বুধবার, ১৫ মে ২০২৪

ডিআইইউয়ে ‘স্বাধীনতা বইমেলা-২০২৩’ উদ্বোধন

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩ ০৯:০১

রাজধানীর বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-২০২৩’ উদ্বোধন করা হয়েছে।

ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান ড. মো. মিলন খান ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক ও মাতৃভাষা প্রকাশের স্বত্বাধিকারী নেসার উদ্দিন আয়ুব। বিজ্ঞপ্তি


মেয়র আতিকুলকে মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে ডিএনসিসি মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র শুভেচ্ছা জানানোর জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের মতো আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে সাফল্যের সঙ্গে চার বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে বলেন, ‘মেয়রের দায়িত্ব নেয়ার আগে তিনি নগরবাসীর কাছে যেসব ওয়াদা করেছিলেন, তার বেশির ভাগই বাস্তবায়ন করেছেন।’ আগামীতে তার নেতৃত্বে নগরবাসীর সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়:

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৭
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গত রোববার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসানের সঙ্গে ট্রাস্টি বোর্ড ঢাকা কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি ও আবাসিক সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:০৯
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশসহ পুরো বিশ্বে মাকে স্মরণ করতে পালিত হলো ‘বিশ্ব মা’ দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এই ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।’ প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সব ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। বিজ্ঞপ্তি


পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার পানি সম্পদ প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে হাইকমিশনারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৩৭
দৈনিক বাংলা ডেস্ক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল পানি সম্পদ প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে হাইকমিশনারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রতিমন্ত্রী পানি সম্পদ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এসব সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন অংশীদারত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ভারত কাজ করছে। শিগগিরই দুদেশের সচিব পর্যায়ে এবং ভারতে নির্বাচনের পরে মন্ত্রিপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে ভারতীয় হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি


শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে সেমিনার

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে স্টার্টাপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি সংক্রান্ত এক সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৩৮
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে স্টার্টাপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি সংক্রান্ত এক সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি বলেন, মৌলিক উন্নয়নের বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে রেখে সমন্বিত উদ্যোগে এগিয়ে যেতে পারলে আমাদের তরুণদের আর বিদেশমুখী হতে হবে না। বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্টের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিত কুমার যুগোপযোগী সৃজনশীল শিক্ষায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ উদ্যোগ ও উদ্যোক্তাদের প্রশংসা করে শিক্ষার্থীদের হাতে-কলমের শিক্ষায় উদ্বুদ্ধ করতে আইসিটি তথা আইডিইএর উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়কে আইসিটি ল্যাব দেওয়ার ঘোষণাসহ তাদের আয়োজিত সেমিনার থেকে উদ্বুদ্ধ হয়ে স্টার্টাপ বা অন্য মাধ্যমে ইনোভেটিব আইডিয়া শেয়ার করে উদ্যোক্তা হওয়ার আহ্বানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও ঘোষণা দেন। আইডিইএর প্রোজেক্ট ডিরেক্টর মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, আইডিইএর হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী ও এসএমইউসিটির রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৭৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৭৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৭৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন), আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক ও জেবুন নাহার (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দীন আহমেদ (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন) উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ইউনিয়ন ব্যাংকের সঙ্গে মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি 

ইউনিয়ন ব্যাংক পিএলসি ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের মধ্যে রাজধানীর গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১০:৫৫
দৈনিক বাংলা ডেস্ক

ইউনিয়ন ব্যাংক পিএলসি ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের মধ্যে রাজধানীর গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডধারী গ্রাহকরা মেডর‌্যাবিটস হেলথকেয়ার থেকে হেলথকেয়ার সার্ভিসের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ইউনিয়ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান শাহরিয়ার রউফ এবং মেডর‌্যাবিটস হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক অমল আর দেশমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি


ইউসিবির সঙ্গে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ব্যাঙ্কাসুরেন্স চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সঙ্গে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি সই হয়েছে। সোমবার এক অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদ-ই-মনজুর মোর্শেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১১:১২
করপোরেট ডেস্ক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সঙ্গে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি সই হয়েছে। গত সোমবার ইউসিবি করপোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের কাছে ইস্টল্যান্ডের লাইফ ইন্স্যুরেন্স-বহির্ভূত পণ্য বিক্রি করতে পারবে। এ চুক্তির মাধ্যমে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উল্লেখযোগ্য সংখ্যক ইউসিবি গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদ-ই-মনজুর মোর্শেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইউসিবির প্রধান ব্যাঙ্কাসুরেন্স কর্মকর্তা এ টি এম তাজমিলুর রহমান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শারিয়ার সিদ্দিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আইসিবিতে বিশেষ সভা অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ট্রাস্টিধীনে এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত ‘আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস্ ইউনিট ফান্ড’-এর এক বিশেষ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১১:১৩
দৈনিক বাংলা ডেস্ক

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ট্রাস্টিধীনে এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত ‘আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস্ ইউনিট ফান্ড’-এর এক বিশেষ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিনিয়োগকারীদের উপযুক্ততার আওতা বাড়ানোর লক্ষ্যে ইউনিট মালিকদের মতামত নিতে এ সভা হয়।

রাজধানীর কাকরাইলের গ্রিন সিটি এজ্ ভবনে অনুষ্ঠিত ওই সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক এবং ফান্ডের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ইউআইটিএসে শিক্ষার্থীদের নবীনবরণ  

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত শনিবার বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ মে, ২০২৪ ১১:৩৫
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত শনিবার বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কে. এম তানজিব-উল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএসর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম শরীফ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকরাসহ নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রত্যেক অনুষদ থেকে যারা প্রথম হয়েছে তাদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিজ্ঞপ্তি


এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ শতভাগ পাস

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১,৭৫০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:০৬
দৈনিক বাংলা ডেস্ক

প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১,৭৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসের হার শতভাগ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৯৮ শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৫১৬ শিক্ষার্থী। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ১,২৬৯ জন। বিজ্ঞানে জিপিএ-৫ অর্জনের হার ৮৪ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৪ জন। পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ২৯ জন। শুরু থেকেই মাইলস্টোন কলেজ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখছে। পাসের হার জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য সাফল্যের ছোঁয়া। নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, আমরা ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডারভিত্তিক নিয়মিত একাডেমিক পাঠদান, বিশেষ একাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের মতে, মাইলস্টোন কলেজের প্রত্যাশা মতো ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় তিনি মাইলস্টোন কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি


ব্র্যাক ব্যাংকে সাহিত্য আড্ডা

ঢাকা ও চট্টগ্রামের ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্যানুরাগী ব্যাংকাররা আলোচনা করেছেন প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টো এবং প্রখ্যাত বাংলাদেশি লেখক ফারুক মঈনউদ্দীনের রচিত সাহিত্যকর্ম নিয়ে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:১১
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামের ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্যানুরাগী ব্যাংকাররা এবার আলোচনা করেছেন প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টো এবং প্রখ্যাত বাংলাদেশি লেখক ফারুক মঈনউদ্দীনের রচিত সাহিত্যকর্ম নিয়ে। ঢাকায় সাদাত হাসান মান্টোর মর্মস্পর্শী গল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি ওই সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন উর্দু সাহিত্যের অনুবাদক হাইকেল হাশমি, যিনি অত্যন্ত সুনিপুণভাবে গল্পগুলো বাংলায় অনুবাদ করেছেন। আলোচনায় সমাজের ‘ট্যাবু’ বিষয়গুলোর প্রেক্ষাপট, বিশেষ করে ভারত বিভাজন, সাবলীলভাবে মানুষের কাছে তুলে ধরার অনন্য ক্ষমতা নিয়ে লেখক মান্টোর তুমুল প্রশংসা করা হয়। তার লেখা গল্প ‘টোবাটেক সিং’ এবং ‘ঠাণ্ডা গোশত’ নিয়ে সাহিত্যানুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা হয়, যেখানে আলোচকরা গল্প বলায় তার সরলতা এবং লেখনশৈলী নিয়েও নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। হাইকেল হাশমি মনে করেন, মান্টোর সাহিত্যকর্ম সময় এবং স্থানের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তাকে একজন বিশ্বসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে সম্প্রতি চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা আলোচনা করেছেন ফারুক মঈনউদ্দীনের লেখা জনপ্রিয় সাহিত্য-সংকলন ‘সেই সব শেয়ালেরা’ নিয়ে। মানুষের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা এবং সামাজিক জটিলতার উজ্জ্বল চিত্রায়নের জন্য সুপরিচিত ফারুক মঈনুদ্দীনের সাহিত্যিক বর্ণনা আলোচকদের ব্যাপকভাবে বিমোহিত করেছে। প্রতিষ্ঠানজুড়ে এ রকম সাহিত্য আড্ডার আয়োজন সহকর্মীদের মধ্যে সাহিত্য এবং বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা নিয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ সাহিত্য সভাগুলো সহকর্মীদের মধ্যে গল্প বলার ক্ষমতা বিকাশের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি


বাপাউবোর প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন  

পানি ভবনের সভাকক্ষে সম্প্রতি নবনিযুক্ত ১৪ উপসহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক-বিদ্যুৎ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বক্তব্য রাখেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৩ মে, ২০২৪ ১১:১২
দৈনিক বাংলা ডেস্ক

পানি ভবনের সভাকক্ষে সম্প্রতি নবনিযুক্ত ১৪ উপসহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক-বিদ্যুৎ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম অজিয়র রহমান। এ ছাড়া নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য-উপাত্ত সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি


banner close