সোমবার, ২০ মে ২০২৪

আরও এক নতুন লুকে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৪ ১২:৫৫

ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। এদিকে একজন বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়; কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে এরপর শুরু হয় গণ্ডগোল। আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্নরকম ঝামেলা।

এমনই গল্পে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। গল্পের আব্বাস চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। হইচইয়ের এ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার দুপুরে ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি।

সিরিজটি নিয়ে আরও তিন বছর আগেই নাকি মোশাররফ করিমের সঙ্গে কথা হয় পরিচালক অমিতাভ রেজার। পরিচালক জানান, গল্প নিয়ে এখনই তেমন কিছু জানানো যাবে না। তবে প্লট সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তিনি বলেন, ‘একজন ট্রাকচালক যে সারা দেশে ট্রাক নিয়ে ছুটে যান। মানুষটা খুবই রসিক। বিভিন্ন সময় এই আব্বাস চরিত্রটি ভিন্ন ভিন্ন ক্রাইসিসে পড়ে। সেগুলো কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমি বলব, আমার গল্পটি কমেডি ঘরানার।’

এর আগে রোড সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এই পরিচালক। সেখানে ঢাকা শহরের গল্প বললেও এবার একেবারেই ভিন্ন গল্প। পরিচালকের ভাষ্য, ‘আমার এই গল্প প্রায় ১০ বছর আগের। এটা নিয়ে আমি সিনেমা বানাতে চেয়েছিলাম। পরে হইচইয়ের সঙ্গে কথা হয়। তারা গল্প শুনে পছন্দ করে। যে কারণে এখন ওয়েবের জন্য কাজটি করছি। আর দুই-তিন বছর আগে গল্পটি নিয়ে মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়। চরিত্রটি তার খুবই ভালো লাগে। আব্বাস চরিত্রটিতে অনেক চমক আছে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে এর শুটিং করতে চাই।’

‘বোহেমিয়ান ঘোড়া’ এই বছরই মুক্তি পাবে। তবে আর কারা থাকছে সেটা এখনো চূড়ান্ত নয়।


কান মাতাচ্ছেন এমা স্টোন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ফ্রান্সে চলছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। আর এই আসরের প্রথম দিন থেকেই উপস্থিত অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। তার নতুন সিনেমা ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল সেখানে। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুন। এই ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা মিলে এসেছিলেন কানের লালগালিচায়। নতুন সিনেমা নিয়ে এক অন্যরকম উচ্ছ্বাসে ভাসছিলেন তারা। কারণ আরেকটি বিস্ময়কর সিনেমা নিয়ে তারা সেখানে হাজির হয়েছেন।

কান উৎসবে ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এর উদ্বোধনী প্রদর্শনীর আগে এমা স্টোন, জো অ্যালউইন, উইলেম ড্যাফো, জেসি প্লেমন্সদের সঙ্গে লালগালিচায় এসেছিলেন ছবিটির পরিচালক ইয়রগোস ল্যান্থিমোস। প্রথমবার কানে হাজির হলেন তিনি। এমা স্টোনকে দেখা গেছে একটি ঝকঝকে বার্গান্ডি লুই ভিটন গাউনে। গভীর ভি আকারে কাটা সেই গাউনের বুক। পুরুষদের পরনে ছিল ব্লেজার। ইয়রগোস পরেছিলেন দুই স্তরের নীল স্যুট।

অভিনেত্রী এমা স্টোন ও নির্মাতা ইয়রগোস ল্যান্থিমোস জুটির ভাগ্য ঈর্ষণীয় রকমের ভালো। এই নির্মাতার কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এমা, সবগুলো সাড়া ফেলেছে। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ এমা ও অ্যালউইনের একত্রে করা দ্বিতীয় সিনেমা। এর আগে ‘দ্য ফেভারিট’ ছবিতে একত্রে কাজ করেছিলেন তারা। দুটো সিনেমারই পরিচালক ইয়রগোস। এমাকে নিয়ে এই নির্মাতার বানানো ‘পুওর থিংস’ তো চলতি বছর অস্কার জিতে নিল, এমা পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

পপতারকা টেইলর সুইফটের সঙ্গে প্রেম ভাঙার পর ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ অ্যালউনের প্রথম কাজ। ছয় বছর প্রেম করার পর ভাঙা মন নিয়ে করা এই কাজটিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন সুইফটের ঘনিষ্ঠ বন্ধু স্টোনকে। এক সংবাদ সম্মেলনে স্টোন বলেছিলেন, ‘জোকে আমি খুবই পছন্দ করি। ওর সঙ্গে আমি আগেও কাজ করেছি। ওর সঙ্গে কাজ করা দারুণ আরামদায়ক। তার মতো মিষ্টি ছেলে আর একটাও নেই।’

পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়রগোস ২০২৩ সালে বলেছিলেন, ‘সাত শিল্পীকে নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা এটি। প্রতিটি গল্পেই এমাকে পাওয়া যাবে একটি চরিত্রে।’

বিষয়:

ভোটারদের কাছে বিশেষ আবেদন শাহরুখ-সালমানদের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতে চলছে লোকসভা নির্বাচন। আজ সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। মোট ৪৮টি আসন রয়েছে মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে। লোকসভা আসনের নিরিখে উত্তর প্রদেশের (৮০) পরেই রয়েছে মহারাষ্ট্র। তার আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন করছেন শাহরুখ, সালমান, অক্ষয়, শিল্পা শেঠিসহ বলিউডের তারকারা।

গতকাল রোববার বলিউড বাদশাহ শাহরুখ খান (পূর্বে টুইটার)-এ লেখেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে আমাদের অবশ্যই আজ সোমবার মহারাষ্ট্রে আমাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’

বলিউড সুপারস্টার সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যাই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যাই ঘটুক না কেন! সুতরাং আপনি যা করতে চান তা করুন, তবে যান গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা … ভারত মাতা কি জয়।’

একইভাবে খিলাড়িখ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা ৫ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না কারণ প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনারা রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’

অভিনেত্রী শিল্পা শেঠি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য সব মুম্বাইকারদের কাছে আবেদন করছি- অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার এবং এই অধিকার ব্যবহার করুন।’

একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে আমি অবশ্যই ভোট দেব। ২০ মে অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’

বিষয়:

হাসপাতালে ভর্তি হচ্ছেন রাই সুন্দরী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

টানা ২২ বছর ধরে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাসম্পন্ন আসর কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে ঝলক দেখিয়ে আসছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। ভারতের এই লাস্যময়ী অভিনেত্রী ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় কান উৎসব। কান চলচ্চিত্র উৎসব আর লালগালিচায় ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতিটা যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবেও রাই সুন্দরীর ‘কান লুক’ দেখার জন্য অপেক্ষায় ছিল তার অগণিত ভক্তরা। মুম্বাই বিমানবন্দরে আদুরে কন্যা আরাধ্যাকে নিয়ে কানের উদ্দেশে রওনা দিতেই পাপারাজ্জিদের নজরে এল অভিনেত্রীর হাতের চোট। যা দেখে সবাই একেবারে তাজ্জব। কীভাবে চোট পেয়েছেন সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছিলেন ঐশ্বর্য। তবে হিন্দুস্থান টাইমসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, হাতের কবজির হাড় ভেঙে যায় ঐশ্বর্যর। ঐতিহ্যবাহী কান চলচ্চিত্রের কথা মাথায় রেখে প্লাস্টার করেছিলেন। হাতে প্লাস্টার নিয়ে বাহারি ও ঝলমলে পোশাকে লাল গালিচায় ঝলক দেখান রাই সুন্দরী। তবে কানে বেশি সময় থাকতে পারলেন না অ্যাশ। রোববার নিজ দেশে ফিরেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার ট্রাডিশন ভাঙতে চাননি ঐশ্বর্য। হাতের চোট নিয়েও কানের রেড কার্পেট মিস করতে করতে চাননি। ঐশ্বর্যর হাতের চোট নিয়ে কানের রেড কার্পেটে হেঁটে পেশাদারিত্বের নজির গড়লেন। আরও জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিয়েই ফ্রান্সে গিয়েছিলেন রাই সুন্দরী। ফিরে এসেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আগামী সপ্তাহেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রসঙ্গত, প্রত্যেকবারের মতো এবারেও বচ্চন বধূর পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া প্রমাণ করে দিল রাই সুন্দরী এক ও অদ্বিতীয়া।

৫০ বছরেও অভিনেত্রীর গ্ল্যামারের কাছে হার মানবে নতুন প্রজন্মের গ্ল্যাম ডিভারা। কানের মঞ্চে রাই সুন্দরীর প্রথম দিনের লুকের প্রশংসা করেছে প্রত্যেকেই। তবে দ্বিতীয় দিনের লুক নিয়ে হয়েছে বেশ কিছু সমালোচনাও। নিন্দুকের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, অনেকটাই ওজন বেড়েছে রাই সুন্দরীর। পশ্চিমা পোশাকের বদলে শাড়ি পরলেই ভালো হতো।

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন। মুম্বাই বিমানবন্দর থেকে কানের রেড কার্পেট, মাকে আগলে রাখতে দেখা গিয়েছে আরাধ্যাকে। রাই সুন্দরীর ভক্তরা আপাতত তার দ্রুত আরোগ্য কামনা করছেন। অস্ত্রোপচারের দ্বারা হাতের চোট নিরাময় হোক এটাই রাই সুন্দরীর ভক্তদের আশা।

বিষয়:

নিপুণের রিট: ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করলো হাইকোর্ট

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। সঙ্গে অনিয়মের ঘটনায় তদন্তের পাশাপাশি রুল জারি করা হয়েছে।

শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের করা এক রিটের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা-ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে ২০ এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ১৭০ ভোট পান তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহমুদ কলি।

অন্যদিকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। যেখানে ডিপজল পান ২২৫ ভোট আর নিপুণ আক্তার পান ২০৯ ভোট। ভোটের ফলাফল ঘোষণার পর নিপুণ ডিপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে দেন। মিশা ও ডিপজল তাদের গলায় পরিয়ে দেওয়া মালা নিপুণকে পরিয়ে দেন। তবে ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর এবারের নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ।

রিট নিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানামতে, ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। এ নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন।’

বিষয়:

দীপিকার মুকুটে নয়া পালক

আপডেটেড ২০ মে, ২০২৪ ০০:১২
বিনোদন ডেস্ক

বিচিত্র একসময় পার করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। প্রথমবার মা হওয়া বলে কথা। এ কারণে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই বলিউড ও হলিউডের লাস্যময়ী অভিনেত্রী। গর্ভবতী অবস্থাতেও বেশ কিছুদিন সিনেমার শুটিং করলেও এখন শুটিং থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছেন নিজেকে। আগামী বছর খানেক সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে রাখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন দীপিকা। বর্তমানে স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং ও তার পরিবারের সঙ্গেই একান্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে এলো আরো একটি সুসংবাদ। নিজের নামের পাশে আরো একটি খেতাব জুড়ে গেল দীপিকার। ‘গ্লোবাল ডিসরাপ্টারস ২০২৪’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। প্রথম ভারতীয় তারকা হিসেবে এই অনন্য অর্জন দীপিকার।

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ও হলিউড ম্যাগাজিন ‘ডেডলাইন’-এর প্রকাশ করা ‘গ্লোবাল ডিসরাপ্টার’ তালিকায় বিশ্বজুড়ে বিনোদন জগতের তারকাদের অন্তর্ভুক্ত করা হয় যারা বিনোদন শিল্পে বিশেষ অবদান রেখেছেন। বিশ্বের অনেক তারকাই এই তালিকায় রয়েছেন। তার মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, উমা থারম্যান এবং লি সুং জিনের মতো তারকারা।

এদিকে স্ত্রীর এমন সাফল্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বামী অভিনেতা রণবীর সিং। ইনস্টাগ্রামে দীপিকাকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে।’

দীপিকা পাড়ুকোন গত দুই বছরে শুধু বক্স অফিসেই বিস্ফোরণ ঘটাননি, তিনি অনেক জায়গায় ভারতের প্রতিনিধিত্বও করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের সমাপনী মঞ্চেও ভারতের হয়ে হাজির ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর আম্বাসাডর হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি। দীপিকাকে সামনে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ চলচ্চিত্রে। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি মুক্তি পাবে এ বছর। ছবিটিতে এতে আরো রয়েছেন অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো তারকারা।

অন্যদিকে সেপ্টেম্বরেই নতুন অতিথি আসছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসারে। গত ২৯ ফেব্রুয়ারি প্রথম তারা সুখবর প্রকাশ করেন। অনেকের ধারণা ছিল, ছয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আবার এক দলের দাবি, সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন রণবীর-দীপিকা। তবে এখনও পর্যন্ত দীপিকাকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি মা হতে চলেছেন। তার নির্মেদ, সুঠাম শরীরে মেদের লেশমাত্র নেই। সাধারণত অন্তঃসত্ত্বা থাকাকালে ওজন বৃদ্ধি পায় মেয়েদের। তবে এ ক্ষেত্রে দীপিকা ব্যতিক্রম।

বিষয়:

নতুন প্রকল্প নিয়ে ফাহমিদা নবী

আপডেটেড ২০ মে, ২০২৪ ০০:১৭
বিনোদন প্রতিবেদক

বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবীর ‘কারিগরী’ (ভয়েজ গ্রুমিং স্কুল)-এর যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় দেড় যুগ আগে। এই কারিগরী থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে ফাহমিদা নবীর গানে অনুপ্রাণিত হয়ে তারই কথা ও সুরে কয়েকজন শিল্পী নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। এগুলোর মধ্যে শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিলুর কণ্ঠে ‘যদি তোমার আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদার কণ্ঠে ‘হতে চাই রোদ’, ফাল্গুনীর কণ্ঠে ‘কেন যে একা লাগে না ভালো’, শাকিলার কণ্ঠে ‘কথা জমে আছে’, রাবুর কণ্ঠে ‘ভালোবাসা তোমাকে’ ও সোহেলের কণ্ঠে ‘বিবাগী এ মন’।

ফাহমিদা নবী জানান, আগামী কোরবানির ঈদের আগেই সবগুলো গানই ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। সুরকার, সংগীত পরিচালক বর্ণ চক্রবর্ত্তী তার অকাল প্রয়াণের আগেই সবগুলো গানের মিউজিকের কাজ শেষ করে গেছেন। ফাহমিদা নবী বলেন, ‘কারিগরী থেকে নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেই তারা গান গেয়েছেন। আমার দৃষ্টিতে প্রত্যেকেই ভীষণ ভালো গায়। প্রত্যেকেরই কণ্ঠে গানগুলো এক অন্যরকম মূর্ছনার সৃষ্টি করেছে। যেহেতু গানগুলো আমার লেখা এবং আমারই সুর করা। তাই এতটুকু বলতে পারি যার জন্য যে গান করেছি তার কণ্ঠেই সেই গান একদম পারফেক্ট হয়েছে। সবাই এত মন দিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে গেয়েছেন যে, আমি প্রত্যেকের গান শুনে মুগ্ধ। তবে এটা বলতেই হয় প্রত্যেকেরই গানের প্রতি পরম ভালোবাসা আছে, তারা গানকে নিজের ভেতর লালন করে বলেই তারা এত চমৎকার গাইতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে সব সময়ই ভালোবাসি যে, যেকোনো কাজে যদি কারও একাগ্রতা থাকে তাহলে সে শতভাগই সফল হয়। কারিগরী থেকে যারা গান গেয়েছেন সবার জন্য শুভ কামনা রইল। আজ বর্ণ বেঁচে থাকলে ভীষণ খুশি হতো। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’

ফাহমিদা নবী জানান, সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। ফাহমিদা নবী বিশ্বাস করেন তার লেখা ও সুর করা শিল্পীদের কণ্ঠে এই গানগুলো প্রকাশ পেলে বাংলাদেশের সংগীতাঙ্গন নতুন করে একদল শিল্পীকে চিনবে, জানবে। আধুনিক গানে কিংবা সিনেমার গানে শিল্পীদের চাইলেই যেকোনো সুরকার, সংগীত পরিচালক কাজে লাগাতে পারেন।

বিষয়:

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত ‘বুম্বাদা’

তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘বুম্বাদা’খ্যাত টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহ অন্তহীন। সেই জন্যই বোধহয় বাংলা ছবির দর্শকের মনে দাগ কেটেছিল ‘আমি ইন্ডাস্ট্রি আমি প্রসেনজিৎ’ সংলাপটি। বর্তমানে প্রসেনজিতের ভক্তরা মজে রয়েছেন তার আসন্ন ছবি ‘অযোগ্য’ নিয়ে। এর মাঝে সুপারস্টার দিলেন আরও এক সুখবর। যা তার জীবনের অন্যতম সেরা পাওনা। ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো। আনুষ্ঠানিকভাবে মিশুক হাতে পেলেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। ছেলের সাফল্য যেকোনো বাবার কাছেই অত্যন্ত গর্বের। প্রসেনজিৎ-ও তার ব্যতিক্রম নন। মিশুকের জীবনের এই সাফল্য সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘ড্যাডি কুল’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সন্তানের সাফল্য দেখা প্রতিটি বাবা-মায়ের কাছেই স্বপ্নপূরণের মতো। মিশুকের ভালো নাম তৃষাণজিৎ। জীবনের এখনো অনেকটা পথ পেরোনো বাকি। একে একে প্রতিটি ধাপে ছেলে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবেন বাবা হিসেবে এটাই একমাত্র কাম্য প্রসেনজিতের। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন প্রসেনজিৎ-অর্পিতার ছেলে তৃষাণজিৎ। তারকা পুত্রের জীবনের সোনালি মুহূর্তটাকে লেন্সবন্দি করেছেন প্রসেনজিৎ। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে স্বাভাবিকভাবেই খোশ মেজাজে দেখা যাচ্ছে তৃষাণজিৎকে।

বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত মিশুক। সেই মুহূর্তে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মঞ্চের দিকে এগিয়ে যান তারকাপুত্র। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হাতে নিতেই চোখে-মুখে এক অনাবিল আনন্দ। ক্যামেরার পোজ দেওয়ার মাঝে আগে সার্টিফিকেটটি দেখে নেন তৃষাণজিৎ। ছেলের জীবনের এই বিশেষ মুহূর্তটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘আজ আমি আমার ছেলে মিশুকের জন্য নিজেকে বাবা হিসেবে গর্বিত মনে হচ্ছে। মিশুক গ্র্যাজুয়েট হলো। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত। অনেক শুভেচ্ছা মিশুক। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।’

সুপার ড্যাড প্রসেনজিতের মতোই হ্যান্ডসাম তৃষাণজিৎ। সুপারস্টারের ছেলে বলে কথা। তাকে নিয়ে জানার আগ্রহও কম নয় আমবাঙালির। মিশুকের ব্যক্তিগত জীবনেও উঁকি মারে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুকের একটি পোস্ট ঘিরে বেশ চর্চা হয়েছিল। ২০২৪-এর মার্চ মাসের ঘটনা। যে ছবিটি পোস্ট করেছিলেন সেখানে দেখা যাচ্ছিল সবুজ মাঠের ওপর দাঁড়িয়ে রয়েছেন দুজনে। প্রসেনজিৎ পুত্রকে বাহুডোরে আগলে রয়েছে চর্চিত প্রেমিকা লিতিকা।

উল্লেখ্য, একসঙ্গেই পড়াশোনা করেন মিশুক আর লিতিকা।

বিষয়:

প্রথমবারেই কান মাতালেন কিয়ারা আদভানি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

পর্দা উঠেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র উৎসব কানের। ১৪ মে থেকে সব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৪ কান উৎসব। প্রতিবারের মতো এবারও বলিউড থেকে কান উৎসবে অংশ নেবেন অনেকে। এর মধ্যে অভিনেত্রীদের দিকেই নজর থাকে সবার। বিশেষত হাতে প্লাস্টার নিয়েও কানের বড় আকর্ষণ লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার অবশ্য অনেকেই প্রথমবারের মতো কানে অংশ নিচ্ছেন।

সেই ধারাবাহিকতায় এবার প্রথমবার কানে অংশ নিলেন বলিউডের লাস্যময়ী তরুণ অভিনেত্রী কিয়ারা আদভানি। শনিবার কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় প্রথমবার হাঁটলেন কিয়ারা। আর প্রথম এন্ট্রিতেই বাজিমাত করলেন বলিউডের এই উঠতি তারকা। পরনে ধবধবে সাদা পোশাক। খোলা চুল। ‘ফ্রেঞ্চ রিভিয়েরা’য় ভারতীয় সুন্দরীর দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছিলেন না পশ্চিমি বিনোদুনিয়ার ফটোশিকারিরা। কিয়ারার ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় ভক্তদের।

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি অবশ্য নতুন দায়িত্বও এল অভিনেত্রীর কাঁধে। ৭৭তম ফ্রেঞ্চ রিভিয়েরায় কানের ভ্যানিটি ফেয়ারে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য মহিলাদের আহ্বান জানানো হয়েছে। আর সেই ‘সিনেমা গালা ডিনার’-এর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কিয়ারা আদভানি।

রেড কার্পেটের জন্য, প্রবাল গুরুংয়ের ফল উইন্টার ২০২৪ ফ্রেগমেন্টেড মেমরিস কালেকশনের পোশাক বেছে নিয়েছিলেন কিয়ারা। স্যাটিন ম্যাটেরিয়ালের থাই-হাই স্লিট পোশাক। চলতি বছরেরই নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ এই কালেকশন প্রকাশ্যে এনেছিলেন প্রবাল। অভিমন্যু দাস ও এলসি ছেত্রীর সহযোগিতায় অভিনেত্রীকে সাজিয়েছেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট লক্ষ্মী লেহর। আর কিয়ারার সেই লুক দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। অভিনেত্রীকে ‘দেবী’ বলেও সম্বোধন করলেন তারা।

এদিকে শনিবার ফ্রেঞ্চ রিভিয়েরায় যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ছাড়া বলিউডের আরেক অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আগের চেয়ে ভিন্ন সাজে কানের লাল গালিচায়। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কানে যোগ দিতে পারছেন বলে বেশ আনন্দিত অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, শিগগির লরিয়ার প্যারিসের টিমের সঙ্গে যোগ দেব। আমি সে প্রস্তুতির মধ্য দিয়েই যাচ্ছি।’

বিষয়:

ছোট পর্দায় অপ্রতিরোধ্য নিলয় আলমগীর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

ওটিটির দাপটে বদলে গেছে টিভি নাটকের চালচিত্র। ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের জোয়ারে মোটা অঙ্কের পারিশ্রমিকের কারণে ছোট পর্দার বেশির ভাগ চাহিদাসম্পন্নরাই এখন অভিনয় কমিয়ে দিয়ে ঝুঁকে পড়ছেন ওটিটি প্ল্যাটফর্মে। আর এই সুযোগে কদর বাড়ছে বেশ কয়েকজন অভিনেতার। তাদের মধ্যে অন্যতম নিলয় আলগমগীর।

বলা চলে টিভি খুললেই দেখা মেলে সময়ের আলোচিত ও ব্যস্ত এই টিভি অভিনেতাকে। ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শোবিজে আগমন। চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু হলেও কয়েক বছর ধরে চাহিদার সঙ্গে টিভি নাটকেই থিতু হয়েছেন তিনি। চলচ্চিত্রে টিকে থাকার প্রতিযোগিতার দৌড়ে নিজেকে অস্থির না রেখে নাটকে অভিনয়ে সৌরভ ছড়াচ্ছেন প্রতিনিয়ত। ছোট পর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। একক ও ধারাবাহিকে সিরিয়াস কিংবা কমেডি সব ধরনের নাটকেই দেখা মেলে তার।

চলচ্চিত্র থেকে টিভি নাটকে এসে অনেকেই সুবিধা করতে পারেন না। নিজেকে টিকিয়ে রাখতে অনেক বেগ পেতে হয়; কিন্তু ব্যতিক্রম কেবল নিলয় আলমগীর। টিভি নাটকের এখন ব্যস্ত অভিনেতাদের অন্যতম তিনি। বিভিন্ন গল্পের নানা চরিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অবলীলায়। সময়ের আলোচিত ছোট পর্দার প্রায় সব নায়িকাদের বিপরীতে দেখা মিলছে তার। শখ, সারিকা, তিশা, শশী, তানিয়া বৃষ্টি, সাবিলা নূর, জেনী, বাঁধন, হিমি, তাসনুভা তিশা, কাজল সুবর্ণসহ অনেকের সঙ্গে জুটি বেঁধে একচেটিয়ে কাজ করে যাচ্ছেন এই ‘সুপারহিরো’। এমনকি নাটকে আগত নতুন নায়িকাদের সঙ্গেও পরিচালকরা নিয়লকেই বেছে নেন। সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকের মতো নতুনদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। কণ্ঠশিল্পী পড়শীর নায়ক হয়েও নাটকে অভিনয় করেছেন নিলয়। তবে এই সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল হিমির সঙ্গেই তাকে বেশি অভিনয় করছেন তিনি। এই জুটির সাবলীল অভিনয় দর্শক ও নির্মাতাদের মনে আলাদা নজর কেড়েছে।

গত রোজার ঈদে আলোচনার শীর্ষে ছিলেন নিলয়-হিমি জুটি। এ প্রসঙ্গে দৈনিক বাংলাকে নিলয় বলেন, ‘হিমির সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। দর্শকরা চান বলেই হয়তো পরিচালকরাও আমাদের নিয়ে একটু বেশি কাজ করেন। শুধু হিমি নয়, আমি অনেক নায়িকার সঙ্গেই কাজ করেছি। সেগুলোও দর্শক গ্রহণ করেছেন।’

প্রযুক্তির কারণে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। ইউটিউবনির্ভর হয়ে গেছে টিভি নাটক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন চলছে ভিউয়ের দৌরাত্ম্য। গল্প ভালো-মন্দ যাই হোক ভিউ বেশি হলেই চলে সেই নাটক নিয়ে মাতামাতি। নাটকের মানদণ্ড যেন নির্ণয় হয় ভিউয়ের ওপর। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘আমি আগেও ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, এখনো করছি। তবে দেখা গেছে অনেক ভালো নাটকে ততটা ভিউ হয় না। আবার কোনো কোনো দর্শক ভিউ হওয়াটাকে ভালো দৃষ্টিতে দেখছেন না। তাদের ভাষ্যমতে বুঝতে পারলাম কম ভিউজ মানে ভালো নাটক, বেশি ভিউ মানে খারাপ নাটক। এটা সব সময় ঠিক নয়।’

বিষয়:

ঢাকায় আসছেন বিদ্যা বালান

আপডেটেড ১৯ মে, ২০২৪ ০০:০৪
বিনোদন প্রতিবেদক

বলিউডের সিনিয়র ও মেধাবী অভিনেত্রীদের মধ্য অন্যতম বিদ্যা বালান। কথিত গ্ল্যামার নয়, অভিনয়গুণেই নিজেকে টিকিয়ে রেখেছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বিশেষ জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। বলিউডের প্রথম সারির তারকা তিনি। তার কাজ মানেই ভিন্নধর্মী এক আমেজ তৈরি করে। তাই বেছে বেছে, সময় নিয়ে কাজ করেন এ অভিনেত্রী। এ জন্য সাম্প্রতিক সময়ে তার সিনেমার সংখ্যাও কম। ‘ডার্টি পিকচার’খ্যাত এই তারকা গত বছর মাত্র একটি সিনেমায় কাজ করেছেন। লম্বা বিরতির পর গত বছর নিয়ত নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তিনি কাজ করেন গোয়েন্দা চরিত্রে।

ভারতের এই জনপ্রিয় অভিনয়শিল্পী এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছেন। আগামী ২৯ জানুয়ারি রাজধানীর আবাহনী মাঠে নতুন চ্যানেল ‘হ্যাপিনেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পারফর্ম করতে দেখা যাবে। চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু বলেন, ‌‘অত্যন্ত জমকালোভাবে আমরা উদ্বোধনটি করতে চাই। তাই এমন আয়োজন।’ তিনি জানান, শুধু বিদ্যা নন অনুষ্ঠানে কলকাতার গায়ক নচিকেতা ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে উপস্থিত থাকবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক খুদে ভিডিও বার্তার মাধ্যমে বিদ্যা বালান নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছেন বাংলাদেশের ভক্তদের। ভিডিও বার্তায় বিদ্যা বালান বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি বিদ্যা বালান। তোমাদের সঙ্গে দেখা হবে শিগগিরই।’

আরেকটি ভিডিও বার্তায় দেখা গেছে, বিদ্যা বালানকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে ‘হ্যালো বিদ্যা, আমি বাংলাদেশ থেকে নীলা। জবাবে বিদ্যা বলছেন, ‘ওয়াও বাংলাদেশ’। বিদ্যা বালানের এই ভিডিওগুলো শেয়ার করেছেন বাংলাদেশের বহুজাতিক কোম্পানির ফেসবুক পেজ থেকে। তাদের শেয়ার করা আরও এক ভিডিওতে দেখা যায়, বেইলি রোডে কি করছেন বিদ্যা বালান?

বিদ্যা বালান চলতি বছরে আবার ভূত হয়ে বড় পর্দায় ফিরছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উঠলেই বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়বেই। তার অসাধারণ অভিনয় ছিল ‘ভুলভুলাইয়া’ ছবিটির তুমুল জনপ্রিয়তার কারণ। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’-তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।


আসছে জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি। এরই মধ্যে শরণ শর্মা পরিচালিত এই ছবির রোমান্টিক গান ‘দেখা তেনু’ মুক্তি পেয়েছে। গান মুক্তির অনুষ্ঠানে জাহ্নবী খোলাসা করেছেন, ছবিতে ‘মিসেস মাহি’ হয়ে ওঠার প্রক্রিয়া তার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল।

ছবির আদ্যোপান্ত জুড়ে আছে ক্রিকেট। ছবির ট্রেলারে দেখা গেছে, এটা ক্রিকেট-পাগল এক দম্পতির গল্প। ছবিতে রাজকুমার ও জাহ্নবীকে ব্যাট-বল হাতে ক্রিকেট খেলতে দেখা যাবে। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, শরণ শর্মা।

জাহ্নবী বলেন, ‘এই ছবির জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। ‘মিলি’ ছবির প্রচারণার সময় এই ছবির জন্য ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছিলাম। প্রায় দুই বছর প্রশিক্ষণ নিয়েছি। শরণ (পরিচালক) এই ছবিতে কোনো ভিএফএক্স ব্যবহার করেনি। ও চেয়েছিল ক্রিকেটের দৃশ্যগুলোকে বাস্তব দেখাতে। শরণ চেয়েছিল, পর্দায় যেন আমাকে প্রকৃত ক্রিকেটারের মতো দেখতে লাগে।’

তিনি আরও বলেন, ‘ট্রেনিংয়ের সময় আমি অনেক চোট পেয়েছি। আমার দুই কাঁধের হাড় সরে গিয়েছিল।’

অভিনেত্রী বলেন, ‘অনেকবার এমন হয়েছে যখন আমার শরীর হার মেনে নিয়েছে। মনে হয়েছে, আমাকে দিয়ে আর সম্ভব নয়। কিন্তু পরিচালকের চোখেমুখে আত্মবিশ্বাস ও আবেগ দেখে সাহস পেয়েছি। অনেক সময় পরিচালকের ওপর বিরক্তি প্রকাশ করেছি। আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে। কিন্তু আজ আমরা একটা পুরো দল হিসেবে একসঙ্গে আছি। আমার বিশ্বাস যে দর্শক ছবিটি পছন্দ করবেন।’

অনুষ্ঠানে পরিচালক শরণ শর্মা জানান, ছবিটি নির্মাণের পেছনে অন্যতম বড় কারণ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। জাহ্নবী ছবিটি ধোনিকে দেখাতে চান। ধোনি প্রসঙ্গে অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ধোনি শুধু বড় ক্রিকেটার নন, মানুষ হিসেবেও দুর্দান্ত। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল।

তখন দেখেছিলাম ধোনির সঙ্গে যারা যারা সেলফি নিচ্ছিলেন, তিনি তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি কথাও বলছিলেন।’

বিষয়:

দুই দিনে দুই মিলিয়ন ভিউ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নাটকটি রিলিজ হয়েছে মাত্র দুই দিন। এরই মধ্যে ভিউ হয়েছে দুই মিলিয়ন। বলা যায় ২০ লাখ বারের বেশি নাটকটি দেখেছেন দর্শক। নাটকটির নাম ‘মাধবীলতা’।

এটি নির্মাণ করেছেন রোমান্টিক নাটকের জন্য সব সময় জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরী। এমনিতেই তিনি নির্মাণ করেন খুব কম। ঈদে রিলিজ না হলেও এটি রিলিজ হয়েছে গত ১৪ মে। দেরিতে এলেও মুক্তির পর দর্শকরা যেন ভালো লাগা খুঁজে পেয়েছেন নাটকটিতে। ভিউ এবং প্রশংসায় সমানতালে এগিয়ে যাচ্ছে এটি। ‘মাধবীলতা’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

বিষয়:

ফাটল ধরেছে জেনিফার সম্পর্কে!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের মধ্যে আবারও বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে। ২০২২ সালের ১৬ জুলাই তাদের বিয়ে হয়েছিল। তাদের বিয়েতে ভক্তরাও দারুণ খুশি ছিল। কিন্তু সেই সুখ টেকসই হলো না। এরই মধ্যে ফাটল ধরেছে বেন-জেনিফারের সম্পর্কে। সম্প্রতি তাদের এই বিচ্ছেদের খবরে ভক্তরা আহত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন মিডিয়ার খবরের মাধ্যমে জানা গেছে, অ্যাফ্লেক ও লোপেজ যৌথভাবে যে বাড়ি কিনেছিলেন, ইতোপূর্বে সেটা ছেড়ে দিয়েছেন অভিনেতা। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন গায়িকা-অভিনেত্রী লোপেজ। ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দিয়ে বিচ্ছেদের আশঙ্কা উসকে দিয়েছেন তিনি।

একটি পেজ থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়েছে, ‘যার মধ্যে সততা ও মানসিক নিরাপত্তা নেই; তার সঙ্গে আপনি কখনও একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন না।’

এমন পোস্টে জেনিফার লোপেজের রিঅ্যাকশন দেখে নেটিজেনদের মনে তাদের বিচ্ছেদের খবর পোক্ত হয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এক স্টুডিওতে। যেখানে নৃত্য অনুশীলনের জন্য এসেছিলেন জেনিফার লোপেজ। সে সময় তার হাতে বিয়ের আংটি দেখা গেছে। তাই বিচ্ছেদের বিষয়টিকে এখনও গুঞ্জন হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এই প্রথম নয়, এর আগেও ছাড়াছাড়ি হয়েছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের মধ্যে। ২০০৩ সালে ক্রিস জুডের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাফ্লেকের প্রেমে পড়েন লোপেজ। কয়েক মাস প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ২০০৪ সালে বিয়ের আগ মুহূর্তে সম্পর্ক ছিন্ন করেন তারা।

এরপর দীর্ঘ ১৮ বছরে তারা দুজনই ভিন্ন সম্পর্কে যুক্ত হন; বিয়ে করে সন্তানের জনকও হন। কিন্তু জীবন চক্রে লোপেজ-অ্যাফ্লেকের সম্পর্ক পুনরায় জোড়া লাগে। এবং তারা বিয়েও করেন।

বিষয়:

banner close