বুধবার, ২৯ মে ২০২৪

ভারত-ইংল্যান্ডে কাদা ছোড়াছুড়ি

ছবি: সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫২

আইন বনাম খেলোয়াড়ি চেতনা– মানকাডিং প্রতিবারই বিতর্কটা তুলে দেয়। গত শনিবার লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মেয়েদের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মানকাডিং ঘিরেও চিত্রটা একই।

৩৯ বলে ১৭ রান দরকার, হাতে ১ উইকেট– এমন যখন ছিল ইংল্যান্ডের মেয়েদের জয়ের সমীকরণ, ভারতের দীপ্তি শর্মা বল ছোড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ইংলিশ ব্যাটার চার্লি ডিনকে রানআউট করে দেন, যিনি ইনিংস-সর্বোচ্চ ৪৭ রানে ব্যাট করছিলেন।

স্বাভাবিকভাবেই বিতর্ক চলছে এ নিয়ে। এর মধ্যে চলছে ইংল্যান্ড আর ভারতের ক্রিকেটারদের কাদা ছোড়াছুড়ি।

সিরিজ শেষে ভারতে ফেরার পর কাল ওই আউট নিয়ে প্রশ্নে দীপ্তি শর্মার দাবি, ‘আমাদের পরিকল্পনাই ছিল এমন কিছু করার, কারণ সে অনেকবারই (ক্রিজ ছেড়ে বেরিয়েছে)... আমরা ওকে বেশ কয়েকবার সতর্ক করেছি। আমরা যা করেছি, নিয়ম মেনেই করেছি। আম্পায়ারকেও জানিয়েছিলাম আমরা।’

কিন্তু সিরিজে না খেলা ইংলিশ অলরাউন্ডার হিদার নাইট বলছেন, দীপ্তিরা মিথ্যাচার করছেন! তার খোঁচা, ‘এখানে কেউ কাউকে সতর্ক করার ঘটনা ঘটেনি। এভাবে রানআউট করানোর সিদ্ধান্ত নিয়ে ওদের মনে যদি কোনো অস্বস্তি না থাকে, তাহলে সতর্ক করার ব্যাপারে মিথ্যা বলে আউটটাকে বৈধতা দিতে চাওয়ার তো কোনো দরকার নেই।’

খোঁচাখুঁচির সেখানেই শেষ নয়। ভারতের বিপক্ষে সিরিজ শেষে গত পরশুই ইংল্যান্ডের ঘরোয়া র‍্যাচেল হেইহো-ফ্লিন্ট ট্রফির ফাইনালে নেমেছিলেন মানকাডিংয়ের শিকার ডিন। বোলিং করতে গিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে আগেভাগেই ক্রিজ ছাড়তে দেখে ডিন মানকাড করার ভঙ্গিতে স্টাম্পের দিকে এগিয়ে যান, তবে বেল উপড়াননি। দীপ্তিকে খোঁচা আর কী!

এদিকে মানকাডিংয়ের ক্ষেত্রে আইনের ভাষা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা কদিন আগে মানকাডিংকে রানআউটের স্বীকৃতি দিয়েছে, যদিও সে আইন কার্যকর হবে ১ অক্টোবর থেকে। তবে এই আইনের ভাষায় ফাঁক আছে জানিয়ে ডেইলি মেইলে কলামে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড লয়েডের কথা, ‘আইনটা স্পষ্ট হলে প্রতিবার এমন আউটের পর এই মাতামাতি এড়ানো যেত।’

আইনে দুটি বদল আনতেন বলে জানাচ্ছেন লয়েড। এক, আউট করার আগে অন্তত একবার বোলার যাতে ব্যাটারকে সতর্ক করেন। দুই, ব্যাটার কখন ক্রিজ ছাড়তে পারবেন, সেটি আরও স্পষ্ট করা। ‘এখনকার আইন অনুযায়ী, বোলার যখন বল ছাড়বেন বলে ধরে নেয়া হয়, ততক্ষণ পর্যন্ত ব্যাটারকে ক্রিজে থাকতে হবে। আমার কাছে সেটিকে অস্পষ্ট মনে হচ্ছে। যেটা দরকার তা হচ্ছে (ব্যাটার ক্রিজ ছাড়ার অনুমতির) মুহূর্তটায় (বোলারের) শারীরিক ভঙ্গি কী থাকবে, সেটি স্পষ্ট করা। হতে পারে বোলারের পেছনের পা ক্রিজে পড়ার মুহূর্ত, বা বোলারের হাত যখন সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাবে সেই মুহূর্ত। যা-ই হোক, এখন আইনে যা আছে, তার চেয়ে আরও নির্দিষ্ট কিছু দরকার।’


চার্লসের তাণ্ডবে বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন ক্যারিবীয়দের  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের এটাই ছিল শেষ সিরিজ। প্রেটিয়াদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ক্যারিবীয়রা। শেষ ম্যাচে রেকর্ড গড়া জয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ধবল ধোলাই করেই বিশ্বকাপের প্রস্তুতি সারল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এদিনও ক্যারিবীয় ব্যাটারদের কাছে নাস্তানাবুদ হয়েছে প্রোটিয়া বোলাররা। রেকর্ড গড়েছেন ওপেনার জনসন চার্লস।

সাবিনা পার্কে টসে জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার সুবিধা করতে পারেনি মোটেও। নবম ওভারে ৫০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। মিডল অর্ডারে ভারপ্রাপ্ত অধিনায়ক রেসি ফন ডার ডুসেনের ৫১ আর উইয়ান মাল্ডারের ৩৬ রানের ইনিংসে মোটামুটি একটা সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

আগের দুই ম্যাচেই দেখেই বোঝার বাকি ছিল না প্রোটিয়াদের জয়ের জন্য এ রান যথেষ্ট নয়। হলোও সেটাই; পাওয়ার-প্লেতেই জয়ের আশা নিঃশেষ হয়ে গেলো। প্রথম ৬ ওভারে ৮৩ রান তোলে ব্র্যান্ডন কিং ও চার্লসের ওপেনিং জুটি। চার্লস আউট হলে ভাঙে তাদের ৯২ রানের জুটি। ২৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় খেলা ৬৯ রানের ইনিংসে চার্লসের স্ট্রাইক রেট ২৬৫.৩৮। কমপক্ষে ৫০ রানের ইনিংসে আর কোনো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের এর চেয়ে বেশি স্ট্রাইক রেট নেই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

কাইল মায়ার্স ও অ্যালিক অ্যাথানাজের অবিচ্ছিন্ন ১৮ বলে ৩৫ রানের তৃতীয় উইকেট জুটিতে ৬ ওভার ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে কখনোই এত বল বাকি রেখে জেতেনি ক্যারিবীয়রা। এ সিরিজে দুই দলেরই অধিনায়কসহ শীর্ষ সারির বেশ কয়েকজন ছিলেন না আইপিএলে ব্যস্ত থাকায়। এরপরও এমন জয়ে স্বাভাবিকভাবেই খুশি রোভম্যান পাওয়েলের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা কিং, ‘গুরুত্বপূর্ণ জয়। বিশ্বকাপের আগে শেষ সিরিজ। ফলে প্রস্তুতি ও ভালো একটা মোমেন্টাম নিয়ে যেতে পারছি বিশ্বকাপে। আমাদের বোলিং পারফরম্যান্স বেশ ভালো ছিল, ধারাবাহিক ছিলাম।’

মার্করামের জায়গায় প্রোটিয়াদের দায়িত্ব সামলানো ফন ডার ডুসেন বলেছেন, ‘কথা বলার পালা শেষ, আমাদের আরও অভিজ্ঞ খেলোয়াড়দের এসে দায়িত্ব নিতে হবে। অজুহাত দেওয়ার কিছু নেই। তারা ব্যাটিংয়ে যেভাবে খেলেছে আর বোলিংয়েও যেমন ভালো ছিল, তাতে আসলে আমরা ভড়কে গেছি।’


‘পারফেক্ট টিমম্যান’ আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার হয়ে তিনটি ফাইনালের হতশ্রীকর পারফরম্যান্স বাদ দিলে গঞ্জালো হিগুয়েন নিঃসন্দেহে ছিলেন তার সময়ের সেরা নাম্বার নাইন। ফিনিশিং আর গোলক্ষুধা তাকে করে তুলেছিল অনন্য; পাশাপাশি ছিল ড্রিবলিং করার সামর্থ্য আর দুর্দান্ত গতি। অন্য স্ট্রাইকারদের মতো স্বার্থপর নন, এই আর্জেন্টাইন ছিলেন ‘পারফেক্ট টিমম্যান’।

দীর্ঘ এক ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, নাপোলির মতো পরাশক্তিদের স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করেছেন গঞ্জালো হিগুয়েন। তুরিনের বুড়িদের হয়েই খেলেছেন তিন বছর। ইউরোপের পাঠ চুকানোর পর ক্যারিয়ারের শেষ দিকে ইন্টার মিয়ামির জার্সি গায়ে উঠেছিল তার। সব মিলিয়ে নিজের ক্লাব ক্যারিয়ারে ৭১০ ম্যাচ খেলে ৩৩৫ গোল করেছেন তিনি। সেই থেকে সতীর্থদের দিয়ে করিয়েছেন আর ১১৩টি গোল।

জাতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে বেছে নিলেও গঞ্জালো হিগুয়েনের জন্ম ফ্রান্সের ব্রেস্ত শহরে। কিন্তু মাত্র ১০ মাস বয়সেই দেশ ছাড়তে হয় তাকে। পাড়ি জমান আর্জেন্টিনায়। তার শৈশব কেটেছে সেখানেই। তাইতো আর্জেন্টিনার অন্য সব শিশুর মতই ফুটবলের বিদ্যাটা আগে শিখেছিলেন। এরপর ফুটবলার হওয়ার স্বপ্ন ডানা মেলেছিল রিভার প্লেটো ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করার পর থেকে। ১৯ বছর বয়সে রিভার প্লেটোতে যোগ দেয়ার পর দ্যুতি ছড়াতে থাকেন হিগুয়েন। ড্রিবলিং, গতির সঙ্গে নিখুঁত ফিনিশিংয়ে অল্প সময়ের মধ্যেই নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর। সবাইকে টেক্কা দিয়ে হিগুয়েনকে ঘরে নিয়ে আসে স্পেন জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেখানে ছয় মৌসুম পরে ম্যারাডোনার পরামর্শে লস ব্লাঙ্কোসদের বিদায় জানিয়ে পাড়ি জমান ইতালির ক্লাব নাপোলিতে। সেখানে গিয়ে তকমা পান নতুন ম্যারাডোনার।

২০০৯ সালে যখন আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় হিগুয়েনের তখন আকাশী-নীলদের শোচনীয় অবস্থা। বলিভিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর হেরেছে টানা তিন ম্যাচ; ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়াই ছিল শঙ্কার মুখে। পেরুর বিপক্ষে মান বাঁচানোর সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে প্রথম গোল দিয়ে দলকে লিড এনে দিয়েছিলেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারের দারুণ মুহুর্ত কিংবা ২০১০ বিশ্বকাপের আগে মান বাঁচানো সেই পারফরম্যান্সের জন্য নয় আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েনকে ফুটবল বিশ্ব মনে রাখবে টানা তিনটি ফাইনালে ম্যাচে গোল মিস করার জন্য।

পুরো নাম: গঞ্জালো জেরার্ড হিগুয়েন

জন্ম: ১০ ডিসেম্বর, ১৯৮৭ সাল।

জন্মস্থান: ব্রেস্ত ফ্রান্স।

রাশি: ধনু রাশি।

প্রিয় খেলা: ফুটবল।

প্রিয় খাবার: পিৎজা।

প্রিয় পানীয়: ওয়াইন।

প্রিয় রং: সাদা, নীল।

প্রিয় ফুটবলার: দিয়েগো ম্যারাডোনা।

প্রিয় সতীর্থ: লিওনেল মেসি, ডি মারিয়া।

প্রিয় স্টেডিয়াম: সান্তিয়াগো বার্নাব্যু, স্পেন।

প্রিয় ফুটবল দল: নাপোলি এসএসসি, আর্জেন্টিনা ফুটবল দল।

প্রিয় গাড়ি: অডি এ৮।

প্রিয় শখ: ভ্রমণ, গান শোনা।

প্রিয় স্থান: মাদ্রিদ।

প্রিয় জুতার ব্র্যান্ড: পিউমা।


রিশাদের লক্ষ্য বিশ্বকাপে পারফর্ম করা

আপডেটেড ২৮ মে, ২০২৪ ১৬:২৪
ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটে প্রায় সব দলই যখন লেগস্পিন দিয়ে রাজত্ব করছে, তখন একজন লেগস্পিনারের হাহাকারে পুড়ছিল বাংলাদেশ। আমিনুল বিপ্লব কিংবা জুবায়ের লিখনদের দিয়ে চেষ্টা করা হলেও, লম্বা সময়ের জন্য কাউকেই সেভাবে পাওয়া যায়নি। তবে সেই আক্ষেপ পূরণের আশা দেখাচ্ছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসাইন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ দক্ষ রিশাদ। নিজের প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলেও।

জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন রিশাদ। যেমন বল হাতে অবদান রাখছে, তেমনি ব্যাট হাতে পালন করছেন ফিনিশিংয়ের রোল। লঙ্কানদের বিপক্ষে ম্যাচজয়ী পারফরম্যান্স কিংবা গালিতে ফিল্ডিংয়ে দুর্দান্ত সব ক্যাচ নিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। ক্যারিবীয় অঞ্চলের স্পিন সহায়তার কথা চিন্তা করে নিয়মতিই বিশ্বকাপ দলে দেখা যেতে পারে তাকে।

বিসিবির ‘রেড-গ্রিন স্টোরি’তে রিশাদ জানালেন বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘প্রথমে ক্রিকেট খেলা যখন শুরু করি, তখন লেগস্পিনার ছিলাম। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আরো বড় কিছু করার। দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন মাধ্যম থেকেই অবদান রাখতে হবে। আর আপনি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করতে চাইবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’

লেগস্পিানার হলেও রিশাদ নজর কেড়েছিলেন তার পাওয়ার হিটিং সামর্থ্যের জন্য। শেষ দিকে বোলারদের উপর চড়াও হতে পারেন তিনি। নিজের এমন বড় শট খেলার প্রবণতা নিয়ে রিশাদ বলেন, ‘আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য। সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে। আমিও সবসময় চাই যে বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে বল করছে সেদিকে আমি খুব একটা ভ্রূক্ষেপ করি না। আমি শুধু বল বিবেচনা করি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি।’

বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে যোগ দেওয়া পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্পর্কে রিশাদ বলেন, ‘উনি ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। কীভাবে বড় মঞ্চে পারফর্ম করা যায়। কীভাবে কাম অ্যান্ড কুল থেকে পারফর্ম করা যায়। আমি এগুলো ডেলিভার করার চেষ্টা করব।’

বোলার হিসেবে নিজের লক্ষ্যও জানিয়েছেন রিশাদ, ‘আমি যেহেতু বোলার সে হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই। আর অলরাউন্ডার হিসেবে নিজেকে আরেকটু উপরে নিয়ে যেতে চাই।’


যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। মূল পর্বের খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজেই হতাশ করেছে শান্তর দল। র‌্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ম্যাচে বাজে হার। যদিও শেষটা দাপুটের সঙ্গে জিতে ঘুরে দাঁড়িয়েছিল দল। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে আরও একবার মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের।

এই ম্যাচ অবশ্য কোনো সিরিজের অংশ নয়, কেবল একটা প্রস্তুতি ম্যাচ। তবে শান্তরা বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত তার প্রমাণ মিলবে এ ম্যাচে। এর তিন দিন পর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।


নেইমারের ফেরার বার্তা দিল কোচ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

নেইমার জুনিয়রের আবির্ভাবটা ছিল রূপকথার গল্প বাস্তবতায় রূপ নেওয়ার মতোই। কি দারুণ স্কিল নিয়ে ফুটবলের ১২০ গজের মাঠে নামলেন। তাকে আটকাতে প্রতিপক্ষের অন্তত তিনজন খেলোয়াড়কে ব্যস্ত সময় পার করতে হয়। ব্রাজিল সমর্থকদের আশার পালে হাওয়া লাগালেন; মিশন হেক্সা বোধ হয় এবার পূরণ হবেই হবে। কিন্তু এরপর নেইমারের ক্যারিয়ারকে ভাগ করলে, অর্ধেকেরও বেশি সময় তিনি ছিলেন মাঠের বাইরে। ইনজুরি তাকে আষ্টেপৃষ্ঠে ধরেছে। ব্রাজিলের এ পোস্টারবয় যেন অভাগা এক রাজকুমার। যিনি সবকিছু থাকা সত্ত্বেও রাজত্ব নিতে পারেননি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। একই কারণে মৌসুমের বেশির ভাগ ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ, যেখানে সৌদি প্রো লিগের ম্যাচ ছিল ৩টি। এটুকুতেই অবশ্য লিগ শিরোপাজয়ীদের তালিকায় উঠেছে তার নাম। তবে শিরোপা জয়ের চেয়ে নেইমার কবে মাঠে ফিরবেন, তা নিয়েই তার ভক্ত-সমর্থকদের যত কৌতূহল।

ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চ কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। দলের সেরা তারকার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও তাকে আর স্কোয়াডে রাখা যায়নি। ফলে নেইমারকে ছাড়াই কোপার স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র। এখন আগস্ট থেকে মাঠে গড়াতে যাওয়া সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি নেইমারের মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি, নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে, তা হচ্ছে ১০ থেকে ১১ মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি, তাহলে প্রাক্-মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে।’

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর নেইমার চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যান নভেম্বরে। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। পরে এর সত্যতা পাওয়া যায় দরিভালের ঘোষিত স্কোয়াডেও। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার। শেষ পর্যন্ত সুস্থ হয়ে নেইমার কবে মাঠে ফিরতে পারেন, সেটিই দেখার অপেক্ষা। হিসাব বলছে, আগামী সেপ্টেম্বরে মাঠে দেখা যেতে পারে নেইমারকে।

বিষয়:

টি-টোয়েন্টির ফেরিওয়ালা কাইরেন পোলার্ড  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেরি করে ক্রিকেটের বিনোদন বিক্রি করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ক্রিকেট বিনোদন বেচাকেনা করা এই দলের একজন উইন্ডিজ তারকা কাইরেন পোলার্ড। রঙিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতে তার মতো কার্যকর আর গ্রেট ক্রিকেটার আর এসেছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ চোখ বুজেই করা যায়।

ক্যারিয়ারের শুরু থেকেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি ছিল পোলার্ডের। মুহূর্তের মাঝেই ম্যাচের রঙ পাল্টে দিতে পারতেন তিনি। ফলশ্রুতিতে বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তার চাহিদা সবার ওপরে। বিশ্বের সব ফ্যাঞ্চাইজি লীগের নিয়মিত মুখ কাইরেন পোলার্ড।

কিন্তু শৈশবে চরম বাস্তবতার মধ্য দিয়ে পাড়ি দিতে হয়েছে বিনোদন বিকিয়ে বেড়ানো এ তারকা। বিনোদন তো দুরে থাক দু’মুঠো খাবারও জোটেনি ঠিকমত। ১৯৮৭ সালে ত্রিনিদাদের ছোট্ট দ্বীপ তাকারিগুয়াতে জন্ম কাইরেন পোলার্ডের। ছোটবেলা কেটেছে নিদারুণ কষ্টে, দারিদ্র্যের মাঝে। তার বাবা ছোটবেলাতেই তাদের ছেড়ে আলাদা হয়ে যান। পোলার্ড তার মা এবং ছোট দুই বোনের সাথে থাকতেন। বেশিরভাগ দিনই তাদের কাছে খাবার কেনার মতো টাকাও থাকত না। কিন্তু দুঃখ কষ্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা কমাতে পারেনি পোলার্ডের। খাবার কেনার টাকা না থাকলেও চালিয়ে গেছেন ক্রিকেটটা। ভাগ্য চাকায় পরিবর্তনও আসে, এ ক্রিকেট দিয়েই। ২০০৫ সালে টিসিএল গ্রুপ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভালো খেলার পর পাকিস্তানগামী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নেন পোলার্ড।

২০০৬ মৌসুমে হ্যাক্সি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে লিংকনশায়ারে আসেন পোলার্ড। সেখানে পাঁচ ম্যাচ খেলার পর ডাক পান ত্রিনিদাদ এন্ড টোবাগোর হয়ে স্টানফোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নেন ছয় উইকেট। এর মাসছয়েক পরে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হয়ে যায় পোলার্ডের।

প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলার পুরস্কারও পান দ্রুতই। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গায়ে জড়ান ওয়ানডের জার্সি। আর পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির জার্সি।

পুরো নাম- কাইরন আদ্রিয়ান পোলার্ড

জন্ম- ১২ মে, ১৯৮৭ সাল।

জন্মস্থান- তাকারিগুয়া, ত্রিনিদাদ ও টোবাগো।

রাশি: বৃষ রাশি।

প্রিয় খেলা: ক্রিকেট, ফুটবল।

প্রিয় খাবার: ওয়েষ্ট ইন্ডিজের খাবার।

প্রিয় পানীয়: ওয়াইন।

প্রিয় রং: সাদা।

প্রিয় ক্রিকেটার: ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ।

প্রিয় ক্রিকেট দল: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

প্রিয় সতীর্থ: ডোয়েন ব্রাভো, সুনীল নারিন, ক্রিস গেইল।

প্রিয় ফুটবলার: কিলিয়ান এমবাপ্পে।

প্রিয় ফুটবল দল: ফ্রান্স ফুটবল দল।

প্রিয় গাড়ি: জাগুয়ার এক্সজে ৫০।

প্রিয় স্টেডিয়াম: কুইন’স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো।

প্রিয় স্থান: দুবাই।

প্রিয় শখ: ভ্রমণ।

প্রিয় জুতার ব্র‌্যান্ড: এমই৩ প্লাস।

বিষয়:

সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

দীর্ঘ মেয়াদে চিন্তা করেই তরুণ কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সে জন্য খুঁজে পায় নাজমুল হোসেন শান্তকে। দায়িত্ব পাওয়ার পর শুরুটাও মন্দ হয়নি নাজমুল শান্তর; কিন্তু সময় যত গড়াচ্ছে, ততই প্রশ্ন উঠছে তাকে নিয়ে। সমালোচনার শিকারও হচ্ছেন শান্ত। বিশেষ করে ক্রিকেটের ব্যাটিং ছোট ফরম্যাটের ব্যাটিং ব্যর্থতায় ডুবতে বসেছেন তিনি। স্ট্রাইকরেটও হচ্ছে টি-টোয়েন্টির সঙ্গে মানানসই; রানও পাচ্ছেন না।

শেষ ৬ ইনিংসে শান্তর নামের পাশে নেই কোনো অর্ধশতক। স্ট্রাইকরেটও একশর কাছাকাছি। এমন অবস্থায় তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথাও তুলেছেন তিনি। সঙ্গে শান্ত না থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান।

সম্প্রতি দেশের প্রথমসারির এক ক্রীড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না। তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু, ৭ ব্যাটার নিয়েই খেলবেন। সেহেতু একটাই পরিবর্তন হতে পারে- শান্তর জায়গায় তামিমকে আনা।’

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কই নাজমুল শান্ত। তিনি বিশ্রামে থাকলে তাহলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন আশরাফুল, ‘ক্যাপ্টেন্সি সাকিব করতে পারে, যেহেতু সহ-অধিনায়ক তাসকিন ইঞ্জুরিতে। কোচ-ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য। শান্তর একটু বিশ্রাম প্রয়োজন, বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন। যেহেতু স্ট্রাগল করছে, বিশেষ করে এই ফরম্যাটে।’

শান্তর বাজে ব্যাটিংয়ের জন্য আশরাফুল কিছুটা দায়ী করছেন বিপিএলকেই। তিনি বলেন, ‘বিপিএলেও সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, এখানেই বড় ভুলটা হয়েছে। বিপিএলে ৫-৬ ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকত। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ফিফটি করলেও জিম্বাবুয়ের সাথে এতটা ভালো করতে পারেনি। ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে।’

শান্তর স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে গিয়ে আশরাফুল তুলে আনলেন দেশের ক্রিকেটের সমস্যাও। সাবেক অধিনায়ক বলেন, ‘ওর এই স্ট্রাইক রেট এটা তো সবাই জানি। আমাদের দেশে সমস্যা হলো- এক ফরম্যাটে ভালো খেললে সব ফরম্যাটে বিবেচনা করে ফেলি। একটা রান করলে সব কিছু ভুলে যাই।’

অধিনায়ককে ম্যাচে ভালো কিছুর তাগিদ দিয়ে আশরাফুলের মন্তব্য ‘পারফর্ম না করলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন। কীভাবে পারফর্ম করবেন আপনাকেই বের করতে হবে।’


সালাম মুর্শেদীর ১৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৪ মে, ২০২৪ ১২:৩০
নিজস্ব প্রতিবেদক

আর্থিক অসঙ্গতির দায়ে সালাম মুর্শেদী ও আবু নাইম সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৫ কর্মকর্তাকে শাস্তির আওতায় এনেছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তদন্তের রায় আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিফা। অর্থাৎ বাফুফেতে দুর্নীতির ঘটনায় চূড়ান্ত শাস্তি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এর মধ্যে সোহাগের শাস্তি প্রথমে ২ বছর নিষেধাজ্ঞা ছিল, আজ বলা হয়েছে তিনি তিন বছর নিষিদ্ধ থাকবেন। এছাড়া বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধের পাশাপাশি দশ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সোহাগকাণ্ডের পর ফুটবল ফেডারেশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা এলে ফিফা থেকে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্ল্যায়ন্স সঠিকভাবে ফেডারেশন পূরণ করতে না পারায় সালাম মুর্শেদীকেও দশ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। সালামের পাশাপাশি বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে।

ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য-প্রমাণ নিয়ে এই সিদ্ধান্ত প্রদান করেছে। আবু নাঈম সোহাগ, আবু হোসেন, মিজানুর রহমানের ওপর সাধারণ দায়িত্ব, আনুগত্য ও মিথ্যাচারের কারণে শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৪ এপ্রিল দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আবু নাঈম সোহাগ। গতকাল বিজ্ঞপ্তিতে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। আর তার মোট জরিমানার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা।


লিটন দাসের সহজ স্বীকারোক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। ছন্দহীনতার কারণে অনেকেই ধারণা করেছিল বিশ্বকাপ দলে তিনি সুযোগ পাবেন কি না। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তার যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে জায়গা পাওয়া ক্রিকেটারদের আলাদাভাবে ‘রেড-গ্রিন স্টোরি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার নিয়েছে বিসিবি, যা একে একে প্রকাশ করছে তারা। গতকাল মঙ্গলবার লিটনের নেওয়া সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। যেখানে নানা বিষয়ে কথা বলেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ভিডিওতে নিজের খারাপ সময়ে স্ত্রীর সাহস দেওয়াকেই সবচেয়ে বড় বলে মনে করেন লিটন দাস। তিনি জানিয়েছেন খারাপ সময়ে অনেকেই তার পাশে থাকেন, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সব সময়। অনেক কোচই আছেন যাদের সঙ্গে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করেন। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সব সময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

অধিনায়ক শান্তর অধীনে লিটন যাচ্ছেন নিজের তৃতীয় বিশ্বকাপে। এর আগে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের মতো দুই অভিজ্ঞ অধিনায়কের সঙ্গে। নতুন অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন, ‘খুবই ভালো শেষ কয়েকটা সিরিজে সে (শান্ত) অধিনায়কত্ব করেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে। ওভার-অল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি। স্বাভাবিক যেকোনো মানুষের উন্নতির শেষ নেই, সে খুব ভালো করছে।’

বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেছেন লিটন। জানিয়েছেন, তার যে পারফর্ম করা উচিত সেটা করতে পারেননি তিনি। লিটন বলেন, ‘ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করিনি, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’

বিশ্বকাপে নিজেদের সুযোগ নিয়ে লিটন বলেছেন, ‘বিশ্বকাপে চাপ থাকবে, সেটা সব দলের ওপরই থাকবে। শান্ত ও সুস্থির থেকে ফলের কথা না ভেবে যদি ভয়ডরহীন ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় ভালো সুযোগ আছে। আজ বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এ কথা বলেছেন লিটন।’


ক্যারিবীয় পাওয়ার হাউস নিকোলাস পুরান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্তম্ভের নায়ক তিনি। ক্যারিবীয় দলের মিডল অর্ডারে প্রাণশক্তি তিনি। দলের প্রয়োজনে যেমন ব্যাট চালাতে পারেন পাগলাঘোড়ার মতো। আবার ধৈর্যের পরিচয় দিয়ে খেলতে পারেন ঠাণ্ডা মাথায়ও। নিজের দিনে ঘুম হারাম করে দিতে পারেন যেকোনো বোলারের। হাঁকাত পারেন বিশাল বিশাল সব ছক্কা। ক্যারিবীয় রাজ্যের আরেক পাওয়ার হাউস তিনি। বলছি ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরানের কথা।

অথচ ২০১৬ সালে গাড়ি দুর্ঘটনায় জীবনটাই হারাতে বসেছিলেন নিকোলাস পুরান। বাইশ গজে আর কখনো ফিরতে পারবেন না এই তারকা এমনটাই আশঙ্কা করেছিল সবাই। তবে পুরান ফিরেছেন, বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ করছেন গোটা বিশ্বকে।

১৯৯৫ সালে ত্রিনিদাদ ও টোবাগোর কুভার উত্তরাঞ্চলীয় এলাকা ম্যাকবিনে জন্ম নিকোলাস পুরানের। ক্রিকেটের হাতেখড়িও সেখানেই। স্কুলে পড়ার সময়ই হাতে ধরেছিলেন ব্যাট; এরপর আর ছেড়ে দেননি। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হয় তাকে। ১৬ বছর বয়সেই অভিষেক হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলে।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই দেখিয়েছিলেন প্রতিভার ঝলক। তার পরিণত ব্যাটিং চমকে দিয়েছিল সবাইকে। দেখতে মাঝারি গড়নের হলেও বিশাল সব ছক্কা হাঁকাতে তার জুড়ি মেলা ভার।

ফলে অল্প বয়সেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মূল আকর্ষণে পরিণত হয়েছেন এই তারকা। আইপিএল, বিপিএল, পিএসএল কিংবা সিপিএল, সব খানেই সরব উপস্থিতি এই তারকার। মজার ব্যাপার হলো, কেবল ব্যাটিং কিংবা উইকেট সামলানো নয়, দলের প্রয়োজনে পার্টটাইমার হিসেবে বল হাতেও দারুণ কার্যকরী এই তারকা।

তবে বাকি ক্যারিবীয় তারকাদের সঙ্গে পুরানের পার্থক্য হলো জাতীয় দলের খেলার সঙ্গে কখনো আপস করেননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শত ব্যস্ততা থাকলেও জাতীয় দলের ডাকে সব সময়েই ছুটে গেছেন।

বাঁ-হাতি এ উইকেট রক্ষক-ব্যাটারের জাতীয় দলে অভিষেক ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে ওয়ানডে দলে সুযোগ পেতে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে পূরণ হয় সেই আশাও। তবে এখনো গায়ে জড়ানো হয়নি টেস্ট দলের জার্সি।

পুরো নাম : নিকোলাস পুরান

জন্ম : ২ অক্টোবর ১৯৯৫ সাল

জন্মস্থান : কুভা, ত্রিনিদাদ ও টোবাগো

রাশি: তুলা

প্রিয় খেলা: ক্রিকেট, গলফ, বাস্কেটবল

প্রিয় খাবার: ফ্রাইড চিকেন

প্রিয় পানীয়: লেমন জুস

প্রিয় রং: সাদা

প্রিয় ক্রিকেটার: অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস

প্রিয় ক্রিকেট দল: ওয়েস্ট ইন্ডিজ

প্রিয় সতীর্থ: লেন্ডল সিমন্স, সুনীল নারিন

প্রিয় ফুটবলার: লিওনেল মেসি

প্রিয় ফুটবল দল: এফ সি বার্সেলোনা

প্রিয় গাড়ি: ল্যাম্বরগিনি ভেনেনো

প্রিয় স্টেডিয়াম: কুইন’স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো

প্রিয় স্থান: পোর্ট অব স্পেন

প্রিয় শখ: ভ্রমণ, গান শোনা

প্রিয় জুতার ব্র‌্যান্ড: নাইকি


যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হার

ফাইল ছবি
আপডেটেড ২২ মে, ২০২৪ ০১:১০
দৈনিক বাংলা ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে খুব বেশি রান করতে না পারার পর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। মঙ্গলবার রাতে প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। পরে ওই রান তাড়া করতে নেমে তিন বল আগেই জয় পায় যুক্তরাষ্ট্র।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাশদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।

দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনিও অবশ্য ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেইলের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি। ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ।

এর কৃতিত্ব তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রান করেন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

রান তাড়ায় নেমে ২৭ রানের উদ্বোধনী জুটির দেখা পায় যুক্করাষ্ট্র। দুই ওপেনারের মধ্যে মনাক প্যাটেল ১২ বলে ১০ ও স্টেবন টেইলর ২৯ বলে ২৮ রান করেন। তিনে খেলতে নামা আন্দ্রিয়াস গুইস ১৮ বলে ২৩ রান করেন।

এরপর অ্যারণ জোন্স ও নিতিশ কুমারও রান করতে পারেননি। তবে দলটির হয়ে ভিত ধরেন করি অ্যান্ডারসন ও হারম্রিত সিং। তবে পরের জুটিতেই জয়ের নিশানা খুঁজে পায় যুক্তরাষ্ট্র। একপ্রান্ত আগলে থাকা কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী হারম্রিত ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা দুজন।


ফোডেনের গোলে ম্যানসিটির ইতিহাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া প্রতিবেদক

শেষ দিকে এসে প্রিমিয়ার লিগের লড়াই ছড়াচ্ছিল চরম উত্তেজনা। লড়াইয়ে ছিল পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি আর মিকেল আর্তেতার আর্সেনাল। লড়াই গিয়ে ঠেকলে শেষ দিনে। ২০ বছর আগের শিরোপা পুনরুদ্ধারের লড়াই আর্সেনালের সামনে। আর ১৩৫ বছরের রেকর্ড ভাঙার ইতিহাস ম্যানসিটির সামনে। জমজমাট সেই লড়াইটা শেষ হয়েছে; আর এতে শেষ হাসিটা হেসেছে ম্যানসিটিই। প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থ লিগ শিরোপা জয়ে প্রিমিয়ার লিগের ১৩৫ বছরের রেকর্ড ভেঙেছে গার্দিওয়ালার শিষ্যরা। এর আগে কোনো দলই টানা চার মৌসুম প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি।

মৌসুমে নিজেদের শেষ লিগ ম্যাচে গতকাল সিটিজেনরা ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। জোড়া গোল করেছেন ফিল ফোডেন আর রদ্রি করেছেন একটি গোল। সফরকারীদের হয়ে একটি গোল শোধ করেছেন মোহাম্মেদ কুদুস।

এই জয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে লিগ জিতল সিটি। ৩৮ ম্যাচে সংগ্রহ ৯১ পয়েন্ট। তাদের মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনালও নিজেদের কাজটা ঠিকঠাকই করেছে। এভারটনকে ২-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু সিটি জিতে যাওয়ায় পয়েন্টের ব্যবধান আর কমাতে পারেনি তারা। এ নিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অষ্টম এবং টানা চতুর্থ শিরোপা ঘরে তুলল ম্যানসিটি। শেষ কীর্তিটি লিগের ইতিহাসেই আর কারও নেই।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শিরোপা জেতার মিশন নিয়েই মাঠে নামে সিটি। জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ ছিল না তাদের সামনে। এমনকি ড্র করলেও হতে পারত বিপদ। কারণ তাতে আর্সেনালের সমান পয়েন্ট হতো তাদের। গোল ব্যবধানে এগিয়ে থাকলে শিরোপা যেত গানারদের কাছেই। কিন্তু সিটি তা হতে দেয়নি।

গ্যালারিভর্তি নিজেদের দর্শকদের সামনে গতকাল শুরুটা দারুণ হয় সিটির। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন ইংলিশ তারকা ফিল ফোডেন। বার্নান্দো সিলভার কাছে থেকে পাওয়া বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি। ১৮তম মিনিটেই নিজের দ্বিতীয় গেলে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ডকুর কাছে থেকে পাওয়া বলে ফোডেনকে গোল বঞ্চিত করতে পারেনি ওয়েস্টহ্যামের তিন ডিফেন্ডার মিলেও।

দুই গোলে এগিয়ে থাকা সিটির স্বস্তি কেড়ে নেন ওয়েস্টহ্যামের স্ট্রাইকার কুদুস। সতীর্থের কর্নার-কিকে বল পেয়ে দারুণ ফ্লিকে সিটি গোলরক্ষক ওর্তেগার মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন কুদুস।

তবে দ্বিতীয়ার্ধে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রদ্রি। ৫৯তম মিনিটে বক্সের বাইরে সিলভার বাড়িয়ে দেওয়া বলে নেওয়া তার বুলেটগতির শট প্রতিপক্ষের রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্টহ্যাম। ফলে শিরোপা জেতার স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সিটি।


মেহেদীর চোখে চ্যালেঞ্জটাই বেশি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানই আসল কথা। তাই ব্যাটাররাও চেষ্টা করেন সেভাবেই খেলার। প্রথম পাওয়ার-প্লের ছয় ওভারে ৩০ গজের বাইরে মাত্র দুই জন ফিল্ডার থাকায়, ব্যাটারদের টার্গেটটা থাকে এ সময়েই। বড় কিছু শট খেলে রান বাড়িয়ে নেওয়ার। তাই এ সময় বল করাটা স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিংই হয় বোলারদের জন্য। বাংলাদেশের অফ স্পিনার শেখ মেহেদী হাসানও জানালেন সেরকম কথাই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এ কাজটা নিয়মিতই করতে হয় মেহেদীকে। এখন পর্যন্ত যে ৪৫ ইনিংসে বোলিং করেছেন, ২৭ বারই এক প্রান্ত থেকে উদ্বোধন করেছেন এ ২৯ বছর বয়সি। সফলও হয়েছেন, ক্যারিয়ারে তার ৩৮টি উইকেটের ২০টিই এসেছে পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যে। রান আটকাতেও বেশ সফল তিনি; ক্যারিয়ারে ইকোনমি রেট ৬.৩৮ হলেও প্রথম ৬ ওভারে মেহেদী মাত্র ৫.৬৭ করে রান দিয়েছেন।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে পাওয়ারপ্লেতে বোলিং নিয়ে কথা বলতে গিয়ে মেহেদী বলেছেন চ্যালেঞ্জের কথা, ‘উপভোগ করা থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়াপ্লেতে (বোলিং), (আর) টি-টোয়েন্টি ক্রিকেট (হচ্ছে) রানের খেলা। এখানে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে। ওই চ্যালেঞ্জটাই বেশি থাকে। উপভোগ (করা) থেকে চ্যালেঞ্জটা বেশি থাকে।’

এরপরও পাওয়ারপ্লের বোলিংটা উপভোগ করতে পারলে সেটি দলের জন্যই ভালো, মনে করিয়ে দিয়ে মেহেদী বলেছেন, ‘কঠিন পরিস্থিতি থাকে পাওয়ারপ্লেতে। উপভোগ (করার সুযোগ) তো একদমই থাকে না। (এরপরও) সেখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হয়।’

২০১৮ সালে অভিষেক হলেও দ্বিতীয় ম্যাচটি খেলতে প্রায় ২ বছর অপেক্ষা করতে হয়েছিল মেহেদীকে। মেহেদী ফিরে এসেছেন আবার। তবে ফেরাটা সহজ ছিল না জানিয়ে মেহেদী বলেছেন, এবারের বিশ্বকাপে ব্যক্তিগত একটা চ্যালেঞ্জও নিয়েছেন, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে আগে যাওয়া।’

বলেছেন আরেকটি ব্যক্তিগত লক্ষ্যের কথাও, ‘আমি সাধারণত যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে। এর চেয়ে আরও ভালো পারফরম্যান্স করতে চাই।’

বাংলাদেশ দলের ফিনিশিংয়ের দায়িত্বটা এখন সামলাতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকেই। পরীক্ষিত এ পারর্ফমার দলের বিপদে ইনিংস তৈরির দায়িত্ব যেমন সামলাতে পারেন, তেমনি পাল্টা আক্রমণে প্রতিপক্ষ দলের বোলিং লাইনআপ এলোমেলো করতে পারেন। তাইতো মাহমুদউল্লাহর ব্যাটিংকেই ভালো লাগে মেহেদীর, ‘৭-৮ নম্বরে নিজেকে তৈরি করে নেওয়ার যে প্রক্রিয়া ছিল, তখন থেকে ফিনিশার হিসেবে রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা খুব ভালো লাগত। শুধু এরকমই আর কী। সাকিব ভাই আইডল বলতে পারেন। রিয়াদ ভাইয়ের ব্যাটিং ভালো লাগে।’


banner close