোলাপানগুলো বিভ্রান্ত হয়’। আরেকজন ব্যঙ্গ করে বলেছেন ‘ভাভাগো ভাবা’। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় রুনা খানের। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

এক সময়ে যারা ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছিলেন, তাদের অনেকেই হঠাৎ করে শখের অভিনয় ছেড়ে চলে যান আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। তবে দূরে থাকলেও মনের টানে মাঝেমধ্যে দেশে ফিরে দুয়েকটি নাটকে অভিনয় করে আবার চলে যান বিদেশের মাটিতে। তাদের মধ্যে অন্যতম রিচি সোলায়মান। দেশের টিভি অঙ্গনের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

অভিনয় থেকে দূরে থাকলেও দেশে এলে সহকর্মীদের সঙ্গে সময় কাটান রিচি। অনেক দিন ধরেই নতুন কোনো কাজ হাতে নেই তার। তবে ভালো কাজ হলে অবশ্যই নিয়মিত কাজ করবেন বলে জানান তিনি।

সম্প্রতি মা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রিচি। মা দিবস নিয়ে শুরুতেই রিচি বলেন, ‘বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের জন্যই আজ পৃথিবী এত সুন্দর। প্রতিটি সন্তানের সফলতার পেছনেই মায়েদের অবদান রয়েছে। তাই এমন একটি দিনে আমার মাকেও আমার কাজের জন্য সম্মানিত করা হয়েছে। যার জন্য আমি গর্বিত।’

ভালো কাজ হলে অবশ্যই করবেন উল্লেখ করে রিচি সোলায়মান বলেন, ‘ভালো গল্প হলে অবশ্যই কাজ করব। আমার পছন্দ হলেই আমি কাজ করি, যা আগেও বলেছি। কারণ দেশের মানুষ আমাকে অভিনয়ের মাধ্যমে চেনে। দূরে থাকলেও দর্শকের সঙ্গে আমার আত্মার একটি যোগাযোগ রয়েছে। সে কারণেই সুযোগ পেলে দেশের দর্শকের জন্য বারবার ফিরে আসি আমি।’

এর আগে গত বছরের শেষের দিকে একটি নাটকের শুটিং করেন তিনি। দেশে থাকাকালীন সময়ে বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেন রিচি। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মাণের ঘোষণাও দেন তিনি; কিন্তু এখনো সিনেমা নির্মাণের কোনো প্রস্তুতি গ্রহণ করেননি তিনি। রিচি জানান, অনেক পরিকল্পনাই মাথার মধ্যে আছে, পরিবেশ অনুকূলে এলেই সিনেমা নির্মাণ করব।

রিচি সোলায়মান বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের চেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’

বিষয়:

‘বিগ বস’ থেকে সরে যাচ্ছেন সালমান!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আসতে চলেছে এবার অনেকগুলো ভাষায়। তবে হিন্দিটি অনেক বেশি জনপ্রিয়। কারণ সালমান খানের মতো তারকা এটির সঞ্চালক। কিন্তু, এবার হয়তো তা আর হবে না। জুনের প্রথম সপ্তাহ থেকে আসছে ‘বিগ বস OTT সিজন-৩’। যা দেখতে এবার থেকে আলাদা টাকাও দিতে হবে। তবে সাবস্ক্রিপশন থাকলেও সালমান খানকে সপ্তাহান্তে পর্দায় দেখা যাবে না। এই শোয়ের জন্য আরও তিনজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নামও জানা গিয়েছে ইতোমধ্যেই।

‘বিগ বস ওটিটি ৩’-এর জন্য ভক্তরা ভীষণ উত্তেজিত। কবে শুরু হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন তারা। এর আগে খবর রটেছিল এ বছর আসবে না বিগ বস। কিন্তু পরে জানা যায় জুনের প্রথম সপ্তাহ থেকে প্রিমিয়ার হবে। এই সুসংবাদের পরে ভক্তরা রীতিমতো হতবাক। এবার তাদের শোটি দেখতে জিও-র সাবস্ক্রিপশন করাতে হবে এবং একটি আরও বড় ধাক্কা আসবে বলেও জানা গেছে। সালমান খানের সিডিউল সমস্যা রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। অনেক কাজ আছে তার হাতে এবং এ কারণে সময় দিতে সমস্যা হচ্ছে। জ্যাকি শ্রফের মেয়ে থেকে শুরু করে কপিল শর্মার ‘স্ত্রী’, এরা সবাই ‘খতরো কে খিলাড়ি 14’-এ থাকবেন। প্রত্যেকেই নিচ্ছেন মোটা টাকা।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা এখন সালমান খানের বিকল্প খুঁজছেন। এরই মধ্যে তিনটি নামও পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে করণ জোহর, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর। চলতি মৌসুমের সঞ্চালক হওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটাও বলা হচ্ছে যে অনিল কপুরের সঙ্গে এখনো কথা হয়নি তবে সঞ্জয় দত্তের সঙ্গে শিগগিরই কথা হতে পারে। এ ছাড়াও করণ জোহর ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেন এবং সলমানের অনুপস্থিতিতে দায়িত্ব নেন। তাকেও এই সুযোগ দেওয়া যেতে পারে।

তবে সালমান খানের কারণেই মানুষ এই শো বেশি দেখেন। বিশেষ করে ‘উইকেন্ড কা ওয়ার’। কারণ, দর্শক সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেখতে পাবেন শনি ও রোববারের পর্বে। সালমানের রাগ, তার প্রতিক্রিয়াও টিআরপির জন্য ভালো। এমতাবস্থায় অনিল, সঞ্জয় বা করণ যদি আসেন, তাহলে এই শো তেমন প্রচার পাবে না।

বিষয়:

নতুন বিতর্কে শিল্পা শেঠি

আপডেটেড ১৪ মে, ২০২৪ ০০:৩১
বিনোদন ডেস্ক

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হয়ে দর্শকের সামনে আসেন এই ধারকানকন্যা। ফ্যাশন সচেতন শিল্পার পয়স ৪৬ পেরিয়ে গেলেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ঠিক যেন অষ্টাদশীর ন্যায়। তাকে দেখে বোঝার উপায় নেই, দুই সন্তানের মা তিনি। বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পার! এক মাস আগেই ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিল্পা শেঠির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। পশু নিগ্রহের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন এক সময়ের আলোচিত এই তারকা। মা দিবস উপলক্ষে মা সুনন্দা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পুজোও দেন শিল্পা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শমিতা শেঠিও। বৈষ্ণোদেবীতে পুজো দেওয়ার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা। ঘোড়ার পিঠে চড়ে মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে উঠেছে পশু নিগ্রহের অভিযোগ।

সংসার, স্বামী-সন্তান, সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভোলেননি তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপস করতে নারাজ অভিনেত্রী, কিন্তু সেই শরীরচর্চা নিয়েই এবার খোঁটা শুনলেন শিল্পা। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ এনেছেন নেটিজেনরা!

নেটপাড়ার প্রশ্ন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ কেউ লিখেছেন, ‘এত ফিট হযে লাভটা কী হলো যে, একজন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?’ কেউ লিখেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।

আবার কারও মন্তব্য, ‘কাটরা থেকে এই ১২ কিমি ঘোড়ার পিঠে চড়েই পাহাড়ে উঠলেন আপনি! সেলেব হিসেবে আপনি তো হেলিকপ্টার করেও যেতে পারতেন। তাহলে কেন নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?’ এ রকম অসংখ্য প্রশ্নের কবলে জর্জরিত হতে হচ্ছে শিল্পা শেঠিকে। যদিও এ ধরনের সমালোচনায় এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি শিল্পার পক্ষ থেকে। বর্তমানে ইডির ঝামেলায় নাজেহাল রয়েছেন অভিনেত্রী।


আরেক পরিচয়ে তাহসান খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘদিন ধরেই গানের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে আসছেন। নতুন বছরে একের পর এক চমক দেখিয়ে নিজের আলোচনার পাল্লা আরও ভারী করে তুলেছেন। সম্প্রতি বেশ কয়েকটি কাজের সুবাদে খবরের শিরোনাম হচ্ছে এই গায়ক-অভিনেতা। সম্প্রতি একটি ওয়েব সিরিজে সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে কাজ, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ গানে কণ্ঠ দিয়ে ভাইরাল হওয়া, এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকে পুরনায় গান গাওয়ার পাশাপাশি অচিরেই অস্ট্রেলিয়া সফর-সব মিলিয়ে দারুণ সময় উপভোগ করছেন এই তারকা।

এবার অন্য এক পরিচয়ে ভক্ত-অনুরাগীদের সামনে আসছেন তাহসান খান। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এবার সেটির বাংলাদেশি সংস্করণ আসছে। সেটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে! আর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের তাহসান। টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’-তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

দেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আয়োজনকে আরও জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে তাহসানকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ। এ বিষয়ে তাহসানের ভাষ্য, বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউডের মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’-কে বিশ্বের দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদ্‌যাপনেরও উপলক্ষ তৈরি করে।

বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সঙ্গে দেশি সংস্করণে আরও থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

‘ফ্যামিলি ফিউড’ আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সবাই মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে।

বিষয়:

ট্রেলারেই নজর কাড়লেন জাহ্নবী

আপডেটেড ১৩ মে, ২০২৪ ০০:০২
বিনোদন ডেস্ক

‘নারী তুমি অর্ধেক আকাশ। ঈশ্বরের ছায়া তুমি… তোমারই স্নেহ সুধায় পৃথিবীর বুকে সৃজন হয় জীবনের…’, নারীর সাহচর্যেই সুন্দর সংসার, পুরুষের জীবন মধুময়- এ কথা অনেকেই বলে থাকেন। তা সংসারের অন্যান্য ক্ষেত্রেও যেন খেটে যায়। তুমি স্বপ্ন দেখ, পাশে আছি… দিনের শেষে হাত শক্ত করে ধরে এই শব্দগুলো বলার মানুষ যাদের কাছে রয়েছে, তারাই জানেন সঙ্গীর সাহচর্য কতটা গুরুত্বপূর্ণ? বলা হয়, প্রতিটা সফল পুরুষের নেপথ্যেই নারীর হাত থাকে। এবার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলারেও রাজকুমার-জাহ্নবীর এমন দাম্পত্য রসায়ণ দেখা গেল।

ক্রিকেটের ২২ গজেই শুরু হয় রাজকুমার-জাহ্নবীর প্রেমকাহিনি। তবে এক্ষেত্রে স্ত্রীর মাধ্যমে নিজের স্বপ্নপূরণের চেষ্টায় রাজকুমার। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। ট্রেলারে দু’জনেরই ক্রিকেটার হওয়ার স্বপ্নের উড়ান ঝলক মিলল। সেই সূত্রেই ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘মাহি’ আবার ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাকনাম। এই সিনেমার সঙ্গে তার কোনো যোগসূত্র থাকার সম্ভাবনাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রেলার সেই জল্পনা আরও উসকে দিল।

রোববার প্রকাশ্যে এল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার। দুজনেরই নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। সেই মাহি জুটির জন্মছক থেকে অপূর্ণ স্বপ্নও এক। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে রাজকুমারেরও অপূর্ণ ইচ্ছে চাগাড় দিয়ে ওঠে। শেষমেষ কি ইচ্ছে পূরণে সফল হতে পারবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’? বাকিটা জানা যাবে চলতি বছরের ৩১ মে।

ক্রিকেটের বাইশ গজে দুই তারকার অনস্ক্রিন প্রেমের নেপথ্যে প্রযোজক করণ জোহর। তার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন। তাকেই এই ভিন্ন স্বাদের ছবির দায়িত্ব দিয়েছেন করণ।এর আগে হরর কমেডি ছবি ‘রুহি’তে একসঙ্গে অভিনয় করেন রাজকুমার ও জাহ্নবী। সে ছবির প্রযোজক ছিলেন দীনেশ ভিজান। এবার ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্পে একসঙ্গে দেখা যাবে দু’জনকে।


দিলারা জামান: একজন আদর্শ মা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জাহাঙ্গীর বিপ্লব

মা। ছোট্ট একটি শব্দ। অথচ এর ব্যাপ্তি ও পরিধি নির্ণয় করা দুঃসাধ্য। কোনো শব্দ কিংবা বাক্য দিয়েও এর সঠিক সংজ্ঞা নির্ধারণ করা যাবে না। সংকোচ কিংবা সংকোচ প্রকাশের জায়গা তো ওই একটাই। আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিবস উপলক্ষে দৈনিক বাংলা সন্ধান করে জাতীয় পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে। পর্দার বাইরে যাকে সবাই ‘দিলারা মা’ বলে সম্বোধন করেন। বাস্তবের মতো পর্দাতেও তিনি যেন একজন প্রকৃত মায়েরই প্রতিমূর্তি। অসংখ্য নাটক-সিনেমায় মার চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন জীবন্ত এ কিংবদন্তি।

বিশ্ব মা দিবস নিয়ে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘আমার কাছে প্রতিদিনই মা দিবস। প্রতিটি দিনকেই মা দিবস মনে করি আমি। মা দিবস বাঙালি কালচার নয়, বিদেশি কালচার। আমাদের কাছে, বাঙালিদের কাছে মা দিবস প্রতিদিন। আমরা মাকে ভীষণ ভালোবাসি। মাকে গভীরভাবে শ্রদ্ধা করি। মাকে ভালোবাসতে হয় প্রতিনিয়ত। মাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হয় সব সময়। মা শব্দটি ছোট্ট, কিন্তু এর বিশালতা অনেক। আমি নিজে একজন মা, এটা আমার কাছে অনেক বড় বিষয়। আজকের দিনে চাইব, মাকে সব সময় সম্মান করা হোক।’

দিলারা জামান বলেন, ‘দর্শকের ভালোবাসা নিয়ে এখনো মন থেকে অভিনয় করে যাচ্ছি। প্রতিনিয়তই চলার পথে মানুষের যে ভালোবাসা পাই, তাই আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করে। মানুষের এই যে ভালোবাসা, শ্রদ্ধা তা অভিনয় না করলে হয়তো পাওয়া হতো না।’

ক্যারিয়ারের দীর্ঘ সময়ে নানা চরিত্রে অভিনয় করলেও মা চরিত্রে তিনি ব্যাপক সমাদৃত। মায়ের চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে বড় প্রাপ্তি। অনেক শিল্পী আমাকে মা ডাকেন। পর্দার বাইরেও মা ডাকেন। চা দেয় যে ছেলেটি সেও আমাকে মা ডাকে। এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর কী হতে পারে? এই ভালোবাসা নিয়েই চলতে চাই। অনেক বছর ধরে নাটকে মায়ের চরিত্রে অভিনয় করছি। মায়ের চরিত্রে অভিনয় করে এক ধরনের সুখ পাই, শান্তি পাই। মায়ের চরিত্র আমাকে সবচেয়ে বেশি টানে। এটা তো শিল্পী হিসেবে পরম পাওয়া।’

মায়ের ভূমিকায় এত অভিনয় করার পর এই বয়সে যেন জীবনের সেরা ‘মা’র ভূমিকাটি পেয়েছেন তিনি। ঐতিহাসিক তিনটি সিনেমায় মা চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’তে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুন। একইভাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমা দুটিতেও তিনি ছিলেন মায়ের ভূমিকায়। অভিনয়ের জন্য একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননা পেলেও একে তিনি অভিনয় জীবনের সেরা অর্জন বলে মনে করেন তিনি।

বিষয়:

শোবিজে ফিরতে চান মোনালিসা

আপডেটেড ১২ মে, ২০২৪ ০০:০৪
বিনোদন প্রতিবেদক 

দেশীয় শোবিজের একসময়ের তুমুল ব্যস্ত ও চাহিদাসম্পন্ন মডেলের নাম মোজেজা আশরাফ মোনালিসা। আকাশছোঁয়া জনপ্রিয় এই সুহাসিনী তারকার স্নিগ্ধ মিষ্টি হাসি এখনো অনেক দর্শক-ভক্তের মনে অন্যরকম দোলা দিয়ে যায়। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছিলেন অনেক নাটক ও মিউজিক ভিডিওতেও। নাচেও ছিলেন বেশ পারদর্শী। সেই মোনালিসা হঠাৎই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পাড়ি জমান সুদূর আমেরিকায়। শীতের পাখির মতো মাঝে মধ্যেই অতিথি হয়ে ফেরেন মাতৃভূমিতে। তখন নতুন করে কিছু কাজে দেখা যায় তাকে। আমেরিকা থাকলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। পরিবারের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য মনটা ব্যাকুল হয়ে আছে তার। মনের টানে সম্প্রতি আবারও দেশে ফিরেছেন এই লাস্যময়ী।

দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন মোনালিসা। এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেন এ অভিনেত্রী। সেখানে মোনালিসা বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব। আমাকে আমার দর্শক, ভক্ত-অনুসারীরা ভালোবাসেন, এ কারণে এখনো তারা আমাকে মনে রেখেছেন। তারা আমাকে সব সময়ই পর্দায় দেখতে চান। আমিও দেশকে ভীষণ মনে করি। সে কারণেই দেশে এসেছি। আমিও ফ্যানদের মিস করি। এ কারণে তাদের জন্য ভালো কিছু কাজ করব। সামনে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, দেখা যাক।’

এখানকার ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘আমাদের সময় এই মাধ্যমটা ছিল না। তাই কাজ করা হয়নি। আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। আমার ইচ্ছা আছে, ভালো চিত্রনাট্য, পরিচালক হলে আমি অবশ্যই কাজ করব।’ মোনালিসা বলেন, ‘একটা সময় আমি সব কিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। বাইরে থাকলেও আমি সব সময়ই দেশের কথা ভাবি।’

২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করে শোবিজে পথচলা শুরু করেন মোনালিসা। মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান। মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সবার নজর কাড়েন। ‘কাগজের ফুল’ তার প্রথম টিভি নাটক। হ‍ুমায়ূন আহমেদ পরিচালিত ‘তৃষ্ণা’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপরের গল্পটা ছিল শুধুই সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার।


ব্যবসায় নামলেন বর্ষা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের পাশাপাশি ঢাকাই সিনেমার অনেক নায়িকা ব্যবসায় নাম লিখিয়েছেন। মৌসুমী, পূর্ণিমা, রত্না, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণদের পরে এবার এ তালিকায় যুক্ত হচ্ছে বর্ষার নাম। নিজের নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন এই নায়িকা। বর্ষা লিখেছেন, আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, খুব শিগগিরই স্কিন কেয়ার প্রোডাক্ট আমার ব্র্যান্ড নেমে আসবে। স্কিন কেয়ার এই প্রোডাক্ট তুর্কিতে তৈরি। তুর্কির স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো মানের। আশা করি, আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে। খোঁজ-দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি। বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমা।

বিষয়:

আবারও একসঙ্গে কাজ কারার প্রত্যয় ৩ কন্যার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশান আর চম্পা। এই তিন বোন বাংলাদেশের সিনেমার গর্ব। সুচন্দা ও ববিতা দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। চম্পা মাঝে মধ্যে অভিনয় করেন সিনেমা ও নাটকে। তিনিও খুব বেশি নিয়মিত নন। তবে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে তিন বোনকে একসঙ্গে দেখা যায়। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে তাদের তিন বোনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা ভোট দিতে বিএফডিসিতে গিয়েছিলেন। সুচন্দা, ববিতা ও চম্পাকে একসঙ্গে প্রথম শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। সুচন্দা বলেন, ‘মূলত আমার আব্বার স্বপ্ন ছিল যেন আমরা তিন বোন একসঙ্গে সিনেমাতে অভিনয় করি। এ কারণেই শিবলী ভাইয়ের নির্দেশনায় তিন কন্যা সিনেমাতে অভিনয় করা।’

তবে ‘তিন কন্যা’র পর তাদের তিন বোনের আর একসঙ্গে একই সিনেমায় আর অভিনয় করা হয়ে ওঠেনি। সুচন্দা’র প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা ‘বাসনা’তে ববিতা ও চম্পা একসঙ্গে অভিনয় করেছিলেন। বাংলাদেশের সিনেমার গর্ব এই তিন বোনকে নিয়ে মাঝে দু’একজন নির্মাতা একসঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন। এই তিন বোন প্রত্যাশা করছেন সিনেমা না হোক অন্তত তাদের নিয়ে কোনো তথ্যচিত্র নির্মাণ করা হোক। এ বিষয়ে ববিতা বলেন, ‘আমরা তিনবোনের আগ্রহ আছে অবশ্যই ভালো গল্প পেলে সিনেমাতে অভিনয় করবো। কিন্তু এখন কেন যেন মনে হয়, এটা আর সম্ভব নয়। তবে তথ্যচিত্র বা ডকুমেন্টারির কথা যদি বলি, সেটাও অনেক গবেষণা করে একদম শতভাগ মনোযোগ দিয়ে কাজটি করতে হবে। তিনজনের একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র যদি থেকে যায়, তবে আগামী প্রজন্মের জন্য তা অনুপ্রেরণা হয়ে থাকবে। জানি না, এ তথ্যচিত্রটিও করা হবে কি না।’

চম্পা বলেন, ‘আমার কাছে মনে হয় যে এখনই সময় আমাদের তিন বোনকে নিয়ে যথাযথভাবে একটি তথ্যচিত্র নির্মাণের। আমার কথা না হয় বাদই দিলাম। বাংলাদেশের চলচ্চিত্রে আমার দুই বোন সুচন্দা আপা ও ববিতা আপার যে অবদান আছে তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদেরই। তাই অনেক গবেষণার পর একটি পারফেক্ট তথ্যচিত্র নির্মাণ এখন সময়েরই দাবি। আমার বিশ্বাস, যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং যথাযথ গবেষণাও আমার দুই বোনের পছন্দ হয় তাহলে তারা তাতে সম্মতি দেবেন। কিন্তু কে নেবে এই উদ্যোগ। জানা নেই আমারও।’

বিষয়:

নয়া উচ্ছ্বাসে পরীমনি

আপডেটেড ১১ মে, ২০২৪ ০০:১৩
বিনোদন ডেস্ক 

একমাত্র পুত্র পদ্মর সুবাদে অনেক আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। পদ্মকে পেতে মিলেছে প্রেম-বিয়ে-সংসার নামের কাঁটার আঘাতও। সেসব সামলে ফের মাতৃত্বের স্বাদ নিলেন পরী। দত্তক নিয়েছেন পুত্র পদ্মর খেলার সঙ্গী ছোট্ট প্রিয়মকে। মাত্র ছয়দিন বয়সেই আইন-কানুন মেনে প্রিয়মকে কোলে তুলে নেন পরী। আগামীকাল মা দিবসের আগেই এমন সুখবর দিলেন নায়িকা নিজেই।

কন্যার পুরো নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স মাত্র ৭ দিন। পদ্মর পাশে এখন পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে পরীমনি বলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। কোলে যখন নিই ওকে, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’

তবে এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে নারাজ মা পরী। বিনিময়ে দিয়েছেন প্রিয়মের জামা-জুতোর ছবি। কিন্তু পদ্মর দুই বছর পূর্ণ না হতেই কেন প্রিয়মকে ঘরে তুললেন পরীমনি? এর মধ্যে ব্যস্ত হয়েছেন শুটিংয়েও। পরীমনির ভাষায়, ‘আমি যা মন থেকে চাই, তা-ই করি। কে কী বলল, সেসব নিয়ে কোনো দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এসব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মা দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান।’

এদিকে খুব শিগগিরই টলিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমনির। সোহম ও মধুমিতার সঙ্গে ‘ফেলু বক্সী’ সিনেমাতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন দেবরাজ সিং। নিজের বর্তমান ও ভবিষ্যৎ ইচ্ছা প্রসঙ্গে পরী বলেন, ‘কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে, আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি নিজেকে, তখন মনে হয় পরীমনির আকাশটা বড় হয়ে আসছে।’


অভিযোগ নিয়ে থানায় বুবলী

আপডেটেড ১০ মে, ২০২৪ ০০:১৩
বিনোদন প্রতিবেদক

ঢাকাই ছবিতে সবসময় সংবাদের শিরোনাম হয়ে আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। মূলত ঢালিউড কিং শাকিব খানকে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার পর থেকেই তাকে নিয়ে এ আলোচনা। শাকিবের সাবেক আরেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসযুদ্ধ কিংবা বাগ্‌যুদ্ধে সবসময়ই দুজনে লিপ্ত রয়েছেন।

তবে ঢাকাই ছবিতে বুবলীর যাত্রা শাকিব খানের হাত ধরে হলেও তিনি এখন নিজে আলাদা নায়কদের সঙ্গে কাজ করে আলোচনায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের হেনস্তার শিকার হতে হয় এই নায়িকাকে। এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এই নায়িকা।

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম। এ বিষয়ে মুঠোফোনে বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে এ বিষয়ে বুধবার (৮ মে) সন্ধ্যায় ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়টি ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’

বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলী’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলী। রমজানের ঈদে শরিফুল রাজের সঙ্গে বুবলীর ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে। দর্শক নন্দিত হয়েছে সিনেমাটি।


জেমসকে ঘিরে লন্ডন প্রবাসীদের উচ্ছ্বাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাহফুজ আনাম জেমস। নগরবাউল খ্যাত এই রকস্টারকে গুরু বলে সম্বোধন করেন তার ভক্ত-অনুরাগীরা। যদিও এ বিষয়টি নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না বলে বরাবরই বলে আসছেন তিনি। বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত এই কিংবদন্তি গান ছাড়া অন্য কোনো কিছুই কল্পনা করেন না। ভক্তদের ভালোবাসাই তার একমাত্র অনুপ্রেরণা।

সেই আশির দশক থেকে বাংলাদেশ মাতাচ্ছেন জেমস। গানের বাজার থেকে শুরু করে কনসার্ট দিয়ে দাপিয়ে বেড়ানো, প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য। ষাটের কিনারে এসেও এখনও যেভাবে পারফর্ম করেন, তা বিস্মিত করে অন্যদের। দেশের সংগীতের অন্যতম এই রক তারকার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও রয়েছে অসামান্য জনপ্রিয়তা। বিশেষ করে যেসব দেশে ছড়িয়ে আছে বাঙালি, সেখানেই উচ্চারিত হয় জেমসের নাম, ফলে প্রায়ই ডাক আসে বিভিন্ন দিক থেকে। যেমন যুক্তরাজ্যে হরহামেশাই কনসার্ট করতে যান জেমস। দীর্ঘ ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল। ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন তিনি।

তবে এবারের কনসার্টটি অন্যবারের চেয়ে ভিন্ন। আগের কনসার্টগুলো ইনডোর হলেও এবারই প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস। কনসার্টটি হবে ইস্ট লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে। আগামী ২৬ ও ২৭ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ উৎসব’-এ গাইবেন জেমস। এটি অনুষ্ঠিত হবে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে। সাধারণত বাংলাদেশি শিল্পীদের বিদেশি অনুষ্ঠানগুলো ছোট পরিসরে, কোনো মিলনায়তনে হয়ে থাকে। তবে জেমস এর আগেও উন্মুক্ত বড় মাঠে, স্টেডিয়ামে পারফর্ম করেছেন। এবারও সেই ধারা অটুট থাকছে।

জেমসের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ হলো লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা। এখানে আরও অনেক দেশ-জাতির মানুষ অংশ নেয়। বাংলা সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরাই এর মূল লক্ষ্য।’

জানা গেছে, উৎসবটির আয়োজন করছে নেক্সট স্টেজ ইভেন্ট। এতে জেমসের গান ছাড়াও যাত্রাপালা, বাংলাদেশি খাবারসহ নানা ব্যবস্থা থাকছে। ২৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

জানা গেছে, লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস। সেখানে টরন্টোর স্কারবোরোর মার্কহাম রোডের গ্লোবাল কিংডম মিনিস্ট্রিজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

বিষয়:

banner close